Tadilul Ummah Academy

Tadilul Ummah Academy আমরা শিশুকে গড়ে তুলি আদর্শে,
আলোকিত করি তার আত্মবিশ্বাসে

04/11/2025

সেদিন আফসোস করে বলবে হায়,
যদি পরকালের জন্য কিছু করতাম।

02/11/2025

যখন তাকদিরের বিষয়গুলো অনুধাবন করবেন, আপনি বদলে যাবেন। আপনি সন্তুষ্ট হবেন। আপনি দুনিয়াতে বন্দি থাকবেন কিন্তু আপনার রুহ জান্নাতে ঘুরে বেড়াবে। আপনার ওপর সম্ভাব্য সব বিপদ আপতিত হলেও আপনার অন্তর ও পদযুগল অবিচল থাকবে। কারণ, আপনি জানেন এ সবই আল্লাহর বিধান।

শায়খ মুসা জিবরিল (হাফি.)

30/10/2025

প্যারেন্টিং এর একটা সিস্টেম হচ্ছে, আপনি আপনার সন্তানকে আপনি হ্যাঁ/না টাইপ প্রশ্ন না করে, অপশন দিয়ে প্রশ্ন করুন।
যেমন, তুমি কি এখন পড়তে চাও? এরকম প্রশ্ন না করে বলুন,
তুমি কি এখন "ABCD" বইটা পড়তে চাও, নাকি "নবীদের গল্প" বইটা পড়তে চাও,

এতে করে শিশু মন distract হবে এবং আপনার দেওয়া অপশন এর মধ্যে একটা বেছে নিবে। অন্যদিকে একটু কম চিন্তা করবে।

যদিও এই টেকনিক বাবুদের উপর এখনো এপ্লাই করা হয়নি।

আর এদিকে সাদ (আমার বড় ছেলে) এর অবস্থা হচ্ছে,
সে আজকে তার আম্মুকে বলতেসে,

"আম্মু আমি কি আজকে ইউনূস আলাইহিস সালাম এর স্টোরি দেখব, নাকি মুসা আলাইহিস সালামের স্টোরি দেখবো" (সে এনিমেটেড প্রফেট স্টোরি দেখে আরকি),

মানে সে দেখবে নাকি দেখবে না এই প্রশ্নই করে নাই!

তো তার প্রশ্ন দেখে আমরা অবাক আরকি,
যে টেকনিক তার উপর এপ্লাই করার প্ল্যান করেছিলাম,
সেটা সে এখন আমাদের উপর এপ্লাই করতেসে

😑😑

#বাচ্চা_পালা_বড়_কঠিন

28/10/2025
28/10/2025
১১টি স্বরবর্ণ লেখার সঠিক প্রবাহ,প্রাথমিকের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য।
26/10/2025

১১টি স্বরবর্ণ লেখার সঠিক প্রবাহ,
প্রাথমিকের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য।

ব্যঞ্জন বর্ণ লেখার সঠিক প্রবাহ।প্রাথমিক শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য
26/10/2025

ব্যঞ্জন বর্ণ লেখার সঠিক প্রবাহ।
প্রাথমিক শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য

26/10/2025

আমরা খুব শীঘ্রই

শিশুদের জন্য আরকেটি বাংলা ব‍্যাচ শুরু করবো ইনশাআল্লাহ ॥

25/10/2025

ইতালি থেকে ইমির

Address

Islamic University
Kushtia
7003

Alerts

Be the first to know and let us send you an email when Tadilul Ummah Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tadilul Ummah Academy:

Share