মুসাফির

  • Home
  • মুসাফির

মুসাফির "হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় কর।

যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার কাজ সহজ করে দেন। সুবহানাল্লাহ
06/08/2025

যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার কাজ সহজ করে দেন। সুবহানাল্লাহ

No Caption 📘 Part: 7-11
05/08/2025

No Caption 📘 Part: 7-11

দুঃখ পেয়ে আমি যখনই সিজদাতে গিয়েছি তখনই সুখ নিয়ে ফিরে এসেছি।
03/08/2025

দুঃখ পেয়ে আমি যখনই সিজদাতে গিয়েছি তখনই সুখ নিয়ে ফিরে এসেছি।

No Caption 📚 Part-1-6
02/08/2025

No Caption 📚 Part-1-6

মানুষ আকাশের দিকেতখনই তাকায়, যখন সে আঘাত প্রাপ্ত হয়েও কিছু বলতে পারে না।
31/07/2025

মানুষ আকাশের দিকে

তখনই তাকায়, যখন সে আঘাত প্রাপ্ত হয়েও কিছু বলতে পারে না।

28/07/2025

📚 দুআ' ও 'আমাল || পর্ব-১২ 📖
– মুফতি সৈয়দ আল মুত্তাকী
~~~~~~~~~~~~~~~~~~~~
📚বিষয়: শিশু হঠাৎ ঘুম থেকে চিৎকার দিয়ে উঠলে করণীয়:

✍ শিশু ঘুম থেকে হঠাৎ চিৎকার দিয়ে ওঠা – এটি অনেক সময় একটি রুহানী বা আত্মিক বিষয় হয়ে থাকে, বিশেষ করে যদি চিকিৎসাগতভাবে কোনো কারণ না পাওয়া যায়। ইসলামী দৃষ্টিকোণ থেকে এটি হতে পারে:

🔍 সম্ভাব্য কারণ (ইসলামের আলোকে):
১. জ্বিন বা শয়তানের ভয়ভীতি বা ধোঁকা দেওয়া (تخويف الشيطان)
২. বদনজর / নজর লাগা
৩. ঘর বা শিশুর পরিবেশে যিকিরহীনতা / অনিরাপত্তা

📖 ইসলামী সমাধান ও রেফারেন্স অনুযায়ী দোয়া:
🔹 ১. শিশুকে ঘুমানোর আগে রুকইয়াহ / নিরাপত্তামূলক যিকির করা

✅ রাসূল ﷺ হাসান ও হুসাইন (রাঃ) এর উপর রুকইয়াহ করতেন:
> كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يُعَوِّذُ الْحَسَنَ وَالْحُسَيْنَ، وَيَقُولُ: إِنَّ أَبَاكُمَا كَانَ يُعَوِّذُ بِهَا إِسْمَاعِيلَ وَإِسْحَاقَ

"أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ، مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ"
অর্থ: “আমি তোমাদেরকে আল্লাহর পূর্ণ কালেমার মাধ্যমে শয়তান, বিষাক্ত পোকামাকড় এবং ক্ষতিকর দৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় দিচ্ছি।” (সহীহ বুখারী ৩৩৭১)

🔸 এই দোয়া শিশুর মাথায় হাত রেখে দিনে ৩ বার বা ঘুমানোর আগে পড়া উত্তম।

🔹 ২. ঘুমানোর সময় সূরা ফালাক ও সূরা নাস পড়া:
রাসূল ﷺ রাতে ঘুমানোর আগে নিজের উপর সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস তিনবার করে পড়ে হাতের তালুতে ফুঁ দিয়ে সমস্ত শরীরে হাত বুলিয়ে দিতেন। (সহীহ বুখারী, ৫০১৭)

📌 শিশুর জন্য মা বা বাবা একইভাবে পড়ে ফুঁ দিয়ে গায়ে স্পর্শ করতে পারেন।

🔹 ৩. আয়াতুল কুরসি পাঠ করা ও শিশুর পাশে রাখা: হাদীস: "যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পড়ে, তার ওপর সারারাত আল্লাহর পক্ষ থেকে একজন হাফেজ ফেরেশতা নিযুক্ত থাকেন এবং শয়তান তার নিকট আসতে পারে না।" (সহীহ বুখারী ২৩১১)

📌 শিশুর বিছানার পাশে আয়াতুল কুরসি পড়ে ফুঁ দিয়ে রাখতে পারেন, অথবা দোয়ার পর মাথা/বুকে হাত রাখুন।
🔹 ৪. নিচের দোয়া গুলো প্রয়োগ করা

✅ দোয়া ১:
بِسْمِ اللهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
অর্থ: “আল্লাহর নামে শুরু করছি, যাঁর নামে কোনো কিছু আকাশে বা জমিনে ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।” (আবু দাউদ ৫০৮৮, সহীহ)

🔸 ৩ বার সকাল/সন্ধ্যায় এবং রাতে শিশুকে ফুঁ দিন।

✅ দোয়া ২:
أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ، وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ، وَأَنْ يَحْضُرُونِ

অর্থ: “আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার আশ্রয় চাই, তাঁর রাগ, শাস্তি, বান্দাদের অনিষ্ট, শয়তানের কুমন্ত্রণা এবং তাদের উপস্থিতি থেকে।” (তিরমিযি ৩৫২৮)

🏠 ঘরের পরিবেশ রক্ষার কিছু পরামর্শ:
✅ ঘরে রেডিও বা ফোনে সূরা বাকারাহ দিনে ১ বার চালান
✅ টিভি / গান / বেহায়াপনা যেন না হয়
✅ শিশুর পোশাকে তাবিজ, ছবি, অ্যানিমেটেড কার্টুন মুখ থাকলে তা সরিয়ে দিন
✅ শিশুর নাম উচ্চারণ করে দোয়া করুন:
"اللهم احفظ (নাম) من بين يديه ومن خلفه، وعن يمينه وعن شماله، ومن فوقه، وأعوذ بعظمتك أن يغتال من تحته"
(ইবনু হিব্বান ২৪৩৩)

🛏️ হঠাৎ ঘুম ভেঙে চিৎকার দিলে করণীয়:

✅ “আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম” বারবার বলুন
✅ আয়াতুল কুরসি ও ফালাক-নাস পড়ে শিশুর গায়ে ফুঁ দিন
✅ ঘুমানোর আগে মশারির ভিতরে সুন্নাহ অনুযায়ী দোয়া ও ফুঁ করা।

✅ সারসংক্ষেপ: বিষয় দোয়া / আমল:
প্রতিরক্ষা সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি
বদনজর "أعيذكما بكلمات الله التامة..."
ঘর সুরক্ষা সূরা বাকারা চালানো
রাতে ভয় "أعوذ بكلمات الله التامة من غضبه..."
শয়তান তাড়ানো “আউযু বিল্লাহি...” বারবার

তোমার কষ্টগুলো যখনকাউকে বলা সম্ভব না হয়, তখন আল্লাহই হয়ে যান সবচেয়ে কাছের শ্রোতা।
27/07/2025

তোমার কষ্টগুলো যখন
কাউকে বলা সম্ভব না হয়, তখন আল্লাহই হয়ে যান সবচেয়ে কাছের শ্রোতা।

25/07/2025
চেহারার মুগ্ধতার চেয়েব্যবহারের মুগ্ধতা বেশি দীর্ঘস্থায়ী...
23/07/2025

চেহারার মুগ্ধতার চেয়ে

ব্যবহারের মুগ্ধতা বেশি দীর্ঘস্থায়ী...

22/07/2025
18/07/2025
রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,সেই ব্যক্তি প্রকৃত মুমিন নয়, যে নিজে তৃপ্তি সহকারে খায়, অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে।-(সহ...
16/07/2025

রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,

সেই ব্যক্তি প্রকৃত মুমিন নয়, যে নিজে তৃপ্তি সহকারে খায়, অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে।

-(সহিহ বুখারি: ৬০১৯)

Address


৩২৩৩

Alerts

Be the first to know and let us send you an email when মুসাফির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share