04/09/2025
🌸 জান্নাত: কল্পনার অতীত সুখ 🌸
রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন—
"জান্নাতে এমন সব নিয়ামত রয়েছে, যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানুষের অন্তরে কল্পনাও জাগেনি।"
(সহীহ আল-বুখারী : ৩২৪৪)
সুবহানাল্লাহ! 🌿
দুনিয়ার সমস্ত সৌন্দর্য, ভোগ-বিলাস, সুখ-স্বাচ্ছন্দ্য জান্নাতের নিয়ামতের তুলনায় কিছুই নয়। আল্লাহ তাআলা তাঁর প্রিয় বান্দাদের জন্য এমন পুরস্কার প্রস্তুত রেখেছেন, যা মানব কল্পনারও বাইরে।
✨ আসুন—
✅ ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে বিভ্রান্ত না হয়ে
✅ আল্লাহর সন্তুষ্টির পথে জীবন পরিচালনা করি
✅ নেক আমল করে জান্নাতের অধিবাসী হওয়ার চেষ্টা করি
🤲 আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌসের স্থায়ী সুখ দান করুন। আমিন।