Realscope

Realscope Hi! Friend's
Stay tuned by following me. Plaze

রুচি,,
22/10/2025

রুচি,,

তুমি না ম'রলে আমি মাহিরের হবো না,,'জোবায়েদ তখনো মা'রা যায়নি। বাঁচার জন্য দুই তালা থেকে উপরে ওঠে। তিন তালায় দাঁড়িয়ে ছিল ব...
22/10/2025

তুমি না ম'রলে আমি মাহিরের হবো না,,

'জোবায়েদ তখনো মা'রা যায়নি। বাঁচার জন্য দুই তালা থেকে উপরে ওঠে। তিন তালায় দাঁড়িয়ে ছিল বর্ষা। তখন বর্ষাকে দেখে জোবায়েদ বলে, আমাকে বাঁচাও। কিন্তু বর্ষা বলে, তুমি না ম'রলে আমি মাহিরের হবো না। বর্ষা তার মৃ'ত্যু কনফার্ম করে যায়। তখন জোবায়েদ বাঁচার জন্য দরজায় নক করেও পায় নি।

এটি একটি ত্রিভুজ প্রেম। বর্ষা মেয়েটি চালু। দুইদিকেই সম্পর্ক বজায় রাখে। মিন্নির ঘটনার প্রায় কাছাকাছি। বর্ষা মাহিরকে বলে, জোবায়েদকে না সরালে তোমার কাছে ফিরতে পারবো না। বর্ষার পরিকল্পনা অনুসারে জোবায়েরকে হ'ত্যার সিদ্ধান্ত নেয় মাহির ও তার বন্ধু আয়লানসহ তিনজন। ঘটনার দিন মাহির জোবায়েদকে বর্ষার থেকে সরে আসতে বলে। জোবায়েদ জানায়, আমি সরে আসবো কেন। তখন তাদের মাঝে তর্কাতর্কি হয়। এরপর এ হ'ত্যাকান্ড।'

-ডিএমপির ব্রিফিং

একটা মেয়ে বর্ষা এর কারনে জুবায়েদ ভাইয়ের জীবন শেষ, পাশাপাশি মাহিরের ও জীবন শেষ 🙂
History repeated again🙂

শোনা-ভঙ্গা দেশ,,🤗😅
12/10/2025

শোনা-ভঙ্গা দেশ,,🤗😅

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ হিসেবে গাজা অভিমুখী কনশেনস জাহাজটি থেকে বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমকে ধরে নিয়ে গেছে ...
08/10/2025

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ হিসেবে গাজা অভিমুখী কনশেনস জাহাজটি থেকে বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।

আমরা অন্তবর্তীকালীন সরকারকে আহবান জানাই অনতিবিলম্বে শহিদুল আলম এর মুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার।

এত বড় ভুল কিভাবে করে তাও আবার ATN NEWS এর মত চ্যানেল😑😑😑😑
05/10/2025

এত বড় ভুল কিভাবে করে তাও আবার ATN NEWS এর মত চ্যানেল😑😑😑😑

আপা কমেন্ট অপশন অফ করে রাখছে,আপনারা এখানে কমেন্ট করতে পারেন🙂
05/10/2025

আপা কমেন্ট অপশন অফ করে রাখছে,আপনারা এখানে কমেন্ট করতে পারেন🙂

অভিনেতা Yash Rohan তিনি হিন্দু ধর্মের মানুষ, তার ধর্ম সে পালন করবে এটাই স্বাভাবিক। যার ধর্ম তার কাছে বড়, তার পোস্টে যে ...
04/10/2025

অভিনেতা Yash Rohan তিনি হিন্দু ধর্মের মানুষ,
তার ধর্ম সে পালন করবে এটাই স্বাভাবিক।
যার ধর্ম তার কাছে বড়, তার পোস্টে যে কমেন্টগুলো করা হয়েছে এটা কি ইসলামের শিক্ষা?
একেই বলে বাঙালি মুসলিম। মানুষকে কটুক্তি করা হেও প্রতিপন্ন করা এটা আল্লাহ ও আল্লাহর রাসূলের শিক্ষা নয়। ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হয়েছিল সত্য দ্বীন আর মুসলমানদের আচার-আচরণ ব্যবহার আর নৈতিক সৌন্দর্যে। অথচ তা কি আমাদের ভিতরে আছে? দেখে নাটক সিনেমা অথচ হিন্দু মুসলিম খুঁজে। বড় আজব জাতি আমরা।

সৌদি আরবের একটি শহর থেকে একবার এক কালো জাদুকরের বাসায় রেইড দিল পুলিশ। বাইরে থেকে দেখলে মনে হবে এলাকার আর ১০ টা সাধারণ ব...
26/09/2025

সৌদি আরবের একটি শহর থেকে একবার এক কালো জাদুকরের বাসায় রেইড দিল পুলিশ। বাইরে থেকে দেখলে মনে হবে এলাকার আর ১০ টা সাধারণ বাসার মতোই যেন এই বাসা। কিন্তু দরজা খোলার সাথে সাথেই বুঝা যাবে, এই বাসায় স্বাভাবিক বলে কিছু নেই!

ভেতরে ঢুকতেই পুলিশদের গা গুলিয়ে বমি আসলো ভয়ানক দুর্গন্ধে! পুরো বাসাটা যেন একটা আবর্জনা খানা! তান্ত্রিক টাইপের হাবিজাবি জিনিস দিয়ে বাসা ভর্তি — তাবিজ- কবজ, দড়ি, বোতল, মরা প্রাণীর মৃতদেহের অংশবিশেষ, পায়খানা, রক্ত — এগুলো জায়গায় জায়গায় ছড়িয়ে আছে! এই বাসায় কোন সুস্থ মস্তিষ্কের মানুষ থাকতে পারে?

পুলিশ সেই কালো জাদুকর মহিলাকে গ্রেফতার করল এবং তার বাসা থেকে বাজেয়াপ্ত করা জিনিসগুলোর উপর ইনভেস্টিগেশন শুরু করল। কালো জাদুর সাহায্যে এই মহিলা অনেক মানুষের ক্ষতি করেছে। প্রেগনেন্সি নষ্ট করা, স্বামী-স্ত্রীর বিচ্ছেদ থেকে শুরু করে কারো মৃত্যু! কোন কিছুই বাদ নেই।

ইনভেস্টিগেশন করার সময় পুলিশ অদ্ভুত একটা জিনিস আবিষ্কার করল! একজন পার্টিকুলার মহিলার ওপর অসংখ্য অসংখ্য বার কালোজাদুর চেষ্টা করা হয়েছে! বিভিন্ন বোতলের ভেতর কাগজের ওপর তার নাম লেখা, তার ছবির উপর বিভিন্ন রকমের আঁকা-বুকি করা, এতবার এতবার এই এক মহিলার নাম লেখা উপকরণ খুঁজে পেয়েছে যে, বাধ্য হয়ে পুলিশ কালো জাদুকরকে জিজ্ঞেস করে, "কেন এতগুলো উপকরণে একজন মহিলার নাম লেখা?"

কালো জাদুকর মহিলা তখন বলে,
"আমি এই মেয়েটার উপর কালো জাদু করার জন্য দুনিয়ার কোন চেষ্টা করা বাকি রাখিনি! অথচ কিছুতেই আমি কালো জাদু দিয়ে তাকে কাবু করতে পারিনি। এই মেয়েটির আপন খালা/আত্মীয়া তাকে কালো জাদু করার জন্য আমাকে অনেক টাকা দিয়েছে। অথচ আমি যতবার আমার জিনদেরকে তার বাসায় পাঠিয়েছি ক্ষতি করার জন্য, জিনগুলো ফেরত এসে আমাকে বলেছে, "আমরা তো ঐ বাড়িতে কিছুই দেখতে পারি না! ক্ষতি করার মত কোন মানুষকেই দেখতে পাই না!"
সুবহানআল্লাহ!!

যে মেয়েটার উপর কালো জাদুর এত চেষ্টা করা হয়েছে, সে আদৌ নিরাপদে আছে কিনা ? এটা নিশ্চিত হওয়ার জন্য এবার পুলিশ মেয়েটিকে সরাসরি ফোন দিল। মেয়েটাকে সব খুলে বলল পুলিশ। সে তো ভীষণ অপ্রস্তুত সব কিছু শুনে! তাকে জিজ্ঞেস করল, "এই যে এতবার আপনার ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। আপনি কি কিছু টের পেয়েছিলেন?"
উত্তরে ভদ্রমহিলা যা জবাব দিল শুনে যেন হাত পা ঠাণ্ডা হয়ে যায়! তিনি বললেন, "জি, মাঝে মাঝে সন্ধ্যার পরে আমাদের মনে হতো ঘরের জানালাগুলোর উপর বাইরে থেকে সজোরে বাতাস দিয়ে কোন আঘাত করা হচ্ছে। আমরা ভেবেছি হয়তো এটা কোন ঝড়ের আলামত অথবা আবহাওয়ার সমস্যা এবং মাঝে মাঝেই রাতে দেখতাম আমাদের ঘরের লাইটগুলো জ্বলছে এবং নিভছে — আবার নিজে নিজে ঠিক হয়ে যেত। তাই আমরা ভাবতাম হয়তো বিদ্যুৎ লাইনের কোন সমস্যা! এর বেশি তো আমি কিছু চিন্তা করিনি। আল্লাহু আকবার! সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে রক্ষা করেছেন!"

তখন পুলিশ অফিসার কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করলেন, ‌"আচ্ছা বোন, আপনি যদি কিছু মনে না করেন আমাদেরকে একটু বলবেন আপনি কি কি আমল করেন, অথবা দুয়া করেন, যেটার বদৌলেতে আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে এত বড় ক্ষতি থেকে হেফাজত করেছেন? কালো জাদুকরের সর্বোচ্চ প্রচেষ্টার বিনিময়ে আল্লাহ আপনাকে সর্বোচ্চ সুরক্ষা দিয়েছেন?"

ভদ্রমহিলার উত্তরটা অন্তর নাড়া দেওয়ার মত রিমাইন্ডার!
তিনি তখন শেয়ার করলেন যে, সে কখনও সকাল এবং সন্ধ্যার জিকির- আযকারগুলো বাদ দেন না — অর্থাৎ আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস, ইখলাস থেকে শুরু করে মাসনুন দুয়ার আমলগুলো! সকালে একবার এবং সন্ধ্যায় একবার — তার কখনোই এটা মিস্ যায় না আলহামদুলিল্লাহ। সেই সাথে তিনি সূরা বাকারাহ পাঠ করেন, কুরআনের সাথে পর্যাপ্ত সময় কাটান এবং আরো কিছু বিশুদ্ধ সুন্নতি দুয়ার লিস্ট তিনি পুলিশ অফিসারকে দেন এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন। (সুরা ইয়াসিনের ৯নাম্বার আয়াত তিলোয়াত করলে শয়তান দেখে না।) যেগুলোর উপর তিনি নিয়মিত আমল করেন!

— সংগৃহীত

গতকাল ভোক্তা অধিকারের লোক যায় পিয়ার শোরুমে 😯 সেখানে গিয়ে তারা দেখে পিয়া দেশি পন্য বিদেশি বলে বিক্রি করছে 😯 আর এজন্য তাকে...
25/09/2025

গতকাল ভোক্তা অধিকারের লোক যায় পিয়ার শোরুমে 😯 সেখানে গিয়ে তারা দেখে পিয়া দেশি পন্য বিদেশি বলে বিক্রি করছে 😯 আর এজন্য তাকে জরিমানা করে🥲
এবার এ বিষয়ে মুখ খুললেন পিয়া।তিনি লিখেছেন কেউ তার ইচ্ছে করে ক্ষতি করেছে।
কিন্তু ভোক্তা অধিকার কি কারো ইচ্ছা মতো চলে😯 তারা যদি তার দোকানে কোন সমস্যা না দেখতো তাহলে কি জরিমানা করতো👍
আসলে আমরা সবাই কে যতই বিশ্বাস করি না কেন দিনশেষে তারাই ধো*কা দেয়👍

কাঁ*টা গায়ে নুঁনের ছিটা☺️ এটা অন্যায়,,।
25/09/2025

কাঁ*টা গায়ে নুঁনের ছিটা☺️ এটা অন্যায়,,।

25/09/2025

Address

Kuakata, Patuakhali, Barishal
Kuakata
8652

Alerts

Be the first to know and let us send you an email when Realscope posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share