Abdullah Noman

Abdullah Noman official Page of Abdullah Noman

11/09/2025

কবে আসবে প্রিয়...! 🥶🎆

04/09/2025

কেউ নিজের ইচ্ছায় নিরুদ্দেশ হয় না 😓

01/09/2025

💌১লা সেপ্টেম্বর, আন্তর্জাতিক চিঠি দিবস💌

চাইলেই অব্যক্ত কথাগুলো লিখে পাঠাতে পারেন। হোক তা সমালোচনা বা প্রশংসা। যাই লিখেন না কেনো লিখে ফেলেন এমন সুযোগ হয়তো বছরে একবারই আসে।
🌹💌🌹

25/08/2025

মামা এটাই বাস্তবতা...!
হ্যাঁ...!

18/08/2025

আমার কোন দুঃখ নেই,
যা আছে তা কেবলই আমার ভুল, আমি দুঃখ বলতে শুধু বুঝি আমার করা যাবতীয় সব ভুল, যেই ভুলগুলো আমায় নিক্ষেপ করছে দুঃখের ভয়ংকর সমুদ্রে।

কারণ জন্মানোর সময় আমি কোন দুঃখ নিয়ে জন্মাইনি, সুতরাং দুঃখ গুলো আমার কর্মফল.!

17/08/2025

প্রচন্ড খারাপ সময় গুলোতে,

যখন আমাদের মেন্টাল সাপোর্ট দেওয়ার মতো কেউ পাশে থাকে না, তখনই আমরা সবাইকে বলে বেড়াই 'একা থাকাই ভালো!' অথচ আমরা কেউ নিজের ইচ্ছায় একা থাকতে চাই না, 'বাধ্য' হই!

আশেপাশে অনেক মানুষ কিন্তু কেউ ই আমাদের ওইসব সময়ে পাশে থাকে না, সেই থেকে আমরা নিজেকে এবং অন্য কে বলি।
'একা থাকাই ভালো!'😅

04/08/2025

আমি মানুষটা একটু অন্যরকম,, আমি কি চাই কেন চাই তা কাউকে বোঝাতে পারে না।
কাছের মানুষদের উপরে অনেক বেশি
প্রত্যাশা করে ফেলি ধরে নেই তারা আমায়
বুঝবে,,
আমার সকল ইচ্ছার মূল্য দিবে কিন্তু এসবের কিছুই হয় না।
পরবর্তীতে এগুলো ভেবে ভীষণ কষ্ট পাই..!😒

02/08/2025

কালকে রাতে দেখলাম আমার ফোন অন্যকেউ নিয়া মেসেঞ্জার এ একজন কে ফোন দিয়েছে। আমি ফোন টা হাত থেকে নিয়া একটা চটকানা লাগয় দিলাম, বল্লাম আমি কখনো সাহস পাইনি ফোন দেয়ার তুই ফোন দিলি কেন। সাথে সাথেই ফোনটা কেটে দিলাম।
ওইদিক থেকে রিপ্লাই আসলো,, কিরে,কেমন আছিস।
বুকের ভিতরটা এমন হলো সুধু ধুক,ধুক,ধুক,ধুক করতেছে।
হঠাৎ করে ঘুম ভেঙে গেলো,,, বুঝতে পারলাম এটা সপ্ন ছিলো।
একজনের কথা কতটুকু ভাবলে এমনটা হতে পারে।
**কমেন্টে বলে যাবেন**

17/07/2025

প্রতিটা মানুষই অনেক দামি।
সময়ের করালগ্রাসে আমরা এই দামি মানুষগুলোকে হারিয়ে ফেলি।
হারিয়ে ঠিকই নীরবে - নির্জনে আফসোস-আক্ষেপের দীর্ঘশ্বাস ফেলি।

17/07/2025

এখন অনেক কষ্ট হয় রে..! 😓
প্রচুর পরিমাণ খারাপ লাগে..! 😔

16/07/2025

অসম্ভবের প্রতি আমাদের অসম্ভব টান..!

15/07/2025

👉❤️

Address

Ulipur
Kurigram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdullah Noman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share