
05/09/2025
আজকের দিনটা আমার জন্য যেমন আনন্দের ঠিক তেমনি ভীষণ কষ্টের😭
আমার সবচেয়ে কাছের মানুষদের একজন, আমার ভাই জীবন!
ভাই, বন্ধু, সব থেকে কাছের মানুষ যাই বলি ওর জন্য কম হয়ে যায়! সে আজ ইংল্যান্ড চলে গেলো! বিদায় বলা কখনোই সহজ হয় না, আমরা যতদিন একসাথে ছিলাম, হাসি-আনন্দ, খুনসুটি, গল্প আর ভালোবাসার মুহূর্তগুলো ছিলো অমূল্য! আজ থেকে সেই মানুষটা দূরে চলে গেলো, হাজারো মাইল দূরে!
এয়ারপোর্টের সেই শেষ মুহূর্তটা বলার মত না! চোখ'টা ছলছল করছে, জীবন চলে গেলো, দৃশ্যটা আমি কোনোদিন ভুলতে পারবো না!
বিদায় কষ্টের, কিন্তু আমি জানি জীবন নতুন স্বপ্ন নিয়ে যাচ্ছে, নিজের জীবন গড়তে যাচ্ছে! দূরে থাকলেও আমাদের হৃদয়ের বন্ধন কখনো দূরে যাবে না! আমার প্রতিটি দোয়া, প্রতিটি শুভকামনা ওর সাথে থাকবে!
আল্লাহ তাকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, আর তার প্রতিটা স্বপ্নগুলো যেন পূর্ণ করুন!