দৈনিক অনুসন্ধান প্রতিদিন

দৈনিক অনুসন্ধান প্রতিদিন অনুকরণ নয় অনুসন্ধান করি
(1)

কুষ্টিয়ার মিরপুর পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা মো. আরিফুর রহমানকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির...
05/10/2025

কুষ্টিয়ার মিরপুর পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা মো. আরিফুর রহমানকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

বুধবার (১ অক্টোবর) বিকালে আদালতের রায়ে নির্বাচিত মেয়র আরিফুর রহমান বলেন, আমি ২০২১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোবাইল প্রতীকে নির্বাচন করি। কিন্তু তৎকালীন সময় আওয়ামী লীগের প্রার্থী হাজী এনামুল হক অন্যায়ভাবে আমার বিজয় ছিনিয়ে নেয়। সেই সময়ে আমাকে এবং আমার স্বজনদের ওপর হামলা চালানো হয়। এছাড়াও পৌর এলাকার ৮নং ভোট কেন্দ্রে শতভাগ ভোট পোল দেখানো হয়। এর পরিপ্রেক্ষিতে আমি নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করলে দীর্ঘদিন পর আদালত আমার পক্ষে রায় দেন। আদালতের এ রায় আটকাতেও নানাভাবে ষড়যন্ত্র করা হয়েছে; কিন্তু আদালত ন্যায্য বিচার করেছেন।

আরিফ বলেন, ইতোমধ্যে আদালতের রায়কে সম্মান জানিয়ে নির্বাচন কমিশন একটি গেজেট প্রকাশ করে খুলনা বিভাগীয় কমিশনারকে শপথ পড়ানোর নির্দেশ দিয়েছেন। আমি প্রত্যাশা করি অবিলম্বে আমাকে শপথ গ্রহণ করিয়ে মিরপুর পৌরসভার জনমানুষের সেবা করার সুযোগ করে দেবেন।
গত ১০ সেপ্টেম্বর উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত গেজেটটি প্রকাশ করা হয়।

গেজেটে উল্লেখ করা হয়, নির্বাচনি ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ, ১ম আদালত, কুষ্টিয়ায় দায়ের নির্বাচনি মামলা চলতি বছরের ২৭ এপ্রিল আদেশ অনুযায়ী মিরপুর পৌরসভার মেয়র পদে নির্বাচনে নির্বাচিত প্রার্থী মোহা. এনামুল হকের নাম বাতিলপূর্বক তদস্থলে ‘মোবাইল ফোন’ প্রতীকে প্রতিদ্বন্দ্বীতাকারী মো. আরিফুর রহমানকে নির্বাচিত ঘোষণা করা হলো। তার দাখিলকৃত মনোনয়নপত্র অনুসারে নির্বাচন কমিশন এতদ্বারা গত ২০২১ সালের ২৫ জানুয়ারি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যার ১৪৭৩নং পৃষ্ঠায় প্রকাশিত ১নং কলামের বিপরীতে ২নং কলামে বর্ণিত মোহা. এনামুল হকের পরিবর্তে আরিফুর রহমান এবং ৩নং কলামে বর্ণিত বাংলাদেশ আওয়ামী লীগের পরিবর্তে ‘স্বতন্ত্র’ শব্দ ও চিহ্নসমূহ প্রতিস্থাপন করা হলো।
এর আগে চলতি বছরের গত ১২ আগস্ট আপিলে যথাযথ প্রমাণ না পাওয়ায় এবং বাদীপক্ষ উপস্থিত না হওয়ায় নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল এবং কুষ্টিয়ার অতিরিক্ত জেলা জজ (২য় আদালত) মামলাটি খারিজ করে দিয়ে আরিফের পক্ষে রায় দেন। ওই রায়ের আলোকে গেজেট হলে খুলনা বিভাগীয় কমিশনার আরিফুর রহমানকে শপথ নেওয়ার জন্য একটি পত্র প্রদান করেন।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ২৭ এপ্রিল আরিফুর রহমানকে মেয়র ঘোষণা করে রায় দেন কুষ্টিয়ার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর যুগ্ম দায়রা জজ মো. আলমগীর হোসাইন। আদালতের রায়ে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০-এর ৫৯(খ) বিধি অনুযায়ী আরিফুর রহমানের পক্ষে রায় দেওয়া হয়েছে।
রায়ে আরও বলা হয়, ২০২১ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. এনামুল হককে মেয়র নির্বাচিত ঘোষণা বাতিল করা হলো। ওই নির্বাচনে মোবাইল প্রতীকের প্রার্থী আরিফুর রহমানকেই যথাযথভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করা হলো। একইসঙ্গে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়কে ১০ দিনের মধ্যে আরিফুর রহমানকে মিরপুর পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়। আদালতের রায়ে মিরপুর পৌরসভায় নির্বাচিত মেয়র আরিফুর রহমানের গেজেট প্রকাশ আটকাতে উপজেলা নির্বাচন কর্মকর্তার ও মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরপুর পৌরসভার প্রশাসক মো. নাজমুল ইসলাম তৎপর হয়ে ওঠেন।
সেই সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাঈফ আহমেদ নাসিমের একটি অডিও রেকর্ড ফাঁস হয়। পরবর্তীতে তাকে বদলি করে নির্বাচন কমিশন সচিবালয়ে সংযুক্ত করে ইসি। নির্বাচন কর্মকর্তা বদলি হলেও আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরপুর পৌরসভার প্রশাসক মো. নাজমুল ইসলাম।

দৈনিক অনুসন্ধান প্রতিদিন

কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ডাকসু ভিপি সাদিক কায়েমকে সম্মাননা স্মারক প্রদান।   দৈনিক অনুসন্ধান প্রতিদিন
05/10/2025

কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে
ডাকসু ভিপি সাদিক কায়েমকে সম্মাননা স্মারক প্রদান।
দৈনিক অনুসন্ধান প্রতিদিন

04/10/2025

চাপাবাজিতে পিএসডি করা..

04/10/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক ঐক্যফ্রন্টের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নির্.....

04/10/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” কর.....

04/10/2025

দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ সংযোগপথ কুষ্টিয়া-ঝিনাইদহ জাতীয় মহাসড়ক এখন পরিণত হয়েছে ভাঙাচোরা ও ঝুঁকি...

04/10/2025

জাতীয় মাছ ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে মাঠে নেমেছে প্রশাসন। এ অভিযা.....

04/10/2025

মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, ‘এমনিভাবে আমি তোমাদের এক মধ্যপন্থি জাতিরূপে প্রতিষ্ঠিত করেছি’ (সুরা বাকার....

04/10/2025

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শেষে অপেক্ষা এখন মূলপর্বের। হাতে এখনও ৯ মাস বাকি। এরইমধ্যে দাপটের সঙ্গে খেলে ব....

04/10/2025

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম শনিবার (০৪ অক্টোবর)। সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালি...

04/10/2025

জামায়াত-শিবিরের অন্য দলে নিজেদের কর্মী যুক্ত করার নীতির কারণে গণঅধিকার পরিষদ ও এনসিপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হ....

Address

নিউ মার্কেট বাজার (বঙ্গবন্ধু সুপার মার্কেটের পেছনে) ২ তলা, এন. এস. রোড কুষ্টিয়া।
Kushtia
7000

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক অনুসন্ধান প্রতিদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক অনুসন্ধান প্রতিদিন:

Share

Category