আক্তার বিন শহিদ

  • Home
  • আক্তার বিন শহিদ

আক্তার  বিন শহিদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আক্তার বিন শহিদ, Video Creator, .

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
24/05/2025

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

এক রাজা ছিলেন, যার ছিল চারজন স্ত্রী।চতুর্থ স্ত্রীকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। সোনা, হীরা, দামি পোশাক—সব দিয়ে সাজাতেন ...
12/04/2025

এক রাজা ছিলেন, যার ছিল চারজন স্ত্রী।

চতুর্থ স্ত্রীকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। সোনা, হীরা, দামি পোশাক—সব দিয়ে সাজাতেন তাকে। সবসময় তার খেয়াল রাখতেন।

তৃতীয় স্ত্রী ছিলেন রূপসী ও আকর্ষণীয়। রাজা তাকে নিয়েই গর্ব করতেন, কিন্তু মনে মনে ভয়ও করতেন—এই স্ত্রী হয়তো একদিন কাউকে ভালোবেসে তাকে ছেড়ে চলে যাবে।

দ্বিতীয় স্ত্রী সবসময় রাজার পাশে ছিলেন। সুখে-দুঃখে পাশে থেকে সাহায্য করতেন, বিশ্বাসযোগ্য ছিলেন, কিন্তু ভালোবাসার জায়গায় তিনি তেমন গুরুত্ব পাননি।

প্রথম স্ত্রী ছিলেন সবচেয়ে অবহেলিত। তিনি নীরবে সব সহ্য করতেন, রাজাকে সবসময় ভালোবেসে পাশে থাকতেন, কিন্তু কখনোই তার প্রাপ্য ভালোবাসা পাননি।

একদিন রাজা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। বুঝলেন, সময় ফুরিয়ে এসেছে। তখন ভাবলেন, মৃত্যুর পরে কে তার সঙ্গী হবে?

প্রথমে চতুর্থ স্ত্রীকে বললেন,
“তোমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি, তুমি কি আমার সঙ্গে যাবে?”
সে স্পষ্ট বলল, “না, একদম না!”—এবং চলে গেল।

এরপর তৃতীয় স্ত্রীকে জিজ্ঞেস করলেন। সে বলল,
“আমি কেবল মৃত্যুর দিন পর্যন্ত থাকতে পারি, এরপর আমি নতুন জীবন শুরু করব।”

দ্বিতীয় স্ত্রী বলল,
“আমি তোমার কবর পর্যন্ত যাব, কিন্তু সেখানেই আমার পথ শেষ।”

হঠাৎ রাজা শুনলেন, কারও শান্ত কণ্ঠস্বর—
“আমি তোমার সঙ্গে যাব, যেখানেই যাও না কেন।”

রাজা অবাক হয়ে দেখলেন, সেই কণ্ঠ প্রথম স্ত্রীর।
তাকে এতটাই ক্লান্ত, দুর্বল আর অবহেলিত দেখাচ্ছিল যে, রাজার চোখে জল এসে গেল।

তিনি বললেন,
“আমি যদি তোমার যত্ন নিতাম! আজ বুঝছি, আসলে তুমিই ছিলে সবচেয়ে আপন!”

গল্পের শিক্ষাঃ

এই চার স্ত্রীর প্রতিটি আমাদের জীবনের একেকটি প্রতীক—

চতুর্থ স্ত্রী হলো আমাদের শরীর, যাকে আমরা সবচেয়ে বেশি যত্ন নিই, সাজাই; কিন্তু মৃত্যুর পর এটাই আমাদের প্রথম ছেড়ে যায়।

তৃতীয় স্ত্রী হলো সম্পদ, যেটা মৃত্যুর পর অন্যের হয়ে যায়।

দ্বিতীয় স্ত্রী হলো পরিবার ও বন্ধু, যারা কেবল কবর পর্যন্তই আমাদের সঙ্গে থাকে।

আর প্রথম স্ত্রী হলো আমাদের আত্মা, যাকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি, অথচ মৃত্যুর পরে একমাত্র ওটাই আমাদের সঙ্গে থাকে।

জীবনে ব্যস্ততা থাকবেই, কিন্তু আত্মার যত্ন নিতে ভুলবেন না। কারণ সেই আত্মাই আপনার চিরসঙ্গী,,,,
Nusrat Chowdhury

12/04/2025

পর্দা ফরজ সব মুসলিম মেয়েই জানে,
কিন্তু সবাই কি পর্দা করে ?
পর্দা সেই নারীই করে;
যে নারী নিজেকে মূল্যবান মনে করে –!💝💝

06/04/2025

৫৭ টি মুসলিম দেশ কিয়ামতের দিন আ'সামীর কা'ঠগড়ায় দাঁড়াবে গা'জা'বাসি অবশ্যই মা'ম'লা করবে

বইয়ের নাম: আমি যদি এতিম হতাম লেখক দিলখোলাশা জাহিদ খান --- আমি বিয়ে করবো --3ফিহার বিয়ের কথা বলে সাহায্য উঠিয়ে । তাদের পরি...
05/04/2025

বইয়ের নাম: আমি যদি এতিম হতাম

লেখক দিলখোলাশা জাহিদ খান

--- আমি বিয়ে করবো --3

ফিহার বিয়ের কথা বলে সাহায্য উঠিয়ে । তাদের পরিবারের সবাই বড়লোক হয়ে গেল। কিন্তু ফিহার বিয়ে হলো না।

ফিহার রাতে ঘুম হয়না ৩০ বছরের মতো বয়স চলছে।
সমাজে একটি কথা আছে না। মেয়ে দের বুক ফাটেতো মুখ ফাটে না।

ছেলে মানুষ গুলো তো মা-বাবা কে বলতে পারে আমাদের কে বিয়ে করাও। কিন্তু মেয়ে মানুষ গুলো তো বলতে পারে না। আমাদের কে বিয়ে দাও।

তবুও ফিহা যৌবনের জ্বালা সয্য করতে না পেরে।
ফিহার আম্মু কে বললো।
আম্মু আমার বিয়ের কথা বলে এলাকা থেকে লাখ- লাখ টাকা উঠাইলেন ১০ বছর ধরে।
আপনারা এখনো আমাকে বিয়ে দিচ্ছেন না কেন?

তখন ফিহার আম্মু বললো চুপকর বেয়াদব মহিলা।
ভালো ছেলে পেলে তোকে বিয়ে দিবো।

তখন ফিহা বললো। আমার ভালো ছেলে লাগবে না।
আমাকে দুই দিনের ভিতর বিয়ে দিয়ে দিবে।
আমি আর কুলাতে পারছি। অনেক কষ্ট হচ্ছে আমার চরিত্র কে হেফাজতে রাখতে।

সমাজে একটি কথা আছে না। চুরে কি আর শুনে ধর্মের কাহিনী।

রাতে ফিহার আব্বুকে ফিহার আম্মু বলছে।
এই যে শুনেন।
ফিহাকে বিয়ে দিওয়ার জন্য একদম চেষ্টা করবেন না।
আর শুনেন ফিহাকে বিয়ে দিয়ে দিলে আমাদের কালেকশন করা বন্ধ হয়ে যাবে।

আর বাড়ির সব কাজ আমাকে করতে হবে।
আর শুনেন বাড়িতে কাজের মানুষের দরকার আছে।
ফিহাকে বিয়ে না দিয়ে।
আমাদের বাড়িতে সারা জীবনের জন্য কাজের মেয়ে হিসাবে রেখে দিবো ফিহাকে

দরকার নেই বিয়ে দিওয়ার। ফিহা বাঁচবে আর কতো দিন।
ওর যৌবন তো শেষের দিকে।

আমাদের সমাজের ৯৯ % মা-বাবা লোভী।
তাঁরা তাদের ছেলে সন্তান কে টাকার মেশিন মনে করে। আর মেয়ে সন্তান কে কাজের মানুষ মনে করে।

আমাদের পাড়া-মহল্লায় একদল কাকা-কাকী আছে তাদের কে যদি বলি। আপনার ছেলে কে বিয়ে করান না কেন?

তখন তারা বলে ছেলে কেবল লেখা পড়া শেষ করে চাকরিতে গিয়েছে।
দশ বছর ছেলের কামাই খাবো তার পড়ে ছেলে কে বিয়ে করাবো।

Address


Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801703623039

Website

Alerts

Be the first to know and let us send you an email when আক্তার বিন শহিদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আক্তার বিন শহিদ:

  • Want your business to be the top-listed Media Company?

Share