Suraiya Medical Point

Suraiya Medical Point love & life story

জানেন কি, এমন একটি হাসপাতাল আছে যেখানে কোনো ক্যাশ কাউন্টারই নেই?হ্যাঁ, সত্যিই আছে! ভারতের প্রখ্যাত শ্রী সত্য সাই হাসপাতা...
15/07/2025

জানেন কি, এমন একটি হাসপাতাল আছে যেখানে কোনো ক্যাশ কাউন্টারই নেই?

হ্যাঁ, সত্যিই আছে! ভারতের প্রখ্যাত শ্রী সত্য সাই হাসপাতাল (Sri Sathya Sai Hospital)—একটি সম্পূর্ণ ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান

এই হাসপাতালে হার্টের বাইপাস সার্জা/রি থেকে শুরু করে ক্যা/ন্সারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সম্পূর্ণ বিনা/মূল্যে করা হয়। রোগীর কাছ থেকে কোনো টাকা নেওয়া হয় না, না ওষুধের জন্য, না অপা;রেশনের জন্য, না চিকিৎসকের ফি হিসেবে

আজ থেকে প্রায় সাত মাস আগে কলকাতার নামকরা ডাক্তার বাবু আমাকে ফর্টিস হসপিটাল এ ভর্তি রেখে শুধু পরীক্ষা নিরীক্ষার জন্য এক লক্ষ ৬৭ হাজার টা/কা বি/ল করেন এবং তড়িঘড়ি করে ওপেন হার্ট সার্জারি করার জন্য দিন ঠিক করে ফেলেন | আমি সেই সময় ডাক্তারবাবু, আমার পরিবার এবং আমার শুভাকাঙ্ক্ষী ও নিকট আত্মীয়-স্বজনের বিরুদ্ধে গিয়ে হসপিটাল থেকে ছুটি করিয়ে বাড়ি চলে আসি | তারপরে আমি ফোন করে যোগাযোগ করি ব্যাঙ্গালোরের সাই বাবা হসপিটালে, তারা আমার সমস্ত রিপোর্ট দেখে আমাকে ওখানে দেখাবার এপয়েন্টমেন্ট দেন। আমি এবং আমার স্ত্রী ব্যাঙ্গালোরে গিয়ে আনুমানিক ১২ দিন ছিলাম। সাই বাবা হসপিটাল আমার সমস্ত পরীক্ষা-নিরীক্ষা আবার নতুন করে করে আমাকে ভর্তি নিয়ে এনজিওগ্রাম করে এবং সেই টেবিলেই ইনজেকশনের মাধ্যমে আমার আর্টারির যত ছোট ছোট ব্লক এসছিল তা পরিষ্কার করে দেয়।পরেরদিন সিনিয়র ডাক্তারবাবু এসে আমাকে দেখে বলেন আমার সমস্ত ব্লকেজ পরিষ্কার হয়ে গেছে এবং তিনি সেদিনই আমাকে ছুটি দিয়ে দেন আর বলেন ঠিক এক বছর পরে এসে একবার রুটিন চেকআপ করিয়ে যাওয়ার জন্য | আমি সেই ডাক্তার বাবুকে প্রশ্ন করি, ডাক্তারবাবু আমাকে যে কলকাতার এত বড় ডাক্তার বাবু বলেছিলেন যে, ওপেন হার্ট সা/র্জারি করতে হবে সেটা এত সহজেই পরিষ্কার হয়ে গেল, তার উত্তরে তিনি আমাকে বলেন ওখানকার ডাক্তারের যত রিপোর্ট আছে সেটাকে ছিড়ে জানালা দিয়ে বাইরে ফেলে দিন। আপনি এখন সম্পূর্ণ সুস্থ | এটিই হলো আমার জীবনকে নতুন করে ফিরিয়ে দেওয়া সেই হসপিটাল। যেখানে আমি একটা পয়/সাও খর/চা না করে সম্পূর্ণভাবে নতুন জীবন নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরি

📍 হাসপাতালের অবস্থান: ব্যাঙ্গালোর, ভারত।
📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য হটলাইন: 080-47104600

কল করলে সঙ্গে সঙ্গে রিসিভ নাও হতে পারে, কিন্তু চিন্তার কিছু নেই, পরবর্তীতে হাসপাতাল থেকে নিজেই কল করে যোগাযোগ করবে। আপনি যে ভাষায় স্বচ্ছন্দে কথা বলতে চান, সেই ভাষাতেই কথা বলবেন তারা

দয়া করে এই তথ্যটি যত বেশি সম্ভব মানুষের সাথে শে/য়ার করুন, হয়তো আপনার এক শেয়ারে কারো জীবন রক্ষা পেতে পারে

সংগৃহীত

়yasaihospital

 #হার্নিয়া (Hernia)হার্নিয়া হলো এমন একটি শারীরিক সমস্যা যেখানে শরীরের কোনো অভ্যন্তরীণ অঙ্গ বা টিস্যু দুর্বল মাংসপেশি বা ...
15/07/2025

#হার্নিয়া (Hernia)

হার্নিয়া হলো এমন একটি শারীরিক সমস্যা যেখানে শরীরের কোনো অভ্যন্তরীণ অঙ্গ বা টিস্যু দুর্বল মাংসপেশি বা টিস্যুর ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে আসে।

🔍 হার্নিয়ার প্রকারভেদ

১. ইনগুইনাল হার্নিয়া (Inguinal Hernia)

সব থেকে সাধারণ

পেটের নিচের অংশ বা কুঁচকিতে হয়

পুরুষদের মধ্যে বেশি দেখা যায়

২. ফেমোরাল হার্নিয়া (Femoral Hernia)

উরুর উপরের অংশে

নারীদের মধ্যে বেশি হয়

৩. অম্বিলিক্যাল হার্নিয়া (Umbilical Hernia)

নাভির আশেপাশে

শিশুদের মাঝে বেশি দেখা যায়, তবে প্রাপ্তবয়স্কদেরও হতে পারে

৪. হাইয়েটাল হার্নিয়া (Hiatal Hernia)

পাকস্থলীর উপরের অংশ ডায়াফ্রাম ভেদ করে বুকের ভিতরে উঠে আসে

অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে

৫. ইনসিশনাল হার্নিয়া (Incisional Hernia)

পূর্বে অস্ত্রোপচারের দাগ বা কেটে যাওয়া স্থানে হয়

⚠️ উপসর্গসমূহ

ফোলাভাব বা গাঁঠ দেখা যাওয়া (বিশেষ করে হাঁচি, কাশি বা ভারী কিছু তোলার সময়)

ব্যথা বা অস্বস্তি

পেট ভারী লাগা

বার্নিং বা জ্বালাপোড়া

হাইয়েটাল হার্নিয়ায়: বুকজ্বালা, ঢেকুর, গিলতে কষ্ট

📌 কারণসমূহ/ঝুঁকির কারণ

অতিরিক্ত ভারী জিনিস তোলা

দীর্ঘদিন ধরে কাশি বা কোষ্ঠকাঠিন্য

স্থূলতা (মোটা হওয়া)

গর্ভাবস্থা

বয়স বৃদ্ধি

আগের কোনো অপারেশন

✅ চিকিৎসা

ছোট হার্নিয়া বা হাইয়েটাল হার্নিয়ার ক্ষেত্রে:

ওজন কমানো

ভারী কিছু না তোলা

ছোট ছোট খাবার খাওয়া

অপারেশন (প্রধান চিকিৎসা পদ্ধতি):

ওপেন সার্জারি বা খোলা পদ্ধতি

ল্যাপারোস্কোপি (ছোট ছিদ্র করে ক্যামেরা দিয়ে অপারেশন)

মেশ বসানো হয় দুর্বল জায়গা শক্ত করতে

⚠️ ঝুঁকি যদি চিকিৎসা না করা হয়

স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া: হার্নিয়ায় আটকে যাওয়া অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে, যা বিপজ্জনক

আন্ত্রিক প্রতিবন্ধকতা (bowel obstruction): খাদ্য চলাচল ব্যাহত হতে পারে

নাম: মেহেদী হাসানবয়স: ৩৫ বছরপেশা: একটি প্রাইভেট অফিসের ম্যানেজারতিনি মাঝেমধ্যে পিঠে ব্যথা অনুভব করতেন। অফিসের দীর্ঘ সময় ...
25/05/2025

নাম: মেহেদী হাসান
বয়স: ৩৫ বছর
পেশা: একটি প্রাইভেট অফিসের ম্যানেজার

তিনি মাঝেমধ্যে পিঠে ব্যথা অনুভব করতেন। অফিসের দীর্ঘ সময় বসে কাজ, চাপ, ঘুমের অনিয়ম—সব মিলিয়ে ব্যথাটা মাঝে মাঝেই বাড়তো।

একদিন এক বন্ধুর পরামর্শে তিনি ওষুধের দোকানে গিয়ে Prednisolone 10 mg ( ব্র্যান্ড নেইম- Cortan, Deltason ) কিনে আনলেন। বন্ধু বলেছিল, "এই ওষুধ একটা খেয়েই আরাম পাবি, ইনফ্ল্যামেশন কমায় ওষুধটি।"

প্রথমদিনই ব্যথা অনেকটা কমে গেল। মেহেদী সাহেব ভাবলেন, “ওয়াও! জাদুর মতো কাজ করেছে।” এরপর থেকে যখনই ব্যথা হতো, তিনি নিজেই ওষুধ খেয়ে নিতেন। ধীরে ধীরে ডোজ বাড়িয়ে ফেললেন, কখনো সকালে, কখনো রাতে—চিকিৎসকের পরামর্শ ছাড়াই!

দুই মাস পর তার শরীর ফুলে যেতে লাগল, ওজন বেড়ে গেল, মুখটা গোল হয়ে গেল—“মুন ফেস”। ঘনঘন গ্যাস্ট্রিক এসিডিটি, উচ্চ রক্তচাপ, রক্তে শর্করা বেড়ে গেল। অবশেষে হাসপাতালে ভর্তি হলেন।

চিকিৎসক বললেন, “আপনি দীর্ঘদিন স্টেরয়েড সেবন করছেন, ফলে শরীরের স্বাভাবিক হরমোন ব্যালেন্স নষ্ট হয়েছে।”

মেহেদী বিস্ময়ে বললেন, “আমি তো শুধু ব্যথার জন্য নিচ্ছিলাম, এত ক্ষতি হবে জানতাম না!”

✅ Stroid Medicine
যা শরীরে ইনফ্ল্যামেশন ও ইমিউন রেসপন্স কমায়। এসব ওষুধ কেবলমাত্র নির্দিষ্ট রোগে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হয়।
অনেক সময় ডাক্তার হয়তো ৪-৫ দিন লিখেছে। রোগী তা ২-৩ মাস কন্টিনিউ করছে। যখন মন চাচ্ছে খাচ্ছে।

⭕ কমন সাইড ইফেক্টস (Corticosteroids)
১. Moon Face এবং ওজন বৃদ্ধি
২. হাই ব্লাড প্রেশার
৩. Hyperglycemia এবং ডায়াবেটিস
৪. হাড় দুর্বল হওয়া (Osteoporosis)
৫. ইমিউন সিস্টেম দুর্বল হওয়া – সংক্রমণের ঝুঁকি বাড়ানো
৬. Mood Changes
৭. Peptic Ulcer (পেটের আলসার)
৮. ঘুমের সমস্যা (Insomnia)
৯. স্টেরয়েড ডিপেনডেন্সি ও হঠাৎ বন্ধ করলে সমস্যা
১০. Adrenal Suppression

📌 বাংলাদেশে প্রচলিত কিছু স্টেরয়েড ওষুধের নাম
১. Prednisolone (প্রেডনিসোলোন)
২. Dexamethasone (ডেক্সামেথাসোন)
৩. Hydrocortisone (হাইড্রোকোর্টিসোন)
৪. Methylprednisolone (মেথাইলপ্রেডনিসোলোন)
৫. Betamethasone (বেটামেথাসোন)
৬. Deflazacort (ডেফ্লাজাকোর্ট)

Clear Concept

📌 Topic: স্যালাইনের ঘন্টা, ড্রপ, মাইক্রোড্রপ সহজে বের করা সূত্র সমূহ 👇 (খুবই গুরুত্বপূর্ণ, Timeline এ রেখে দিন)1. ঘন্টা ...
17/05/2025

📌 Topic: স্যালাইনের ঘন্টা, ড্রপ, মাইক্রোড্রপ সহজে বের করা সূত্র সমূহ 👇 (খুবই গুরুত্বপূর্ণ, Timeline এ রেখে দিন)

1. ঘন্টা বের করার সূত্র :

✅ Hours = Totall volume ÷ Drops x 4

For Example :
▪️1000 ml স্যালাইন 30 Drops করে দিলে শেষ হতে কত সময় লাগবে ?

👉 সূত্র: Totall Volume ÷ Drops × 4

= 1000ml ÷ 30×4
= 1000ml ÷ 120
= 8 hours

✔️ নোট: উপরে 1000ml হলো Totall Volume, 30 Drops যা প্রশ্নে দেয়া আছে। আর 4 হলো সূত্রের।

2. ড্রপ বের করার সূত্র:

✅ Drops = Totall volume ÷ Hours × 4

For Example:
▪️1000ml স্যালাইন 8 ঘন্টায় শেষ করতে কত ড্রপে দিতে হবে ?

👉 সূত্র: Totall Volume ÷ Hours × 4

= 1000 ml ÷ 8×4
= 1000 ml ÷ 32
= 30 Drops

✔️ নোট: উপরে 1000ml হলো Totall Volume, 8 ঘন্টা যা প্রশ্নে দেয়া আছে। আর 4 হলো সূত্রের।

3. Microdrops বের করার সূত্র হলো ড্রপ বের করে সাথে 4 দিয়ে গুন করা।

✅ Special Note:
▪️এখানে সূত্রের 4 তখনই হবে, যখন Drop factor 15 হবে 😊
▪️Drop factor মানে 15 drop = 1 ml
▪️প্রশ্নে Drop factor 20 উল্লেখ করলে সূত্রে 4 এর জায়গায় (60 ÷ 20) = 3 হবে 😊

#বিপিএসসি_নার্সিং_ভাইবা

🔴 কোন স্টেশনে নামলে, কোথায় কোথায় যেতে পারবেন...★১)  #উত্তরা_উত্তর (Uttara North): দিয়াবাড়ি, খালপাড়, রূপায়ণ সিটি, উত্...
10/05/2025

🔴 কোন স্টেশনে নামলে, কোথায় কোথায় যেতে পারবেন...
★১) #উত্তরা_উত্তর (Uttara North): দিয়াবাড়ি, খালপাড়, রূপায়ণ সিটি, উত্তরা পশ্চিম থানা, জমজম টাওয়ার, সেক্টর-৭, ১০, ১২, ১৪,১৫,১৬, কামারপাড়া, সুইচগেইট, রানাভোলা, হাউজবিল্ডিং, রাজলক্ষী, জসীমউদ্দীন, এয়ারপোর্ট, টঙ্গী, কলেজ গেইট, টঙ্গী হয়ে বোর্ড বাজার, গাজীপুর, জয়দেবপুর। উত্তরা উত্তর থেকে মতিঝিলের ভাড়া ১০০ টাকা।

★২) #উত্তরা_সেন্টার (Uttara Center): সেক্টর ১৮, রাজউক উত্তরা মডেল টাউন, বউ বাজার, পঞ্চবটি, বোটক্লাব, বীরুলিয়া ব্রীজ, বীরুলিয়া ব্রীজ থেকে সাভার, আশুলিয়া। উত্তরা উত্তর থেকে সর্বনিম্ন ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।

★৩) #উত্তরা_দক্ষিণ (Uttara South): ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি, বিজিএমইএ ভবন, বৃন্দাবন বাজার, এয়ারপোর্ট, । উত্তরা উত্তর থেকে ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।

★৪) #পল্লবী (Pallabi): মিরপুর ১২, মিরপুর ডিওএইচএস, মিরপুর সেনানিবাস, ইষ্টার্ন হাউজিং, আফতাব নগর হাউজিং, বিইউপি, কালসী মোড়,মুসলিম বাজার, ইসিবি চত্বর, রুপনগর, আবাসিক, দুয়ারিপাড়া, আরিফাবাদ।

উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা।

মতিঝিল থেকে: ৮০ টাকা।

★৫) #মিরপুর ১১ (Mirpur 11): পূরবী সিনেমা হল, কালসী মোড়, আধুনিক,ইসিবি চত্বর, মিরপুর ১১, মিল্কভিটা, চলন্তিকা মোড়, শিয়াল বাড়ি, প্রশিকা, মিরপুর-১, ৬, ৭, চিড়িয়াখানা।

উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা।

মতিঝিল থেকে: ৭০ টাকা।

★৬) #মিরপুর_১০ (Mirpur- 10): মিরপুর গোল চক্কর, সেনপাড়া, মিরপুর-১,২,BRTA, হোপ মার্কেট,শাহ আলী মার্কেট, চিড়িয়াখানা , হার্ট ফাউন্ডেশন, পাকা মসজিদ, টেকনিক্যাল, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী, আমীনবাজার, সাভার, মিরপুর-১৩, ১৪, পুলিশ ব্যাটালিয়ন, ভাষাণটেক, কচুক্ষেত, বনানী, বনানী থেকে উত্তরা বা মহাখালী অভিমূখের যেকোনো জায়গা। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।

★৭) #কাজীপাড়া (Kazipara): কাজীপাড়া, বেগম রোকেয়া সরণী, ইটাখোলা বাজার, পূর্ব মনিপুর, বৌবাজার, সাততারা মসজিদ রোড এবং এর আশেপাশে। উত্তরা দিয়া বাড়ি থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।

★৮) #শেওড়াপাড়া (Shewrapara): শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, তালতলা, এবং এর আশেপাশে। ভাড়া: ৫০ টাকা। উত্তরা উত্তর থেকে মতিঝিল থেকে: ৫০ টাকা।

★৯) #আগারগাঁও (Agergaon) : আগারগাঁও পাসপোর্ট অফিস, বিসিএস কম্পিউটার সিটি, চক্ষু হাসপাতাল, নিউরোসায়েন্স হাসপাতাল, শ্যামলী, জাপান গার্ডেন সিটি, টেকনিক্যাল , গাবতলী, শিশু হাসপাতাল, শিশু মেলা, তালতলা এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৫০ টাকা।

★(১০) #বিজয়_সরণী (Bijoy Sarani): বিজয় সরণী, জাতীয় সংসদ,নব থিয়েটার, ঢাকা ক্যান্টনমেন্ট, শাহীন স্কুল ও কলেজ, তেজগাঁও এয়ার পোর্ট, শাহীন বাগ, নাখালপাড়া এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৪০ টাকা।

★(১১) #ফার্মগেট (Farmgate) : ফার্মগেট, আসাদগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি -২৭, ২৮, লালমাটিয়া, তেজগাঁও কলেজ, বিজ্ঞান কলেজ, হলিক্রস কলেজ এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া: ৭০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।

★(১২) #কাওরান_বাজার ( Kawran Bazar) : কাওরান বাজার, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বসুন্ধরা সিটি, পান্থপথ, স্কয়ার হাসপাতাল, বিআরবি হাসপাতাল, ধানমন্ডি -৩২, কলাবাগান এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।

★(১৩) #শাহবাগ (Shahbagh) : শাহবাগ জাদুঘর, পিজি হাসপাতাল, বারডেম হাসপাতাল, রমনা পার্ক, সাইন্স ল্যাব, সিটি কলেজ, ঢাকা কলেজ, ল্যাবএইড হাসপাতাল এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।

★(১৪) #ঢাকা_বিশ্ববিদ্যালয় (Dhaka University) : ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, ঢাকা মেডিকেল, বুয়েট, শহিদ মিনার, শিশু একাডেমী, আজিমপুর, ইডেন কলেজ, ঢাকা কলেজ, নিউ মার্কেট, চক বাজার। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।

★(১৫) #বাংলাদেশ_সচিবালয় ( Bangladesh Secretariat) : সচিবালয়, প্রেস ক্লাব, সেগুনবাগিচা, শান্তিনগর, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, পল্টন, বিজয়নগর, মিন্টু রোড, বেইলী রোড, ভিকারুননিসা স্কুল, গুলিস্তান, বায়তুল মোকাররম এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া : ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।

★(১৬) #মতিঝিল ( Motijheel) : মতিঝিল, দিলকুশা, কমলাপুর , বঙ্গভবন , বাংলাদেশ ব্যাংক, নটরডেম কলেজ, আরামবাগ, ফকিরাপুল এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ১০০/- টাকা।

বিঃদ্রঃ ২০০ টাকা বিনিময়ে কার্ড করলে, যাতায়াতে সবসময় ১০% ডিসকাউন্ট পাওয়া যায়।

উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন: সকাল ৭:১০ মিঃ এবং সর্ব শেষ ট্রেন: রাত ৯:০০ ঘটিকায়।

মতিঝিল থেকে প্রথম ট্রেন: সকাল ৭:৩০ মিঃ এবং সর্ব শেষ ট্রেন: রাত ৯:৪০ মিঃ।

প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে: ৩:৩০ মিঃ শুরু হয়ে সর্ব শেষ ট্রেন ৯:০০ মিঃ।

এবং মতিঝিল থেকে বিকাল ৩:৫০ মিঃ শুরু হয়ে সর্ব শেষ ট্রেন ৯:৪০ মিঃ।

প্রতি ৮/১০ মিনিট পরপর উত্তরা ও মতিঝিল থেকে মেট্রো রেল ছাড়ে।

Bangladesh Metro Railway Information.!! 🏵️

✅ গর্ভাবস্থায় ফলিক এসিড (Folison 5mg ৫ টাকা পাতা) খেতে অবহেলা করছেন? বমি পায় বলে, অলসতার কারনে ফলিক এসিড ট্যাবলেট খেতে অ...
10/05/2025

✅ গর্ভাবস্থায় ফলিক এসিড (Folison 5mg ৫ টাকা পাতা) খেতে অবহেলা করছেন? বমি পায় বলে, অলসতার কারনে ফলিক এসিড ট্যাবলেট খেতে অবহেলা করছেন? নিজের অনাগত শিশুকে নিজেই বিপ'দে ফেলতে চলেছেন!!

আর অনেক পরিবার তো গর্ভবতী মা কে ডাক্তারের কাছেই নিয়ে যেতে চান না।পুষ্টিকর খাবারের বদলে পারলে আরও খাবার কমিয়ে দেন।
বিশেষ করে শুরুর দিনগুলোতে, যখন গর্ভের শিশুর মস্তিষ্ক, মাথার হাড় ও মেরুদণ্ড গঠিত হয়। গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে ফলিকঅ্যাসিড গ্রহণ না করলে গর্ভের শিশুর মাথা এবং মেরুদণ্ডের পূর্ণ বিকাশ বাধাপ্রাপ্ত হয়। শিশু জন্মগতভাবে আক্রান্ত হয় 'নিউরাল টিউব ডিফেক্ট' নামক স্নায়বিক রোগে।

✅ প্রতিরোধ:

● যেহেতু এসব রোগের চিকিৎসা ব্যয়বহুল ও জটিল, তাই প্রতিরোধই উত্তম। উন্নত দেশগুলো, এমনকি আফ্রিকা ও আফগানিস্তানের মতো দেশ খাদ্যে ফলিক অ্যাসিড যোগ করে এ রোগের হার ৭০–এ কমিয়ে এনেছে। অন্তঃসত্ত্বা নারীর ফলিক অ্যাসিডযুক্ত খাবার গ্রহণ স্পাইনা বিফিডাসহ অন্যান্য জন্মগত ত্রুটি, যেমন তালুকাটা, ঠোঁটকা'টা,মুগুর পা, হার্টে ছিদ্রও প্রতিরোধ করা সম্ভব।
● গর্ভধারণের আগে থেকেই এবং গর্ভধারনের শুরু থেকে মাকে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট ট্যাবলেট দিতে হবে ও দৈনন্দিন খাবারে ফলিক অ্যাসিড যুক্ত করতে হবে বা ফর্টিফায়েড করতে হবে।
● প্রতিরোধের উপায়টি বেশ সহজ। তেমন খরচ নেই, কিন্তু অভাব সদিচ্ছা ও সচেতনতার। এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে হবে। মস্তিষ্ক ও মেরুদণ্ডের এ জটিল রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে প্রতিবছর ২৫ অক্টোবর বিশ্ব জলমাথা ও স্পাইনা বিফিডা দিবস পালিত হয়

✅ চিকিৎসা:

শিশুর জলমাথা (Hydrocephalus) ও মেরুদণ্ডের রোগের চিকিৎসা বেশ ব্যয়বহুল। জলমাথার একমাত্র চিকিৎসা অস্ত্রোপচার। সান্ট অপারেশন বা ইটিভি, যে অস্ত্রোপচারই করা হোক, জীবনের যেকোনো পর্যায়ে তা অকার্যকর হয়ে পড়তে পারে। শিশুটির জীবনে একাধিকবার অস্ত্রোপচার করা লাগতে পারে। আবার যথাসময়ে চিকিৎসা না করা হলে শিশুটি শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধিতার সম্মুখীন হবে।
স্পাইনা বিফিডা আরও ভয়াবহ জন্মরোগ। চিকিৎসার পরও অনেকে আজীবন হুইলচেয়ারে জীবন কা'টাতে বাধ্য হন।

কখনো কি খেয়াল করেছেন সদ্য নবজাতকের গায়ে সাদা বর্নের কি এগুলো? "ভারনিক্স" নামক শব্দটির সঙ্গে আমরা কতটা পরিচিত!!? বাচ্চা জ...
10/05/2025

কখনো কি খেয়াল করেছেন সদ্য নবজাতকের গায়ে সাদা বর্নের কি এগুলো?
"ভারনিক্স" নামক শব্দটির সঙ্গে আমরা কতটা পরিচিত!!?

বাচ্চা জন্ম নেওয়ার পরে প্রায় সকল বাচ্চার শরীরে যে সাদা ময়লার মত পদার্থ দেখা যায় সেটাকে "ভারনিক্স "বলে। "ভারনিক্স " নামের পদার্থটি প্রায় সকল বাচ্চার শরীরেই দেখা যায়। কোন কোন বাচ্চা শরীরে এত ভারনিক্স নিয়ে জন্মগ্রহণ করে আবার কোন কোন বাচ্চা একেবারে পরিষ্কার থাকে।

এই ভারনিক্স টা সম্পর্কে অনেকে অবগত নয়, বাচ্চাকে মুছে যখন অভিভাবকদের কাছে দেওয়া হয় তখন শরীরে ভারনিক্স থাকলে তারা ভাবেন বাচ্চাকে ক্লিয়ারলি ক্লিন করা হয়নি বা নিজেরাই মুছতে বসে যান।

সৃষ্টির সবকিছুর পিছনেই গভীর রহস্য লুকায়িত আছে, তাঁর অসীম জ্ঞান বুঝার ক্ষমতা আমাদের কারোরি নেই!

সদ্যজাত শিশুর শরীরে ভারনিক্স নামের এক ধরণের তেল জাতীয় পদার্থ থাকে যা মায়ের গর্ভে থাকাকালীন তরল পদার্থ থেকে শিশুর ত্বককে রক্ষা করে। এটি অ্যান্টিবডির মত শিশুর রোগ প্রতিরোধে সাহায্য করে।

জন্মের পর পরই শিশুকে পরিষ্কার বা মোছার সময় খেয়াল রাখতে হবে যেন ভারনিক্স ওঠে না যায়। (WHO) এর মতে শিশুর শরীরে ভারনিক্স কমপক্ষে ৬ ঘন্টা রাখা এবং সবচেয়ে ভালো হয় ২৪ ঘন্টা রাখলে। ゚

09/05/2025

PLID রোগীদের সম্পর্কে ভয়ানক কিছু তথ্য।

শতকরা ১০০ জনের মধ্যে ১০ জন PLID রোগী চিকিৎসাই করে না, শুধুমাত্র ভয়ে!

১. আমার অপারেশন হলে লাইক শেষ
২. অনেক টাকা পয়সার ব্যাপার
৩. আমি আগের মতো স্বাভাবিক কাজ কর্ম করতে পারবো না।
৪. আমি হয়তো আগের মত দাম্পত্য জীবনে ফিরে যেতে পাবনা।
৫. আমি হয়তো সন্তানও নিতে পারবো না

এই সকল ভুল ভ্রান্তি দূর করে আপনার উচিত একজন সঠিক ডাক্তারের পরামর্শ নেয়া। একজন PLID রোগীর যে শুধু অপারেশনে লাগে বিষয়টা এমন নয়।
অপারেশন ছাড়াও অনেক PLID রোগী আলহামদুলিল্লাহ সুস্থ হতে পারেন। শুধুমাত্র ব্যায়ামের মাধ্যমে এবং লাইফস্টাইল কারেকশনের মাধ্যমে।

তাই এখন থেকে আপনার উচিত আপনার শরীরের সঠিক চিকিৎসা নেয়া।
এ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে ভিডিওতে।

অগ্রীম সিরিয়াল নিতে যোগাযোগ করুনঃ
09613-668866, 01701313001, 01701313002

ডা. মো. শাহ্‌ আলম
MBBS, D.Ortho (BSMMU)
Bangabandhu Sheikh Mujib Medical University
অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ও স্পাইন সার্জন
লাইফ মেম্বার, বাংলাদেশ অর্থোপেডিক্স সোসাইটি
ফাউন্ডার অফ 'ইয়োগা উইথ ডক্টর'
====================
চেম্বার:
লাইফ লাইন মেডিকেল সার্ভিসেস লি.
ওয়ারলেস গেট, মহাখালী, ঢাকা, বাংলাদেশ

30/01/2025

- আল্লাহ ছাড়া কাউকে আপন মনে করবেন না.🙂💝

17/05/2024

🌸....!!

15/11/2023

পরিবারের দায়িত্ব❤️

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
31/10/2023

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

Address

Khustia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Suraiya Medical Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Suraiya Medical Point:

Share