
29/03/2025
বছরের পর বছর এই যন্ত্রটাই আমার সঙ্গী, রোদে পুড়েছে, বৃষ্টিতে ভিজেছে, আমাকে নিয়ে ছুটে বেড়িয়েছে শহরের অলিগলি থেকে গ্রামীন পথ। তাই ঈদের আগে ওরও তো একটা বিশেষ যত্ন প্রাপ্য! ভালো করে ধোয়া-মোছা, নতুন পালিশ, একটু সাজিয়ে তোলা—এটাই আমার ঈদ শপিং!
অনেকে হয়তো বলবে, "তুই নিজের জন্য কিছু নিলি না?" কিন্তু সত্যি বলতে, বাইকের ঝকঝকে রূপ আর নিখুঁত সৌন্দর্যই আমার আনন্দ। ওর নতুন উজ্জ্বলতা দেখে মনে হয়, আমিই যেন নতুন কিছু পেয়েছি!
ঈদ মোবারক! বাইকের প্রেম যারা বোঝে, তারা জানে—এটাই আসল অনুভূতি!