জমিয়ত বার্তা, কিশোরগঞ্জ

জমিয়ত বার্তা, কিশোরগঞ্জ প্রিয় নবীর প্রিয় গাছ, সেটা হলো খেজুর গাছ।

আবদুল্লাহ ইবন আমর ইবন ‘আস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত,নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমার কথা পৌঁছিয়ে দাও, তা যদি এক আয়াতও হয়। (আল হাদীস)

আজ মুসলিম বিশ্ব বিভিন্ন মতভেদে বিভক্ত। শিয়া, সুন্নী, হানাফি, মাজহাবী, আহলে হাদীস, দেওবন্দী, মাদানী প্রভৃতি। কিন্তু আমরা প্রত্যেকেই মুসলিম। মহান আল্লাহর বান্দা ও হযরত মুহাম্মদ (সা.) এর উম্মত। হাশরের ময়দানে মহান আল্লাহ কখনোই জিজ্ঞাসা করবেন না ‘

তুমি কোন তরিকা বা দলের সদস্য ছিলে?’
ইসলামের মূল ভিত্তিগুলো ছেড়ে আমরা ভিন্নকিছু নিয়ে অহেতুক তর্ক-বিতর্ক করি। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। ছোট থেকেই ইসলামের সঠিক জ্ঞান আহরোণ ও বিতরণের প্রতি এক ধরনের নেশা কাজ করতো। এজন্য শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজেকে একজন দায়ী হিসেবে আল্লাহর দরবারে সোপর্দ করেছি।
আল্লাহ যেন আমাকে একজন প্রকৃত দায়ী হিসেবে কবুল করেন। আমিন।

01/12/2025

চমৎকার সাক্ষাৎকার

২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার📍 কিশোরগঞ্জ জেলাকিশোরগঞ্জ জেলার নবাগত জেলাপ্রশাসক জনাব মোহাম্মদ আসলাম মোল্লা মহোদয়ের উদ্যোগে আজ...
25/11/2025

২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার
📍 কিশোরগঞ্জ জেলা

কিশোরগঞ্জ জেলার নবাগত জেলাপ্রশাসক জনাব মোহাম্মদ আসলাম মোল্লা মহোদয়ের উদ্যোগে আজ বেলা ১১ টায় জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার প্রতিনিধিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে জমিয়ত মনোনীত প্রার্থী প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদুল্লাহ জামী।
তিনি কিশোরগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধানে কয়েকটি প্রয়োজনীয় ও বাস্তবধর্মী প্রস্তাব উপস্থাপন করেন। জেলাপ্রশাসক মহোদয় প্রস্তাবগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং তাৎক্ষণিকভাবে নোট গ্রহণ করেন।

📝 উপস্থাপিত প্রস্তাবসমূহঃ

১️। আইনশৃঙ্খলা শক্তিশালীকরণ:
রাস্তাঘাটের নিরাপত্তা নিশ্চিত করা এবং চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার অনুরোধ।

২️। নাকভাঙ্গা থেকে চৌদ্দশ পর্যন্ত বাইপাস সড়কের কাজ দ্রুত সমাপ্তকরণ:
তিনি উল্লেখ করেন, এই বাইপাস সড়কটির কাজ শেষ হলে কিশোরগঞ্জ শহরের যানজট ব্যাপকভাবে হ্রাস পাবে।

৩। গ্যারেজ নির্মাণ বাধ্যতামূলক করা:
পৌরসভা এলাকার নতুন ভবন নির্মাণে নিচতলা বা আন্ডারগ্রাউন্ডকে গ্যারেজ হিসেবে ব্যবহার বাধ্যতামূলক করার প্রস্তাব, যাতে সড়কে গাড়ি দাঁড় করানোর প্রবণতা কমে এবং যানজট নিরসনে সহায়ক হয়।

৪। ছয়না রঘুখালি ব্রীজের কাজ দ্রুত শেষ করে গাড়ি যাতায়াত চালু করার
প্রস্তাবন রাখেন।

✨ কিশোরগঞ্জকে একটি নিরাপদ, স্বস্তিদায়ক ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে এই প্রস্তাবগুলো কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সকলের।

এই জনপদে আমাদের পদচারণা নির্বাচনকে উপলক্ষ করে নয়! বরং আমরা দেশকে ভালোবাসি এবং এই দেশের মানুষকে ভালোবাসি।এই মাটি ও মানুষে...
03/11/2025

এই জনপদে আমাদের পদচারণা নির্বাচনকে উপলক্ষ করে নয়! বরং আমরা দেশকে ভালোবাসি এবং এই দেশের মানুষকে ভালোবাসি।
এই মাটি ও মানুষের সাথে আমাদের আত্মিক সম্পর্ক বহু যুগ ধরে। তাই এই জনপদের মানুষের জন্য কিছু অবদান রাখার জন্যই আমাদের এই পথচলা।
তাই কারো সাথে জোট হলেও মাঠে আছি, না হলেও উকাবে রাসুলের পতাকা নিয়ে গ্রামে-গ্রামে চষে বেড়াবো।
মাঠ ছাড়বো না, ইনশাআল্লাহ।

13/10/2025

সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী,,

Address

Islamic University
Kushtia
7003

Telephone

+8801601828091

Website

Alerts

Be the first to know and let us send you an email when জমিয়ত বার্তা, কিশোরগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জমিয়ত বার্তা, কিশোরগঞ্জ:

Share