Kaniz Fatema

Kaniz Fatema I have experience in SEO, Facebook Marketing, Twitter Marketing, YouTub Marketing & advertising.

 #ইয়াম্মি
08/12/2023

#ইয়াম্মি

বেবীকে বলে ছিলাম করলার ঝোল করতে🫣
15/09/2023

বেবীকে বলে ছিলাম করলার ঝোল করতে🫣

হাসতে চান ....?? তয় পড়ুন আর হাসুন প্রাণ খুলে .... আম্মু একজনের বাসায় মাংস দিতে পাঠাইছিলো। অন্য এলাকায়। আমি মাংস দিয়ে খাল...
11/07/2023

হাসতে চান ....?? তয় পড়ুন আর হাসুন প্রাণ খুলে ....

আম্মু একজনের বাসায় মাংস দিতে পাঠাইছিলো। অন্য এলাকায়। আমি মাংস দিয়ে খালি ব্যাগ হাতে নিয়ে ফিরছিলাম। রাস্তার পাশে এক বাড়ির গেট খুলে এক আঙ্কেল হাত ইশারায় আমাকে ডাক দিলো। আমি উনার কাছে যেতেই দুই টুকরো মাংস আমার ব্যাগের মধ্যে ছুড়ে দিয়ে গেট আটকায়া দিলো। আমি কিছু বলারও সুযোগ পাইলাম না। আশেপাশে ভালোভাবে খেয়াল করে শিওর হলাম, আল্লাহ বাঁচাইছে। কেউ দেখেনাই। ব্যাগের মধ্যে আড়চোখে তাকায়া দেখি দুইটাই হাড্ডি। শালা খচ্চর আর কারে কয়। নিজেরা যা খাইতে পারবে না সেইগুলা দিচ্ছে।
যাই হোক, এখন আমার অবস্থা শাকিব খানের বউ অপু বিশ্বাসের মত। আব্রাম খান জয় হলো আমার মাংসের টুকরা। এই টুকরা দুইটা নিয়ে এখন আমি কি করবো!
বাসায় নিয়ে গেলে তো মানসম্মান পুরাই শেষ। আইডিয়া আসলো। মাংস কুড়াচ্ছে এরকম একজন দরিদ্র ব্যক্তিকে দেখে দান করে দিলেই তো হয়। সেক্ষেত্রে অবশ্য সওয়াব আমার হবে নাকি যে আঙ্কেলের মাংস তার হবে, এইটা শিওর না। আমি আশেপাশে ভালোভাবে চেয়ে দান করার মতো কাউকে খোজার ট্রাই করলাম। ইয়েস, পেয়েছি। এক মহিলা আসতেছে ব্যাগ হাতে। আধাকেজি মত মাংস অলরেডি তুলে ফেলেছে। আমি তার কাছে গিয়ে ব্যাগটা খুলে ধরে বললাম, এই দুইটা মাংসও উঠায় নেন। আর দ্রুত ঐ লাল গেটওয়ালা বাসায় যান আরো দিবে।
আমাকে অবাক করে দিয়ে মহিলা তেলে বেগুনে জ্বলে উঠলো।
"ঐ, মেয়ে ঐ, সমস্যা কি তোমার? চিন আমারে? জানো আমি কে? আমার বাবা এক লাখ তের হাজার টাকার গরু কুরবানি দিছে একা আর তুমি আমারে দিতে আসছো দুই টুকরো মাংস। তোমার সাহস তো কম না। বাসা কই তোমার, হ্যা? আমি তোমাকে পুলিশে দেব। আমি তোমাকে জেলের ভাত খাওয়ায়ে ছাড়বো। এতো বড় অপমান! আজ তোমার একদিন কি আমার একদিন!"
মানুষজন জড় হয়ে যাচ্ছে রাস্তায়। আল্লাহ এ আমি কার পাল্লায় পড়লাম। কাহিনী যেদিকে যাচ্ছে পাবলিক আমারে ধইরা মাইর না দেয়।
পাশ থেকে এক আঙ্কেল বললো, 'ছি ছি ছি, আজকালকার ছেলেমেয়েরা হইছে টা কি? স্কুল কলেজের মেয়েদের কি কিছুই শিক্ষা দেয় না, তুমি তো বয়স্ক মহিলারেও ছাড় দাও না, বেয়াদবী করার একটা লিমিট থাকে। রাস্তার মধ্যে তোমার মায়ের বয়সী একজন মহিলারে দিনে দুপুরে খারাপ ব্যাবহার করতে একটুও বাধলো না তোমার? কেয়ামতের আর বেশি দেরি নাই। ছি ছি ছি!'
'হোয়াট দ্যা ফাক, কি বলেছি আমি হুম ? এ তো বিশাল ঝামেলায় পড়া গেল!'
এদিকে ঐ মহিলা থেমে নেই, 'আমার আপন চাচাতো ভাই পুলিশের এসআই। আমার মামার শালা আর্মি অফিসার। আমার বাপ এই মাগুরা শহরে প্রথম উট কুরবানি দেয় সেই উনিশশো একানব্বই সালে। তখন তোমার জন্মও হয়নাই। আমার ছোট ছেলে বুয়েটে পড়ে, মেজটা আইএলটসে আটের উপর স্কোর করছে..!'
'ওহ গড, এর সাথে বুয়েটের কি সম্পর্ক। আইএলটিএস এর কি সম্পর্ক। প্লিজ হেল্প মি।'
মহিলার গলার তেজ বাড়তেছে, 'আপনারা কি দাঁড়ায় দাঁড়ায় দেখবেন খালি? কিছু করবেন না? এই দেশে কি বিচার নাই? আমি কি ফোন দেব কাউরে? আমার আপন ছোট ভাই উপজেলা ছাত্রলীগের উপ আপ্যায়ন সম্পাদক...'
'খাইছে আমারে। আমি ডিসিশন নিয়ে ফেললাম। ব্যাগটা শক্ত করে ধরে দিলাম ঝেড়ে দৌড়। পাবলিক কিছু না বুঝেই আমার পেছনে দৌড়াচ্ছে। তবে তারা দৌড় শুরু করেছে একটু দেরিতে। তার উপরে আমি দৌড়াচ্ছি আমার জান হাতে নিয়ে। সুতরাং আল্লাহর অশেষ রহমতে আমি ধরা পড়লাম না। এক গলির মধ্যে ঢুকে আরেক গলি দিয়ে বের হয়ে মোটামুটি সেফ জায়গায় চলে আসলাম। ঘেমে নেয়ে অস্থির। মাংস দান করার শখ মিটে গেছে আমার। একটা দোকানের সামনে বেঞ্চিতে বসে বিশ্রাম নিচ্ছি এমন সময় একজন এসে পাশে বসলো।
- আপু কি মাংস টোকাইতেছেন?
- না।
- কুরবানি দিছেন?
- হুম।
- আমারে কিছু দেন।
- আমি ব্যাগ উনার হাতে দিয়ে বললাম, ধরেন নেন।
- লোকটা খুশি হয়ে ব্যাগ খুলেই মুখ গোমড়া করে ফেললো, 'ঐ আপা হাড্ডি দেন ক্যান? হাড্ডি মাইনসে খায়? আপনারা বড়লোক হইছেন ঠিকই কিন্তু মানুষ হইতে পারেন নাই। ভালো গোশত সব ফ্রিজ ভইরা রাখছেন। ভাবছেন আপনাগো কুরবানি হইবো? বালডা হইবো। আপনি রাখেন আপনার হাড্ডি। আপনের মতো বড়লোকরে আমি থু দেই, থু!'
পাশ থেকে আরেকজন বললো, 'আপনি মাংস কবরে নিয়া যাইয়েন। ঠিক আছে?'
যে দোকানে বসছি সেই দোকানদার চাচা আরো এক কাঠি সরেস, 'গরীবের হক মাইরা খাওয়া মাংস আল্লাহ যেন আপনের গলা দিয়ে না নামায়। মানুষ গলায় হাড্ডি ফুইটা মরে আর আপনের মরন যেন হয় মাংস বাইধা!'
আমি কিছুই বললাম না। বলার ভাষা হারায় ফেলছি। দোকান থেকে উঠে চুপচাপ ঘোরাপথে এক মাঠের মধ্যে দিয়ে বাসার দিকে রওয়ানা দিলাম। মাঝপথে এক আন্টি এসে আরো দুই টুকরা মাংস আমার ব্যাগের মধ্যে দিয়ে গেল।
যাক এই দুইটাতে হাড় নাই। দুইটাই সলিড মাংস। শুকুর আলহামদুলিল্লাহ...!
পরিশিষ্ট: ক্লান্ত হয়ে বাসায় ফিরে ব্যাগটা টেবিলের উপর রেখে খাটে শুয়ে পড়লাম ফ্যান ছেড়ে দিয়ে। আম্মু ব্যাগ খুলে আমার দিকে চোখ গরম করে তাকালেন।
'তোরে এই অল্প একটু মাংস দিয়ে পাঠাইলাইম তার মধ্যে আবার চার পিস ফেরত আনছিস? সমস্যা কি তোর? জীবনে মাংস খেয়ে থাকিস না? আমরা তোরে খাওয়াই না? আমাদের ফ্যামিলিতে তো কেউ এরকম কিপ্টে না। তুই কার মত হইছিস! তোরে তো আমার মেয়ে বলে পরিচয় দিতেই লজ্জা হচ্ছে। ছিহ!'
হে আল্লাহ
নিয়ে যাও আমায়...!
😭🤲

26/06/2023
শুভ সকাল 🥀
22/06/2023

শুভ সকাল 🥀

কৃষ্ণচুড়া লাভার রা কই😵‍💫😵‍💫
21/06/2023

কৃষ্ণচুড়া লাভার রা কই😵‍💫😵‍💫

১৯৪১ সালে টানা এক সপ্তাহ ধরে চলা প্রবল বৃষ্টির ফলে প্রায় ৬ ফুট পানির নিচে চলে যায় মক্কা শহর। সেসময় তোলা এই ছবিতে দেখা যা...
20/06/2023

১৯৪১ সালে টানা এক সপ্তাহ ধরে চলা প্রবল বৃষ্টির ফলে প্রায় ৬ ফুট পানির নিচে চলে যায় মক্কা শহর। সেসময় তোলা এই ছবিতে দেখা যাচ্ছে ১২ বছর বয়সী বাহরাইনি কিশোর শেখ আল আওয়াদিকে কাবা ঘরের চতুর্দিকে সাঁতার কেটে তাওয়াফরত অবস্থায়।

ছবিটি প্রকাশ পেলে বেশ সাড়া ফেলে সেটা। সেদিন আল আওয়াদির সাথে তার ভাই-বন্ধুরাও সাঁতরে তাওয়াফ শুরু করেছিল, তবে কেবল আল আওয়াদিই শেষ করতে পেরেছিলেন। অন্যরা ক্লান্ত হয়ে কাবার দরজার সামনে সাহায্যের আশায় বসে পড়েন যাতে কেউ এসে তাদের উদ্ধার করতে পারে।

দায়িত্বরত পুলিশ প্রথমে ভেবেছিল আল আওয়াদি হয়তো হাজরে আসওয়াদ চুরি করতে যাচ্ছে। পরে তার উদ্দেশ্য বুঝতে পেরে পুলিশ আর কিছুই করেনি। ওদিকে আল আওয়াদি ভেবেছিলেন পুলিশ তাকে গু লি করবে, পরে তিনি জানতে পারেন যে তখন সেই পুলিশের রা ই ফে লে বু লেটই ছিল না! ২০১৫ সালে ৮৬ বছর বয়সে মারা যান শেখ আল আওয়াদি।

সোর্স: ইতিহাসের গল্প
(সংগৃহীত)

মৃত্যু কত নির্মম আর অনিবার্য!! মিড ক্যারিয়ার প্রশিক্ষণে একসাথে ৪৫ জন এসেছিলাম, বেশিরভাগই দেশের বিভিন্ন প্রান্তের উপজেলা ...
20/06/2023

মৃত্যু কত নির্মম আর অনিবার্য!!
মিড ক্যারিয়ার প্রশিক্ষণে একসাথে ৪৫ জন এসেছিলাম, বেশিরভাগই দেশের বিভিন্ন প্রান্তের উপজেলা নির্বাহী অফিসার।ভারতের উত্তরাখণ্ড প্রদেশের মুসৌরি নামক এক পাহাড়ি জনপদ যেখানে ওদের ন্যাশনাল এডমিনিস্ট্রেশন একাডেমি অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬৫০০ ফুট উচ্চতা আর সম্পুর্ণ ভিন্ন স্বাদের খাবারের চ্যালেঞ্জ নিতে পারলে,এ এক দারুণ অভিজ্ঞতা।প্রথম দিন থেকেই যে কয়েকজন খাবার নিয়ে স্ট্রাগল করছিলাম স্যার তাদের মাঝে অন্যতম, প্রতিনিয়ত দিন গুনছিলাম ১১ জুন ভোর বেলায় আমরা মুসৌরি ছেড়ে দেরাদুন-মুজাফফারবাদ হয়ে দিল্লি যাব। আজ সকালে চেক আউট করে আমরা প্রায় ৭০০০ ফুট উচ্চতা দিয়ে মুসৌরি থেকে ঢানাউল্টি যাচ্ছিলাম, পথে স্যার হটাত বমি করে, কিছুটা সামলে নিয়ে সিট চেঞ্জ করে নিজ থেকেই ফ্রন্ট সিটে বসেন, সিটের সাথে মাথা হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন, সবাই ভেবেছিলো স্যার দ্রুত ঠিক হয়ে যাবেন কিন্ত আমাদের সবাইকে বুঝতে না দিয়ে নীরবে চলে গেলেন, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার সনামধন্য উপজেলা নির্বাহী অফিসার, মোঃ আলামিন স্যার।কোন ফাকে যে স্যারের হৃদযন্ত্র থেমে গেছে, সহযাত্রীগণ বুঝতেই পারেননি, ক্ষমা করবেন স্যার, এতগুলো অফিসার আমরা কাছাকাছি ছিলাম,আপনার অন্তিম মুহুর্তে কেউ কিছু করতে পারলাম না, স্যারের দেড় বছর বয়সী যমজ কন্যা শিশুদয়, স্যারের সহধর্মিণী, পরিবারের সদস্যগণকে
মহান আল্লাহ এই শোক সইবার তৌফিক দান করুক....

কানিজ ফাতেমা
(সংগৃহীত)

পরিস্থিতি যেমনি হোক আগে নামাজ পড়ে নিন🕋 নামাজ ছারা জাবে না💯
19/06/2023

পরিস্থিতি যেমনি হোক আগে নামাজ পড়ে নিন🕋 নামাজ ছারা জাবে না💯

জীবন তো তখন-ই সুন্দর হয়, যখন পাশে থাকা মানুষটি বলে যে,ভয় পেয়োনা সকল বাঁধা পেরিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই দুটি হাত ...
19/06/2023

জীবন তো তখন-ই সুন্দর হয়, যখন পাশে থাকা মানুষটি বলে যে,ভয় পেয়োনা সকল বাঁধা পেরিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই দুটি হাত শক্ত করে ধরে রাখবো ইনশাআল্লাহ।

18/06/2023

আমার প্রাণ ধরিয়া মা-র টান মন করে আনচান💝🥰

18/06/2023

Watch, follow, and discover more trending content.

17/06/2023

নিউ কালেকশন মাত্র BAJAJ এর একটি পন্ন্য।অনেক সুন্দর কাজ হয়।হাতের নাগালেই চাইলে আপনারাও নিতে পারেন।কিন্তু আমি এক দিনের বেশি কাজ করতে পারি নি মোটর নষ্ট হয়েগেছে। পারলে কিছু টাকা বেশি দিয়ে স্টিল এর তা কিনুন 🙏। নাহলে পরে পস্তাবেন।Nima, BAJAJ, PHILLIPS এগিলো একটাও ভালো না।ভিডিও টি শেয়ার করলে আসা করি সবার উপকার হবে ধন্যবাদ সবাইকে।

14/06/2023

Leat's Us Assists
1k Followers🙏🥰
🥰🥰
Follow back done

12/06/2023

Life এ এমন একটা পাটনার-ই যথেষ্ট

Send a message to learn more

শস্য শ্যামলা সবুজে ঘেরা এই সোনার দেশে,জন্মেছি মা-গো, যত-দিন বাঁচি,থাকি যেন তোমায় ভালোবেসে!!
11/06/2023

শস্য শ্যামলা সবুজে ঘেরা এই সোনার দেশে,
জন্মেছি মা-গো,
যত-দিন বাঁচি,
থাকি যেন তোমায় ভালোবেসে!!

কয়লা উত্তোলনের কাজ চলছে
10/06/2023

কয়লা উত্তোলনের কাজ চলছে

Address

Kurigram

Alerts

Be the first to know and let us send you an email when Kaniz Fatema posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kaniz Fatema:

Share