Mufti Shah Oaliullah Azmi

Mufti Shah Oaliullah Azmi দ্বীনের প্রকৃত দায়ী হবার প্রচেষ্টায়......

আবদুল্লাহ ইবন আমর ইবন ‘আস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত,নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমার কথা পৌঁছিয়ে দাও, তা যদি এক আয়াতও হয়। (আল হাদীস)

আজ মুসলিম বিশ্ব বিভিন্ন মতভেদে বিভক্ত। শিয়া, সুন্নী, হানাফি, মাজহাবী, আহলে হাদীস, দেওবন্দী, মাদানী প্রভৃতি। কিন্তু আমরা প্রত্যেকেই মুসলিম। মহান আল্লাহর বান্দা ও হযরত মুহাম্মদ (সা.) এর উম্মত। হাশরের ময়দানে মহান আল্লাহ কখনোই জিজ্ঞাসা করবেন না ‘

তুমি কোন তরিকা বা দলের সদস্য ছিলে?’
ইসলামের মূল ভিত্তিগুলো ছেড়ে আমরা ভিন্নকিছু নিয়ে অহেতুক তর্ক-বিতর্ক করি। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। ছোট থেকেই ইসলামের সঠিক জ্ঞান আহরোণ ও বিতরণের প্রতি এক ধরনের নেশা কাজ করতো। এজন্য শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজেকে একজন দায়ী হিসেবে আল্লাহর দরবারে সোপর্দ করেছি।
আল্লাহ যেন আমাকে একজন প্রকৃত দায়ী হিসেবে কবুল করেন। আমিন।

আসসালামুয়ালাইকুমআমার প্রিয় জন্মভূমির কলিজার স্বজনেরা,, আশাকরি সবাই আল্লাহর অশেষ কৃপায় ভালো আছেন।আজকে আমাদের গ্রামের ব...
02/02/2024

আসসালামুয়ালাইকুম
আমার প্রিয় জন্মভূমির কলিজার স্বজনেরা,,
আশাকরি সবাই আল্লাহর অশেষ কৃপায় ভালো আছেন।
আজকে আমাদের গ্রামের বার্ষিক ওয়াজ মাহফিল। কর্মব্যস্ততার কারণে অনেকেই হয়তো আজকের এই মাহফিলে অংশগ্রহণ করতে পারবেন না।আমিও আজকে খুলনা প্রোগ্রাম থাকায় আপনজনের সাথে মাহফিলে শরিক হতে পারছিনা।এইজন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি।যদি আপনারা হুকুম করেন, তাহলে আগামী বছর থেকে আর মিস হবে না ইনশাআল্লাহ।
তবে যারা এলাকায় আছেন,সবার প্রতি অনুরোধ, আজকের মাহফিল কে সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
দোয়া কামনায়:
আপনাদের সন্তান
শাহ্ ওয়ালীউল্লাহ আজমী

04/04/2023

অগ্নিময় ঢাকার প্রাণকেন্দ্র বিকল্প বঙ্গবাজার।
সাধারণ ব্যবসায়ীদের কান্না আর হাহাকারে অশ্রুসিক্ত গুলিস্থানের পথ। তাদের ক্রন্দন চিৎকার দেখে সাক্ষী হন তাদের দুঃখের।

28/03/2023

রমাদ্বনের অন্যতম আরেকটা অর্থ হল দান করা বা ত্যাগ করা।
আসুন আমরা এই মাসে বেশি বেশি দান করি এবং গরীব-দুঃখিদের পাশে দাড়াই।

11/02/2023

🌗যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না, তখন এতটুকু মনে রাখুন আল্লাহ্ আপনাকে বুঝেন।
[ড. বিলাল ফিলিপ্স]

🌗নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন। কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন। - [ড. বিলাল ফিলিপ্স]

আর আমরা?মানুষ হয়েও মালিক চিনলাম না!
08/01/2023

আর আমরা?
মানুষ হয়েও মালিক চিনলাম না!

নতুন করে পথচলা।
06/01/2023

নতুন করে পথচলা।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।ঘূর্ণিঝড় সিত্রাংয়ে গাছ পড়ে কুমিল্লা লাঙ্গলকোট মালয়েশিয়া প্রবাসী নিজাম,ও তার স্...
25/10/2022

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে গাছ পড়ে কুমিল্লা লাঙ্গলকোট মালয়েশিয়া প্রবাসী নিজাম,ও তার স্ত্রী, এবং কন্য তিন জন নিহত।
ছুটিতে বাড়িতে আসছে ১ মাস হলো। নতুন ঘর করছে ২২০০ বর্গফুটের, শুক্রবার উঠবে সেই ঘরে,
কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি।
সে ঘরে একদিনও ঘুমাতে পারেননি নিজাম, আসল বাড়িতে চলে গেছেন পুরো পরিবার (৩জন) নিহত হয়েছেন।

আল্লাহ সবাই কে জান্নাত নসীব করুন, আমাদের হেফাজত করুন আমীন ইয়া রব।

নাকফুলটা বিক্রি করে আমার কাফনের কাপড়কিনে দিও....বিদ্ধাশ্রম থেকে একজন মায়ের চিঠি আমার আদর ওভালোবাসা নিও।অনেক দিন তোমাকে দ...
22/10/2022

নাকফুলটা বিক্রি করে আমার কাফনের কাপড়
কিনে দিও....
বিদ্ধাশ্রম থেকে একজন মায়ের চিঠি আমার আদর ও
ভালোবাসা নিও।
অনেক দিন তোমাকে দেখি না, আমার খুব কষ্ট
হয়। কান্নায় আমার
বুক ভেঙে যায়। আমার জন্য তোমার
কী অনুভূতি আমি জানি না। তবে ছোটবেলায়
তুমি আমাকে ছাড়া কিছুই বুঝতে না। আমি যদি কখনও
তোমার চোখের আড়াল হতাম মা মা বলে চিৎকার
করতে। মাকে ছাড়া কারও কোলে তুমি যেতে না।
সাত বছর বয়সে তুমি আমগাছ
থেকে পড়ে হাঁটুতে ব্যথা পেয়েছিলে।
তোমার
বাবা হালের বলদ বিক্রি করে তোমার
চিকিৎসা করিয়েছেন। তখন তিন দিন, তিন রাত তোমার
পাশে না ঘুমিয়ে, না খেয়ে, গোসল
না করে কাটিয়েছিলাম।
এগুলো তোমার মনে থাকার কথা নয়। তুমি একমুহূর্ত
আমাকে না দেখে থাকতে পারতে না।বিশ্ববিদ্যাল
য়ে পড়ার সময় আমার বিয়ের
গয়না বিক্রি করে তোমার পড়ার খরচ জুগিয়েছি।
হাঁটুর ব্যথাটা তোমার মাঝে মধ্যেই হতো। বাবা...
এখনও কি তোমার সেই ব্যথাটা আছে?
রাতের বেলায় তোমার মাথায় হাত
না বুলিয়ে দিলে তুমি ঘুমাতে না। এখন
তোমার কেমন ঘুম হয়?
আমার কথা কি তোমার একবারও মনে হয় না?
তুমি দুধ না খেয়ে ঘুমাতে না। তোমার প্রতি আমার
কোনো অভিযোগ নেই। আমার
কপালে যা লেখা আছে হবে। আমার জন্য
তুমি কোনো চিন্তা করো না। আমি খুব
ভালো আছি। কেবল তোমার চাঁদ
মুখখানি দেখতে আমার খুব মন চায়।
তুমি ঠিকমতো খাওয়া-দাওয়া করবে। তোমার
বোন....তার খবরাখবর নিও। আমার কথা জিজ্ঞেস
করলে বলো আমি ভালো আছি।
আমি দোয়া করি, তোমাকে যেন আমার
মতো বৃদ্ধাশ্রমে থাকতে না হয়। কোনো এক
জ্যোস্না ভরা রাতে আকাশ
পানে তাকিয়ে জীবনের অতীত, বর্তমান ও
ভবিষ্যৎ নিয়ে একটু ভেবে নিও। বিবেকের
কাছে উত্তর পেয়ে যাবে। তোমার কাছে আমার
শেষ একটা ইচ্ছা আছে।
আমি আশা করি তুমি আমার শেষ ইচ্ছাটা রাখবে।
আমি মারা গেলে বৃদ্ধাশ্রম
থেকে নিয়ে আমাকে তোমার বাবার কবরের
পাশে কবর
দিও। এজন্য তোমাকে কোনো টাকা খরচ
করতে হবে না। তোমার বাবা বিয়ের সময়
যে নাকফুলটা দিয়েছিল সেটা আমার কাপড়ের
আঁচলে বেঁধে রেখেছি।
নাকফুলটা বিক্রি করে আমার কাফনের কাপড় কিনে নিও।
তোমার ছোটবেলার একটি ছবি আমার
কাছে রেখে দিয়েছি।
ছবিটা দেখে দেখে মনে মনে ভাবি এটাই কি আমার
সেই খোকা!’
এভাবে বেদনা ভরা একটি খোলা চিঠি ছেলের
উদ্দেশে লিখেছেন মদিনা খাতুন (ছদ্মনাম),মদিনা
খাতুনের বয়স এখন আশি। ছয় বছর আগে তার
আশ্রয় জুটেছে বৃদ্ধাশ্রমে।

(কপি পোস্ট)

17/10/2022

রাশিয়ার অজানা কিছু তথ্য,,,

শায়েখ ইউসুফ আল কারজাবী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।শায়খ প্রফেসর ড. ইউসুফ আবদুল্লাহ আল-কারজাভ...
27/09/2022

শায়েখ ইউসুফ আল কারজাবী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শায়খ প্রফেসর ড. ইউসুফ আবদুল্লাহ আল-কারজাভি মিশরীয় বংশোদ্ভূত একজন প্রভাবশালী আধুনিক ইসলামি তাত্ত্বিক ও আইনজ্ঞ। মুসলিম ধর্মতত্ত্বিকদের অভিজাত সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সে (International Union of Muslim scholars)-এর সাবেক চেয়ারম্যান। আধুনিক উদ্ভূত নানা জটিল সমস্যার সাবলীল ও গভীর ইজতিহাদভিত্তিক সমাধানমূলক শতাধিক গবেষণা-গ্রন্থের রচয়িতা তিনি। তার গ্রন্থগুলো প্রকাশের পরপরই পৃথিবীর বিভিন্ন ভাষায় অনূদিত হয়ে জ্ঞানী, গবেষক, বোদ্ধামহল ও সাধারণ মানুষের কাছে ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে।

শতবর্ষ ছুঁই ছুঁই বর্ষীয়ান এই আলেমেদ্বীন ও ধর্মতাত্ত্বিকের বিস্তৃত জ্ঞান ভাণ্ডার নিয়ে কয়েক ডজন পিএইচডি অভিসন্দর্ভ লেখা যেতে পারে । বর্ণিল জীবনের শেষ প্রান্তে এসেও জ্ঞান-গরিমা, গবেষণা-এষণা ও তথ্য এবং তত্ত্বের এই দেদীপ্যমান বাতিঘর সমহিমায় উজ্জ্বল ছিলেন তিনি।

ইজতিহাদে ভারসাম্যপূর্ণ মতামত এবং ইসলামের পুনর্জাগরণে অর্থনৈতিক, রাজনৈতিক-সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সমন্বিত পরিকল্পিত আন্দোলনকামী ব্যক্তিত্ব হিসেবে শায়খ ইউসুফ আল-কারাজাভি বর্তমানে সারা পৃথিবীতে অনন্য। স্বৈরশাসন বিরোধী অবস্থানের কারণে মাতৃভূমি ছেড়ে তিনি চলে যেতে বাধ্য হন। বর্তমানে কাতারে তিন দশকের নির্বাসিত জীবনযাপন করছেন।

শায়খ কারাজাভির জন্ম ১৯২৬ সালের ২৬ সেপ্টেম্বর। মিসরের উত্তর নীলনদের তীরবর্তী সাফাত তোরাব গ্রামে। দুই বছর বয়সে বাবা ইন্তিকাল করলে চাচা তার লালন-পালন করেন। দশ বছর বয়সে তিনি সম্পূর্ণ কোরআন হিফজ করেন।

হিফজ সম্পন্ন করে আল-আজহার কারিকুলামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেন। উচ্চ মাধ্যমিকে জাতীয় মেধায় দ্বিতীয় হন। প্রাচীন ইসলামী বিদ্যাপীঠ আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে উসুলুদ দ্বীন অনুষদ থেকে অনার্স, আরবি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিপ্লোমা এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

মিসরের ধর্ম মন্ত্রণালয়ের অধীন ‘Institute of Imams’ এর পরিদর্শক হিসেবে কর্মজীবনে পদার্পণ করেন। কিছুদিন তিনি আওকাফ মন্ত্রণালয়ের ‘Board of Religious Affairs’ এ কর্মরত ছিলেন । ১৯৭৭ সালে তিনি কাতার বিশ্ববিদ্যালয়ে ‘শরীয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের প্রতিষ্ঠাকালীন ডীন নিযুক্ত হন । ১৯৯০ পর্যন্ত তিনি এখানে কর্মরত থাকেন এবং একই বছর তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় ‘সীরাত ও সুন্নাহ গবেষণা কেন্দ্র’। ১৯৯০-৯১ সালে আলজেরিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের Scientific Council এর চেয়ারম্যান হিসেবে কাজ করেন । ১৯৯২ সালে কাতার বিশ্ববিদ্যালয়ের ‘সীরাত ও সুন্নাহ গবেষণা কেন্দ্রের ডিরেক্টর হিসেবে পুনরায় কাতার ফিরে আসেন । বর্তমানে সেখানে কর্মরত আছেন।
শায়খ ইউসুফ কারাজাভি আন্তর্জাতিক বিভিন্ন একাডেমিক সংস্থার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় সম্পৃক্ত আছেন। তিনি জর্ডানের রয়্যাল অ্যাকাডেমি ফর ইসলামিক কালচারাল অ্যান্ড রিচার্জ (Royal academy for Islamic culture and research), ইসলামি সম্মেলন সংস্থা (OIC), রাবেতা আল-আলম আল-ইসলামি এবং ইসলামিক স্টাডিজ সেন্টার, অক্সফোর্ড এর সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি আয়ারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইউরোপিয়ান কাউন্সিল ফর ফাতওয়া অ্যান্ড রিচার্জের (European Council For Fatwa and Research) প্রধান হিসেবেও কর্মরত।

বাংলাদেশের সঙ্গেও শায়খ আল-কারাজাভির জ্ঞানভিত্তিক সম্পৃক্ততা রয়েছে। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মহাপরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভীর সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে দারুল মাআ’রিফের সহকারী পরিচালক মরহুম ড. জসীমউদ্দীন নদভীর সঙ্গেও তার হৃদ্যতা ছিল।

শায়খ ইউসুফ কারাজাভি ১৪১১ হিজরিতে ইসলামী অর্থনীতিতে অবদান রাখায় ব্যাংক ফয়সল পুরষ্কার লাভ করেন। ইসলামি শিক্ষায় অবদানের জন্য ১৪১৩ হিজরিতে মুসলিম বিশ্বের নোবেল খ্যাত কিং ফয়সাল অ্যাওয়ার্ড লাভ করেন । ১৯৯৭ সালে ব্রুনাই সরকার তাকে ‘হাসান বাকলি’ পুরষ্কারে ভূষিত করে। এছাড়াও তার বৈচিত্র্যময় পাণ্ডিত্যের স্বীকৃতিস্বরূপ তিনি নানা পদক ও সম্মাননায় ভূষিত হন । তার অন্যতম কিছু আন্তর্জাতিক পুরস্কার : এক. কিং ফয়সাল ইন্টারন্যাশনাল প্রাইজ । দুই. ইসলামী বিশ্ববিদ্যালয় পদক, মালয়েশিয়া। তিন. আন্তর্জাতিক পবিত্র কোরআন সম্মাননা পুরস্কার, দুবাই । চার. সুলতান হাসান আল বলকিয়াহ সম্মাননা, ব্রুনাই। পাঁচ. আল-ওয়াইস পদক, সংযুক্ত আরব আমিরাত। ছয়. জর্ডানের মেডেল অব ইন্ডিপেন্ডেন্স ।

30/08/2022

দুই বছর আগের আলোচনা,,
এখন আল্লাহর মেহেরবানীতে অনেক চিকন হয়ে গেছি।
শেয়ার করার দরখাস্ত সবার কাছে।

ইসলামে নারীর মর্যাদা:
22/07/2022

ইসলামে নারীর মর্যাদা:

20/07/2022

Address

Islamic University
Kushtia
7003

Telephone

+8801601828091

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mufti Shah Oaliullah Azmi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mufti Shah Oaliullah Azmi:

Videos

Share