
22/07/2025
যতবার পড়ি, ততবারই মুগ্ধ হই... 😇
বন্ধুত্ব 🫶 তো এমনই হওয়া চাই ♥️
📍 মাইলস্টোনের সেই ভয়াবহ দুর্ঘটনার পর...
একজন ছাত্র বেঁচে গেলেও, তার আহত বন্ধুকে ফেলে আসতে পারেনি।
সে আবার ক্লাসরুমে ফিরে যায়— শুধু নিজের বন্ধুকে ফিরিয়ে আনতে।
🚒 তখন ফায়ার সার্ভিসের এক অফিসার তাকে থামিয়ে বললেন:
“এর কোনো মানে নেই! তোমার বন্ধু বাঁচবে না।” 😢
কিন্তু ছেলেটি থামেনি।
সে একাই গিয়ে নিজের বন্ধুর নিথর দেহ নিয়ে ফিরে এল।
📢 তখন অফিসার বললেন:
“দেখেছো? বলেছিলাম তো! এর কোন মূল্য নেই। সে তো আগেই মারা গেছে।” 😔
👦 ছাত্রটি চুপচাপ বলল:
“না স্যার… এটা সত্যিই মূল্যবান ছিল।
আমি যখন তার কাছে পৌঁছাই, সে তখনও বেঁচে ছিল।
আমাকে দেখে সে হাসল…
আর শেষ কথায় বলল—”
🖤❝আমি জানতাম, তুমি আসবে…❞💔
---এটাই বন্ধুত্ব♥️
🫶
🖤