শূন্য পকেট

শূন্য পকেট assalamualaikum... welcome 🥰❤️

04/09/2025

অভিমান—তোমার সহজাত অভ্যাস।
তুমি চাইলেই এক মুহূর্তে ভালোবাসায় ভরিয়ে দাও,
আবার বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই আমায় দূরে সরিয়ে রাখো।
কখনো কখনো মনে হয়, তুমি কি আদৌ ভাবো—
আমার বুকের ভেতর কতটা শূন্যতা জমে ওঠে,
তোমার একটুখানি অবহেলায়!
আমি কিন্তু সহজ মানুষ।
তোমার সামান্য হাসি দিয়েই আমার সমস্ত দিন উজ্জ্বল হয়ে ওঠে।
আবার, তোমার একটুখানি চুপ থেকেই পৃথিবী অচেনা লাগে।
হাজার মানুষের ভিড়েও আমি নিঃসঙ্গ হয়ে পড়ি,
কারণ ভিড়ের আলো আমার কাছে কিছুই নয়—
যদি সেখানে তুমি না থাকো।
প্রশ্ন জাগে—
ভালোবাসা কি তবে সবসময় সমানভাবে বাঁচানো যায় না?
কেন এত যত্নে সাজানো অনুভূতিকে এক নিমেষে ভেঙে ফেলা যায়?
তুমি কি জানো—
রাতভর অভিমানে জেগে থেকেও ভোরের আলোয় আমি কেবল তোমার খোঁজ করি?
তুমি না থাকলেও, প্রতিটি প্রার্থনায় তোমার নাম জড়িয়ে রাখি।
তবু আশ্চর্য!
অভিমান যতই জমুক, তোমার একটিমাত্র ডাকেই সব ভেঙে যায়।
তুমি যতই দূরে সরাও, আমার মন তোমার দিকেই ফিরে আসে।
অভিমান শেষে ভালোবাসাই জয়ী হয়—
কারণ আমার হৃদয় তোমার জন্যই তৈরি,
আমার প্রতিটি স্পন্দন তোমাকেই ডাকে।
জেনে রেখো—
ভালোবাসা মানে শুধু সুন্দর মুহূর্তে হাত ধরা নয়,
ভালোবাসা মানে অভিমানের দেয়াল পেরিয়েও একে অপরকে বেছে নেওয়া।
আর আমি সেই মানুষ—
যে শতবার অভিমান পেরিয়েও তোমাকেই বেছে নেবে,
প্রতিবার, প্রতিদিন, প্রতিমুহূর্তে।💔😅

25/08/2025

হঠাৎ জীবনের দিকে তাকিয়ে দেখলাম বড়সড়ো হয়ে গেছি। পাগলামি ছেলে মানুষি ছেড়ে দিয়েছি। এখন আর কান্না মানায় না, ভুল বোঝা মানুষকে বুঝতে হচ্ছে । ভিতরে কষ্ট জমলেও কাউকে জানাই না, কারো সঙ্গ পেতে অনাথ শিশুর মত কারো দ্বারে দ্বারাই না। মানুষের সঙ্গ এখন অস্থিকর হয়ে যাচ্ছে ।
সময় আর আঘাত মানুষকে বদলে দেয়। এখন মানুষের কাছে কোন প্রত্যাশা নেই । তাই এখন আর কারো কষ্টে ভাঙ্গি না, মানুষ বড় অকৃতঙ্গ প্রাণী, সুযোগ পেলে কামড় দেয়, হাতি কাদায় পরলে চামচিকা লাথি মারে সময় শিখিয়েছে পড়ে গেলে কেউ উঠাবে না ।
এখন চুপচাপ থাকি, পারলে করে দেখাই না পারলে আকাশকে সব বলে দেই। পৃথিবীর সুন্দর শুধু মানুষ ছাড়া, অথচ শুনেছিলাম মানুষের জন্যই সৃষ্টি করেছিলেন আকাশ 🖤

23/08/2025

প্রবাসী:প্রতিদিন শুধু মনে হয়, আমি এখনো মায়ের জন্য কিছুই করতে পারিনি।যে মা নিজের জীবন ভয়ে দিয়েছে আমার সুখ-স্বপ্নে, আজও তিনি কষ্টে কাটাচ্ছেন প্রতিটি দিন।প্রবাসের রাস্তায় হাঁটতে হাঁটতে বুকটা হাহাকার করে উঠে, ইশ!আজ যদি মায়ের পাশে বসে বলতেই পারতাম। মা, তোমার সব কষ্ট আমি দূর করে দেবো।আল্লাহ, আমার মাকে দেউ শান্তি, আমার জীবনের প্রতিটা দোয়া শুধু আমার মায়ের জন্য,,,,

23/08/2025

শখের প্রবাসী 😅

22/08/2025

তুমি চলে যাবার পর...
আমি অনেক রাত নির্ঘুম কাটাইছি অনেক রাতে ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছি আমার আজীবন মনে থাকবে আমি ভাত খেতে বসেও তোমার জন্য কান্না করেছি।
তোমাকে পাওয়ার জন্যে অনেক চেষ্টা করেছি।
কিন্তু তোমাকে আমি পাইনি। তুমি হয়তো আমাকে ভুলে গেছো আর আমি তোমাকে আজও ভুলতে পারেনি😔

20/08/2025

জানি না কিসের টেনশন, জানি না কিসের হতাশা, তবুও মনটা সারাক্ষণ অস্থির হয়ে থাকে। বুকের ভেতর এক ধরনের অদ্ভুত হাহাকার জেগে ওঠে, যেন কোনো অজানা ভার চেপে আছে। কিছুই ঠিকমতো ভালো লাগে না, হাসি যেন অনেক দূরের কোনো জিনিস হয়ে গেছে। অকারণেই মন খারাপ হয়, আর সেই কষ্টটা কাউকে বুঝিয়ে বলারও মানুষ নেই সব কিছুই যেন ধোঁয়াশার মধ্যে হারিয়ে যাচ্ছে। 💔😅

12/03/2025

আলহামদুলিল্লাহ 🥰

Address

Kuliar Char

Telephone

+966502155437

Website

Alerts

Be the first to know and let us send you an email when শূন্য পকেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category