Nafisa Media

Nafisa Media Islamic Information What kinds of information do we collect? To provide the Facebook Products, we must process information about you.

The types of information we collect depend on how you use our Products. You can learn how to access and delete information we collect by visiting the Facebook Settings and Instagram Settings.

09/01/2025
31/03/2024

চলুন জেনে নেওয়া যাক,,
আহলে সুন্নাত ওয়াল জামাত ও আহলে হাদিস এর মধ্যে আকিদার ব্যবদান,

১) ক)রাসুলুল্লাহ (স) কে শাফাতকারি মনে করে না, নবি করিম স) কিয়ামতের ময়দানে ইয়া নফসি ইয়া নফসি করবেন তান নেকির পাল্লা ভারি হয় না বদির পাল্লা ভারি হয়।
খ) রাসুলুল্লাহ (স) নুরের নবি মানে না।
গ) তাদের মত সাদারন মানুষ মনে করে।
ঘ) নবিজির পিতামাতাকে জান্নাতি মনে করে না।
মেরাজে আল্লাহর সাথে সাক্ষাত হইছে তা আহলে হাদিস মানে না
২) সাহাবিদের নিয়ে তাদের মত
ক) সাহাবিদের কে তারা মানে না,,সাহাবিদেরকে তারা বেদাতি বলে,, নাউজুবিল্লাহ
খ) হযরত ওমর র) তারাবি ২০ পরেছেন তারা তা মানে না, বলে বেদাত, নাউজুবিল্লাহ
গ) জুম্মার নামাজে ২ আযান মানে না বলে
ঘ) নাভির নিচে বা নাভির উপর হাত বাদা যায়েজ নাই,,বুকের উপর হাত বাদতে হবে
বেদাত,,অতছ,,সেই আযান উসমান র) প্রচলন করেন,, উসমান র) বেদাতি বলে,নাউজুবিল্লাহ
অতছ রাসুলুল্লাহ স) বলেছেন তোমরা আমার আর আমার সাহাবিদের অনুসরণ কর। খোলাফায়ে রাসেদিনের অনুসরণ করতে রাসুল বলেছেন

৩) মাজহাব
ক) তারা ৪ ইমামের মাযহাব মানতে নারাজ,,কোন ইমামের মাজহাব তারা অনুসরণ করে না,, বলে মাজ হাব মানা হারাম,,
খ) নামাজের পরে দোয়া নাই,,তারাবির নামাজ ৮ রাকাত,,বিতরের নামাজ ১ রাকাত,সুরা ফাতিহা কুরানের আয়াত নায়,, তারাবির পরে দোয়া আল্লহুম্মা নাস্তাগফিরুকা পরা নাই, দোয়ায়ে কুনুত পরা যায়েজ নাই ইতা বিদাত,,ইত্যাদি ইত্যাদি
গ) গরুর ছেনা তারার লাগি পাক,,ছেনার মধ্যে লুংগি চুবাইয়া সেই লুংগি দিয়া নামায হয়ে যাবে।
৪) অলি আওলিয়া
ক) আওলিয়া মানা যাবে না, মানা শিরক,,মুরিদ হওয়া যাবে না,তাদের কাছে যাওয়া যাবে না, তারা মরা তাদের কোন ক্ষমতা নাই
খ) কবর ও মাজার জিয়ারত করা হারাম,
গ) কোটিপতির হজ করা লাগ বেনা,,হজ কোন ফরজ বা ওয়াজিব নায়,,এটা আব্দুর রাজ্জাকের কথা

ঘ) টাকা দিয়া ফিতরা আদায় হবে না,,ফিতরা দিতে হবে শষ্য দিয়ে.,,সহবাস করলে রোজা ভংগ হবে না,রোজা হয়ে যাবে, বানীতে মুল্লা আব্দুর রাজ্জাক
আরও অনেক কিছু আছে সব মনে পরের না৷ আপনারা জানলে কমেন্ট লিখিয়েন
এইসব আহলে খবিশদের বয়কট করুন,,এইসব কাফিরদের কথায় কান দিবেন না,,ইহুদি দালালদের কে প্রতিহত করুন,,প্রতিবাদ করুন,,এটা আপনার ও আমার ইমানি দায়িত্ব। আসসালামু আলাইকুম, ভাল থাকুন সবাই আল্লাহ সবাইকে সটিক বুজ দান করুক আমিন

কপি পোস্ট

28/03/2024

জীবনে যত কষ্ট আসুক একটু চুপ করে থাকুন। ধর্য্য ধারন করুন। Sayed Mukarram Bari Waz। সৈয়দ মোকাররম বারী

20/03/2024

إِنَّ رَبَّكُمُ ٱللَّهُ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ فِي سِتَّةِ أَيَّامٖ ثُمَّ ٱسۡتَوَىٰ عَلَى ٱلۡعَرۡشِۖ يُغۡشِي ٱلَّيۡلَ ٱلنَّهَارَ يَطۡلُبُهُۥ حَثِيثٗا وَٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَ وَٱلنُّجُومَ مُسَخَّرَٰتِۭ بِأَمۡرِهِۦٓۗ أَلَا لَهُ ٱلۡخَلۡقُ وَٱلۡأَمۡرُۗ تَبَارَكَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ

17/03/2024

দুনিয়া কাঁপানো মা ছেলের কান্নার ঘটনা ক্বারী রুহুল আমিন সিদ্দিকী নতুন ওয়াজ

15/03/2024

যতবার শুনি কলিজাটা থর থর করে কেপে উঠে। সৈয়দ মোকাররম বারী।। Syed Mukarram Bari।। Nafisa Media

07/02/2024
17/01/2024

শবে বরাত - ২৫/২/২০২৪

রমাদান - ১১/৩/২০২৪

ঈদুল ফিতর - ১২/৪/২০২৪

ঈদুল আজহা -১৭/৬/২০২৪

মহানবী (স:) বলেছেন
যে রমজানের দাওয়াত পৌঁছে
দিবে তার জন্য
জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে।

সুবহানাল্লাহ

এসএসসি ২০২৪ পরীক্ষার রুটিন
22/12/2023

এসএসসি ২০২৪ পরীক্ষার রুটিন

এসএসসি পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারিরুটিন প্রকাশ।।
21/12/2023

এসএসসি পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি
রুটিন প্রকাশ।।

27/09/2023

পিতা মাতার শ্রেষ্ঠ কান্নার বয়ান।ক্বারী শামীম রেজা ক্বাদরী

10/04/2023

আয়াতুল কুরসি।
الله لا إله إلا هو الحى القيوم .
[আল্লা-হু লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম। ] আল্লাহ, তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, সুপ্রতিষ্ঠিত ধারক।
لا تأخذه سنة ولا نوم له ما في السموات وما في الأرض
[লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাউম। লাহু মা ফিস্ সামা-ওয়াতি ওয়ামা ফিল আরদ্বি। তাঁকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। তাঁর জন্যই আসমানসমূহে যা রয়েছে তা এবং যমীনে যা আছে তা।
من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم
[মান যাল্লাযী ইয়াশফাউ’ ই’ন্দাহূ ইল্লা বিইজনিহি। ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম,]
কে সে, যে তাঁর নিকট সুপারিশ করবে তাঁর অনুমতি ছাড়া? তিনি জানেন যা আছে তাদের সামনে এবং যা আছে তাদের পেছনে।
ولا يحيطون بشيء من عليه إلا بما شاء وسع كرسيه السموات والأرض و لا يؤده حفظهما وهو العلي العظيم .
[ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিম্ মিন 'ইলমিহি ইল্লা বিমা শা-আ' ওয়াসিআ’ কুরসিইয়্যুহুস্ সামা-ওয়া-তি ওয়াল আরদ্বি, ওয়ালা ইয়াউ’দুহূ হিফযুহুমা ওয়া হুওয়াল ‘আলিইয়্যুল আজিম।] আর তারা তাঁর জ্ঞানের সামান্য পরিমাণও আয়ত্ব করতে পারে না, তবে তিনি যা চান তা ছাড়া। তাঁর কুরসী আসমানসমূহ ও যমীন পরিব্যাপ্ত করে আছে এবং এ দু'টোর সংরক্ষণ তাঁর জন্য বোঝা হয় না। আর তিনি সুউচ্চ, মহান।

Address

Rabirbazar
Kulaura
3233

Alerts

Be the first to know and let us send you an email when Nafisa Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nafisa Media:

Share