DREAM TUNE

DREAM TUNE .. আসসালামুআলাইকুম..
বি.দ্র."পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ"

19/08/2025

যে রাঁধে সে চুল ও বাঁধে👍

18/07/2025

এক ভাই কিছু বাস্তব কথা লিখছেন,,যদি সময় পান একটু পড়ে দেখবেন।

আপনাকে সিজারের সময় মেরুদণ্ডে যে ইনজেকশন দেওয়া হয় সেই ইনজেকশনটা কে পুশ করেছিল মহিলা ডাক্তার নাকি পুরুষ ডাক্তার?
এই ইনজেকশনটায় পরবর্তীতে কি কি ক্ষতি হয় জানেন??

বর্তমানে সিজারের শতভাগ কাজ কি মহিলা ডাক্তাররাই করেন? নাকি কিছু কাজে পুরুষ ডাক্তারের সাহায্য নিতে হয়?

পৃথিবীতে কোনো প্রাণীর সিজার লাগে না, মানুষের কেন লাগে?

মানুষের সিজার লাগার কারণহলো, শুশুর ফোন দিয়ে বলবে আমার মেয়ের কিছু হলে জামাই তোমাকে ছাড়বো না, শাশুড়ি বলে আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করুন টাকা যা লাগে আমি দিবো।
আর শালা শালি তো আছেই। তার পর ডাক্তারের কথা বললে তো আইডি আজই নষ্ট হবে।

হাসপাতালে গর্ভবতীকে নেবার পরে, ডাক্তার দেখা মাত্র চেক-আপ করে... এই ৩ টি ডায়লগের যেকোনো একটি দিয়ে থাকেন।
১. বাচ্চা পানিশূন্যতায় আছে।
২. বাচ্চা পেটের ভিতরে পায়খানা করে দিয়েছে।
৩. বাচ্চার পজিশন উল্টা।
এই কথাগুলোর যেকোনো একটা শোনার পর গর্ভবতীর এবং তার পরিবারের লোকে অবস্থা কি হতে পারে অনুমান করা কষ্টসাধ্য নয়।

বাংলাদেশের সমস্ত প্রাইভেট হাসপাতালের গত ৫ বছরের ডেলিভারি রিপোর্ট দেখলে, দেখা যাবে প্রায় ৯০% সন্তান সিজারে ডেলিভারি করানো হয়েছে।

,,100 মহিলা ডাক্তার এর মধ্যে একজন মহিলা ডাক্তার সিজার ডেলিভারি হয়েছে এমন খুঁজে পাওয়া খুব কষ্টকর ,, আর সাধারণ মানুষ হসপিটালে যাওয়া মাত্রই সিজার সিজার সিজার,, সিজারে এতো টাকা বিল আসে কেন, যাচাই করার কোন উপায় কি আছে আমাদের দেশে। সিজারের সময় যে এক কার্টুন ঔষধ ও,টি,তে নেওয়া হয়, তা কি সব লাগে? বাকি ঔষধ কোথায়?

সিজার ডেলিভারির জন্য, আমাদের দেশের মায়েরা অর্ধপঙ্গু হয়ে যাচ্ছে। এটাকে বন্ধ করুন।মা’কে বাঁচান, বাচ্চা কে বাঁচান।

তবে আমি মনে করি, কিছু কিছু ডাক্তার নিজের স্বার্থের জন্য হয়ত সিজার করতে বলেন। কিন্তু সব ডাক্তার নয়।

এখন সিজারের সংখ্যা কেন বেড়ে গেছে তার কারণটা আমার কাছে মনে হয় ব্যাপারটার উৎপত্তি আমাদের জন্ম থেকে। আপনি আপনার দাদা দাদী / নানা নানীর দিকে তাকান । উনারা দেখবেন , বুড়ো বয়সেও কত শক্তিশালী। আমাদের দাদা নানারা দেখবেন , ৭০ বছর বয়সেও অনেক দূর হেটে হেটে নামাজ পরতে যাচ্ছে , চা খেতে যাচ্ছে। আমার দাদা ৮০+ বয়স হওয়ার পরেও চশমা ছাড়া পেপার পরত । এবার আমাদের বাবা মায়ের দিকে তাকান। কিছু পরিবর্তন পাচ্ছেন ? উনাদের কোমর ব্যাথা , হাটু ব্যাথা , হাড় ক্ষয় হয়ে যাওয়া ধরনের অসুখ দেখতে পাচ্ছেন ?

বর্তমান বাংলাদেশ

Copy post....

18/07/2025

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে

১৮ জুলাই সকল মোবাইল গ্রাহক পাচ্ছেন ৫ দিন মেয়াদি ১ জিবি ফ্রি ডাটা

ফ্রি ডাটা পেতে ডায়াল করুন-

গ্রামীণফোন

*১২১*১৮০৭ #

রবি

*৪*১৮০৭ #

বাংলালিংক

*১২১*১৮০৭ #

টেলিটক

*১১১*১৮০৭ #

🗣️ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ

07/06/2025

"DREAM TUNE"
এর পক্ষ থেকে সবাইকে
ঈদুল আজহার শুভেচ্ছা এবং🌙 ঈদ মোবারক 🌙

ভুরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী এলাকার প্রিয় নাগরিকবৃন্দের উদ্দেশ্যে খোলা চিঠিসুপ্রিয় ভুরুঙ্গামারীবাসী,আসসালামু আলাইকু...
08/05/2025

ভুরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী এলাকার প্রিয় নাগরিকবৃন্দের উদ্দেশ্যে খোলা চিঠি
সুপ্রিয় ভুরুঙ্গামারীবাসী,

আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ।

আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি এই বার্তাটি।

আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থার আশঙ্কা ক্রমশ তীব্রতর হচ্ছে। দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই প্রেক্ষিতে আমাদের সীমান্তবর্তী অঞ্চল—বিশেষ করে ভুরুঙ্গামারী উপজেলার গ্রামগুলো—হুমকির মুখে পড়তে পারে।

বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থা ও বাহিনী ইতোমধ্যে সতর্ক অবস্থানে রয়েছে। বাংলাদেশ পুলিশের আইজিপি সীমান্তঘেঁষা জেলার এসপিদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন। বিজিবি ও গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারিও বেড়েছে।

আজ ভুরুঙ্গামারীর একাধিক স্থানে ভারতের দিক থেকে রোহিঙ্গা অনুপ্রবেশের অপচেষ্টা জনতার সাহসিকতায় ব্যর্থ হয়েছে এবং বিজিবি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এই সাহসিকতা প্রশংসার যোগ্য। তবে এই ঘটনাই প্রমাণ করে, আরো ভয়াবহ পরিস্থিতি সামনে অপেক্ষা করতে পারে।

তাই এখনই সময়, আমাদের সকলকে সচেতন ও প্রস্তুত থাকার। নিচে কিছু জরুরি সচেতনতা নির্দেশনা দেওয়া হলো:

সীমান্তবর্তী নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা ও অনুরোধ:

১. নিজ গ্রামে, পাড়ায় ‘স্থানীয় স্বেচ্ছাসেবক টিম’ গঠন করুন তরুণদের নিয়ে।

রাতের বেলা পাহারা ও অজানা লোকের গতিবিধি পর্যবেক্ষণে এই টিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

২. প্রতিটি বাড়ির বাহিরে রাতে বিদ্যুতের বাতি জ্বালিয়ে রাখুন।

অন্ধকারে দুষ্কৃতিকারীদের অনুপ্রবেশ সহজ হয়। আলোর ব্যারিকেড তৈরি করুন।

3. অজানা বা সন্দেহজনক ব্যক্তি দেখলে সঙ্গে সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি বা বিজিবি ক্যাম্পে খবর দিন।

4. মসজিদের মাইকে বা স্কুলে সচেতনতামূলক ঘোষণা প্রচার করুন প্রতি সন্ধ্যায়।

5. নিজ নিজ পরিবারের সদস্য, বিশেষ করে শিশু ও নারীদের চলাফেরায় সতর্ক থাকুন।

6. চোরাচালান বা অস্থিরতামূলক কোনো কাজ থেকে দূরে থাকুন এবং অন্যকেও নিরুৎসাহিত করুন।

7. জাতীয় পরিচয়পত্রসহ পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে আশ্রয় বা খাদ্য সহযোগিতা দেওয়া থেকে বিরত থাকুন।

8. যে কোনো পরিস্থিতিতে গুজবে কান দেবেন না। নিশ্চিত না হয়ে খবর ছড়াবেন না।

9. মোবাইলে গুরুত্বপূর্ণ নম্বর সংরক্ষণ করুন (BGB, পুলিশ, স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবক টিম)।

10. মাদকের বিস্তার ও অবৈধ কর্মকাণ্ড বন্ধে সবাই একসাথে প্রতিরোধ গড়ে তুলুন।

ভুরুঙ্গামারী আমাদের গর্ব। সীমান্ত আমাদের সম্মান। এই জনপদকে নিরাপদ ও সচেতন রাখার দায়িত্ব আমাদের সকলের। আসুন, একে অপরের পাশে দাঁড়িয়ে আমরা প্রমাণ করি—ভুরুঙ্গামারী প্রস্তুত, সচেতন ও ঐক্যবদ্ধ।

যে কোনো প্রয়োজনে কিংবা সংগঠিত উদ্যোগে অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্থানীয় বিজিবি বা প্রশাসন।

আল্লাহ আমাদের হেফাজত করুন, আমাদের এলাকা এবং প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিরাপদ রাখুন।
পোষ্ট টি বেশি বেশি শেয়ার করুন জনসচেতনতার লক্ষ্যে।
Copy post..

25/04/2025

"Breaking News"
হায়রে সময়! ৮ মাসের বাচ্চা রেখে প্রেমের টানে প্রেমিকের সাথে ভাগলপুর 😌যদিও সেটাও প্রেমের বিয়েই ছিল😜

31/03/2025

সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা
🌙ঈদ মোবারক🌙

14/03/2025

সবাই দয়া করে প্রতিবন্ধী অসহায় লোকটির পাশে দাড়ান।
সবাই মান্নান চাচার সাথে কথা বলতে পারেন 01777455096 এই নাম্বারে।
পার্সোনাল বিকাশ- 01777455096
পার্সোনাল নগদ- 01770700002
সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ

06/02/2025

Breaking News:
গত রাতে,
চাচা শশুর ভাতিজা বউ এর ঘরে😥😥

02/02/2025

কারো মনের এত গভীরে প্রবেশ করোনা।
যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়ো।

21/01/2025

আলহামদুলিল্লাহ
কেমন আছেন সবাই?

11/01/2025

আসসালামুআলাইকুম
কেমন আছেন সবাই?

Address

Char Bhurungamari, Bhurungamari
Kurigram
5670

Telephone

+8801717561486

Website

Alerts

Be the first to know and let us send you an email when DREAM TUNE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DREAM TUNE:

Share