Ulipur Govt College Rover Scout Group

Ulipur Govt College Rover Scout Group Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ulipur Govt College Rover Scout Group, Media/News Company, Ulipur, Kurigram.

28/05/2025

সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল আমাদের কলেজে বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সকলের যথাসময়ে উপস্থিত থাকা আবশ্যক।

🔹 ড্রেস কোড (বাধ্যতামূলক):

সকল শিক্ষার্থীকে অবশ্যই কলেজের নির্ধারিত ইউনিফর্ম পরে আসতে হবে।

রোভার সদস্যদের জন্য পূর্ণ রোভার ইউনিফর্ম পরিধান করা বাধ্যতামূলক।

📌 যেকোনো শিক্ষার্থী নির্ধারিত পোশাক ব্যতীত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না।

অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা ও উপস্থিতি প্রত্যাশিত।

ধন্যবাদান্তে,
মো:সাকিব হাসান(SRM)
উলিপুর সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিট

শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য “নতুন শপথ বাক্য”।
22/05/2025

শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য “নতুন শপথ বাক্য”।

18/05/2025
15/05/2025

উলিপুর সরকারি কলেজের ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, বোর্ড থেকে প্রাপ্ত অব্যয়িত অর্থ নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী ফেরত প্রদান করা হবে। এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের ফটোকপি ও (রেজিষ্ট্রেশন কার্ডের মূলকপি দেখাতে হবে) ও ১০ টাকার একটি রেভিনিউ স্টাম্প জমা দিয়ে টাকা নিতে হবে। উল্লখ্য যে, শিক্ষার্থী ব্যতীত অন্য কাউকে টাকা প্রদান করা হবে না।

১৭/০৫/২০২৫ (শনিবার) সকাল ১১ টায়-বিজ্ঞান বিভাগ
১৮/০৫/২০২৫ (রবিবার) সকাল ১১ টায় মানবিক ও ব্যবঃ

আদেশক্রমে
অধ্যক্ষ
উলিপুর সরকারি কলেজ
কুড়িগ্রাম।

অভিনন্দন  সাকিব আরিয়ান নতুন সিনিয়র রোভারমেট পদে পদোন্নতি অর্জন করায় তোমার  প্রতি জানাই অন্তর থেকে আন্তরিক অভিনন্দন ও শু...
12/05/2025

অভিনন্দন সাকিব আরিয়ান

নতুন সিনিয়র রোভারমেট পদে পদোন্নতি অর্জন করায় তোমার প্রতি জানাই অন্তর থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

এই মর্যাদাপূর্ণ পদে উন্নীত হওয়া নিঃসন্দেহে তোমার দীর্ঘদিনের পরিশ্রম, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও নেতৃত্বগুণের স্বীকৃতি। রোভার স্কাউট আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিগত উন্নয়ন, সমাজসেবা এবং দেশপ্রেমে উজ্জীবিত এক সুনাগরিক গড়ে তোলা—আর তুমি তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। সিনিয়র রোভারমেট হিসেবে তোমার দায়িত্ব শুধু একটি পদবির সীমায় আবদ্ধ নয়, এটি একটি আদর্শ, যা নতুনদের জন্য পথনির্দেশক হবে।

তোমার এই অর্জন রোভারিং-এর প্রতি তোমার অবিচল ভালোবাসা ও আত্মত্যাগের প্রতিফলন। আশা করি, তুমি এই পদ থেকে প্রাপ্ত দায়িত্ব ও কর্তব্যকে সম্মানের সঙ্গে বহন করবে এবং ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপে হবে নেতৃত্বের মশালবাহী।

তোমার ভবিষ্যৎ পথচলা হোক আলোকিত, গৌরবময় ও অনুপ্রেরণাদায়ক।

তোমাদের হাত ধরেই এগিয়ে যাক উলিপুর সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিটি।।

রোভার স্কাউট ক্রু মিটিং – সফলভাবে সম্পন্নআজ দুপুর ১:৪৫ মিনিটে আমাদের রোভার স্কাউট ইউনিটের নিয়মিত ক্রু মিটিং ক্লাস সফলভাব...
12/05/2025

রোভার স্কাউট ক্রু মিটিং – সফলভাবে সম্পন্ন
আজ দুপুর ১:৪৫ মিনিটে আমাদের রোভার স্কাউট ইউনিটের নিয়মিত ক্রু মিটিং ক্লাস সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

এই ক্লাসে (সাকিব আরিয়ান) সিনিয়র রোভারমেট(SRM) হিসেবে, রোভার স্কাউটিংয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি এবং পুরনো ও নতুন সদস্যদের মাঝে স্কাউটিংয়ের মূল্যবোধ ও কার্যক্রম তুলে ধরি।

উপস্থিত সকল রোভার ভাই ও বোনদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সময়মতো উপস্থিত থেকে ক্লাসকে সফল করার জন্য।

দ্রষ্টব্য:
প্রাকৃতিক দুর্যোগের কারণে পোশাকে কিছুটা ভিন্নতা দেখা গেলেও, স্কাউটিংয়ের প্রতি অটুট আন্তরিকতা ও উপস্থিতির মানসিকতা ছিল প্রশংসনীয়।

স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি একটি জীবনশৈলী – শেখে, শৃঙ্খলা আনে, এবং নেতৃত্ব গড়ে তোলে।

– বাংলাদেশ স্কাউটস
[উলিপুর সরকারি কলেজ] রোভার স্কাউট ইউনিট

11/05/2025

বাংলাদেশ স্কাউটস
[উলিপুর সরকারি কলেজ]
রোভার স্কাউট ইউনিট

আগামীকাল দুপুর ১:৪৫ মিনিটে রোভার স্কাউটদের ক্রু মিটিং ক্লাস অনুষ্ঠিত হবে।
সকল রোভার সদস্যদের নির্ধারিত সময়মতো উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে।

এই ক্লাসে স্কাউটিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং পরবর্তী কার্যক্রম নিয়ে নির্দেশনা দেওয়া হবে।
তাই উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বি:দ্র: পূর্ণ স্কাউট ইউনিফর্ম ও স্কাফ পরিধান করে আসতে হবে।

আদেশক্রমে
RSL/SRM
উলিপুর সরকারি কলেজ
রোভার স্কাউট

১৫তম কোর্স ফর রোভার মেট এবং দক্ষতা অর্জন কোর্স।। ২৪ থেকে ২৯ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত এই অসাধারণ অভিজ্ঞতা শুধু একটি কোর্স ছ...
06/05/2025

১৫তম কোর্স ফর রোভার মেট এবং দক্ষতা অর্জন কোর্স।।

২৪ থেকে ২৯ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত এই অসাধারণ অভিজ্ঞতা শুধু একটি কোর্স ছিল না—এ ছিল নিজের সীমাকে ছাড়িয়ে যাওয়ার এক সাহসী অধ্যায়। শিখেছি নেতৃত্ব, কৌশল, বন্ধন আর প্রকৃত স্কাউটিং-এর আসল মানে।

আমাদের কলেজ( Ulipur Govt College, Kurigram (উলিপুর সরকারি কলেজ) ) থেকে আমি ( সাকিব আরিয়ান এবং সাল মা ন ) —দুজন একসাথে পা রাখি এই বিশেষ অভিযানে, নতুন কিছু জানার তীব্র ইচ্ছা আর চ্যালেঞ্জ নেবার সাহস নিয়ে।

প্রতিটি দিন ছিল চ্যালেঞ্জে ভরা, কিন্তু প্রতিটি মুহূর্ত ছিল জীবনের জন্য শিক্ষণীয়। ক্লান্তি, পরিশ্রম, ঘাম—সবকিছুর মাঝে তৈরি হয়েছে এক গর্বের স্মৃতি, যা সারাজীবন হৃদয়ে গেঁথে থাকবে।

এই অভিজ্ঞতার মাঝে এক রাতে প্রাকৃতিক দুর্যোগ আমাদের ক্যাম্পের তাবু লণ্ডভণ্ড করে দেয়—চারদিকে ঝড়, বাতাস আর অস্থিরতা।
কিন্তু আমরা ভেঙে পড়িনি পরিস্থিতি সামলে আবার গুছিয়ে নিই সবকিছু।

এই যাত্রায় আরো যারা সঙ্গী ছিল, তাদের প্রতি ভালোবাসা আর কৃতজ্ঞতা জানাই। স্কাউটিং আমাকে শুধু সেবা করতে শেখায়নি, বরং নিজেকে চিনতেও শিখিয়েছে।

আমি গর্বিত—আমি একজন রোভার।
দক্ষতা অর্জন করেছি, আত্মবিশ্বাস পেয়েছি, আর এক ধাপ এগিয়ে গেছি জীবনের পথে।

দোয়া করি আরো এগিয়ে যাক সকল Ulipur Govt College Rover Scout Group (রোভাররা)।।

আর এই পথচলায় আমাদের পাশে ছিলেন Nisan Khan এবং আমাদের প্রিয় আরএসএল(RSL) Md Ashrafuzzaman স্যার , যাদের অনুপ্রেরণা আর সাপোর্টে পুরো যাত্রাকে আরও সহজ ও সুন্দর করে তুলেছে। তাদের জানাই অন্তরের অন্তরস্থল থেকে অনেক ধন্যবাদ ❤️

কুড়িগ্রাম জেলা রোভারের আয়োজনে মেট কোর্স ও দক্ষতা অর্জন কোর্সে উলিপুর সরকারি কলেজের দুই শিক্ষার্থী।আরএসএল স্যার
25/04/2025

কুড়িগ্রাম জেলা রোভারের আয়োজনে মেট কোর্স ও দক্ষতা অর্জন কোর্সে উলিপুর সরকারি কলেজের দুই শিক্ষার্থী।
আরএসএল স্যার

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর উপবৃত্তি প্রত্যাশী শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, উপবৃত্তি ফরমে তথ্যের গরমিল ও ভুল...
23/04/2025

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর উপবৃত্তি প্রত্যাশী শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, উপবৃত্তি ফরমে তথ্যের গরমিল ও ভুল থাকার কারনে নিম্নক্ত রোল নম্বর ধারী শিক্ষার্থীদের উপবৃত্তির ফরম অনলাইনে সাবমিট দেয়া সম্ভব হয় নাই। আগামী ২৪-০৪-২০২৫ ইং (বৃহস্পতিবার) অফিস চলাকালীন সময়ে উপস্থিত হয়ে সঠিক তথ্য প্রদানের জন্য বিশেষ ভাবে বলা হলো।

২৭ তম রোভার স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্স চলাকালীন কিছু সুন্দর মুহূর্ত। স্থান- দশমাইল,  দিনাজপুর।RSL(উলিপুর সরকারি কলেজ...
22/04/2025

২৭ তম রোভার স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্স চলাকালীন কিছু সুন্দর মুহূর্ত।
স্থান- দশমাইল, দিনাজপুর।
RSL(উলিপুর সরকারি কলেজ রোভার গ্রুপ)
যুগ্ম-সম্পাদক ( কুড়িগ্রাম জেলা রোভার)

*ঘোষণা**সিনিয় রোভার মেট প্রতিনিধি নির্বাচন**এক জন ছেলে ও একজন মেয়ে # মনোনয়ন পত্র সংগ্রহ ২৩-২৬ এপ্রিল, ২০২৫ #মনোনয়নপত্র জ...
22/04/2025

*ঘোষণা*

*সিনিয় রোভার মেট প্রতিনিধি নির্বাচন*

*এক জন ছেলে ও একজন মেয়ে

# মনোনয়ন পত্র সংগ্রহ ২৩-২৬ এপ্রিল, ২০২৫
#মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ- ২৬ এপ্রিল, ২০২৫
#মনোনয়ন পত্রের মূল্য- ৫০ টাকা

# মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে- জনাব মোঃ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার, কুজেরো এর নিকট থেকে।

#মনোনয়নপত্র বাছাই ২৭ এপ্রিল, ২০২৫
#মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৮ এপ্রিল, দুপুর ১২:০০।

# নির্বাচনের তারিখ- ২৮ এপ্রিল, ২০২৫ বিকালে।

**মনোনয়নপত্র সংগ্রহের সময় মাই প্রগ্রেস ও সিনিয়র রোভার মেট প্রমানে কলেজ/রোভার গ্রুপের প্রত্যয়ন সাথে আনতে হবে এবং মনোনয়নপত্র জমাদানের সময় প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে।

** #প্রয়োজনে জেলা রোভার কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি সংশোধন/পরিমার্জন/সংযোজন/বাতিল করতে পারবে।

Address

Ulipur
Kurigram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ulipur Govt College Rover Scout Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share