25/07/2025
"কুষ্টিয়ার কুমারখালীতে মাদকসহ ভুয়া সাংবাদিক গ্রেফতার"
কুষ্টিয়ার কুমারখালীতে ১০২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সাংবাদিক পরিচয়দানকারী সোহেল রানা নামের এক বাটপারকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৪ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অভিযান চালিয়ে সোহেলকে তার নিজ বাড়ি থেকে আটক করে কুমারখালী থানায় সোপর্দ করেন এবং শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। আটক সোহেল রানা (৩২)। উপজেলার যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা গ্রামের মৃত উকিল শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি না পার হলেও নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তার আড়ালে দীর্ঘ কয়েক বছর ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। সোহেল করাত মিলে শ্রমিকের কাজ বাদ দিয়ে শুরু করেন মাদক ব্যবসা। বিগত সময়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকসহ তাকে আটক করে। এরপর জামিনে বের হয়ে পুলিশি ঝমেলা এড়াতে কুষ্টিয়ার স্থানীয় পত্রিকা দৈনিক লালনকণ্ঠের সাংবাদিক হিসেবে আত্মপ্রকাশ ঘটে সোহেলের। পরে ওই পত্রিকার প্রতিনিধিত্ব বাতিল হলে জি বাংলা টিভি নামের ভুয়া ইউটিউব চ্যানেলে নতুন করে শুরু করেন সাংবাদিকতা। কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী, লালনবাজার এলাকার আরও কয়েকজন মাদক ব্যবসায়ীকে ভুয়া সাংবাদিক বানিয়েছেন এই সোহেল তাদেরকে সাথে নিয়ে গড়ে তুলেছেন মাদকের শক্ত সিন্ডিকেট তারাও এখন সাংবাদিক পরিচয়ে নিরাপদে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এছাড়াও মাদক পরিবহন নিরাপদে করতে ওই ভুয়া জি বাংলার টিভির স্টিকার প্রাইভেট কার ও একাধিক মোটরসাইকেলে লাগিয়ে সহজেই মাদক পরিবহন করে আসছে এই মাদক ব্যবসায়ী ও কথিত সাংবাদিক সিন্ডিকেট।
সোহেলের গ্রামের স্কুল যদুবয়রা ও কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা যায় তিনি প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পার হননি। আয়ের কোন উৎস না থাকলেও শুধুমাত্র মাদক ব্যবসা করে বাড়ি করাসহ বিলাসী জীবন যাপন করেন সোহেল। নিজেকে নিরাপদ রাখতে বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগিয়েছেন। সম্প্রতি সোহেলের বিভিন্ন অপকর্মে অতিষ্ঠ এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুমারখালী থানায় স্মারকলিপি প্রদান করেন।
কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ১০২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সোহেল রানা নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিকমূল্য ৫১ হাজার টাকা। শুক্রবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।