
24/08/2023
ছাত্রজীবনে ফ্রিল্যান্সিং করলে কী কী সুবিধা পাওয়া যাবে?
আমার যারা ছাত্র-ছাত্রী আছি তারা পড়াশুনা বাদেও সারা দিন নানা কাজে সময় ব্যয় করে থাকি। আমার চাইলেই এই সময়কে ভাল কাজে লাগাতে পারি সাথে ছাত্রজীবনেই নিজের খরচ সহ পরিবারের হাল ধরতে পারি।বর্তমানে ফ্রিল্যান্সিং পেশা এমন আকার ধারন করেছে যে অনেক মানুষ চাকুরী ছেড়ে এই পেশায় চলে আসছে। কারন এই পেশায় কোন লস নাই সাথে মানসিক কোন চাপ নাই নিজের স্বাধীনতা আছে আবার ইনকামও অন্য সকল জবের চেয়ে অনেক অংশে বেশি।
ছাত্রজীবনে ফ্রিল্যান্সিং করলে লাভ কি কি?
১. ইংরেজিতে যথেষ্ট দক্ষ হওয়া যায়:
২. আইটি স্কিল্ড হওয়া যায়ঃ
৩. খারাপ সঙ্গ বা বদ অভ্যাস থেকে দূরে থাকা যায়ঃ
৪.ভবিষ্যত চাকুরীর জন্য প্রস্তুত হওয়া সহজ হয়ঃ
৫. দায়িত্বশীল ও কর্মঠ হওয়া যায়ঃ
আশা করি, আপনি বুঝতে পেরেছেন আসলেই ছাত্রজীবনই ফ্রিল্যান্সিং শুরু করার উপযুক্ত সময় কিনা?
পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং বা অনলাইন থেকে আয় সংক্রান্ত যে কোন বিষয় জানার থাকলে কমেন্ট করে আমাদের বলুন।