06/05/2025
কিছু মানুষ জীবনে আসে,
আর সবকিছু বদলে দেয়।
তারা ধীরে ধীরে মায়ায় জড়িয়ে নেয়,
আপন করে তুলে।
সময়ের সঙ্গে সঙ্গে তারা হয়ে ওঠে
জীবনের সবচেয়ে আপন ভালোবাসার মানুষ।
কিন্তু যেভাবে হঠাৎ করে জীবনে আসে,
ঠিক তেমন করেই একদিন হারিয়ে যায়।
চলে যায় নিঃশব্দে রেখে যাই শুধু স্মৃতি ।
তারা হয়তো ভুলে যায়,
কিন্তু যারা থেকে যায় তারা ভুলতে পারে না।
মনে পড়ে যায় প্রতিটি কথা প্রতিটি মুহূর্ত।