Tuition-টিউশন

Tuition-টিউশন চেষ্টা চালিয়ে যাচ্ছি,বাকিটা উপরওয়ালার ইচ্ছা।
ভালোবাসা নিতে এসেছি।

14/01/2025
14/01/2025

মাও.হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা

27/10/2024

এই টাইপ চাটার দলও ছিল BCS ভাইভা বোর্ডে ! তারাও ভাইভা নিতো!

22/10/2024

সবুজ মাঠেই জন্ম আমার, এই মাঠেতেই বড় হওয়া,সবুজ মাঠেই মরতে চাই, এই মোর পরম চাওয়া😍

21/10/2024

অনেক গুরুত্বপূর্ণ কথা।

অনেকেই ফেসবুকে কি করে পেমেন্ট পাওয়া যায় process  জানতে চাইছো, তারা সবাই এটা মন দিয়ে পড়ো। এতে তোমাদেরই উপকার হবে ।শুধ...
21/10/2024

অনেকেই ফেসবুকে কি করে পেমেন্ট পাওয়া যায় process জানতে চাইছো, তারা সবাই এটা মন দিয়ে পড়ো। এতে তোমাদেরই উপকার হবে ।

শুধু তোমাদের যাতে একটু সাহায্য করতে পারি তাই পোস্টটা করা নিজের অনেকটা সময় নষ্ট করে শুধু তোমাদের ভালোবাসার জন্য লিখলাম।

ফেইসবুকে Bonus, Stars এগুলো কি, কিভাবে পাওয়া যায় অনেকেই আমরা জানিনা ।
১. প্রথমত Star সেট আপ অন হয় ৫০০ ফলোয়ার থাকলেই।
আর Star পেলে তোমরা আর্ন করতে পারবে। 1স্টার= 0.01 ডলার= 0.83টাকা।
** প্রসঙ্গত বলে রাখি Star কাউকে দিতে হলে কিনে দিতে হয়, প্রথমবার 29টা স্টারের দাম 30টাকা ।

২. এবার আসি Bonus এর ব্যাপারে, বোনাস পেতে হলে কোনোরকম ক্রাইটেরিয়া নেই, শুধুমাত্র ফেইসবুক Invite করলে তবেই বোনাস প্রোগ্রাম এ যুক্ত হওয়া যায় আর এতে করে প্রতিটি পোস্টের থেকে ইনকাম হয়!

এই Bonus প্রোগ্রাম চালু করতে হলে প্রধানত আমাদের যা করতে হবে সেটা হল রিচ, আর এনগেজমেন্ট বাড়াতে হবে।
রিচ আর এনগেজমেন্ট বাড়ানো মানে হলো পোস্টে প্রচুর পরিমাণে রিএক্ট, কমেন্টস পাওয়া ।

এবার নিশ্চই অনেকে মনে মনে ভাববে আর কারো পোস্টে রিয়েক্ট, কমেন্ট করবো না । কিন্তু বলে রাখা ভালো যে অন্যের পোস্টে রিয়েক্ট কমেন্ট করলে নিজেদেরই রিচ বাড়ে। আর রিচ বাড়তে থাকলেই ফেসবুক বোনাস প্রোগ্রাম চালু করে দেবে।

অনেকের দেখবে ফলোয়ার সংখ্যা অনেক তবু monetization হচ্ছে না। আবার অনেকের ফলোয়ার কম কিন্তু তবু টাকা পাচ্ছে ফেসবুক থেকে, এর কারণ একটাই। অন্যের পোস্টে যত বেশি রিয়েক্ট কমেন্ট করবে তত তোমার প্রোফাইল recommend করবে ফেসবুক,এতে তোমার বন্ধু বা ফলোয়াররা না করুক কিন্তু অন্যরা তোমার পোস্ট দেখতে পাবে, রিয়েক্ট কমেন্ট করবে!
আর follow back না পেলে unfollow করে দেওয়াটাও কিন্তু রিচ ডাউন করে।

স্টিকার কমেন্টে কোনো বাধা নেই। কমেন্ট, রিয়েক্ট , শেয়ার এনগেজমেন্ট বাড়ায়, সেটা যেই কমেন্ট হোক না কেনো।

ফেসবুকে সবাই কমবেশি ফটো ভিডিও পোস্ট করে থাকে সেটা করে যদি সেখান থেকে ইনকাম করা যায় এর থেকে ভালো আর কি।

এবার হিংসা করে ইগনোর না করে Like, Comment করে একে অপর কে সাপোর্ট করুন।

শুভ সকাল বন্ধুরা।।।

Address

Tapurchar, Rowmari
Kurigram
5640

Telephone

+8801914843525

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tuition-টিউশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tuition-টিউশন:

Share

Category