My TV

My TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from My TV, Gaming Video Creator, sylhet moulvibazar, Kulaura.

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শুভেচ্ছা
26/08/2024

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শুভেচ্ছা

জয় শ্রী কৃষ্ণ · ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী উগ্রসেন নামে মথুরায় এক রাজা ছিলেন।রাজা ছিলেন খুব ধার্মিক। কিন্তু রাজা ধার...
26/08/2024

জয় শ্রী কৃষ্ণ ·
ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী
উগ্রসেন নামে মথুরায় এক রাজা ছিলেন।
রাজা ছিলেন খুব ধার্মিক। কিন্তু রাজা ধার্মিক হ'লে কি হবে, তার ছেলে কংস ছিল খুবই অত্যাচারী। কংসের অত্যাচারের মাত্রা এতটাই বেশী ছিল যে নিজের পিতা উগ্রসেনকেও সিংহাসনচ্যুত করে কারাগারে বন্দী করে নিজেই মথুরায় রাজত্ব করতো। বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তান ছাড়া অন্য কোন ভাবে তার মৃত্যু হবে না
কংসের ভগ্নী দেবকীর বিবাহ হ'লো বসুদেবের সঙ্গে। বর কনেকে রথের উপর বসানো হয়েছে এবং রথের সারথী হচ্ছে কংস।
রথ চলছে এমন সময় হঠাৎ করে সেই দৈববাণীটি কংসের কানে বেজে উঠলো, "ওরে নির্বোধ যাকে তুমি রথে করে নিয়ে যাচ্ছো তার গর্ভের অষ্টম সন্তান তোমার প্রাণ হরণ করবে।
" দৈববাণী শুনে কংস সঙ্গে সঙ্গে খড়গ হাতে দেবকীকে হত্যা করার জন্য উদ্যত হলো।
এ দেখে বসুদেব কংসকে অনেক অনুরোধ করে রাজী করালেন এই বলে যে , তাদের সন্তান ভূমিষ্ট হওয়ার পরই কংসের হাতে সমর্পন করা হবে।
একথা শুনে কংস শান্ত হলো ঠিকই কিন্তু সঙ্গে সঙ্গে দেবকী ও বসুদেবকে কারাগারে নিক্ষেপ করলো।
মাঝখানে কেটে গেল অনেক বছর। একে একে জন্ম হ'লো ছয়টি সন্তান।
সন্তান জন্ম নেওয়ার পর পরই কংস আসে এবং বসুদেব পূর্ব প্রতিশ্রতিমতো নিজেদের সন্তানকে কংসের হাতে তুলে দেন।
আর কংস সঙ্গে সঙ্গে সন্তানটিকে হত‍্যা করে।
সপ্তম গর্ভের সন্তান যখন বলদেব অধিষ্ঠিত হয়েছিল তখন ভগবানের নির্দেশে যোগমায়া দেবী দেবকীর গর্ভ হতে তাকে স্থানান্তরিত করে নন্দালয়ে রোহিনীর গর্ভে স্থাপন করেন এবং প্রচার করা হয় দেবকীর গর্ভপাত হয়েছে।
এবার অষ্টম গর্ভের সন্তান অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ করার পালা।
কারাগারের বাইরে পূর্বের চেয়ে কংস এবার আরও বেশী পাহারার ব্যবস্থা করলো।
মাস ছিলো ভাদ্র, তিথি ছিলো অষ্টমী এবং রজনী ছিলো ভীষণ দুর্যোগময়।
প্রবল ঝড় বৃষ্টিতে প্রকৃতি ধারণ করে এক অন্যরকম মূর্তি, বিদ্যুৎ উচ্ছ্বলিত ঠিক এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে আবির্ভূত হন এবং দৈববাণী শোনা যায় “বসুদেব, তুমি এখনই গোকুলে গিয়ে নন্দের স্ত্রী যশোদার পাশে তোমার ছেলেটিকে রেখে এসো এবং এই মুহূর্তে তার যে কন্যা শিশুটি জন্মগ্রহণ করেছে তাকে এনে দেবকীর কোলে শুয়ে দাও।
আমার মায়ায় পৃথিবীর সমস্ত মানুষ এখন গভীর ঘুমে অচেতন, যার ফলে কেউ কিছুই জানতে পারবে না।” সঙ্গে সঙ্গে শিশুটিকে নিয়ে বসুদেব ছুটতে লাগলেন নন্দের বাড়ীর দিকে।
পথে যমুনা নদী, নদী পার হয়ে তিনি পৌঁছলেন নন্দ মহারাজের গৃহে ।
হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ

Address

Sylhet Moulvibazar
Kulaura

Website

Alerts

Be the first to know and let us send you an email when My TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share