Sotota Computer

Sotota Computer Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sotota Computer, Video Creator, Harumor, Ailchara Bazar, Kushtia.
(5)

প্রতিনিয়ত চাকরির খবর, শিক্ষা বিষয়ক তথ্য ও অন্যান্য খবর পাওয়ার জন্য পেজটি ফলো করুন।
|
www.sototacomputer.com
|
www.youtube.com/
|
www.facebook.com/SototaComputer22
|
www.facebook.com/Linkon604 সততা কম্পিউটার এন্ড ডিজিটাল ষ্টুডিও

আমাদের সেবা সমূহ:
১. ফটোকপি করা
২. ফ্লেক্সিলোড
৩. ছবি তোলা ও ছবি থেকে ছবি
৪. আর্জেন্ট ছবি প্রিন্ট ও ল্যাব প্রিন্ট
৫. কম্পিউটার কম্পোজ
৬. সাদা-কালো

ও কালার প্রিন্ট
৭. স্ক্যানিং ও ইমেইল
৮. ছবি ও কাগজ লেমিনেটিং
৯. টিন সার্টিফিকেট
১০. লার্নার আবেদন
১১. পাসপোর্ট এর অনলাইন আবেদন
১২. রেলওয়ে টিকিট
১৩.. সকল চাকুরীর বিজ্ঞপ্তি ও আবেদন
১৪. সকল বোর্ড পরীক্ষার ফলাফল
১৫. কলেজ ও বিশ্ববিদ্যালয় ফর্ম পূরণ
১৬. করোনার টিকা ও সনদের আবেদন
১৭. পল্লী বিদ্যুতের আবেদন
১৮. জমির পর্চা, ম্যাপ, দলিল উত্তোলন, নামজারী/নাম-খারীজ এর অনলাইন আবেদন
১৯. জাতীয় পরিচয়পত্র সংশোধন এর আবেদন
২০. ইন্টারনেটের বিভিন্ন ধরনের কাজ করাসহ খাতা, কলম ও বিভিন্ন ধরনের ষ্টেশনারী বিক্রয় করা হয়।

ঠিকানাঃ আইলচারা বাজার, হারুমোড় (অটো ষ্ট্যান্ড এর সামনে), পোড়াদহ, কুষ্টিয়া।
মোবাইলঃ লিংকনঃ ০১৫১৭-০৮৮ ৬৬৯,

https://r.honeygain.me/LINKO4F588
20/10/2024

https://r.honeygain.me/LINKO4F588

Need some extra cash? Take full advantage of your Internet — share your Internet connection and make money effortlessly with Honeygain!

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তিপদের নাম: ট্রেন এক্সামিনারপদ সংখ্যা: ৪৫ টি।শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।বেত...
03/08/2024

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম: ট্রেন এক্সামিনার
পদ সংখ্যা: ৪৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা।

পদের নাম: ট্রেন কন্ট্রোলার
পদ সংখ্যা: ২৭ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা।

পদের নাম: ট্রাফিক এ্যাপ্রেন্টিস
পদ সংখ্যা: ১৮ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম: ট্রেন এ্যাপ্রেন্টিস
পদ সংখ্যা: ২৪৮ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদন শুরুর সময় : ০১ জুলাই ২০২৪ তারিখ সকাল ০৯:০০ টা থেকে শুরু হবে।
আবেদনের শেষ সময় : ০৮ আগষ্ট ২০২৪ তারিখ বিকাল ০৫:০০ টায় শেষ হবে।
সততা কম্পিউটার এন্ড ষ্টুডিও
আইলচারা বাজার হারুমোড় (অটো ষ্ট্যান্ড নাজিরপুর সড়ক),
পোড়াদহ কুষ্টিয়া।
মোবাইলঃ ০১৭৪৭- ৩১২ ৬০৪

এইচএসসি ভর্তিতে পিন ও আবেদন সমস্যা হলে সশরীরে বোর্ডে যেতে হবেএকাদশ শ্রেণির ভর্তিতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ...
02/06/2024

এইচএসসি ভর্তিতে পিন ও আবেদন সমস্যা হলে সশরীরে বোর্ডে যেতে হবে

একাদশ শ্রেণির ভর্তিতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ জানিয়েছেন শিক্ষার্থীরা। পিন কোড পুনরুদ্ধার, ভর্তি আবেদনের টাকা পরিশোধ এবং আবেদন সাবমিটের অপশন নিয়ে এ ভোগান্তি বলে জানিয়েছেন তারা। এছাড়া একজনের রোল ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অন্যজনের আবেদন করা নিয়েও অভিযোগ জানিয়েছেন তারা।

Sotota Computer

শিক্ষা বোর্ড বলছে, প্রতিবছরই একটি চক্র অন্য আরেকজনের রোল-রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আবেদন করে থাকেন। এর ফলে অনেকেই বিড়ম্বনার শিকার হন। এই অসাধু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করা হয়েছে।

শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে তা জানিয়েছেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার।

তিনি বলেন, একটি চক্র রয়েছে, যারা নানা উপায়ে শিক্ষার্থীদের রোল-রেজিস্ট্রেশন নাম্বার সংগ্রহ করে। এরপর প্রতারণার আশ্রয় নিতে অনলাইনে আবেদন করেন। এরপর অনেক শিক্ষার্থী আবেদন করতে গিয়ে সমস্যায় পড়েন। যারা এ ধরনের সমস্যায় পড়েছেন তাদের দ্রুত সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ শাখায় যোগাযোগের পরামর্শ দিয়েছেন তিনি।

Sotota Computer

পিন নাম্বার না পাওয়া প্রসঙ্গে তিনি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, মূলত গ্রামীণফোনের নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যার কারণে শিক্ষার্থীদের পিন নাম্বারগুলো এসএমএসএর মাধ্যমে পাঠানো সম্ভব হয়নি। আমরা অপারেটর পরিবর্তন করেছি। এখন এসএমএস পাঠানো শুরু হয়েছে। তবুও যদি কেউ পিন নাম্বার না পান তাহলে দ্রুত বোর্ডের কলেজ শাখায় যোগাযোগ করতে হবে।

#এইসএসসিভর্তি

এইসএসসি বা একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন প্রকাশ ২০২৪ .বিস্তারিত জানতে যোগাযোগ করুন:- সততা কম্পিউটার এন্ড ষ্টুডিওআইলচারা বাজ...
23/05/2024

এইসএসসি বা একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন প্রকাশ ২০২৪
.
বিস্তারিত জানতে যোগাযোগ করুন:-
সততা কম্পিউটার এন্ড ষ্টুডিও
আইলচারা বাজার হারুমোড় (অটো ষ্ট্যান্ড নাজিরপুর সড়ক),
পোড়াদহ কুষ্টিয়া।
মোবাইলঃ ০১৭৪৭- ৩১২ ৬০৪
#এইসএসসিভর্তি

15/05/2024

"""শুভ সকাল
صباح الخير
Good Morning 🌷🌳🌹
আজ বুধবার
১৫ মে ২০২৪ খ্রিষ্টাব্দ
০৬ জুল কাইদাহ ১৪৪৫ হিজরি
০১ জৈষ্ঠ্য ১৪৩১ বঙ্গাব্দ
এখন গ্রীষ্মকাল❄🌱🌷
আজকের সূর্যোদয় ৫.১৬
এবং সূর্যাস্ত ৬.৩৩ মিনিটে
দিনটি শুরু ক‌রি এক‌টি ভালো কাজের মাধ্যমে,
যত্রতত্র পলিথিন পরিহার করি
অকারণে হর্ন বাজিয়ে শব্দ দূষণ বন্ধ করি
গাছ লাগিয়ে নতুন প্রজন্মের দেশ গড়ি
সতর্ক থাকুন, নিরাপদে থাকুন
আনন্দময় হোক আপনার সারাদিন💙❤💜"""

10/05/2024

এটাই স্বাভাবিক
,

09/05/2024

ছেলেঃ বাবা তুমি নাকি ঘুষ খাও ?
বাবাঃ তুমি দেখেছ ?
ছেলেঃ না শুনেছি।
বাবাঃ শুনা কথায় কান দিতে নেই।এর কিছু দিন পর
বাবাঃ তুমি নাকি পরীক্ষায় ফেল করেছ ?
ছেলেঃ তুমি কি দেখেছ ?
বাবাঃ না শুনেছি ।
ছেলেঃ শুনা কথায় কান দিতে নেই বাবা
আমার গল্প গুলো ভালো লাগলে পেজ টি ফলো করে দিতে পারেন

08/05/2024

ভিক্ষুকদের গল্প:

ভিক্ষুক: ভিক্ষা দেন আপা, আমি ল্যাংড়া মানুষ, কাম করতে পারি না। 🥹
মহিলা: ঠিক আছে। এই নাও। তুমি তো পঙ্গু কিন্তু অন্ধদের তো আরও কষ্ট। 😭
ভিক্ষুক: হ আপা, আমি তাদের দুঃখ বুঝি। 😔
মহিলা: কিভাবে? 🤔🤔
ভিক্ষুক: আমি আগে কানা সাইজা ভিক্ষা করতাম তো, লোকেরা ছিঁড়া- বিড়া, চাইর- আনা, আট- আনা দিতো। হেইর লাইগ্যা হেই পদ্ধতি ছাইড়া দিছি। 🥴🥴
🤣🤣🤣🥀 🥀🤣🤣🤣

Send a message to learn more

ব্র্যাক এ.ন.জি. ও.তে নি.য়ো.গ বি.জ্ঞ.প্তিবি.স্তা.রিত ১.ম ক.মে.ন্টে
24/04/2024

ব্র্যাক এ.ন.জি. ও.তে নি.য়ো.গ বি.জ্ঞ.প্তি
বি.স্তা.রিত ১.ম ক.মে.ন্টে

ঈদের ছু.টি শে.ষ না হতে হতেই আবার বৈশাখ মাসের গরমের ফলে দেশের সকল স্কুল কলেজ আগামী ২৭ এপ্রিল পর্যন্ত ব.ন্ধের ঘোষনা দিয়েছে...
22/04/2024

ঈদের ছু.টি শে.ষ না হতে হতেই আবার বৈশাখ মাসের গরমের ফলে দেশের সকল স্কুল কলেজ আগামী ২৭ এপ্রিল পর্যন্ত ব.ন্ধের ঘোষনা দিয়েছে শিক্ষামন্ত্রী.
পেইজটি ফলো করে পাশেই থাকুন> Sotota Computer

Address

Harumor, Ailchara Bazar
Kushtia
7031

Alerts

Be the first to know and let us send you an email when Sotota Computer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sotota Computer:

Share

Category