Creative Rokon Sir

Creative Rokon Sir Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Creative Rokon Sir, Digital creator, Bhurungamari, Kurigram.

কোনটি শুদ্ধ?
26/06/2025

কোনটি শুদ্ধ?

12/06/2025

বিসিএস পরীক্ষায় ব্যাপক পরিবর্তন;আবেদন শেষ হওয়ার ২ মাস পর প্রিলি পরীক্ষা;প্রিলির ২ মাস পর হবে রিটেন;কার্যকর হবে ৪৯তম থেকেই-পিএসসি

১ টেকনিক, মাএ ১ টা টেকনিক দিয়ে ১৩৯টি বিগত সালের প্রশ্ন সমাধান করা যায়, এমন টেকনিক প্রমাণ সহ দিয়ে দিলাম। যাদের মনে বিশ...
22/05/2025

১ টেকনিক, মাএ ১ টা টেকনিক দিয়ে ১৩৯টি বিগত সালের প্রশ্ন সমাধান করা যায়, এমন টেকনিক প্রমাণ সহ দিয়ে দিলাম। যাদের মনে বিশ্বাস হয়না এক টেকনিকে 139 টি বিগত সালের প্রশ্ন কেমনে হয় প্রমাণসহ দিলাম।

বিশ্বের শক্তিশালী দেশ ২০২৫,তালিকায় বাংলাদেশ৫০ টি দেশের মধ্যে ৪৭ তম অবস্থানে আছে।বিশ্বের ১ নাম্বার পজিশন এমেরিকার দখলেআছে...
08/04/2025

বিশ্বের শক্তিশালী দেশ ২০২৫,তালিকায় বাংলাদেশ
৫০ টি দেশের মধ্যে ৪৭ তম অবস্থানে আছে।
বিশ্বের ১ নাম্বার পজিশন এমেরিকার দখলে
আছে।
এই র‍্যাংকিং শক্তিশালী নেতৃত্ব,
সামরিক শক্তি, রফতানি, অর্থনৈতিক
সম্ভাবনা, আন্তর্জাতিক জোট,
রাজনৈতিক প্রভাবের নিরিখে করা হয়েছে।
ভারত ১২তম স্থানে আছে। পাকিস্তান তালিকায় নেই।
এই প্রথম বাংলাদেশ বিশ্বের টপ ৫০ দেশের
তালিকায় স্থান করে নিয়েছে।

25/01/2025

রাগকে শাসন না করলে রাগই সম্পূর্ণ মানুষটিকে শাসন করে।

23/01/2025

টিকিট কাউন্টারে গিয়ে যদি
বলেন, একটা টিকিট দেন, আর
কাউন্টার থেকে জিজ্ঞেস করে
কোথায় যাবেন, আর আপনি যদি
বলেন, জানি না তখন কিন্তু আপনাকে টিকিট
দিবেনা, ঠিক জীবনে যদি সঠিক কোনো লক্ষ্য না
থাকে, আপনিও কোনো সঠিক ঠিকানা পাবেন না।
সুতরাং জীবনে কি করতে চান, কোথায় যেতে চান
সেই লক্ষ্য ঠিক করুন, সেই অনুযায়ী কাজ করুন
দেখবেন সবকিছুই আপনার নিকটে।

04/01/2025

টাকা নিয়ে ৫০ টা উক্তি দেওয়া হয়েছে ✅✔️

1. যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে!!! আর টাকা না থাকলে, নিজের পরিচিত মানুষ গুলোও অপরিচিত হয়ে যায়।
2. প্রতিটি সুখ টাকা দিয়ে অর্জন করা যায় না!!!!! এর জন্য প্রিয়জনের সঙ্গ থাকাও প্রয়োজন।
3. টাকা থাকলে পৃথিবী কেনা যায়,,, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়।
4. সুখী হতে যদি টাকা লাগে….!!!!! তবে আপনার সুখের সন্ধান কখনই শেষ হবে না।
5. এটা স্বার্থপর দুনিয়া! এখানে বুকভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি।
6. যখন কাছে টাকা থাকবে, তখন ভালোবাসার মানুষের অভাব হবে না।
7. অতিরিক্ত টাকা.. একজন ব্যক্তিকে স্বার্থপর এবং অহংকারী করে তোলে।
8. প্রয়োজনের অতিরিক্ত অর্থ, কোনো মানুষের মঙ্গল আনতে পারে না।
9. আপনার যদি টাকা না থাকে, সম্পদ না থাকে, এবং কোন আশা না থাকে! তাহলে বিশ্বাস করুন আপনি এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ।
10. বেকার ছেলেটাও বোঝে, টাকা ছাড়া ভালোবাসার কোন মূল্য নেই এই সমাজে।
11. যখন আমাদের টাকা থাকে….! তখন আমরা ভুল করা শুরু করি।
12. মানুষ তখনই ভুলে যায় কে আপন কে পর! যখন সে টাকার ঘোরে থাকে।
13. লোকে বলে টাকা এলে কিছু করে দেখাবো! আর টাকা বলে কিছু করলে আমি আসবো।
14. যে পৃথিবীতে টাকার বিনিময়ে আপন মানুষ কেনা যায়, সেই পৃথিবীতে টাকার চেয়ে আপন আর কেউই হতে পারে না…!!
15. একটি বাস্তব সত্য হলো, অর্থ যেখানে নেই ভালোবাসা সেখানে দুর্লভ।
16. টাকায় টাকা আনতে পারে, কিন্তু সম্মান আনতে পারেনা…!!
17. যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো! আর যার টাকা নেই, তার কাছে আইন মাকড়সার জালের মতো।
18. টাকা মানুষকে সুখী করে না!!! এটি কেবল তাকে ব্যস্ত করে তোলে।
19. নিজের উপার্জিত টাকা হয়তো তোমাকে ধনী বানাবে না…! কিন্তু তোমাকে স্বাধীন হয়ে উঠতে সাহায্য করবে নিশ্চই।
20. যারা খেটে খায় তারা টাকার মূল্য বোঝে!! আর যারা পরের টাকা মেরে খায়, তারা টাকার মূল্য বোঝে না, শুধু টাকার গরম দেখায়।
21. টাকা মানুষকে পরিবর্তন করে না!!!!! এটি শুধুমাত্র তাদের মুখোশ খুলে দেয়।
22. বাস্তব এটাই যে, নিজের পকেটের টাকা না থাকলে, পৃথিবীর কেউ কারো আপন হয় না।
23. টাকা ছাড়া জীবন জল ছাড়া মাছের মতো!
24. যখন একজন ব্যক্তির কাছে টাকা থাকে, তখন সে ভুলে যায় সে কে! কিন্তু যখন তার টাকা থাকে না, তখন পৃথিবী ভুলে যায় সে কে।
25. যে লোকের খুব কম আছে, সে কখনো গরীব নয়! যে লো

29/11/2024

সুখ কোনো গন্তব্য নয়, সুখ একটি যাত্রা..!!
তাই যাত্রার প্রতিটি পদক্ষেপ উপভোগ করুন...
🫰🌸💙

27/11/2024
যেমন ছাত্র, তেমন শিক্ষক
27/11/2024

যেমন ছাত্র, তেমন শিক্ষক

ঘুমিয়ে ঘুমিয়ে সফলতা আসে না।  জোর করে নিয়ে আসতে হয় শচীন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন আপনি হয়তো ততবার ক্রিকেট খেলাও খ...
20/11/2024

ঘুমিয়ে ঘুমিয়ে সফলতা আসে না। জোর করে নিয়ে আসতে হয়

শচীন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন আপনি হয়তো ততবার ক্রিকেট খেলাও খেলেননি। কিন্তু দিন শেষে আজ শচীনকে ক্রিকেট নক্ষত্র হিসাবেই জানে.

মার্ক জুকারবার্গকে তার গার্লফ্রেন্ড যখন সকল সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয়, তখন সে জেদ করে সবচেয়ে বড় সোশ্যাল সাইট ফেসবুক বানিয়ে ফেলে, যার মাধ্যমে সে ওয়ার্ল্ড এর টপ ফাইভ রিচম্যানদের একজন। আর আপনি হলে কি করতেন? শেভ করা ছেড়ে দিয়ে সিগারেট টানতেন আর বলতেন- বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া আর...

টমাস আলভা এডিসন একটা বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে যতবার ব্যর্থ হয়েছেন এই পৃথিবীর ইতিহাসে কেউ তত বছর বাঁচেওনি। ৯৯৯ বার ব্যর্থ হয়েছেন তিনি। আর আপনি? সফল হওয়ার আগে প্রশ্ন করুন নিজেকে কতবার চেষ্টাটা করতে পারবেন?

সাইকেল গ্যারেজে কাজ করা রাইট ভ্রাতৃদ্বয় প্ল্যান করে যতবার চেষ্টা করে করে বিমান উড়াতে ব্যর্থ হয়েছেন, আপনি ততবার প্ল্যান করে পাখির উড়াও দেখেননি। তবু তিনি বিমান টা আবিষ্কার করেই ছাড়লেন।

সৃষ্টিকর্তাকে একবার জানান দেন সাকসেস আসার আগ পর্যন্ত আপনি থামবেন না, হেরে গেলেও না, বারবার ব্যর্থ হলেও না...
ছোট বেলায় যেভাবে হাঁটতে না পারলে আবার চেষ্টা করতেন, পড়ে গিয়ে বেথা পেয়ে কান্না করতে করতে আবার দেয়াল ধরে হাঁটতে চাইতেন, এখন সময় এসেছে আবার দাতে দাত চেপে নাছোড়বান্দার মতো লেগে থাকার।

যে যাই বলুক, যে যা করুক আপনি শুধু লেগে থাকুন, বাকিটা সিস্টেম্যাটিক্যালি স্রষ্টা আপনাকে দিয়ে দিবেন।
#সংগৃহীত ❤️

Address

Bhurungamari
Kurigram
5670

Telephone

+8801558990728

Website

Alerts

Be the first to know and let us send you an email when Creative Rokon Sir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Creative Rokon Sir:

Share