সুস্নিগ্ধা

সুস্নিগ্ধা This is my own page. Videos and pictures will be posted on this page. Please like everyone

18/08/2024

শেষ যখন জোনাকিপোকা দেখেছিলাম তখন জীবনের সবচেয়ে সুন্দর সময়টায় ছিলাম, তখন না ছিল কোনো বিষাদ, না ছিল কোনো দুঃখ আর না ছিল জীবন নিয়ে কোনো আফসোস

27/01/2024

পূর্নতা বলতে কিছু নাই সবি প্রতিচ্ছবি -❤️‍🩹

'টুয়েলভথ ফেইল' নিয়ে যে কোন পোস্টে একটা কমন প্যাটার্নের কমেন্ট পাচ্ছি- এরকম গার্লফ্রেন্ড বা বউ থাকলে আমিও বিসিএস পাশ করে ...
02/01/2024

'টুয়েলভথ ফেইল' নিয়ে যে কোন পোস্টে একটা কমন প্যাটার্নের কমেন্ট পাচ্ছি- এরকম গার্লফ্রেন্ড বা বউ থাকলে আমিও বিসিএস পাশ করে ফেলতাম! শুধু সিনেগল্প নয়, অন্যান্য পেইজের পোস্টগুলোতেও একই টাইপের কমেন্ট চোখে পড়লো। মনোজের জীবনে শ্রদ্ধার অবদান অসীম, কোন সন্দেহ নেই। শ্রদ্ধা না থাকলে মনোজ আজকের জায়গায় আসতে পারতেন না, এটা ধ্রুব সত্যি। তবে গৌরি ভাইয়ার অবদানও কম নয় মনোজের এই যুদ্ধটায়। যিনি ঢাল হয়ে দাঁড়িয়েছেন মনোজের জন্য, সবসময়। নিজের রুম ছেড়ে দিয়েছেন, মনোজকে আটার মিলের চাকরি থেকে বের করে এনে পড়াশোনার একটা পরিবেশ দিয়েছেন, মনোজের বাড়িতে নিয়মিত টাকার যোগান সচল রেখেছেন, যাতে মনোজ নিশ্চিন্তে পড়াশোনায় ফোকাসটা বজায় রাখতে পারে।

গৌরি ভাইয়া নিজে পাঁচবার ইউপিএসসি পরীক্ষা দিয়েও সোনার হরিণ ধরতে পারেননি, তিনি জানেন হেরে যাওয়ার যাতনা, তিনি বোঝেন সবার চোখে 'লুজার' হয়ে বেঁচে থাকার কষ্ট। সেকারণেই নিজের সেই অপ্রাপ্তি তিনি পূর্ণ করতে চান মনোজের মতো মানুষগুলোর কাঁধে হাত রেখে, তাদের বুকে 'রিস্টার্ট' এর মন্ত্র গুঁজে দিয়ে, তপ্ত রোদে ছায়া হয়ে তাদের পাশে দাঁড়িয়ে। একজন শ্রদ্ধা জোশী না থাকলে মনোজ যেমন আইপিএস অফিসার হতে পারতেন না, ঠিক তেমনই একজন গৌরি ভাইয়ার সাপোর্ট না পেলেও সাফল্যের এই এভারেস্ট জয় করাটা অসম্ভব হতো মনোজের জন্য। জীবনে শ্রদ্ধার মতো কারো ভালোবাসা যেমন দরকারী, বিপদে ভরসা হয়ে পাশে থাকার জন্য গৌরি ভাইয়ার মতো কাউকেও ভীষণ দরকার... ❤️

🎬12th Fail
📽️Vidhu Vinod Chopra
📺Disney+ Hotstar

- সিনেগল্প

মানুষ ভালোবাসা দেখায়,মায়ায় জড়ায়, মস্তিষ্কে গোটা সংসার সাজায়, তারপর একটু একটু করে হারাতে হারাতে একদিন অদৃশ্য হয়ে য...
22/12/2023

মানুষ ভালোবাসা দেখায়,মায়ায় জড়ায়, মস্তিষ্কে গোটা সংসার সাজায়, তারপর একটু একটু করে হারাতে হারাতে একদিন অদৃশ্য হয়ে যায়!
মানুষ ম/রে যায় মানুষের অভাবে,অতে মানুষ টেরই পায়না!

অসুস্থ হলে বুঝা যায় সুস্থ থাকা কতটা জরুরী। আর মা পাশে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ,❤️ অসুস্থ হলে মানুষ সত্যিই অসহায় হয়ে যায়...
19/12/2023

অসুস্থ হলে বুঝা যায় সুস্থ থাকা কতটা জরুরী। আর মা পাশে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ,❤️ অসুস্থ হলে মানুষ সত্যিই অসহায় হয়ে যায়। সবাই বলে বড় বোন থাকলে মায়ের ভালোবাসা অভাব হয়না। কিন্তুু আমার বেলায় উল্টো।
‘কথাটির মর্ম খুব ভালো করে বুঝতেছি। অসুস্থ হলে মানুষের মন ভরে হাসি দেওয়ার শক্তিটাও যেনো’ কমে যায়।😔
তা কেবল মানুষ‘অসুস্থ হলেই উপলব্ধি করতে পারে। অসুস্থ হলে কোথাও সুখ খুঁজে পাওয়া যায় না।🥺মনে কোনো শান্তির অনুভুতি হয় না, সুস্থ থাকি তখন পুরো পৃথিবীটা আমার।আর যখনি শরীরটা খারাপ লাগে তখন বুঝা যাই।🥺
পৃথিবীর কাছে আমি কত" অসহায়। মৃত্যুকে সব সময় অনুভব করা যায় না,হঠাৎ করে কখনো কখনো শারীরিক এবং মানসিক এমন অসুস্থতা নেমে আসে তখন মৃত্যুকে খুব কাছে মনে হয়।

17/12/2023

তোমার কাছে বারবার নিজেকে ভেঙেচুরে প্রকাশ করি বলে তুমি যদি ভেবে থাকো আমি অবুঝ। তাহলে ভুল করছো। তোমায় প্রিয়ের তালিকায় রেখেছি বলেই তোমার কাছে ছুটে যাই। নিজেকে আবেগী করে তুলি। খুচরো পয়সার মতো জমা রাখি সকল অবসর।

প্রিয় মানুষের কাছে মানুষ ব্যক্তিত্ব তুলে ধরে না। তাই বলে এই নয় যে, সেই সুযোগে তুমি আমায় অনেকখানি আ'ঘা'ত করে ফেলবে। ভেঙে দিবে ভেতর থেকে। কে কতোদিন আঘাত সহ্য করে, বলো? সহ্যের তো একটা সীমা থাকে, তাই নয় কি?

জানো তো, আবেগী মানুষগুলোর ঘৃণা তাদের ভালোবাসার মতোই তীব্র। তাই তাদের অবুঝ ভেবে বারবার আঘাত দিতে যেও না। তারা একবার যদি মুখ ফিরিয়ে নেয়, তখন তাদের ফিরিয়ে নেওয়া সাধ্য কারো নেই। এমনকি ফিরিয়ে নেওয়ার চেষ্টা করাও

22/10/2023

শুকনো পাতার মতো ছড়িয়ে ছিটিয়ে ছিলাম কেউ কুড়িয়ে নিলো তাও আবার জ্বালানোর জন্য! কিন্ত আমি সুখী; বিস্ময়কর এবং হতাশ।

27/09/2023

পরেরবার নীলতিমি হয়ে জন্মাতে চাই। প্রার্থনা করি তুমিও যেনো তাই হও। এই জীবন ছন্নছাড়া, ছিন্নভিন্ন । হৃদয়ে, পেটে, মস্তিষ্কে প্রচুর ক্ষত প্রিয়তমা। পরেরবার সাংসারিক, বন্ধুসুলভ হবো নীলতিমির মত । অতল সমুদ্রে সাঁতরে বেড়াবো পরিবার নিয়ে। তোমার খুব কাছাকাছি থাকবো। তারপর একদিন তুমি হারিয়ে গেলে আমিও তীরে গিয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করবো।তখন আর কারোই আপোষ করার সুযোগ থাকবে না কিন্তু !!🙂

প্রতি এলাকার অলিগলি রাস্তায়ধরেছে আগুন দেখ ঘুরছে নিমায়..!❤️
25/08/2023

প্রতি এলাকার অলিগলি রাস্তায়
ধরেছে আগুন দেখ ঘুরছে নিমায়..!❤️

22/07/2023

"তোমারে ভালোবাসি " এর মানে হলো তোমারে না পেলে মরে যাবো না! কিন্তু তোমারে না পেলে আজীবন মেয়াদী যে আফসোসটা থাকবে সেটা অন্য কেউ দূর করতে পারবে না!'

17/07/2023

দূ'রত্ব যখন সম্পর্কে বিশালাকার ধারণ করে, চাওয়া পাওয়ার ইচ্ছেটা যখন হা'রিয়ে যায়, আবেগ হা'রিয়ে যখন বাস্তবতার ছোঁয়া লেগে যায়; ভালোবাসা তখন একটু একটু করে হা'রিয়ে যেতে থাকে।

Address

Rangpur
Kurigaon
5600

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুস্নিগ্ধা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share