01/10/2025
বড়লেখা উপজেলার সাড়াজাগানো ধর্মীয় ও সামাজিক সংগঠন আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশন বড়লেখা, মৌলভীবাজার -এর উদ্যোগে ৫ম আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ও বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ইং অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইনশাআল্লাহ।
হিফজুল কুরআন প্রতিযোগিতা: ১১ডিসেম্বর, বৃহস্পতিবার।
সকাল ০৯টা থেকে
জেলা পরিষদ অডিটোরিয়াম, বড়লেখা।
ক্বেরাত সম্মেলন: ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার।
বিকাল ০৩ঘটিকা থেকে
পি.সি উচ্চ বিদ্যালয় মাঠ বড়লেখা।
১ম পুরস্কার: পবিত্র উমরাহ (স্পন্সর: আলহাজ্ব আব্দুল করীম সি.আই.পি)
২য় পুরস্কার: নগদ ৫০,০০০/-৳
(পঞ্চাশ হাজার টাকা মাত্র)
৩য় পুরস্কার:
নগদ ৩০,০০০/-৳
(ত্রিশ হাজার টাকা মাত্র)
৪র্থ থেকে ১০ম পুরস্কার:
প্রত্যেকের জন্য ৩,০০০/-৳
(তিন হাজার টাকা মাত্র)
তিলাওয়াত করবেন:
শায়খ ক্বারী ঈদি শাবান, তানজানিয়া।
শায়খ ক্বারী সালাহ মুহাম্মদ সোলাইমান, মিশর।
শায়খ ক্বারী জাওয়াদ হোসাইনী, ইরান।
শায়খ ক্বারী মুফতী শাহাবুদ্দীন, পাকিস্তান।
শায়খ ক্বারী আব্বাস উদ্দীন, বাংলাদেশ।
বিশ্বজয়ী হাফেজ মুহাম্মদ জাকারিয়া, ঢাকা।
নাশিদ পরিবেশন করবেন:
কিংবদন্তি সংগীত শিল্পী, সুরসম্রাট আহমদ আব্দুল্লাহ, কলরব।
নন্দিত নাশিদ শিল্পী হুসাইন আদনান, কলরব ঢাকা।
উপস্থাপনায়:
লেখক, জনপ্রিয় আবৃত্তিকার ও উপস্থাপক
ইলিয়াস হাসান, কলরব, ঢাকা।
আয়োজনে:
আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশন বড়লেখা, মৌলভীবাজার
ফেস্টুন স্পন্সর:
জনাব মাসুমুর রহমান (মাতাব)
পৃষ্ঠপোষক, আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশন বড়লেখা, মৌলভীবাজার।
সার্বিক যোগাযোগ:
01893933916
(সভাপতি)
01711367165
(সাধারণ সম্পাদক)