31/03/2024
চলুন জেনে নেওয়া যাক,,
আহলে সুন্নাত ওয়াল জামাত ও আহলে হাদিস এর মধ্যে আকিদার ব্যবদান,
১) ক)রাসুলুল্লাহ (স) কে শাফাতকারি মনে করে না, নবি করিম স) কিয়ামতের ময়দানে ইয়া নফসি ইয়া নফসি করবেন তান নেকির পাল্লা ভারি হয় না বদির পাল্লা ভারি হয়।
খ) রাসুলুল্লাহ (স) নুরের নবি মানে না।
গ) তাদের মত সাদারন মানুষ মনে করে।
ঘ) নবিজির পিতামাতাকে জান্নাতি মনে করে না।
মেরাজে আল্লাহর সাথে সাক্ষাত হইছে তা আহলে হাদিস মানে না
২) সাহাবিদের নিয়ে তাদের মত
ক) সাহাবিদের কে তারা মানে না,,সাহাবিদেরকে তারা বেদাতি বলে,, নাউজুবিল্লাহ
খ) হযরত ওমর র) তারাবি ২০ পরেছেন তারা তা মানে না, বলে বেদাত, নাউজুবিল্লাহ
গ) জুম্মার নামাজে ২ আযান মানে না বলে
ঘ) নাভির নিচে বা নাভির উপর হাত বাদা যায়েজ নাই,,বুকের উপর হাত বাদতে হবে
বেদাত,,অতছ,,সেই আযান উসমান র) প্রচলন করেন,, উসমান র) বেদাতি বলে,নাউজুবিল্লাহ
অতছ রাসুলুল্লাহ স) বলেছেন তোমরা আমার আর আমার সাহাবিদের অনুসরণ কর। খোলাফায়ে রাসেদিনের অনুসরণ করতে রাসুল বলেছেন
৩) মাজহাব
ক) তারা ৪ ইমামের মাযহাব মানতে নারাজ,,কোন ইমামের মাজহাব তারা অনুসরণ করে না,, বলে মাজ হাব মানা হারাম,,
খ) নামাজের পরে দোয়া নাই,,তারাবির নামাজ ৮ রাকাত,,বিতরের নামাজ ১ রাকাত,সুরা ফাতিহা কুরানের আয়াত নায়,, তারাবির পরে দোয়া আল্লহুম্মা নাস্তাগফিরুকা পরা নাই, দোয়ায়ে কুনুত পরা যায়েজ নাই ইতা বিদাত,,ইত্যাদি ইত্যাদি
গ) গরুর ছেনা তারার লাগি পাক,,ছেনার মধ্যে লুংগি চুবাইয়া সেই লুংগি দিয়া নামায হয়ে যাবে।
৪) অলি আওলিয়া
ক) আওলিয়া মানা যাবে না, মানা শিরক,,মুরিদ হওয়া যাবে না,তাদের কাছে যাওয়া যাবে না, তারা মরা তাদের কোন ক্ষমতা নাই
খ) কবর ও মাজার জিয়ারত করা হারাম,
গ) কোটিপতির হজ করা লাগ বেনা,,হজ কোন ফরজ বা ওয়াজিব নায়,,এটা আব্দুর রাজ্জাকের কথা
ঘ) টাকা দিয়া ফিতরা আদায় হবে না,,ফিতরা দিতে হবে শষ্য দিয়ে.,,সহবাস করলে রোজা ভংগ হবে না,রোজা হয়ে যাবে, বানীতে মুল্লা আব্দুর রাজ্জাক
আরও অনেক কিছু আছে সব মনে পরের না৷ আপনারা জানলে কমেন্ট লিখিয়েন
এইসব আহলে খবিশদের বয়কট করুন,,এইসব কাফিরদের কথায় কান দিবেন না,,ইহুদি দালালদের কে প্রতিহত করুন,,প্রতিবাদ করুন,,এটা আপনার ও আমার ইমানি দায়িত্ব। আসসালামু আলাইকুম, ভাল থাকুন সবাই আল্লাহ সবাইকে সটিক বুজ দান করুক আমিন
কপি পোস্ট