অনলাইন টিভি ৬১

অনলাইন টিভি ৬১ Welcome to my official Facebook fan page of Bangladeshi।
(1)

বড়লেখা উপজেলার সাড়াজাগানো ধর্মীয় ও সামাজিক সংগঠন আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশন বড়লেখা, মৌলভীবাজার -এর উদ্যোগে ৫ম আন্তর...
01/10/2025

বড়লেখা উপজেলার সাড়াজাগানো ধর্মীয় ও সামাজিক সংগঠন আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশন বড়লেখা, মৌলভীবাজার -এর উদ্যোগে ৫ম আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ও বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ইং অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইনশাআল্লাহ।
হিফজুল কুরআন প্রতিযোগিতা: ১১ডিসেম্বর, বৃহস্পতিবার।
সকাল ০৯টা থেকে
জেলা পরিষদ অডিটোরিয়াম, বড়লেখা।
ক্বেরাত সম্মেলন: ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার।
বিকাল ০৩ঘটিকা থেকে
পি.সি উচ্চ বিদ্যালয় মাঠ বড়লেখা।

১ম পুরস্কার: পবিত্র উমরাহ (স্পন্সর: আলহাজ্ব আব্দুল করীম সি.আই.পি)
২য় পুরস্কার: নগদ ৫০,০০০/-৳
(পঞ্চাশ হাজার টাকা মাত্র)
৩য় পুরস্কার:
নগদ ৩০,০০০/-৳
(ত্রিশ হাজার টাকা মাত্র)
৪র্থ থেকে ১০ম পুরস্কার:
প্রত্যেকের জন্য ৩,০০০/-৳
(তিন হাজার টাকা মাত্র)

তিলাওয়াত করবেন:
শায়খ ক্বারী ঈদি শাবান, তানজানিয়া।
শায়খ ক্বারী সালাহ মুহাম্মদ সোলাইমান, মিশর।
শায়খ ক্বারী জাওয়াদ হোসাইনী, ইরান।
শায়খ ক্বারী মুফতী শাহাবুদ্দীন, পাকিস্তান।
শায়খ ক্বারী আব্বাস উদ্দীন, বাংলাদেশ।
বিশ্বজয়ী হাফেজ মুহাম্মদ জাকারিয়া, ঢাকা।

নাশিদ পরিবেশন করবেন:
কিংবদন্তি সংগীত শিল্পী, সুরসম্রাট আহমদ আব্দুল্লাহ, কলরব।
নন্দিত নাশিদ শিল্পী হুসাইন আদনান, কলরব ঢাকা।

উপস্থাপনায়:
লেখক, জনপ্রিয় আবৃত্তিকার ও উপস্থাপক
ইলিয়াস হাসান, কলরব, ঢাকা।

আয়োজনে:
আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশন বড়লেখা, মৌলভীবাজার

ফেস্টুন স্পন্সর:
জনাব মাসুমুর রহমান (মাতাব)
পৃষ্ঠপোষক, আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশন বড়লেখা, মৌলভীবাজার।

সার্বিক যোগাযোগ:
01893933916
(সভাপতি)
01711367165
(সাধারণ সম্পাদক)

20/09/2025

অভিনন্দন বাংলাদেশ🇧🇩

20/09/2025

Well played Bangladesh🇧🇩✊
Congratulations🏏

15/09/2025

দিন শেষে আলহামদুলিল্লাহ

15/09/2025

আল্লাহু আকবার

রুকইয়াহ করার সময় সাপ জ্বীনে আক্রান্ত এক পেশেন্টের গলার ভিতর থেকে মুখ দিয়ে সাপ বের হয়ে আসে।

জ্বীনটা এগ্রেসিভ ছিলো...রুকইয়াহ করার সময় পেশেন্টও সাপের মতো বারবার জিভ বের করতেছিলো এবং মাথা ধরে রাখা লোককে কামড় দিতে চাচ্ছিলো।

#সাপ_জ্বীন #অলৌকিক_ঘটনা #রুকইয়াহ #জ্বীন #সাপ

সংগ্রহ করা :

সারারাত এরা সিনেট ভবনে এভাবেই বসে বসে ঘুমাইছে!ডাকসু নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কতোটা আবেগ এবং উচ্ছ্বাস, সেট...
10/09/2025

সারারাত এরা সিনেট ভবনে এভাবেই বসে বসে ঘুমাইছে!

ডাকসু নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কতোটা আবেগ এবং উচ্ছ্বাস, সেটা এই ছবি দেখলেই বোঝা যায়।

ডাকসুতে জয় লাভ করা সাদিক, ফরহাদ, মহিউদ্দিনদের দায়িত্ব এখন এই আবেগের জিম্মাদার হওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে সকল শিক্ষার্থীদের কাছে নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা।

আমি চাই, সাদিককে পাকিস্তানি বলে গা'লি দেওয়া বাম মেঘমোল্লার বসু যেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবচাইতে নিরাপদে থাকে। আমি তার ভিন্ন মতের স্লোগান দেওয়ার স্বাধীনতা চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিন্ন ধর্ম এবং মতের স্বাধীনতা চাই।

সাদিক জগন্নাথ হলে ১০ ভোট পেয়েছে, যাতে করে পরবর্তীতে সে এই হলে ১০০০ ভোট পায়, সেজন্য জগন্নাথ হলের শিক্ষার্থীদের জন্য সবচাইতে বেশি কাজ করা উচিৎ।

ছাত্রদল, বাগছাস, পরিষদ, ইশা সহ সকলের সাথে মিলেমিশে জুলাইয়ের পক্ষ শক্তিগুলো একটা ভালো ক্যাম্পাস গড়ে তুলুক।

পরবর্তীতে এই দেশে যাতে করে আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়, সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রস্তুত করা, এই ডাকসুর সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ বলে আমি মনে করি।

ফ্যাসিবাদ নয় আর, ডাকসু হোক প্রতিবার।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ১১নং শরীফপুর ইউ,পি শাখার উদ্যোগে আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি বৃহস্পতিবার। শরীফপুর সরকা...
08/09/2025

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ১১নং শরীফপুর ইউ,পি শাখার উদ্যোগে আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি বৃহস্পতিবার। শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইনসাফভিত্তিক আদর্শ রাষ্ট্র গঠনে মহানবী সা. এর অবদান শীর্ষক সিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে। ইন শা আল্লাহ

১১নং শরীফপুর ইউনিয়ন শাখার প্রত্যেক ওয়ার্ডের নেতাকর্মীকেগ আগত সিরাত সম্মেলন সফলের লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান করা হচ্ছে —

সন্ত্রাসবাদ মুর্দাবাদ
জমিয়ত জিন্দাবাদ।
#নমৌজা #শরীফপুর #কুলাউড়া #শমশেরনগর #মৌলভীবাজার

মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আ*ঘাতে পেট্রোল পাম্পের ক্যাশিয়ার ইকবালকে  হ*ত্যা করেছে সহকর্মী নজেলম্যান রতন চন্দ্র দেবনা...
08/09/2025

মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আ*ঘাতে পেট্রোল পাম্পের ক্যাশিয়ার ইকবালকে হ*ত্যা করেছে সহকর্মী নজেলম্যান রতন চন্দ্র দেবনাথ। বগুড়ার দত্তবাড়ীতে শতাব্দী ফিলিং স্টেশনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এরপরেও এদেশে মিডিয়া নিউজ করেনি কারন আসামি যে হি'"ন্দু।
এ যেন আইয়ামে জাহিলিয়্যতকেও হার মানিয়েছে।
সুতরাং আপনি শেয়ার দিন
খুনের আসামিকে ফাঁসি কার্যকর করা হোক,
আসুন সবাই আওয়াজ তুলি।

06/09/2025

দিনের
শুরুতে আলহামদুলিল্লাহ
💛🌻

জীবন হচ্ছে সমুদ্রের মতো কখনো উত্তাল কখনো শান্ত😶😍
04/09/2025

জীবন হচ্ছে সমুদ্রের মতো কখনো উত্তাল কখনো শান্ত😶😍

04/09/2025

দিনের শুরুতেই সবাই শুকরিয়া আদায় করি
আলহামদুলিল্লাহ 🥰

এখন বাবা-ছেলে জে'লে বসেএকসাথে কনটেন্ট বানাতে পারবে।😄
24/08/2025

এখন বাবা-ছেলে জে'লে বসে
একসাথে কনটেন্ট বানাতে পারবে।😄

Address

Kulaura

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনলাইন টিভি ৬১ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অনলাইন টিভি ৬১:

Share