শাহ্ ফিরোজ সোশ্যাল মিডিয়া

শাহ্ ফিরোজ সোশ্যাল মিডিয়া আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আমাকে সার্পোট করবেন সবাই আশা করি।

17/09/2025
16/09/2025

মৌমাছি বাসা

“মানুষ যত শক্তই হোক, হৃদয়ের শূন্যতা তাকে নীরবে ভেঙে দেয়।
13/09/2025

“মানুষ যত শক্তই হোক, হৃদয়ের শূন্যতা তাকে নীরবে ভেঙে দেয়।

একটা ছোট শহরে নির্বাচন আসছে। দুই দলের নেতা প্রচুর মিছিল-সমাবেশ করছে। সবাই চিৎকার-চেঁচামেচি করে মানুষের মন জয় করতে চাইছে।...
05/09/2025

একটা ছোট শহরে নির্বাচন আসছে। দুই দলের নেতা প্রচুর মিছিল-সমাবেশ করছে। সবাই চিৎকার-চেঁচামেচি করে মানুষের মন জয় করতে চাইছে।

কিন্তু গ্রামের এক বয়স্ক শিক্ষক কোনো দলে যোগ দিলেন না। তিনি চুপচাপ নিজের কাজ করে গেলেন, গ্রামের ছেলেমেয়েদের পড়ালেন, অসুস্থদের সাহায্য করলেন। প্রথমে কেউ তার দিকে তেমন তাকাল না।

কিন্তু নির্বাচনের দিন দেখা গেল, গ্রামের বেশিরভাগ মানুষ ভোট দিল সেই প্রার্থীকেই, যাকে ওই শিক্ষক নীরবে সমর্থন করেছিলেন। কোনো প্রচার করেননি, কোনো শ্লোগান দেননি—শুধু তার চরিত্র, তার সততা আর নীরব অবস্থানই মানুষের মনে সবচেয়ে বড় প্রভাব ফেলেছে।

04/09/2025
এক গ্রামে রহিম নামে একজন সৎ ও বিশ্বাসী মানুষ বাস করত। তার সবচেয়ে বড় গুণ ছিল – সে মানুষের প্রতি আস্থা রাখত এবং সত্যবাদী ক...
03/09/2025

এক গ্রামে রহিম নামে একজন সৎ ও বিশ্বাসী মানুষ বাস করত। তার সবচেয়ে বড় গুণ ছিল – সে মানুষের প্রতি আস্থা রাখত এবং সত্যবাদী কথায় বিশ্বাস করত।

রহিমের এক বন্ধু ছিল করিম। করিম প্রায়ই বড় বড় প্রতিশ্রুতি দিত – “আমি তোমাকে সাহায্য করব”, “আমি তোমার পাশে আছি” ইত্যাদি। কিন্তু কাজে আসার সময় সে কখনো এগিয়ে আসত না।

একদিন গ্রামে একটি সমস্যায় পড়ল রহিম। তার কিছু টাকা দরকার হলো জরুরি কাজে। সে প্রথমেই বন্ধুর কাছে গেল। করিম নানা অজুহাত দেখিয়ে পিছিয়ে গেল। রহিম বুঝল, প্রতিশ্রুতির কথা আর বাস্তব কাজ এক নয়।

অন্যদিকে, গ্রামের আরেক সাধারণ কৃষক – সেলিম, যাকে রহিম খুব ঘনিষ্ঠ বন্ধু বলে ভাবত না, সে এগিয়ে এসে বলল –
“ভাই, আমি বেশি সাহায্য করতে পারব না, তবে যতটুকু পারি তোমাকে দেব।”

সেই দিন রহিম উপলব্ধি করল – সত্যিকারের বন্ধু পরিচয় দেয় বিপদের সময়ে। প্রতিশ্রুতির কথা নয়, কাজই বন্ধুত্বের আসল প্রমাণ।

"" শিক্ষা:

বিশ্বাসী মানুষ সহজেই অন্যকে বন্ধু ভাবে।

কিন্তু প্রকৃত বন্ধু চেনা যায় বিপদে।

বন্ধুত্ব শুধু মুখের কথা নয়, কর্মে প্রকাশ পায়।

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।।
03/09/2025

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।।

একটা গ্রামে এক বৃদ্ধ মানুষ বাস করত। বয়স হয়েছে অনেক, হাঁটতে গেলে লাঠির ভরসা নিতে হয়। গ্রামের ছেলেমেয়েরা তাকে ডাকত “দাদু” ...
03/09/2025

একটা গ্রামে এক বৃদ্ধ মানুষ বাস করত। বয়স হয়েছে অনেক, হাঁটতে গেলে লাঠির ভরসা নিতে হয়। গ্রামের ছেলেমেয়েরা তাকে ডাকত “দাদু” বলে। প্রতিদিন বিকেলে তিনি পুরোনো আমগাছের নিচে বসতেন, আর গ্রামবাসী কেউ না কেউ এসে তাকে ঘিরে গল্প শুনত।

একদিন এক কিশোর এসে জিজ্ঞেস করল,
— “দাদু, আপনার জীবনের সেরা সময় কোনটা ছিল?”

বৃদ্ধ হেসে বললেন,
— “যখন আমি ছোট ছিলাম, মনে হত বড় হলে সবকিছু ভালো হবে। যখন তরুণ হলাম, মনে হল টাকা হলে সুখ আসবে। পরে পরিবার হলো, সন্তান হলো, তখন বুঝলাম সুখ কোথাও আলাদা করে পাওয়া যায় না। সুখ লুকিয়ে থাকে প্রতিটি মুহূর্তে—যখন মায়ের হাতের ভাত খেতাম, যখন বন্ধুদের সাথে মাঠে খেলতাম, কিংবা যখন আমার ছেলে প্রথমবার আমাকে ‘বাবা’ বলেছিল।”

দাদু একটু থেমে আকাশের দিকে তাকিয়ে বললেন,
— “অতীত হলো এক রকম আয়না। ওখান থেকে শিক্ষা নিতে হয়, কিন্তু সেখানে আটকে থাকা উচিত না। কারণ আগামীকালও একদিন আমাদের অতীত হয়ে যাবে।”

গুন্দুজ আল শাফিম এর সাথে।
01/09/2025

গুন্দুজ আল শাফিম এর সাথে।

Address

Kuakata

Alerts

Be the first to know and let us send you an email when শাহ্ ফিরোজ সোশ্যাল মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শাহ্ ফিরোজ সোশ্যাল মিডিয়া:

Share