22/09/2025
তারপর একদিন তুমিও অন্য কারো জন্য আমাকে ভুলে যাবে...
হয়তো খুব সহজেই। হয়তো একটুও না ভেবে। যেমন করে পুরোনো ডায়েরির পাতায় পড়ে থাকা নামহীন কারো গল্প মানুষ ভুলে যায়...
তুমি হয়তো হাসবে কারো অন্য কারো পাশে দাঁড়িয়ে, অন্য কারো হাত ধরে হাঁটবে সেই পথগুলো দিয়ে, যেখানে কোনোদিন আমি আর তোমার ছায়া পড়বে না।
আমি হয়তো তখন নিজেকে বুঝাবো, সবই সময়ের খেলা। তবুও রাতের বেলা একা বিছানায় শুয়ে তোমার কথাগুলো ভেতরটা ছিঁড়ে দেবে, স্মৃতির যন্ত্রণা কাঁটার মতো বিঁধবে।
হয়তো তুমি নতুন কারো চোখে নিজের স্বপ্ন খুঁজবে, আর আমি তোমার পুরোনো ছবিতে তোমাকে খুঁজবো। ভালোবাসা থেকে শুধু অভ্যাস হয়ে যাবো আমি... আর তুমি... হয়তো আমার সবচেয়ে সুন্দর ভুল হয়ে থেকে যাবে।
ভুলে যেও... ভুলে থাকো...
কারণ আমি জানি, আমি তোমার গল্পের সেই পাতাটা, যেটা কোনোদিনই তুমি আর পড়বে না.!😊❤️🩹