23/11/2025
কুড়িগ্রাম সদর,ভোগডাঙ্গা,মাধবরামে, নির্মান হতে যাচ্ছে বায়োডাইভারসিটি নগর গেলেফু ,
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরবর্তি সময় ভুটান প্রথম স্বীকৃতি প্রদান করেছিল যে,বাংলাদেশ একটি স্বাধীন দেশ।
ভুটানের সঙ্গে একমাত্র দেশ হিসেবে বাংলাদেশের অগ্রাধিকার বাণিজ্য চুক্তি রয়েছে উল্লেখ করে ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ভুটান বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী।
তিনি বলেন,কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ভুটান সরকার বায়োডাইভারসিটি নগর গেলেফু নির্মাণের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত এই নগরটি ভুটানের সমৃদ্ধ জীববৈচিত্র্যকে রক্ষা করে তৈরি করা হচ্ছে। যেখানে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নত ও টেকসই অবকাঠামো তৈরি করা হবে।
গেলেফু নগর তৈরির জন্য প্রচুর নির্মাণ উপকরণ প্রয়োজন হবে উল্লেখ করেন দেশটির প্রধানমন্ত্রী। তিনি নির্মাণ উপকরণ বাংলাদেশ থেকে নিতে আগ্রহ প্রকাশ।
#বাংলাদেশের #মধ্যে #আমাদের #কুড়িগ্রাম #সদর #ভোগডাঙ্গা #মাধবরামে #নির্মাণ #হচ্ছে #ভুটানের