Arabic Moja With Abdullah

Arabic Moja With Abdullah Qura,n Sikkha, Bangla Quran sikkha, কোরআন শিক্ষা, ইসলামিক নলেজ, নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষা।

17/04/2025

#সূরা_তীন সহি করুন।

13/04/2025

ওয়াক্ফের বিবরণ ও উহার চিহ্ন

১। ( ০ - ه) আয়াত শেষ হইলে উক্তরুপ একটি চিহ্ন দেওয়া হয়। ইহাকে ‘ওয়াকফে তাম’ বলে। সুতরাং চিহ্নিত স্থানে ওয়াক্ফ করিতে হইবে। কিন্তু ওয়াকফে তামের উপর অন্য কোন চিহ্ন থাকিলে যেমন- م-ط-ج-ز-ص-لا- তবে এই চিহ্ন অনুযায়ীই ওয়াকফ করিতে হইবে।

২। ( ﻣ) -এই চিহ্ন কে ‘ ওয়াকফে লাযেম’ বলে। এই ﻣ চিহ্নিত স্থানে ওয়াকফ না করিলে বিপরীত অর্থ হইয়া যাইতে পারে। তাই ওয়াকফ করা অবশ্যই দরকার।

৩। ط - এই চিহ্ন কে ‘ওয়াকফে মতলাক্ব’ বলে । এই চিহ্নিত স্থানের ওয়াকফ করা উত্তম, ওয়াক্ফ নাকরা ভাল নহে। য়াকফ করা না করা উভয় জায়েজ, তবে ওয়াক্ফ করা ভাল।

৫। ز এই চিহ্ন কে ‘ওয়াক্ফে মুজাওয়ায’ বলে। এইরূপ স্থানে ওয়াকফ করা না করা উভয় জায়েজ, তবে, না করা ভাল।

৬। ص - এই চিহ্ন কে ‘ওয়াকফে মুরাখ্খাস’ বলে। এই রুপ স্থানে ওয়াক্ফ না করিয়া পরের শব্দের সহিত মিলাইয়া পড়া ভাল। কিন্তু নিঃশ্বাস শেষ হইয়া গেলে ওয়াক্ফ করা যায়।

৭। قف - এই চিহ্নকে ‘ওয়াক্ফে আমর’ বলে। ইহা ওয়াক্ফ করার জন্য নির্দেশ করে।

৮। ق - ইহাকে ‘ক্বিলা আলাইহি ওয়াক্ফুন বলে। অর্থ্যাৎ কেহ ওয়াক্ফ করিতে বলেন আবার কেহ না করিতে বলেন। তবে ওয়াক্ফ না করা ভাল।

৯। لا - ইহাকে ‘লা ওয়াক্ফা আলাইহি ’ বলে এই لا চিহ্নিত স্থানে ওয়াকফ না করার হুকুম।

১০। صل - ইহাকে ‘কাদ ইউসালু’ অর্থ্যাৎ কোন কোন সময় উহাতে ওয়াক্ফ করা হয়।

১১। ﺼﻠﮯ ইহাকে ইহাকে ‘ওয়াসলে আওলা’ বলে। এইরূপ স্থানে মিলাইয়া পড়া উত্তম। ওয়াক্ফ করিলেও ক্ষতি নাই।

১২। سكته - ইহার নাম ‘সাকতাহ’ এ স্থানে স্বর ভঙ্গ করিতে হয়। নিঃস্বাস ভঙ্গ করিতে হয় না। ( এই চিহ্ন কোরআন শরীফে ৮ জায়গায় আছে)।

১৩। وقفة - এ স্থানে সাকতার ন্যায় এমন ভাবে পাঠ করিবে যেন ওয়াকফের অধিক নিকট বর্তী হয়। শ্বাস ছাড়িবে না।

১৪। ... এই চিহ্ন ‘মু’আনাকা’ বলা হয়। এই চিহ্ন শব্দ বা বাক্যের ডানে ও বামে দুই পার্শ্বে আসে। পড়িবার সময় প্রথম জায়গায় ওয়াক্ফ করিলে দ্বিতীয় স্থানে মিলাইয়া পড়িতে হয়। কিংবা দ্বিতীয় স্থানে ওয়াক্ফ করিলে প্রথম স্থানে মিলাইয়া পড়িতে হয়। অর্থ্যাৎ যে কোন এক স্থানে মিলাইয়া পড়িতে হইবে।

মোতাকদ্দেমীনদের নিকট হাশিয়অতে মু’আনাকার পরিচয় এরূপ “ مع” চিহ্ন দ্বারা ১৬ জায়গায় এবং মোতাআখখেরীনদের নিকট এরূপ “معانقه” চিহ্ন দ্বারা ১৮ জায়গায় বর্ণনা করা হইয়াছে।

وقف النبى صلى الله عليه وسلم -এখানে ওয়াক্ফ করা অতি উত্তম।

وقف غفران - এখানে ওয়াক্ফ করিলে গুনাহ মাফ হয়।

وقف جبريل - এ স্থানে ওয়াক্ফ করা বরকত পূর্ণ।

হাশিয়ার রুকু চিহ্ন “ ع” হরফের উপরে নীচে ও মধ্যে যে নম্বর দেওয়া আছে, ইহার উপরেরটি সুরার রুকুর সংখ্যা, নীচেরটি পারার রুকুর সংখ্যা এবং মধ্যেরটি দুই রুকুর মধ্যবর্তী আয়াতের সংখ্যা।

পূর্ণ কোরআন শরীফে৭টি মঞ্জিল,১১৪টি সুরা আছে, উহাতে ১৪টি সাজদা (ওয়াজেব) এবং ৫৫৮টি রুকু আছে।।

প্রতিদিন কুরআন শিক্ষাছবি দেখে শিখি - ক্লাস ১আজকের হরফ: "ا - আলিফ"আরবি বর্ণমালার প্রথম অক্ষরউচ্চারণের পদ্ধতি:সামনের দিকে ...
09/04/2025

প্রতিদিন কুরআন শিক্ষা
ছবি দেখে শিখি - ক্লাস ১

আজকের হরফ: "ا - আলিফ"
আরবি বর্ণমালার প্রথম অক্ষর

উচ্চারণের পদ্ধতি:

সামনের দিকে মুখ খুলে, উপর ও নিচের দাঁতের মাঝখান বরাবর ঠোঁট হালকা ফাঁক রাখুন।

ঠোঁটের মাঝখানে হালকা বাতাস বের হয় এমনভাবে “আ” বলুন।

মনে রাখবেন, আলিফ নিজে স্বরবর্ণ নয়, বরং সহায়ক। তাই উচ্চারণে স্বরের উপর নির্ভর করে।

উচ্চারণ স্থান (মাখরাজ):
গলার একেবারে গভীর অংশ থেকে শুরু হয় —
ء/ا — আলিফ

প্রক্টিস করুন:
ا، ا، ا
(৩-৫ বার ধীরে ধীরে উচ্চারণ করুন)

সময় লাগবে মাত্র ১ মিনিট!
সাথে থাকুন প্রতিদিন কুরআন শিক্ষা ক্লাসের।
আগের ক্লাসগুলো পেইজে দেখে নিতে ভুলবেন না!

জাযাকাল্লাহ খাইর।

23/03/2025

Sura nasor with my student.

10/03/2025

গর্ভবতী মহিলাদের আমল।
☞ প্রথম মাসে সূরা-আল ইমরান পড়লে সন্তান দামী হবে।
☞ দ্বিতীয় মাসে সূরা-ইউসুফ পড়লে সন্তান সুন্দর হবে।
☞ তৃতীয় মাসে সূরা মারিয়াম পড়লে সন্তান সবর কারী হবে।
☞ চতুর্থ মাসে সূরা-লোকমান পড়লে সন্তান হেকমত ওয়ালা হবে।
☞ পন্চম মাসে সূরা-মুহাম্মদ পড়লে সন্তান চরিত্র বান হবে।
☞ ছষ্ঠ মাসে সূরা-ইয়াসিন পড়লে সন্তান জ্ঞানী হবে।
☞ সপ্তম,অষ্ঠম,নবম এবং দ্বশম মাসে সূরা-ইউসুফ,মুহাম্মদ এবং ইব্রারাহিম এর প্রথম থেকে দশ আয়াত পড়বে।
✓✓ ব্যাথা উঠলে সূরা-ইনশিকক পড়ে পানিতে ফুক দিয়ে পান করবে।'

Address

Kushtia
7002

Telephone

+8801645489317

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arabic Moja With Abdullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arabic Moja With Abdullah:

Share