মানব ঠিকানা - Manob Thikana

মানব ঠিকানা - Manob Thikana Welcome to the official page of Manob Thikana: the most read weekly newspaper in Kulaura.

মৌলভীবাজারে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় নিশ্চিত করল ‘ডিনেট’স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ...
08/10/2025

মৌলভীবাজারে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় নিশ্চিত করল ‘ডিনেট’

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুশাসন ও সরকারি সেবার মান নিশ্চিতে মঙ্গলবার (৭ অক্টোবর) একটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ডিনেটের (Dnet) উদ্যোগে এবং মৌলভীবাজার জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় হোটেল রেস্ট ইনের কনফারেন্স রুমে আয়োজিত এ সভার লক্ষ্য হলো প্রকল্পের উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন, চাহিদা মূল্যায়ন প্রতিবেদনের গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন এবং সফলভাবে বাস্তবায়নের জন্য মূল সরকারি বিভাগ ও স্থানীয় অংশীদারদের সহযোগিতামূলক সমর্থন নিশ্চিত করা।

সভায় বিশেষ অতিথি এবং প্যানেল আলোচনা অধিবেশনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মামুনুর রশীদ। তিনি বলেছেন, ‘মৌলভীবাজারে দুটি বিষয়ে গুরুত্ব না দিয়ে উপায় নেই। প্রথমত, প্রযুক্তিগত আধুনিকায়ন, যা নিশ্চিত করবে যেন জনগণের বিকল্প কোনো পথের প্রয়োজন না হয়। দ্বিতীয়ত, চা শ্রমিকদের সন্তানদের শিক্ষার উন্নয়নে গুরুত্ব দেওয়া।’

২৭ মাসব্যাপী ‘নাগরিক সমন্বয়’ প্রকল্পটি সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার (জিএসি) আর্থিক সহায়তায় সিভিক এনগেজমেন্ট ফান্ডের (নাগরিকতা) অধীনে পরিচালিত হচ্ছে। ডিনেট চারটি স্থানীয় সহযোগী সংস্থার সঙ্গে অংশীদারত্বে প্রকল্পটি বাস্তবায়ন করছে। সংস্থাগুলো হলো- কমলগঞ্জে জনকল্যাণ কেন্দ্র ( জেকেকে), শ্রীমঙ্গলে প্রগতি সমাজ উন্নয়ন সংস্থা (পিএসইউএস), কুলাউড়ায় নিঃস্ব সহায়ক সংস্থা (এনএসএস) এবং বড়লেখায় প্রচেষ্টা।

প্রকল্পের মূল লক্ষ্য হলো- মৌলভীবাজারের চার উপজেলা বড়লেখা, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের জীববৈচিত্রপূর্ণ এলাকার প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী, যুব ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য ক্লাইমেট জাস্টিস এবং সরকারি সেবার সমতা নিশ্চিত করতে নাগরিক সমাজের সক্ষমতা বৃদ্ধি করা।

সভার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল প্রকল্পের চাহিদা মূল্যায়ন প্রতিবেদনের ফলাফল উপস্থাপন করা। এই গবেষণামূলক তথ্য স্থানীয় পর্যায়ে সরকারি সেবার ঘাটতি এবং নাগরিক অংশগ্রহণের চ্যালেঞ্জগুলো চিহ্নিত করেছে, যা সবার মধ্যে একটি অভিন্ন বোঝাপড়া তৈরি করবে এবং প্রকল্পের অ্যাডভোকেসি কৌশল নির্ধারণে মূল ভিত্তি হিসেবে কাজ করবে।

সভায় উপস্থাপিত মূল গবেষণার তথ্য অনুযায়ী, মৌলভীবাজার জেলায় অর্থনৈতিক বৈষম্য বেশ প্রকট। চা শ্রমিকদের ৫১ শতাংশ এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীর ৩৬ শতাংশ এখনো মারাত্মকভাবে অর্থনৈতিক বৈষম্যের শিকার। সামাজিক নিরাপত্তা ভাতা পেতেও নাগরিকদের জটিলতা পোহাতে হয়। জলবায়ুগত ঝুঁকির ক্ষেত্রে দেখা গেছে, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের মতো উপজেলাগুলোতে ৬৪ শতাংশ নারী বন্যা ও ভূমিধসের মতো জলবায়ু বিপর্যয়ের কারণে তাদের আয়ের প্রধান উৎস হারিয়েছেন।

ডিনেটের নির্বাহী পরিচালক মাহমুদ হাসান বলেছেন, ‘আগামী দুই বছরে আমাদের লক্ষ্য মৌলভীবাজারে এমন কিছু সাফল্যের গল্প তৈরি করা, যা এই প্রকল্পের পরবর্তী ধাপের যাত্রাকে আরো শক্তিশালী করে তুলবে।’

নাগরিকতা ফান্ডের প্রতিনিধি ও জিএফএ কনসাল্টিং গ্রুপের লিড এক্সপার্ট সিএসও সক্ষমতা উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক কর্মকর্তা নুরুল ইসলাম বলেছেন, ‘নাগরিকতা কর্মসূচির প্রথম পর্যায়ের লক্ষ্য ২০২৭ সালের মধ্যে বাংলাদেশে ১৬ লক্ষ মানুষের কাছে পৌঁছানো। তাই, আমরা চেষ্টা করছি এই কর্মসূচি ভৌগোলিক ও জনমিতিকভাবে সকল শ্রেণির মানুষের অংশগ্রহণের মাধ্যমে বাস্তবায়ন করতে।’

নাগরিক সমন্বয়ের প্রকল্প পরিচালক আসিফ আহমেদ তন্ময় সভা পরিচালনা করেন।

ট্রেন দুর্ঘটনার পর উদ্ধারকাজ শেষে ফেরার পথে প্রাণ হারালেন রেল প্রকৌশলীস্টাফ রিপোর্টার: সিলেটের মোগলাবাজারে ট্রেন দুর্ঘটন...
08/10/2025

ট্রেন দুর্ঘটনার পর উদ্ধারকাজ শেষে ফেরার পথে প্রাণ হারালেন রেল প্রকৌশলী

স্টাফ রিপোর্টার: সিলেটের মোগলাবাজারে ট্রেন দুর্ঘটনার উদ্ধারকাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে সেকশনের উপসহকারী প্রকৌশলী (পথ) মোজাম্মেল হক। বুধবার (৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া রেলওয়ে স্টেশনমাস্টার মো. রোমান আহমদ।

তিনি জানান, মঙ্গলবার সকালে সিলেটের মোগলাবাজার এলাকায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রেলপথ উদ্ধার ও চলাচল স্বাভাবিক করতে কুলাউড়া থেকে প্রকৌশলী মোজাম্মেল হক ঘটনাস্থলে যান। কাজ শেষে মোটরসাইকেলযোগে ফেরার পথে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান। এদিকে দুর্ঘটনার বিষয়টি কুলাউড়া থানা ও রেলওয়ে থানা অবগত নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

07/10/2025

উদয়ন ট্রেন দুর্ঘটনায় পড়ে, যা বললেন প্রত‍্যক্ষদর্শীরা...

কুলাউড়া সহ সকল খবর জানতে লাইক ও ফলো করুন, মানব ঠিকানা - Manob Thikana

পুলিশের বিশেষ অভিযানে ব্রাহ্মণবাজারের  ডা’কাত জুয়েল মিয়া গ্রে’প্তার,,ঠিকানা রিপোর্ট: কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার- ফে...
07/10/2025

পুলিশের বিশেষ অভিযানে ব্রাহ্মণবাজারের ডা’কাত জুয়েল মিয়া গ্রে’প্তার,,

ঠিকানা রিপোর্ট: কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার- ফেঞ্চুগঞ্জ সড়কের মধ্যেভর্তি চেংছড়ি এলাকায় গত ৬ অক্টোবর ভোররাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল গভীর রাতে মেইন রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা চালায়। এতে এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুকের নেতৃত্বে দ্রুত মাঠে নামে পুলিশ। এতে অভিযান চালিয়ে পুলিশ সোমবার রাতে ব্রাহ্মণবাজার ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাড়ি থেকে কনা মিয়ার পুত্র ডাকাত জুয়েল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এদিকে দুর্ধর্ষ ডাকাত বহু মামলার আসামি জুয়েল ডাকাত গ্রেফতার হওয়ায় আতঙ্কে থাকা স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি ওমর ফারুক ঠিকানাকে জানান, পুলিশ যখন তাকে আটক করতে যায় তখন সে পুলিশের উপর হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অবশেষে জুয়েল পুলিশের খাঁচায় বন্দি হয়। তার নামে একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে। ৭ অক্টোবর মঙ্গলবার আদালতের মাধ্যমে থাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কুলাউড়ায় শাহজাহান আলমের  কবিতার বইয়ের মোড়ক উন্মোচন স্টাফ রিপোর্টার: কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহা...
05/10/2025

কুলাউড়ায় শাহজাহান আলমের কবিতার বইয়ের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার: কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান আলমের একটি বাস্তবধর্মী কবিতার বই আমার ভাবনা এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ অক্টোবর) দুপুরে আমতৈল হযরত শাহ সর্দার মুহাম্মদ(রহঃ) মাহফিল বাস্তবায়ন কমিটির আয়োজনে আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

আমতৈল হযরত শাহ সর্দার মুহাম্মদ(রহঃ) মাহফিল বাস্তবায়ন কমিটির উপদেষ্টা সাংবাদিক মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সভাপতি সাহেদুর রহমান কিরনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক কবি ও লেখক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি রওফুর রাজা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ ছিদ্দিক আলী।

অনুষ্ঠানে বক্তব্য দেন “আমার ভাবনা” কবিতার বই এর লেখক শাহজাহান আলম। তিনি বলেন, যতগুলো কবিতা তুলে ধরেছি সবগুলো বাস্তবতার উপর ভিত্তি করে। কোনো কিছু কাল্পনিক নয়। বইটিতে নিজ গ্রাম, মসজিদ, মাদরাসা, বিদ্যালয়, শিক্ষকতা, রাজনীতি নতুন প্রজন্ম ইত্যাদি সম্পর্কে কবিতা চয়ন করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মিয়াজি বাড়ি পাঞ্জেগানা মসজিদের ইমাম হযরত মাওলানা আব্দুল আহাদ রেনু।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বিল্পবী যুবসংগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন লিটন,শিক্ষার্থী মোঃ মাহফুজুর রহমান লোবাব।

এসময় উপস্থিত ছিলেন হযরত শাহ সর্দার মুহাম্মদ(রহঃ) মাজার মসজিদের ইমাম হাফিজ মনসুর আহমদ, আমতৈল হযরত শাহ সর্দার মুহাম্মদ(রহঃ) মাহফিল বাস্তবায়ন কমিটির সাংগঠনিক সম্পাদক সজিব আহমদ,সদস্য ইমাদ উদ্দিন, মারজান উদ্দিন আরিফ, শাহরিয়ার নাফিস, সৈয়দ সিয়াম, মাহদি ইসলাম শাফি, নাজমুস সিয়াম প্রমুখ।

05/10/2025

⭕ Live: শাহজাহান আলমের নতুন কবিতার বই "আমার ভাবনা” এর মোড়ক উন্মোচন...

আয়োজনে: আমতৈল হযরত শাহ সর্দার মুহাম্মদ (রহ:) মাহফিল বাস্তবায়ন কমিটি কাদিপুর, কুলাউড়া।

কুলাউড়া সহ সকল খবর জানতে লাইক ও ফলো করুন, মানব ঠিকানা - Manob Thikana

04/10/2025

বক্তব্যের জন্য আল্লাহ'র কাছে ক্ষমা চাইলেন এড. আবেদ রাজা!

কুলাউড়া সহ সকল খবর জানতে লাইক ও ফলো করুন, মানব ঠিকানা - Manob Thikana

প্রবাস গমন উপলক্ষে রাইজিং স্টার ক্লাব দক্ষিণ লংলা'র সিনিয়র সহ-সভাপতি শামসুল আজাদ শামসুদ্দিনকে সংবর্ধনাস্টাফ রিপোর্টার: ক...
04/10/2025

প্রবাস গমন উপলক্ষে রাইজিং স্টার ক্লাব দক্ষিণ লংলা'র সিনিয়র সহ-সভাপতি শামসুল আজাদ শামসুদ্দিনকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: কুলাউড়ার জনপ্রিয় এতিহ্যবাহী সামাজিক সংগঠন রাইজিং স্টার ক্লাব দক্ষিণ লংলা'র আয়োজনে ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামসুল আজাদ শামসুদ্দিনের প্রবাস গমন উপলক্ষে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৩ অক্টোবর শুক্রবার রাতে রবিররাজারে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক ও সংগঠক সুয়েব উদ্দিন জিল্লুর প্রাণবন্ত উপস্থাপনায় এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল কুলাউড়া উপজেলার প্রতিনিধি সাংবাদিক সৈয়দ আশফাক হোসেন তানভীর। অনুষ্টানে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন রাইজিং স্টার ক্লাব দক্ষিণ লংলা'র সিনিয়র সহ-সভাপতি কবি শামসুল আজাদ শামসুদ্দিন।

সম্মানিত অতিথির বক্তব্য দেন প্রবাসী ও সংগঠক মো. রফিক খাঁন, এম এ নূর। ক্লাবের দায়িত্বশীলদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সুহেল, খন্দকার আব্দুর রহিম টিপু, ইকবাল হোসেন মতিন, ইসমাইল হোসেন সাগর, সৈয়দ জাহাঙ্গীর আলম, জাহিদ আহমদ, জিয়াউর রহমান ফরিদ, সালেক আহমদ, ফয়জুল হক, সংকর দেব, রাজু আজমদ, এম এ আহাদ, হাসান আল মাহমুদ রাজু, ময়জুল ইসলাম, ছাত্রনেতা দুলাল মাহমুদ, লোকমান আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্টানে বিদায়ী অতিথি শামসুল আজাদ শামসুদ্দিন কে একজন লেখক, সংগঠক ও রাইজিং স্টার ক্লাবের একনিষ্ঠ দায়িত্বশীল হিসেবে অবদান স্বীকার করেন অনুষ্টানের বক্ত্যরা। প্রবাস জীবন সমৃদ্ধ হোক- রাইজিং স্টার ক্লাব দক্ষিণ লংলা সদস্যরা এমন প্রত্যাশা করে সম্মাননা স্মারক প্রদান করেন।

04/10/2025

ব্রাহ্মণবাজার হিংগাজিয়া চা-বাগানে রাতের আঁধারে গাছ চুরি করে কেটে নিয়ে যাচ্ছে দুবৃত্তরা!

কুলাউড়া সহ সকল খবর জানতে লাইক ও ফলো করুন, মানব ঠিকানা - Manob Thikana

কুলাউড়ায় চা-শ্রমিক সর্দার হত্যার রহস্য উদঘাটন!“আলামতসহ প্রধান আসামি গ্রেফতার”“মানববন্ধন ও বিক্ষোভে উত্তাল চা-শ্রমিকরা”স্...
04/10/2025

কুলাউড়ায় চা-শ্রমিক সর্দার হত্যার রহস্য উদঘাটন!
“আলামতসহ প্রধান আসামি গ্রেফতার”
“মানববন্ধন ও বিক্ষোভে উত্তাল চা-শ্রমিকরা”

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ার ক্লিভডন চা-বাগানের শ্রমিক সর্দার রামবচন গোয়ালা (৪০) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় হত্যার মূল আসামি গোলাপ সতনামী (৩৩) কে আলামতসহ গ্রেফতার করা হয়েছে। এদিকে গোলাপ সতনামীর ফাঁসির দাবিতে শনিবার (৪ অক্টোবর) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বাগানের চা-শ্রমিকরা। গোলাপ সতনামীর ফাঁসি এবং তার সহযোগীদের দ্রুত সময়ের মধ্যে আটকের জন্য জোর দাবি জানান শ্রমিকরা।

বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক অজিত গোয়ালার সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে একাত্বাতা পোষণ করে বক্তব্য দেন, জয়চন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য, সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, উপজেলা বিএনপির নেতা ময়নুল হক বকুল, বদরুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য শংকর উরাং, সাবিত্রী রানী রাজভর, সাবেক ইউপি সদস্য সুবাস গোয়ালা, বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মনিরাম উরাং, সাবেক সভাপতি মহোনলাল গোয়ালা এবং রামবচন গোয়ালার স্ত্রী হেমন্তি গোয়ালা।

জানা যায়, ঘটনার পর জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবার নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা ও কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেনের তত্ত্বাবধানে জুড়ি থানার ওসি মো. মুরশেদুল আলম ভূঁইয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম তদন্ত শুরু করে। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় ৩ অক্টোবর ভোরে জুড়ি কামিনীগঞ্জ বাজার থেকে গোলাপ সতনামীকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে এবং হত্যায় ব্যবহৃত লাঠি, ভিকটিমের মোবাইল ফোন, জুতা, লাঠি বাঁধার গামছার টুকরা এবং আসামির মোটরসাইকেল জব্দ করা হয়।

আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, ২০১৭ সালে রামবচনের কারণে বাগান থেকে চাকরি হারিয়েছিল গোলাপ, তাই তার দীর্ঘদিনের ক্ষোভ ছিল রামবচনের উপর। গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় আসামি গোলাপ সতনামী রামবচনকে মদ খাওয়ার জন্য মোটরসাইকেলে করে রতœা চা-বাগানে নিয়ে যায়। সেখানে চন্দন নামের এক ব্যক্তিসহ তারা মদ পান করে। এসময় চাকরি ফেরত চাওয়ার প্রসঙ্গ নিয়ে দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। রামবচন গোলাপকে গালিগালাজ করলে ক্ষিপ্ত হয়ে সে হত্যার পরিকল্পনা করে।

রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে রতœা চা-বাগান থেকে ফেরার পথে বাবুনালা ছড়ার কাছে মোটরসাইকেল থামিয়ে গোলাপ কোদালের হাতল দিয়ে রামবচনের মাথায় একাধিক আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হত্যার পর গোলাপ তার সহযোগী ব্যক্তিকে বিষয়টি জানায়। পরে সহযোগীরা মিলে লাশ টেনে বাবুনালা ছড়ায় নিয়ে গাছপালা ও মাটি চাপা দিয়ে পালিয়ে যায়।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ আজমল হোসেন। এসময় জুড়ী থানার ওসি মো. মুরশেদুল আলম ভূঁইয়া এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরহাদ মিয়া উপস্থিত ছিলেন।

এদিকে আয়োজিত মানববন্ধনে চা-শ্রমিক নেতারা বলেন, গোলাপ সতনাম একজন চিহ্নিত মাদক কারবারি ও গরু চোরের সর্দার। গরু চুরি ও মাদক কারবার করে লক্ষ লক্ষ টাকা কামাই করেছে। তার নিজস্ব কয়েকটি গাড়ি রয়েছে। সামান্য একজন চা-শ্রমিক কিভাবে গাড়ি-বাড়িসহ লক্ষ লক্ষ টাকার মালিক হয়, এমন প্রশ্ন সাধারণ শ্রমিকের। এছাড়াও গোলাপ কিছুদিন পূর্বে তার নিজ স্ত্রীকে গলাটিপে হত্যা করে ১ ঘন্টার মধ্যে পুড়িয়ে ফেলে। পরে লোকজনকে বলে তার স্ত্রী নাকি স্টক করে মারা গেছে।

শ্রমিকরা জানান, এই গোলাপের অনেক সহযোগীরা এখনও প্রকাশে চলাফেরা করছে। গোলাপের সাথের কয়েজন সামান্য ১৮০ টাকা মজুরির চা-শ্রমিক হয়েও কিভাবে গাড়ি ও দালন বাড়ি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। এদেরকে আইনের আওতায় আনলে রামবচন হত্যার মূল রহস্য বেরিয়ে আসবে।

04/10/2025

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ক্লিভডন চা-বাগানের দফা সর্দার রাম বচন গোয়ালার হ'ত্যা'কা'রী গোলাপ সতনামী'র ফাঁ'সি'র দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন চা-শ্রমিকরা।

সৌদি আরবে সড়ক দু*র্ঘটনায় কুলাউড়ার হাফেজ শফিক উদ্দিনের মৃ*ত্যুস্টাফ রিপোর্টার: কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মনসুরপুর গ...
03/10/2025

সৌদি আরবে সড়ক দু*র্ঘটনায় কুলাউড়ার হাফেজ শফিক উদ্দিনের মৃ*ত্যু

স্টাফ রিপোর্টার: কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মনসুরপুর গ্রামের বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী হাফেজ শফিক উদ্দিন সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে তিনি সৌদি আরবে অবস্থান করছিলেন। হঠাৎ করে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই মারা যান। তার মৃত্যুতে পরিবার-পরিজনসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

হাফেজ শফিক উদ্দিন একজন ধর্মভীরু, পরোপকারী ব্যক্তি ছিলেন।

Address

Mili Plaza, Uttar Bazar
Kulaura
3230

Telephone

+8801712033952

Website

Alerts

Be the first to know and let us send you an email when মানব ঠিকানা - Manob Thikana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মানব ঠিকানা - Manob Thikana:

Share

Category