Abul Hussain

Abul Hussain Digital creator

05/08/2024

আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার হাজার শুকরিয়া, তোমরা যারা এই দেশকে দ্বিতীয় বার স্বাধীন করেছো তোমাদের কথা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। যারা শহীদ হয়েছে আল্লাহ তায়ালা তাদের বেহেস্ত নসিব করুন। আমরা দেশে না থাকায় তোমাদের সাথে শরিক হতে পারি নাই কিন্তু আমাদের মনটা তোমাদের কাছেই ছিল প্রতিদিন রাত্রে ঘুম হতো না ঘুম থেকে বারে বার জেগে উঠতাম । আলহামদুলিল্লাহ এখন পরিপূর্ণভাবে ঘুমাতে পারবো। আলহামদুলিল্লাহ❤️

ٱلسَّلَامُ عَلَيْكُم                                          تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ            ঈদ মোবারক 🕌🌙...
10/04/2024

ٱلسَّلَامُ عَلَيْكُم
تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ
ঈদ মোবারক 🕌🌙🖤

01/01/2024

জীবন থেকে আরো একটি বছর কেটে গেল, যতই সময় যাচ্ছে মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছি। আমলের পাল্লায় কিছু নেই, নতুন বছরে প্রভুর কাছে একটাই চাওয়া দুনিয়া ও আখেরাতের সফলতা। আপনাদের দোয়াতে স্মরণ রাখবেন এই অধমকে। 🖤🤎💜

16/11/2023

🗯যেদিন থেকে আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না, সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ!!!

সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দি ভাবিনা, কারও ভালো দেখে আমি কাতর হইনা। জীবনে যা যা পাইনি তার কোনটাই আমার রিজিকে ছিলোনা বিশ্বাস করেছি এবং সেজন্য আফসোস হয়নি আর কোনদিন।আমি একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি।

নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই। আমার বা আপনার ভাগেরটুকু কেও নিতে পারবেনা, এই আওকাত আল্লাহ তায়ালা কাউকে দেননি।
"রিজিকের ফায়সালা আসমানে হয়, জমিনে না"

আর হ্যা! শুধু খাদ্যদ্রব্যই কিন্তু রিজিক নয়!পরিবারের সুখশান্তি, পেশাজীবনের সফলতা, নেক জীবনসঙ্গী, নেক সন্তান, উত্তম আখলাক,টাকা পয়সা, নেককার বন্ধুও রিজিকের অন্তর্ভুক্ত।

আলহামদুলিল্লাহ।💚💚

Address

Kulaura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abul Hussain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abul Hussain:

Share