31/10/2024
তুমি কেমন আছো? — এইতো বেঁচে আছি।
কোথায় থাকো? — মেসেজের ভেতরে।
বদলে গেছো? — হালকা রং পাল্টাইছি।
তারপর সব? — চালায়ে যাচ্ছি।
ব্যস্ত খুবই? — অফিসেও, বিছানাতেও!
বছর পাঁচেক…? — ঠিক জানি না।
এড়িয়ে যাচ্ছো? — টাইমে লোডশেডিং!
মনে পড়ে না? — ফোনের নেটওয়ার্কে সমস্যা!
সেদিন যদি…? — থাকলে বলতাম!
ভুলেই গেছো? — ব্রেইন কিছুটা হ্যাং!
থাকতো যদি…? — থাকাই হত না।
ভুলিনি আমি — ওয়াইফাই একটু স্লো।
রাখবো এখন? — হাতে কিছু কাজ।
ভালো থেকো! — ভালোই থাকি।
এত অভিমান? — হালকা করে রাখি।
এখন কাঁদো? — ভিজে ভিজে হাসি।
হ্যাঁ, কাঁদো কি? — না, পেঁয়াজ কাটলে।
বেণি করো চুল? — লুঙ্গি বাধি।
বৃষ্টিতে ছাদে? — ছাতা হাতে দাঁড়াই।
প্রিয় গানগুলো? — লোডিংয়ে আটকে।
কখন শুনো? — যখন লোডিং শেষ।
মন খারাপ হয়? — ডেটা শেষ হলে।
কিসের ভয়? — নেটওয়ার্কের ভয়!
কিছুটা আছো? — নেটওয়ার্কে লেগে আছি।
আবার যদি…? — ব্যাকআপ নাই।
আপন কে খুব? — নিজের ব্যালেন্স!
চাইলে কি দোষ? — নেটওয়ার্ক বলেছে "না"।
আমি কেউ না? — "আপনি একজন রঙিন সিমকার্ডের অতীত!" 😜📱