Creative Rokon Sir

Creative Rokon Sir Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Creative Rokon Sir, Digital creator, Bhurungamari, Kurigram.

26/10/2025

Focus Writing - সুন্দরভাবে লেখার নিয়মঃ

রিটেনে ফোকাস রাইটিংটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এটা লিখার ক্ষেত্রে অনেকেই সেটাকে হয় Paragraph কিংবা Essay/Composition বানিয়ে ফেলে। আশা করি নিচের পরামর্শ গুলো ফোকাস রাইটিং লিখার ক্ষেত্রে অনেক কার্যকরী হবে।

১. ফোকাস রাইটিং মানে হচ্ছে কোন একটা বিষয়ের মূল প্রসঙ্গ গুলোর উপর আলোকপাত করা। এটা Concrete এবং Synopsis Type হবে। তাই ফোকাস রাইটিংটাকে একেবারে ছোট করে Paragraph কিংবা বড় করে Essay/Composition বানিয়ে ফেলবেন না।

২. বেশী লেখা মানেই বেশী মার্ক পাওয়ার নিশ্চয়তা না। এক্ষেত্রে শেক্সপিয়ায়ের Brevity is the soul of wit নীতি অবলম্বন করুন। কথা অল্প লিখুন কিন্তু তা যেন তথ্যবহুল ও প্রাসঙ্গিক হয়। পুরোটা ফোকাস রাইটিং ১০-১৫ segment এ শেষ করে দিন।

৩. প্রতিটা segment ২-৩ লাইনের মধ্যে রাখুন। কোন ক্রমেই নাম্বারিং কিংবা পয়েন্ট উল্লেখ করবেন না। প্রতিটা segment শুরু করার আগে হ্যাশ চিহ্ন ( #) কিংবা সংযুক্ত ডাবল টিক চিহ্ন দিতে দিন (√√)

৪. তথ্য ও উপাত্ত দেওয়ার ক্ষেত্রে ছক কিংবা গ্রাফের পরিবর্তে তা কথায় লিখে দিন। ছক/গ্রাফ Essay কিংবা Composition এর জন্য, ফোকাস রাইটিং এ সেটা মানানসই নয়।

৫. একটা segment থেকে অন্য একটা segment যাওয়ার সময় Logical Transitional Markers গুলো ব্যবহার করুন। এতে লেখার সৌন্দর্য বৃদ্ধি পাবে। এবং নাম্বার বেশী আসবে। অলংকার যেভাবে মানুষের শোভাবর্ধন করে ঠিক তেমনি লেখনীর ক্ষেত্রেও সেগুলো লেখার শোভাবর্ধন করে। অনেক সময় পর্যাপ্ত তথ্য উপাত্ত দিয়ে লিখেও আশানুরূপ মার্ক এর কারণ হলো লেখাটার উপস্থাপনা কিংবা বর্ণনায় কোনরুপ মাধুর্যতা না থাকায়। আর এই মাধুর্যতা গুলো আনয়ন করে Logical Transitional Markers গুলো। এই গুলো Phrase, Linkers, Preposition সহ বিভিন্ন রকমের হতে পারে। নিচে কয়েকটা Logical Transitional Markers দিলাম এই গুলো সংগ্রহে রাখুন। পাশাপাশি এরকম আরও আছে সেগুলো খুজে বের করে পড়ে নিন।

-----------------------------------------------
1⃣ Enumerative বা গণনামূলকঃ
লেখার মধ্যে যদি গণনামূলক কোন কিছু বর্ণনা করতে গেলে নিচের ornaments গুলো ব্যবহার করুন-

▶To begin with/ To start with
-- শুরুতেই বলতে হয়

▶First of all -- সর্বপ্রথম

▶Firstly/Secondly.. -- প্রথমত/দ্বিতীয়ত

▶Thus consecutively -- এইভাবে ক্রমান্বয়ে

▶There is still another thing -

Address

Bhurungamari
Kurigram
5670

Telephone

+8801558990728

Website

Alerts

Be the first to know and let us send you an email when Creative Rokon Sir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Creative Rokon Sir:

Share