Meherpur News 24

Meherpur News 24 প্রতিটি মানুষের কথা—আমাদের সংবাদে
(1)

নদীর তীরে নৌকা আর সেতুর সৌন্দর্য💞💞
18/08/2025

নদীর তীরে নৌকা আর সেতুর সৌন্দর্য💞💞

18/08/2025
টানা ৫ দিন বৃষ্টি*র আভাস, সন্ধ্যা*র মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়..
18/08/2025

টানা ৫ দিন বৃষ্টি*র আভাস, সন্ধ্যা*র মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়..

ড্রাইভা*রের ভুলে কেউ মা*রা গেলে তার শাস্তি কী?
18/08/2025

ড্রাইভা*রের ভুলে কেউ মা*রা গেলে তার শাস্তি কী?

17/08/2025

হাসপাতা*লে স্বামী-স্ত্রীর ঝ*গড়া, হু*লস্থূ*ল কা'ণ্ড

ফেসবু*কে ছবি পোস্ট করেও যেভাবে আ*য় করা সম্ভব
17/08/2025

ফেসবু*কে ছবি পোস্ট করেও যেভাবে আ*য় করা সম্ভব

বিশাল জনবল নেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, দ্রুত আবেদন করুন
17/08/2025

বিশাল জনবল নেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, দ্রুত আবেদন করুন

তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করতে ২৬ ঘণ্টার আ’লটি’মেটাম
17/08/2025

তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করতে ২৬ ঘণ্টার আ’লটি’মেটাম

মেহেরপুরে যৌথ বাহিনী অভিযানে অস্ত্র-গুলিসহ একজন আটক মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের মুজিবনগরে র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অ...
16/08/2025

মেহেরপুরে যৌথ বাহিনী অভিযানে অস্ত্র-গুলিসহ একজন আটক

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের মুজিবনগরে র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও গুলি সহ একজনকে আটক করা হয়েছে। গতকাল রাত একটার দিকে মুজিবনগরের শিবপুরে অভিযান চালিয়ে ইমান আলী ওরফে ঈমান ডাকাতকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে অভিযান পরিচালনাকারী দলটি। পরে তাকে মুজিবনগর থানায় সোপার্দ করা হয়। ইমান আলী মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মৃত আমির শেখের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, শিবপুর গ্রামে ইমান আলীর কাছে অস্ত্র রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন নজরদারিতে রাখা হয়েছিল তাকে। গতকাল অভিযানে তার কাছ থেকে Made In USA 7.62 একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে মুজিবনগর থানায় আগ্নেয়াস্ত্র সহ হস্তান্তর করা হয়েছে।

মুজিবনগর থানা সূত্রমতে, ইমান আলীর বিরুদ্ধে অস্ত্র মাদক, চোরাচালান, নাশকতা ও আইন-শৃঙ্খলা লঙ্ঘনসহ ১১ টি মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে মেহেরপুর আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অস্ত্রসহ নতুন একটি মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।

মুজিবনগরে জুলাই গণঅভ্যুত্থান ও তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালমুজিবনগর প্রতিনিধি : মুজিবনগরে জুলাই গণঅভ্যুত্থা...
13/08/2025

মুজিবনগরে জুলাই গণঅভ্যুত্থান ও তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

মুজিবনগর প্রতিনিধি : মুজিবনগরে জুলাই গণঅভ্যুত্থান ও তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে দারিয়াপুর ফুটবল মাঠে উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে বাগোয়ান ইউনিয়ন একাদশ ৩-১ গোলে মহাজনপুর ইউনিয়ন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের হয়ে জিহাদ, মিনারুল শেখ ও অমিত একটি করে গোল করেন। পরাজিত দলের একমাত্র গোলটি করেন রিফাত।

খেলা শেষে মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত রত্ন, থানার তদন্ত কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও মোনাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক রকিব উদ্দিন, একাডেমিক সুপারভাইজার হাসনাইন জাহিদ প্রমুখ।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মহাজনপুর ইউনিয়নের রিফাত, ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বাগোয়ানের জিহাদ এবং সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন প্রিতম। খেলাটি পরিচালনা করেন গাংনীর রেফারি মাহবুব হোসেন, সহকারী ছিলেন টুটুল ও পারভেজ। ধারাভাষ্য দেন শাহার আলী ও শামীম শিশির।

উল্লেখ্য, মাদক, নেশা ও জুয়া মুক্ত সমাজ গঠন এবং যুবকদের খেলামুখী করতে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের লক্ষ্যে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতার মাধ্যমে মোট আটটি দল উপজেলা স্তরে অংশ নেয়। এখান থেকে খেলোয়াড় বাছাই করে পরবর্তীতে উপজেলা টিম গঠন করা হবে।

প্রথম দিনেই সাড়া ফেলেছে ভিভো ওয়াই৪০০আন্ডারওয়াটার ফটোগ্রাফি দিয়ে আলোচনায় ভিভো ওয়াই৪০০সোশ্যাল মিডিয়ায় চলছে ভিভো ওয়াই৪০০ এর...
10/08/2025

প্রথম দিনেই সাড়া ফেলেছে ভিভো ওয়াই৪০০

আন্ডারওয়াটার ফটোগ্রাফি দিয়ে আলোচনায় ভিভো ওয়াই৪০০

সোশ্যাল মিডিয়ায় চলছে ভিভো ওয়াই৪০০ এর ঝড়

ভিভো ওয়াই৪০০: অনলাইন-অফলাইনে দুর্দান্ত সূচনা

ভিভো ওয়াই৪০০-এর ফার্স্ট সেল শুরু হয়েছে ৬ আগস্ট, আর প্রথম দিনেই দেশের তরুণদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে ওয়াই সিরিজের নতুন এই স্মার্টফোন। বিশেষ করে অ্যাডভেঞ্চারপ্রেমীরা ফোনটিকে দেখছেন আন্ডারওয়াটার ফটোগ্রাফির ট্রেন্ডসেটার হিসেবে।

প্রি-অর্ডার থেকেই গ্রাহকদের আগ্রহ চোখে পড়ার মতো ছিল। অনেকে আগে থেকেই বুকিং নিশ্চিত করেছেন, আবার অনেকে দোকানে গিয়ে সরাসরি কিনছেন ভিভো ওয়াই৪০০। অফলাইন এবং অনলাইন দুই জায়গাতেই দারুণ রেসপন্স পাচ্ছে স্মার্টফোনটি। দেশব্যাপী ভিভোর যেকোনো অথোরাইজড শো-রুম এবং অফিসিয়াল ই-স্টোরে পাওয়া যাচ্ছে ভিভো ওয়াই৪০০।

আজকের তরুণরা অ্যাডভেঞ্চার পছন্দ করে, নতুন চ্যালেঞ্জকে তারা উপভোগ করে। তাদের এই অ্যাক্টিভ লাইফস্টাইলের জন্যই তৈরি হয়েছে ভিভো ওয়াই৪০০। সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ড করছে ভিভো ওয়াই৪০০ এর কন্টেন্ট। কেননা, আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড থাকায় কোনো রকম প্রোটেক্টিভ গিয়ার ছাড়াই পানির নিচেও ওয়াই৪০০ দিচ্ছে ক্লিয়ার ও পারফেক্ট শট। আর ওয়ান-ট্যাপ ওয়াটার ইজেকশন ফিচার থাকায় এক টাচেই বের করে দেয় ভেতরে জমে থাকা পানি। ভিভো ওয়াই৪০০- এ আইপি৬৮ এবং আইপি৬৯ দুটি রেটিং-ই থাকায় সবসময় দেয় রাফ এন্ড টাফ পারফরম্যান্স। শুধু ছিটেফোঁটা পানি বা ধুলোবালি নয়, ২ মিটার পানির নিচেও ৩০ মিনিট ডুবে থাকতে পারে ফোনটি। এমন টেকসই হওয়ায়, তরুণ অ্যাডভেঞ্চারপ্রেমীদের মধ্যে আন্ডারওয়াটার ফটোগ্রাফির মতো এক্সট্রিম এক্সপেরিয়েন্সগুলো নিতে তরুণরা বেশ পছন্দ করছে ফোনটি।

ভিভো ওয়াই৪০০ এর ফার্স্ট সেল এ আছে বেশ কিছু আকর্ষণীয় অফার যা চলবে ১২ আগস্ট পর্যন্ত। যেমন, মানা বে টিকেট কুপন যা ব্যবহার করে একটি টিকেট কিনলেই একটি টিকেট একদম ফ্রি, যেকোনো ওয়াটার ড্যামেজ হলে প্রথম ৬ মাসে একবার ফ্রি সার্ভিসের জন্য ইন্স্যুরেন্স সুবিধা। এছাড়াও, লাইফটাইম অফার হিসেবে যেকোনো সময় ভিভো ওয়াই৪০০কিনলেই পাওয়া যাবে রিরো এস৮০ পাওয়ার ব্যাংক ও ১৮ জিবি বাংলালিংক ডেটা বান্ডেল। মোমো কিস্তিতে ৮,৪০০ টাকা ডাউনপেমেন্টে ফোনটি কেনার সুযোগ থাকায় অনেকেই সহজেই কিনে নিচ্ছেন ফোনটি।

এছাড়াও, এর স্টাইলিশ ডিজাইন, স্মুথ ইউজার এক্সপেরিয়েন্স এবং ফিচার-প্যাকড সেটআপ তরুণদের দৈনন্দিন লাইফস্টাইলের সঙ্গে একদমই মানিয়ে যায়। ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্জের বেজেললেস অ্যামোলেড ডিসপ্লে'র আরও ব্রাইট ও ক্লিয়ার ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সে মুগ্ধ সবাই। এছাড়াও এর ফ্ল্যাট-ফ্রেম ইউনিবডি ডিজাইনের জন্যও প্রশংসায় ভাসছে ওয়াই৪০০। পাওয়া যাচ্ছে ডাইনামিক গ্রিন ও পার্ল হোয়াইট দুটি কালার অপশনে। এর ৬০০০ হাজার এমএএইচ এর ব্লুভোল্ট ব্যাটারি, ৪৪ ওয়াট ফ্ল্যাশ চার্জিং এবং মিলিটারি-গ্রেড সার্টিফিকেশনপ্রাপ্ত শক্তিশালী একদম কম্প্যাক্ট একটি ফোন। তাইতো, এখনই ফোনটি হাতে পেতে ছুটছেন সবাই। আর দিন দিন সবার মধ্যে আগ্রহ ক্রমেই বেড়ে চলেছে।

Address

Kushtia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Meherpur News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share