জংশন কুলাউড়া - Junction Kulaura

জংশন কুলাউড়া - Junction Kulaura সকলের আস্থার প্রতিক

যোগাযোগ- 🔷01768338870 🔷01601239319🔷


পরিচালক -জনাব তৌফিকুর রহমান তাহের।
(2)

*বড়লেখায় চুরির ঘটনায় একজন গ্রেফতার, মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধার* ০৪ আগস্ট, ২০২৫জেলা পুলিশ, মৌলভীবাজার। মৌলভীবাজারের বড়ল...
04/08/2025

*বড়লেখায় চুরির ঘটনায় একজন গ্রেফতার, মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধার*

০৪ আগস্ট, ২০২৫
জেলা পুলিশ, মৌলভীবাজার।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় একটি বসতবাড়িতে সংঘটিত চুরির ঘটনায় শরীফ আহমেদ (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরির কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

গত ১৩ জুলাই বড়লেখা উপজেলার তেলিগুল গ্রামের জনৈক শামীম আহমদ কাউছারের বসতবাড়িতে চুরির ঘটনা ঘটে। চোর চক্র ঘরের তালা ভেঙে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ টাকা, মার্কিন ডলার ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৯ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

ঘটনার পরদিন ১৪ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দে ভুক্তভোগী শামীম আহমদ কাউছার বাদী হয়ে বড়লেখা থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর-১২, ধারা ৪৫৪/৩৮০ দণ্ডবিধি)।

ঘটনার পর থেকেই মৌলভীবাজারের পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেনের তত্ত্বাবধানে বড়লেখা থানার একটি টিম তদন্ত শুরু করে।

অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা এবং তদন্তকারী কর্মকর্তা এসআই রতন কুমার হালদারের নেতৃত্বে তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করা হয়।

গত ৩ আগস্ট রাতে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার এলাকা থেকে চোর চক্রের মূলহোতা শরীফ আহমেদ (২৪) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শরীফ আহমেদ সিলেট জেলার বিয়ানীবাজার থানার খসিরবন হাতির টিলা এলাকার লিটন মিয়ার ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপর দুই সহযোগীসহ সংঘবদ্ধভাবে চুরির বিষয়টি স্বীকার করে। শরীফের দেওয়া তথ্যে একটি ইয়ামাহা FZX মোটরসাইকেল (যা চুরির সময় ব্যবহৃত হয়েছিল) এবং নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, "আসামির দেওয়া তথ্যে বাকিদেরও শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।"

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ উমর ফারুকের নেতৃত্বে এসআই মুস্তাফিজুর রহমান ও কুলাউড়া উপজেলা পুলিশের বিশেষ অভিযানে এক চিহ্ন...
03/08/2025

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ উমর ফারুকের নেতৃত্বে এসআই মুস্তাফিজুর রহমান ও কুলাউড়া উপজেলা পুলিশের বিশেষ অভিযানে এক চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী (সাজেদ মিয়াকে) আটক করা হয়েছে।

আজ শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পৌর এলাকার জয়পাশায় অভিযান চালিয়ে ঘরের বাথরুম লোকানো অবস্থায় থাকে আটক করে কুলাউড়া থানা পুলিশ।

আটককৃত ব্যক্তি এলাকার একাধিক শিশু নির্যাতন ও ছিনতাই মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। সাম্প্রতিক সময়ে এক শিশু নির্যাতনের ঘটনায় সে ফের আলোচনায় আসে, যেখানে শিশু সহায়তা হেল্পলাইন ১০৯৮ – (বাংলাদেশ সরকার পরিচালিত) প্রতিষ্টানে অভিযোগ রয়েছে— সে মাদকাসক্ত অবস্থায় এক শিশুকে নির্মমভাবে নির্যাতন করে।

এলাকাবাসীরা জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে তারা দীর্ঘদিন ধরে অতিষ্ঠ। প্রতিদিনই সে প্রকাশ্যে মদপান করে, নারীদের সাথে অসভ্য ও অশ্লীল আচরণ করে, অকথ্য ভাষায় গালাগালি ও উচ্চস্বরে চিৎকার করে পুরো এলাকায় অশান্তি সৃষ্টি করে। স্থানীয়রা বহুবার সামাজিকভাবে প্রতিরোধের চেষ্টা করলেও সে বেপরোয়া হয়ে উঠে এবং হুমকি দিতে থাকে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) [উমর ফারুক] জানান, “আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে শিশু নির্যাতনের একটি গুরুতর অভিযোগ থাকায় আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। তাকে আদালতে পাঠানো হবে এবং তদন্ত চলমান রয়েছে।”

স্থানীয় জনগণ পুলিশ প্রশাসনের এমন সাহসী ও কার্যকর পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং আশা করছে, এর মাধ্যমে এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরবে।

03/08/2025

তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা এখন দেশ-বিদেশে আলোচিত!!!

কুলাউড়ার গর্ব সৈয়দ জুবায়ের আলীর প্রচারণায় ছড়িয়ে পড়ছে এই ঐতিহাসিক রূপরেখা।

✅ গণতন্ত্র
✅ তত্ত্বাবধায়ক সরকার
✅ ন্যায়বিচার
✅ দুর্নীতিমুক্ত বাংলাদেশ

এটি ভবিষ্যতের বাংলাদেশ গড়ার সাহসী পরিকল্পনা।

*কুলাউড়ায় ডিবির অভিযানে ২২১ পিস ইয়াবা ও নগদ ৪০ হাজার টাকাসহ আটক- ৩* মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ল...
03/08/2025

*কুলাউড়ায় ডিবির অভিযানে ২২১ পিস ইয়াবা ও নগদ ৪০ হাজার টাকাসহ আটক- ৩*

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লহরাজপুর গ্রামে অভিযান চালিয়ে ২২১ পিস ইয়াবা ও ৪০ হাজার নগদ টাকাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২ আগস্ট ) রাতে মৌলভীবাজার ডিবির একটি টিম অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্যের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতারকৃতরা হলো—মোঃ আব্দুল বাজিদ (৪২), মোঃ ইয়াকুব আলী (২৫) ও কামাল (৪৫)।

ঘটনাস্থলে তল্লাশি করে আটককৃত বাজিদের বসতঘরের শোকেস থেকে ১৮০ পিস, ইয়াকুবের লুঙ্গির কোছা থেকে ১৭ পিস এবং কামালের ট্রাউজারের পকেট থেকে ২৪ পিস ইয়াবা জব্দ করা হয়।

তল্লাশিকালে বাজিদের ঘর থেকে মাদক লেনদেনের ৪০,০০০ নগদ টাকা জব্দ করে ডিবি পুলিশ।

জিজ্ঞাসাবাদে ইয়াকুব ও কামাল স্বীকার করে, তারা বাজিদের কাছ থেকেই ইয়াবা সংগ্রহ করেছে। তিনজনই পরস্পরের সহযোগিতায় মাদক ব্যবসায় জড়িত বলে ডিবি পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।

গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় কুলাউড়া থানায় মামলা রুজু করা হয়েছে।

03/08/2025

Live ⭕মরহুম মহতোসিন আলী চৌধুরীর ৩০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল।

আয়োজনে : মহতোসিন আলী উচ্চ ও কলেজ,হোসেনপুর, কাদিপুর, কুলাউড়া।

02/08/2025

বাচাঁর জন্য বুকফাটা আর্তনাদ কুলাউড়ার আলাউদ্দিনের।

লিভার ক্যান্সারে আক্রান্ত মোঃ আলাউদ্দিন বাঁচতে চায়।
টাকার অভাবে থেমে আছে চিকিৎসা।
আপনার সাহায্য হতে পারে তার জীবনের আলো।
মোঃ আলাউদ্দিন আহমেদ।
গ্রাম : জয়পাশা
৭ নং ওয়ার্ড পৌরসভা।
ফোন :+8801765217921।

বিশেষ যোগাযোগ -01749721401
লিংকন তালুকদার।

কিছু করতে পারেন আর না পারেন অত্যন্ত একটি শেয়ার করে মানবিক মানুষের সামনে তুলে ধরুন।

02/08/2025

হই হই রই রই নাদেল গেলও কই!!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুলাউড়ার সাবেক এমপি নাদেল এর ক‘টু‘ক্তি মূলক বক্তব্যের প্রতিবাদে সেচ্ছাসেক দল কুলাউড়ার উদ্যােগে বি‘ক্ষো‘ভ মি‘ছি'ল।

কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্স...
02/08/2025

কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন

কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুুষ্টিত হয়েছে। ২ আগষ্ট শনিবার পৃথিমপাশা আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উক্ত সম্মেলন ও কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছে।

ইউনিয়ন বিএনপির কাউন্সিলে তিন পদে ১০ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এর মধ্যে সভাপতি পদে ৪ জন সাধারণ সম্পাদক পদে ২ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৪ প্রার্থী নির্বাচনে অংশ নেন। দলীয় ৪৫৯ কাউন্সিলারের মধ্যে ৪৫৬ কাউন্সিলার তাদের ভোট প্রদান করেন। এর মধ্যে সভাপতি পদে ২০৫ ভোট পেয়ে বুরহান উদ্দিন সিদ্দিকী ময়েজ নির্বাচিত হন। অন্য প্রার্থীদের প্রাপ্ত ভোট হচ্ছে নবাব আলী তাকি খান ১৭০, আকদ্দছ আলী মাস্টার ৭৭, মো. সাজু উদ্দিন ০১। সাধারণ সম্পাদক পদে ২৫৮ ভোট পেয়ে এডঃ আহমদ উর রহমান খান মুরাদ বিজয়ী হন। অন্য প্রার্থী আজমল হোসেন চৌধুরী বাতেন ১৯০ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে ১৬৯ ভোট পেয়ে রাসেল আহমদ বিজয়ী হন। অন্য প্রার্থীদের প্রাপ্ত ভোট হচ্ছে আশফাকুর রহমান চৌধুরী জয়নাল ১৪২, নুরুল ইসলাম রউজ ১১৯, সালেক আহমদ সাবুল ২৪টি ভোট পান। বিকাল ৩টা থেকে ৫ ঘটিকা
পর্যন্ত ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ছয়টায় ফলাফল ঘোষণা করেন কুলাউড়া উপজেলা বিএনপির আহŸায়ক রেদওয়ান খান।

এর আগে দুপুরে বিএনপির সম্মেলন উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহŸবায়ক এড. ফয়জুল করিম ময়ুন। পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির আহসানুল করিম চৌধুরী সোহেলের সভাপতিত্বে বিএনপি নেতা আব্বাছ আলী ও বাবুল আহমদ এর যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান, জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য এড. আবেদ রাজা, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু, কুলাউড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান, যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রিন্স, উপজেলা আহবায়ক কমিটির সদস্য ও পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির প্রস্তুতি কমিটির সমন্বয়ক আলমগীর হোসেন ভূইয়া প্রমুখ। এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন।

বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করে।

02/08/2025

🔴LIVE🔴 পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির কাউন্সিল এর ফলাফল।

স্থান -আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ।

02/08/2025

🔴LIVE🔴 পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির কাউন্সিল ও সম্মেলন।

স্থান -আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ।

01/08/2025

“মৌলভীবাজারের কুলাউড়া থেকে তিন তরুণের স্বপ্নের যাত্রা 🚀
STYLES GHOR – অনলাইনে সেরা পোশাকের ঠিকানা!”

📌 পৃথিমপাশা ইউনিয়নের দেওগাঁও বড়বাড়ী গ্রামের ৩ ইউনিভার্সিটি পড়ুয়া তরুণ এবার অনলাইনে শুরু করলো STYLES GHOR নামের স্বপ্নের উদ্যোগ।
এখান থেকে পাবেন –
ড্রপ শোল্ডার টি-শার্ট, ফরমাল- ক্যাজুয়াল শার্ট, চিনো প্যান্ট, জিন্স, জগার, পোলো, হুডি সহ অসাধারণ কালেকশন!

🎉 ওপেনিং অফার:
৩ দিন ফ্রি হোম ডেলিভারি
১৫ দিন ১০% ডিসকাউন্ট

তরুণদের এই নতুন উদ্যোগে সাপোর্ট করতে লাইক, শেয়ার ও শুভকামনা জানান ✨



অর্ডার করার নিয়ম:
ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম বা সরাসরি ইনবক্সের মাধ্যমে অর্ডার করতে পারবেন।

ফেসবুক পেজ:
https://www.facebook.com/stylesghor1

পরিচালনায়:
• সৈয়দ জাকের আহমেদ
• সৈয়দ তাজমিল আহমেদ
• মোহাম্মদ রাহিদুর রহমান

যোগাযোগ:
📞 01760138056
📞 01749-710078



31/07/2025

ঢাকার নামী ফ্যাক্টরি থেকে সরাসরি আমদানিকৃত কাপড়, এখন কুলাউড়ার রবিরবাজারের বারাকা ফ্যাশনে।
👕 পাঞ্জাবি, পায়জামা, বোরকা, টিশার্ট, বাচ্চাদের পোশাক – সব এক ছাদের নিচে!
🛒 বারাকা ফ্যাশন – আপনার পরিবারের ফ্যাশনিক গন্তব্য।

প্রোপাইটর- মোহাম্মদ জালাল উদ্দীন।
যোগাযোগ- ০১৭১০৪২৩২৪৭
অবস্থান: ফুড কেয়ার ফার্মেসির পাশে, রবিরবাজার, কুলাউড়া।

Address

Kulaura
Kulaura
3032

Website

Alerts

Be the first to know and let us send you an email when জংশন কুলাউড়া - Junction Kulaura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share