Tadilul Ummah Academy

  • Home
  • Tadilul Ummah Academy

Tadilul Ummah Academy আমরা শিশুদের গড়ে তুলি আদর্শে, আলোকিত করি আত্মবিশ্বাসে

আয়মানের দুষ্টামি ক‍্যামেরা বন্দি
18/07/2025

আয়মানের দুষ্টামি ক‍্যামেরা বন্দি

18/07/2025

ইতালি থেকে প্রিয় রাইসা আর ইয়াসিন

18/07/2025

অনেক সময় সন্তানরা আমাদেরকে খুশি রাখতে চায় এবং আমাদেরকে কষ্ট দিতে চায় না। তারা আমাদেরকে খুশি করার জন্য অনেক কিছু করতে পারে। কিন্তু যখন তারা আমাদেরকে খুশি করতে গিয়ে ভুল করে, তখন তারা ভয় পায় যে আমরা তাদেরকে ভালোবাসব না। আর ভুলের সময় যখন আমরা সংশোধনের বদলে রাগান্বিত থাকি, তখন তাদের ভিতরে ভয়ের সৃষ্টি হয় এবং তারা আমাদের থেকে দূরে সরে যেতে থাকে।

এই পরিস্থিতিতে আমাদের কী করা উচিত?

• বাচ্চাকে নিজের সিদ্ধান্ত নিতে দিন: বাচ্চাকে ছোট ছোট সিদ্ধান্ত নিতে দিন, এতে সে আত্মবিশ্বাস তৈরি করবে।

উদাহরণ: বাচ্চাকে দুটি জামার মধ্যে বেছে নিতে বলুন। এতে করে সে নিজের পছন্দ অনুযায়ী জামা পরতে পারবে।

• ভুল করার সুযোগ দিন: বাচ্চারা ভুল করার মাধ্যমে শিখে। তাই তাদের ভুল করার সুযোগ দিন এবং তাদের ভুল থেকে শিখতে সাহায্য করুন।

উদাহরণ: যদি আপনার সন্তান খেলার সময় কোনো খেলনা ভেঙে দেয়, তাহলে তাড়াহুড়ো করে রেগে যাওয়ার বদলে তাকে শেখান কীভাবে সমস্যাটি সমাধান করা যায়। এতে সে বুঝবে যে ভুল করা স্বাভাবিক এবং তা থেকে শেখার সুযোগ রয়েছে।

• নির্দেশ কমিয়ে দিন: সব কিছু নিয়ন্ত্রণ না করে তাকে একটু স্বাধীনতা দিন, নিজের কাজ নিজে করার সুযোগ দিন। এতে তার আত্মবিশ্বাস বাড়বে এবং সে নিজেকে দায়িত্বশীল ভাবতে শিখবে।

উদাহরণ: বাচ্চা ড্রইং করতে চাচ্ছে, কি ড্রইং করবে তার উপর চাপিয়ে না দিয়ে নিজের মত ড্রইং করার সুযোগ দিন। (অবশ্যই প্রাণীর ছবি অঙ্কন করতে চাইলে, কেন বিরত থাকবে বুঝিয়ে বলুন)

• প্রশংসা করা: যখন বাচ্চা কোনো ভালো কাজ করে, তখন তাকে প্রশংসা করুন। এটি তাদেরকে আত্মবিশ্বাসী করে তুলবে।

• ধৈর্য ধারণ করুন: যখন বাচ্চা ভুল কাজ করবে, তখন রাগান্বিত না হয়ে ধৈর্য ধারণ করুন।

এর ফলে সন্তান বুঝতে পারবে, আমরা তার পাশে আছি তার সাফল্য এবং ব্যর্থতার সময়েও, আর এতে তার ভয় বা হতাশা কমবে ইন শা আল্লাহ ।

~ জাহিদ হাসান

প্যারেন্টিং টিপস (পর্ব-৪)

প্রবাস জীবন কোনো প্রতিবন্ধকতা ন‍য়,আপনার সন্তানকেও যুক্ত করুন।
17/07/2025

প্রবাস জীবন কোনো প্রতিবন্ধকতা ন‍য়,
আপনার সন্তানকেও যুক্ত করুন।

16/07/2025

শায়খ ইবনে উথাইমীন (রাহিমাহুল্লাহ) বলেছেন, শিশুরা তাদের শৈশবে যে অভ্যাস গড়ে তোলে, সেটি তাদের ভবিষ্যৎ জীবনেও প্রভাবিত করে। তাই ইসলাম আমাদের শিক্ষা দেয় যে, সন্তানদের সঠিক পথে পরিচালিত করতে হলে ছোট থেকেই তাদের ইসলামী শিক্ষা ও শালীনতা শেখানো জরুরি। উদাহরণস্বরূপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সাত বছর বয়স থেকে নামাজ পড়ার আদেশ করতে বলেছেন এবং দশ বছর বয়সে নামাজ পড়তে না চাইলে তাদের হালকা শাসন করতে বলেছেন, যাতে তারা নামাজের গুরুত্ব বুঝে এবং এই অভ্যাস গড়ে ওঠে।

একটু ব্যাখ্যা করে বললে,
যদি একটি ছোট মেয়ে ছোট জামা (যা শুধু হাঁটু পর্যন্ত) বা ছোট হাতা জামা পরিধান করতে অভ্যস্ত হয়, তাহলে বড় হলে সে এ ধরনের পোশাক পরা চালিয়ে যেতে চাইবে এবং লজ্জা বা শালীনতা অনুভব করবে না।

একইভাবে, যদি ছোট মেয়েরা ছেলেদের মতো চুল কাটে বা ছেলেদের মতো স্টাইল গ্রহণ করে, তাহলে সে বড় হয়ে পুরুষদের মতো আচরণে অভ্যস্ত হতে পারে।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের অনুকরণকারী নারীদের এবং নারীদের অনুকরণকারী পুরুষদের উপর অভিশাপ দিয়েছেন।

সুতরাং, ছোট বয়স থেকেই মেয়েদের পোশাক ও আচরণে শালীনতা শেখানো এবং তাদের চুলের স্টাইল এমনভাবে রাখা উচিত, যা নারীর সৌন্দর্য ও পরিচয়কে তুলে ধরে।

পরিবারের প্রধান বা অভিভাবক হিসেবে, বাবা ও মা উভয়েরই দায়িত্ব সন্তানদের ইসলামের শিক্ষায় সুশিক্ষিত করা এবং তাদের জীবনধারায় শালীনতা ও পরিশুদ্ধতা গড়ে তোলা। যেমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“একজন পুরুষ তার পরিবারের প্রধান এবং তার অধীনস্থদের জন্য সে দায়বদ্ধ।”

অতএব, শিশুরা যখন ছোট থাকে তখনই তাদের সঠিকভাবে শেখানো, শালীন পোশাক পরিধান করানো এবং ইসলামী আদর্শ অনুযায়ী জীবনধারা শেখানো জরুরি, যাতে তারা বড় হয়ে ইসলামের সুন্দর আদর্শের ধারক ও বাহক হতে পারে।

~ জাহিদ হাসান

প্যারেন্টিং টিপস (পর্ব-৩)

14/07/2025

সন্তান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার পক্ষ থেকে প্রাপ্ত আমানত। সন্তানরা নিঃসন্দেহে পিতা-মাতার জীবনে আনন্দ ও স্বস্তির অন্যতম উৎস। তারা পরিবারের জন্য সুখ বয়ে আনে এবং আল্লাহ তা'আলা তাদের মাধ্যমে পরিবারের রিজিক বাড়িয়ে দেন। তারা ভবিষ্যতের আশা ও ভালোবাসার প্রতীক।

সন্তানদের ভালোভাবে গড়ে তোলা এবং তাদের সঠিক শিক্ষায় (ই'লমান নাফিয়্যান) শিক্ষিত করা প্রত্যেক বাবা-মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সন্তানরাই পরিবারের ভবিষ্যতের উত্তরাধিকারী।

একজন বাবা তার সন্তানদের নিজের ভবিষ্যতের সাহায্য ও সহায়ক হিসেবে দেখে থাকেন এবং মনে করেন তারা পারিবারিক বংশবৃদ্ধির ধারাকে অব্যাহত রাখবে।

একজন মা তার সন্তানদের জীবনের আশা ও সান্ত্বনার উৎস হিসেবে অনুভব করেন। সন্তানদের জন্যই তার জীবন পূর্ণতা পায়, এবং তিনি তাদেরকে জীবনের কঠিন সময়েও সুখের প্রতীক মনে করেন।

কিন্তু এই সব আশা-আকাঙ্ক্ষা তখনই পূর্ণতা পায়, যখন সন্তানদের সঠিকভাবে দ্বীনের মধ্যে গড়ে তোলা হয় এবং জীবনের ভালো শিক্ষা দেওয়া হয়। তাদের যদি সঠিকভাবে লালন-পালন ও উপকারী জ্ঞান না দেয়া হয় , তাহলে তারা সঠিক চরিত্র গঠন করতে পারবে না এবং উল্টো বাবা-মা, পরিবার ও সমাজের জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারে।

আল্লাহ তা'আলা পবিত্র কুরআনে বলেছেন:

“ধন-সম্পদ ও সন্তান-সন্ততি হলো এই দুনিয়ার জীবনের শোভা ও মোহ।” [সূরা আল-কাহফ, আয়াত ৪৬]

অর্থাৎ, যদি আমরা সন্তানদের সঠিকভাবে শিক্ষিত ও নৈতিকভাবে শক্তিশালী করে গড়ে তুলি, তাহলে তারা দুনিয়ার শোভা হবে, আমাদের জীবনে শান্তি ও কল্যাণ বয়ে আনবে।

আবার অন্যত্র বলেছেন,

তোমাদের সম্পদ ও সন্তান-সন্ততি তোমাদের জন্য পরীক্ষাস্বরূপ। (এই পরীক্ষায় উত্তীর্ণ হলে) তোমাদের জন্য আল্লাহর কাছে মহাপুরস্কার রয়েছে। [সুরা আনফাল, আয়াত ২৮]

অর্থ্যাৎ সন্তান প্রতিপালনে যদি তাদের অবহেলা করি, তাহলে তারা বিপথগামী হয়ে আমাদের, পরিবারের এবং পুরো সমাজের জন্য ক্ষতিকর হতে পারে।

তাই সন্তানদের যথাযথ যত্ন, শিক্ষা এবং ভালো নৈতিক গুণাবলি শেখানো অত্যন্ত প্রয়োজনীয়। তাদেরকে শুধু দুনিয়াবি সফলতার জন্যই নয়, বরং আখিরাতের সফলতার জন্যও প্রস্তুত করা উচিত।

মা-বাবার দায়িত্ব শুধু সন্তানদের বড় করা নয়, বরং তাদের ভালো মানুষ ও একজন উত্তম মুসলিম হিসেবে গড়ে তোলা। তবেই তারা মা-বাবা, পরিবার এবং সমগ্র উম্মাহর জন্য কল্যাণের কারণ হবে ইন শা আল্লাহ।

- জাহিদ হাসান

প্যারেন্টিং টিপস (পর্ব-২)

Tasawwuf - তাসাউফ

12/07/2025

ইবনুল কাইয়িম (রহিমাহুল্লাহ) বলেছেন,

"ইসলামে পিতা-মাতার দায়িত্ব এতটাই গুরুত্বপূর্ণ যে কিয়ামতের দিন আল্লাহ প্রথমে সন্তানের কাছে তাদের পিতামাতার কার্যকারিতার বিষয়ে প্রশ্ন করবেন, তারপর পিতা-মাতার কাছে সন্তানের আনুগত্য সম্পর্কে প্রশ্ন করবেন।"

[তুহফাতুল-মাওদূদ ফি আহকামিল-মাওলূদ, পৃষ্ঠা ৩৩৬]

এটা বোঝায় যে, ইসলাম সন্তানদের সঠিকভাবে বড় করে তোলার দায়িত্ব পিতা-মাতার ওপর কতটা গুরুত্ব দিয়েছে। কিয়ামতের দিন পিতা-মাতার দায়িত্ব পালনের প্রশ্ন আগে আসবে।

প্যারেন্টিং টিপস (পর্ব-১)

~ জাহিদ হাসান
শিক্ষক, লেখক, কিডস এন্ড প্যারেন্টিং অ্যাক্টিভিস্ট

আজ থেকে জাহিদ হাসান ভাইয়ের প্যারেন্টিং বিষয়ক লেখাগুলো প্যারেন্টিং টিপস শিরোনামে একটি সিরিজ আকারে শেয়ার করা হবে ইন শা আল্লাহ। যারা সন্তানের পিতামাতা হয়েছেন বা হবেন তারা সবাই গুরুত্বের সহিত এই সিরিজটি পড়বেন। এই সিরিজে শিশুদের শারীরিক স্পেশালি মনস্তাত্ত্বিক দিক, পিতামাতার করনীয় সবকিছু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইন শা আল্লাহ।
~ Tasawwuf - তাসাউফ

11/07/2025

ইতালি থেকে আমাদের আদরের ছোট্ট আয়ান

ইতালি থেকে একদম নতুন করে ইংরেজি শিখানো হচ্ছে । বাচ্চা টা ভালোই স্মার্ট পরিবার আগের থেকেই অনেক এগিয়ে রেখেছে ।
11/07/2025

ইতালি থেকে একদম নতুন করে ইংরেজি শিখানো হচ্ছে ।
বাচ্চা টা ভালোই স্মার্ট পরিবার আগের থেকেই অনেক এগিয়ে রেখেছে ।

08/07/2025

ইতালি থেকে আমাদের আদরের ছোট্ট পাখি আয়মান

বাংলা ক্লাসের শিক্ষার্থীদের লেখা  :
06/07/2025

বাংলা ক্লাসের শিক্ষার্থীদের লেখা

:

27/06/2025

প্রবাসে থেকেও বাংলার বন্ধনে আবদ্ধ একটি শিক্ষানিকেতন।

যোগাযোগ করুন—
📞 01714709670
আজই যুক্ত করুন আপনার প্রিয় সোনামণিকে—
আমাদের ভালোবাসার এই যাত্রায়।

Address


Telephone

+8801714709670

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tadilul Ummah Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tadilul Ummah Academy:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share