মানব ঠিকানা - Manob Thikana

মানব ঠিকানা - Manob Thikana Welcome to the official page of Manob Thikana: the most read weekly newspaper in Kulaura.

কুলাউড়ায় কিশোর গ্যাংয়ের ২ ছিনতাইকারী প্রেপ্তারস্টাফ রিপোর্টার: কুলাউড়ায় কিশোর গ্যাংয়ের দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশের ...
09/06/2025

কুলাউড়ায় কিশোর গ্যাংয়ের ২ ছিনতাইকারী প্রেপ্তার

স্টাফ রিপোর্টার: কুলাউড়ায় কিশোর গ্যাংয়ের দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। ৯ জুন (সোমবার) সকালে উপজেলার কর্মধা ইউনিয়নের বাবনিয়া-হাশিমপুর পয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে থানাপুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন কুলাউড়া সদর ইউনিয়নের শংকরপুর গ্রামের মাহতাব মিয়ার ছেলে জুবেল মিয়া (১৯) এবং পশ্চিম মিনার মহল এলাকার আজাদ মিয়ার ছেলে শাকিল মিয়া (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ জুন (রবিবার) রাতে সদর ইউনিয়নের বালিচিরি গ্রামের নবীন্দ্র করের কাছ থেকে একটি মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায় ওই দুই যুবক। পরে স্থানীয়রা তাদের গতিবিধি নজরে রেখে রাত আনুমানিক ৩টার দিকে বাবনিয়া-হাশিমপুর পয়েন্টে আটক করে।

এরপর পুলিশকে জানালে থানার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে।

এসআই হাবিবুর রহমান জানান, আটককৃতদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন, মানিব্যাগসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

08/06/2025

কুলাউড়ায় বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করলেন ডা. শফিকুর রহমান

07/06/2025

কুলাউড়া পৌরসভার হল রুমে ঈদের দিন সন্ধ্যায় ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান

কুলাউড়ার* সকল খবর জানতে লাইক ও ফলো করুন, মানব ঠিকানা - Manob Thikana

ব্রাহ্মণবাজার ইউনিয়ন বাসীদের জানাই ঈদ মোবারক।পবিত্র ঈদুল আজহা বয়ে আনুক সকলের অনাবিল সুখ, সমৃদ্ধি ও শান্তি.... #বিজ্ঞাপ...
06/06/2025

ব্রাহ্মণবাজার ইউনিয়ন বাসীদের জানাই ঈদ মোবারক।

পবিত্র ঈদুল আজহা বয়ে আনুক সকলের অনাবিল সুখ, সমৃদ্ধি ও শান্তি....

#বিজ্ঞাপন

06/06/2025
06/06/2025

কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকা বন্যার পানিতে নিমজ্জিত...

কুলাউড়ার* সকল খবর জানতে লাইক ও ফলো করুন, মানব ঠিকানা - Manob Thikana

চামড়া পাচার রোধে বিজিবি প্রস্তুত : লে. কর্নেল জাকারিয়াস্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত দিয়ে গরু চোরাচালা...
06/06/2025

চামড়া পাচার রোধে বিজিবি প্রস্তুত : লে. কর্নেল জাকারিয়া

স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত দিয়ে গরু চোরাচালান ও কোরবানির পশুর চামড়া পাচার রোধে কড়া অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৬ জুন (শুক্রবার) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিবির ৪৬ ব্যাটালিয়নের (শ্রীমঙ্গল) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া।

তিনি বলেন, দেশে কোরবানির পশুর চাহিদা পূরণের মতো যথেষ্ট গবাদিপশু রয়েছে। ফলে পার্শ্ববর্তী দেশ থেকে গরু চোরাচালানের কোনো প্রয়োজন নেই। এ কারণে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বিজিবি।

গরু চোরাচালান বন্ধের পাশাপাশি কোরবানির চামড়া পাচার ঠেকাতেও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি। ঈদের পরে সীমান্ত দিয়ে চামড়া পাচারের আশঙ্কা থাকায় বিজিবি বিশেষ সতর্কতা গ্রহণ করেছে। কেউ পাচারের চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ঈদ উপলক্ষে দেশের মানুষ যেনো নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন, সেজন্য সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং ঈদের জামায়াতসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত।

তিনি আরও জানান, সম্প্রতি সীমান্ত এলাকায় ‘পুশইন’ ও অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে। এ ধরনের কার্যক্রম প্রতিরোধে বিজিবি কঠোর নজরদারিতে রয়েছে। স্থানীয় জনগণকে সতর্ক করে বলা হয়েছে, বিজিবির অনুমতি ছাড়া যেনো কেউ সীমান্তের সন্নিকটে না যায়। বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় সচেতনতামূলক সভাও করা হচ্ছে।

চোরাচালান বন্ধ ও সীমান্তবাসীর জান মাল নিরাপত্তা  বিজিবি কঠোর অবস্থানে রয়েছে : লেঃ কর্নেল আরিফ স্টাফ রিপোর্টার: ৫২ বিজিব...
06/06/2025

চোরাচালান বন্ধ ও সীমান্তবাসীর জান মাল নিরাপত্তা বিজিবি কঠোর অবস্থানে রয়েছে : লেঃ কর্নেল আরিফ


স্টাফ রিপোর্টার: ৫২ বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আরিফ বলেছেন, সীমান্তে অবৈধ গবাদিপশু চোরাচালান ও চামড়া পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এছাড়াও সীমান্তে বসবাসরত স্থানীয় জনসাধারণের জানমাল নিরাপত্তা সহ চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং আন্ত: সীমান্ত অপরাধ দমনে বিজিবি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ৬ জুন (শুক্রবার) দুপুরে সীমান্তের সার্বিক বিষয় নিয়ে মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ৫২ বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক সহ জুড়ী, বড়লেখা ও বিয়ানীবাজার উপজেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসম তিনি আরো বলেন, বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশের একটি পুরুষপূর্ণ সীমান্ত রক্ষাকারী ইউনিট হিসেবে দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সীমায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তে সকল ধরণের অপরাধ প্রতিহত করা। এবারের ঈদের দীর্ঘ ছুটিতে দেশের জনগণ যাতে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে সেজন্য বিজিবি সদস্যরা সীমান্তের নিরাপত্তা বিধান, দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং ঈদ জামায়াত সহ অন্যান্য অনুষ্ঠানিক দায়িত্বে নিরাপত্তা কাজ করবে।

এসময় তিনি আরো বলেন, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে পথ্যাদি পশু চোরাচালান এ চামড়া পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পুরবানির পশু দেশে মজুদ রয়েছে। দেশীয় খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং পার্শ্ববর্তী দেশ হতে যাতে অবৈণভাবে গবাদি পশু প্রবেশ করতে না পায়ে সেজন্য বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একইভাবে ঈদের পর কুরবানির চামড়া যাতে সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচার না হয় সেজন্যও বিজিবি সীমান্তে সর্বোচ্চ তৎপর।

সাম্প্রতিক সময়ে সীমান্তে বিএসএফের পুশইন নিয়ে তিনি বলেন, বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে মোট ৩১৬ জন (পুরুষ-১০১ জন, নারী-১২১ জন শিশু-৯২ জন এবং FOMN-০২ জন) (সিলেট জেলা-৫৩ জন এবং মৌলভীবাজার জেলা-২৬৩ জন) বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইন করা হয়েছে। পুশইনকৃত ব্যক্তিদের বিজিবি আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের প্রদত্ত ঠিকানা অনুযায়ী বাংলাদেশী নাগরিক বলে সনাক্ত করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের জিডিমূলে সুস্থ্য অবস্থায় যথাযথ আইনানুগ বাবস্থা গ্রহণ করতঃ বিয়ানীবাজার, বড়লেখা এবং জুড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। সাম্প্রতিককালে সীমান্ত দিয়ে পুশ-ইন প্রতিরোধে বিজিবি সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে সাথে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বিএসএফ পুশ-ইন করায় বিজিবি বিএসএফের সাথে সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ, বিওপি/ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক এবং ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে মৌখিক ও লিখিতভাবে প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্ত নিরাপত্তা রাষ্ট্রীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর প্রতিটি সদস্য সীমান্ত এলাকার প্রতি ইঞ্চি সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকার শান্তি, নিরাপত্তা ও অপরাধমুক্ত পরিবেশ বজায় রাখতে আমাদের সাথে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো ধরনের সন্দেহজনক ব্যক্তি বা তৎপরতা পরিলক্ষিত হলে দ্রুত বিজিবিকে অবহিত করার আহ্বান জানান তিনি। এসময় তিনি সকল বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। বিজিবি হবে 'সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক' এই লক্ষ্য অর্জনে বাহিনীর প্রতিটি সদস্য উজ্জীবিত ভাবে নিরলস দায়িত্ব পালন করে আসছেন বলে তিনি জানান।

 #বিজ্ঞাপন
06/06/2025

#বিজ্ঞাপন

কমলগঞ্জে পুলিশের অভিযানে তিন ডাকাত গ্রেফতারবিশেষ প্রতিনিধিস্টাফ রিপোর্টার: কমলগঞ্জের লাউয়াছড়া রিজার্ভ ফরেস্ট এলাকায় সড়কে...
05/06/2025

কমলগঞ্জে পুলিশের অভিযানে তিন ডাকাত গ্রেফতার
বিশেষ প্রতিনিধি

স্টাফ রিপোর্টার: কমলগঞ্জের লাউয়াছড়া রিজার্ভ ফরেস্ট এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি ডাকাতি করা ৭ টি মোবাইল ফোন, ডাকাতি কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

ডাকাতদের গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেওয়া কমলগঞ্জ থানার এসআই অনিক রঞ্জন দাস জানান, গত ৩১ মে রাত আনুমানিক ৯ টার দিকে প্রচুর বৃষ্টিপাতের সময় লাউয়াছড়া এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতি হচ্ছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি খবর পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরবর্তীতে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল -কমলগঞ্জ) সার্কেল স্যারের নির্দেশনায় ৩ জুন ভোরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কানাইদেশী গ্রামের ছোরাব মিয়ার পুত্র জাহান আহমদ রাজু কে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ডাকাতি করা একটি স্যামসাং ফোন উদ্ধার করা হয়, তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র মহরম আলীকে গ্রেফতার করা হয়। তাদের উভয়ের জবানবন্দিতে, লাউয়াছড়া গহীন বন থেকে একটি পলিথিনে মোড়ানো ৫ টি মোবাইল উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া স্বীকারোক্তিতে তাদের সহযোগী শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম লইয়ারকুল গ্রামের মৃত রফিক মিয়ার পুত্র সালাম মিয়াকে গ্রেফতার করা হয়, পাশাপাশি ডাকাতিকালে ব্যবহৃত সালাম মিয়ার সিএনজি ও জব্দ করা হয়েছে।

তিনি আরোও জানান, যাদের গ্রেফতার করা হয়েছে তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে কোর্টে চালান দেওয়া হয়েছে। এই গ্রুপের সবাইকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Address

Mili Plaza, Uttar Bazar
Kulaura
3230

Telephone

+8801712033952

Website

Alerts

Be the first to know and let us send you an email when মানব ঠিকানা - Manob Thikana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মানব ঠিকানা - Manob Thikana:

Share

Category