
03/05/2025
মগডালে ঝুলে আছে পাকা পাকা আম।
রবি কয় ছবি ববি তোরা একটু থাম+***
ঐ ডালে ছুড়ে দিলে কয়েকটা ঢিল,,,, আমগুলো পড়ে যাবে।
আয় না রে জিল চারজনে একাধারে ঢিল ছুড়ে যায়।
আমগুলো একে একে ঝরে পড়ে যায়।
আমগুলো হাতে নিয়ে
যেই মুখে নেয়
দারোয়ান ছুটে এসে
খুব বকে দেয়।
দারোয়ান রেগে বলে
ছাড়ব না আজ
আম খাওয়া চুরি করে
নয় ভালো কাজ।
থাকিতে পারি না আর
তোদের জ্বালায়
এই শুনে ওরা সবে
দৌড়ে পালায়।