
06/08/2025
যাদের হারিয়ে, কাঁদছে পুরো দেশবাসী😭🥲
একই পরিবারের ৭ জন নিহতের ঘটনায় ডুকরে ডুকরে কাঁদছেন খাঁটিয়া আনার দায়িত্বে থাকা লোকজন, কবরের জন্য বাঁশ কাটায় নিয়োজিত লোকজন, কাঁদছেন কবর খোঁড়ায় নিয়োজিত লোকজনও। পুরো গ্রামজুড়ে চলছে কান্না।
ওমান ফেরত বাহার বলেন, আমার বিয়ের ছয় মাস পরই ওমান চলে যাই। তখন আমার সন্তান তার মায়ের পেটে। সেই সন্তানকে আজ মাত্র একবার জড়িয়ে ধরার সুযোগ পেয়েছি। এখন মনে হচ্ছে কেন মেয়েটাকে আরেকটু আদর করলাম না। কেন আমার স্ত্রীকে একটু জড়িয়ে ধরলাম না। কেন আমার মাকে জড়িয়ে ধরলাম না। সবকিছু এতো দ্রুত শেষ হয়ে যাবে ভাবতেই পারিনি।