ShowRov Vai

ShowRov Vai You can cover the truth but you can't kill it

মেয়েদের সাথে চ্যাট করার সময় সে বিষয়গুলো মাথায় রাখবেন১.আইডিতে এড হবার সাথে সাথেই টেক্সট করবেন না মিনিমাম একমাস আইডি ফলো ক...
10/05/2025

মেয়েদের সাথে চ্যাট করার সময় সে বিষয়গুলো মাথায় রাখবেন

১.আইডিতে এড হবার সাথে সাথেই টেক্সট করবেন না মিনিমাম একমাস আইডি ফলো করবেন পোস্টে রিএ্যাক্ট কমেন্ট করবেন যখন মোটামুটি একটা ফেইসভ্যালু ক্রিয়েট হবে একদিন কোন পোস্টের সূত্র ধরে নক দিবেন৷

২.মেসেজ করেই ইন্টারভিউ নিতে যাবেন না,শুরুর দিকে যতোটা সম্ভব ফানি কনভারসেশন চালিয়ে যাবেন, মোটামুটি একটা সম্পর্ক হয়ে যাবার পরে আস্তে আস্তে ব্যাক্তিগত ব্যাপারে জানার চেষ্টা করবেন

৩.হাই হ্যালো কি করেন,খাইছেন কিনা ঘুমাইছেন কিনা ইত্যাদি ফালতু টাইপ কথা কম বলবেন এতে মেয়েরা বিরক্তবোধ হয়,কথা বলাও বন্ধ করে দিতে পারে

৪.কোন মেয়ে যদি সদ্য ব্রেকাপ করে থাকে তাহলে তাকে ভাল করে স্বান্তনা দিন কারন ব্রেকাপের পরে যে ছেলে ভাল স্বান্তনা দিতে পারে তার সাথেই পরে অই মেয়ের প্রেম হয়..

৫.কোন মেয়ে প্রেম করেন কিনা জিঙ্গেস করলে কখনো না বলবেন না,সবসময়ই বলবেন একজনকে ভালবাসতেন বাট সে অন্য কোন প্রতিষ্ঠিত ছেলে পেয়ে আপনাকে ছেড়ে চলে গেছে,এতে করে মেয়েটা আপনার প্রতি সহানুভূতিশীল হবে..

৬.কোন মেয়েকে যখন প্রপোজ করা হয় তখন সে উল্টো প্রশ্ন করে তাকে কেনো আপনার ভাললাগে?যারা এই প্রশ্নের যতো সুন্দর করে গুছিয়ে উত্তর দিতে পারে তার প্রেম হয় নতুবা হয়না..

৭.মেয়েদের যতো পারেন প্রসংসা করবেন,মানুষ মাত্রই প্রসংসা শুনতে চায়,একটা কালো মেয়েকেও সুন্দর বললে সে মনে মনে খুশি হই..ছবি দেখলে রুপের প্রসংসা করেন আর ছবি না দেখলে মন-মানসিকতার প্রসংসা করুন..

৮.কোন বিষয়ে ভুলেও কোন মেয়ের সাথে তর্ক জড়াবেন না,সহমত ভাই হয়ে সবকিছুতেই মেয়েটাই সঠিক এমন ভাব নিয়ে চলতে হবে..একবার পটে গেলে তখন সহমত ভাই দ্বিমত ভাইও হয়ে যেতে পারবেন

৯.ভুলেও কোন মেয়ের সাথে অন্য মেয়ের প্রসংসা করতে যাবেন না কারন মেয়েরা নিজের কাছে অন্য মেয়ের প্রশংসা শুনতে পছন্দ করেনা,মেয়ের বান্ধবী বা কাজিন নিয়ে টু শব্দও করবেন না

১০.বাংলায় মেসেজ টাইপ করবেন,যদি পারেন কবি সাহ্যিতিকদের মতো একটু গুছিয়ে সুন্দর করে কথা বলার চেষ্টা করবেন কারন মেয়েরা ছেলেদের রূপ সৌন্দর্যের চেয়েও কথার প্রেমে বেশী পড়ে

থাক ধন্যবাদ দিতে হবে না 😁

02/05/2025

আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম 🌧️❤️

01/05/2025

আপনি চাকরি করেন আপনার মাইনা দেয় ওই গরীব শ্রমিক, ওদের সম্মান দিয়ে কথা বলুন...
--বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 🇧🇩

ফড়িং 😊 ছোটো বেলায় এটার পিছনে অনেক দৌড়াইছি 🖤
29/04/2025

ফড়িং 😊
ছোটো বেলায় এটার পিছনে অনেক দৌড়াইছি 🖤

ছোটো বেলার স্মৃতি🖤 টাকা ছাড়াও আলু ভুট্টা দিয়ে নিয়েছি😁কে কে খেয়েছেন এটা!!
29/04/2025

ছোটো বেলার স্মৃতি🖤 টাকা ছাড়াও আলু ভুট্টা দিয়ে নিয়েছি😁
কে কে খেয়েছেন এটা!!

28/04/2025

এ কেমন জীবন 😒

08/03/2025

কিরে ভয় পাচ্ছিস??😃🐅
আমাদের ফুটবলের বাঘেরা 🐅🇧🇩

#ফুটবল #হমজা #বাংলাদেশ #বাংলাদেশ_ফুটবলটিম

"মা আমি তোমাকে ভালোবাসি" এমন মধুর মধুর ভাষা বলতে পারছি যাদের জীবনের বিনিময়ে ২১শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাত...
21/02/2025

"মা আমি তোমাকে ভালোবাসি" এমন মধুর মধুর ভাষা বলতে পারছি যাদের জীবনের বিনিময়ে ২১শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি রইলো
গভীর শ্রদ্ধাঞ্জলি ও দোয়া🖤❤️
আল্লাহ সকল ৫২ ও ৭১ এর শহীদদের জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন আমীন।

02/02/2025

এতো লোভ নাই আল্লাহ মাত্র ৪টা দিলেই হবে গো আল্লাহ 🥺 🙆🏻‍♂️

21/01/2025

ভাই দয়া করে দরজাটা খুলবেন একটু 🥺

12/08/2024

আয়না ঘর বনাম আবেগ।

পৃথিবীর সব গুপ্ত চর বাহিনীতে ডিটেনশন সেন্টার আছে। ডিটেনশন সেন্টারে রাষ্ট্র বিরোধী মানুষকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। অত্যাচারও করা হয়। তবে সেটা কখনোই সাধারণ মানুষকে করা হয় না। যাদের আটক রাখা হয়েছিল তারা সাধরণ মানুষ নয়। রাষ্ট্রদ্রোহী কিনা সেটা নির্ভর করে কে কোন এঙ্গেলে বিষটি দেখছি। রাজাকারের কাছে আটককৃতরা রাষ্ট্রদ্রোহী নয় কিন্তু মুক্তিযোদ্ধাদের কাছে অবশ্যই রাষ্ট্রদ্রোহী।
জুলিয়ান অস্যান্স সারা দুনিয়ার কাছে হিরো, কিন্তু আমেরিকা আর ব্রিটেনের কাছে হুমকি। তাই তাকে বন্দি করেই রাখা হয়েছিলো।

ইউনুস সাহেবকেও একটা আয়না ঘর রাখতে হবে।
দেশ আপনাদের মত সরল রেখায় চলে না।

Agian. গত কয়েক দিনে আমার আমাদের যেই চরিত্র দেখেছি, তাতে আমার মনে হয় আয়না ঘরের পরিমান আরো বেশি হবার কথা ছিলো। কারণ স্যাভেজ বাঙালি সুযোগ পেলে কি করতে পারে সেটার নমুনা গত কয়েকদিনে টের পেয়েছি।
সরকার কোন রকম ঝামেলাকারীকে রাখবে না সেটা সব সময় সঠিক তা বলছি না, তবে এটা বুঝতে বিজ্ঞানী হতে হয় না।

এক দেশের গোয়েন্দা যখন অন্য দেশে ধরা পড়ে, তখন পাঠানো দেশ তাকেও অস্বীকার করে। এটা আমাদের কাছে নির্মম কিন্ত রাষ্ট্রের কাছে এটাই কনফ্লিট এড়ানোর একমাত্র উপায়।

তাই ইউনুস সাহেবেরও হয়তো আয়না ঘর অথবা হাওয়াভবন থাকবে না তবে গেস্ট হাউস থাকবে এটা নিশ্চিত বলতে পারি।
আবেগ দিয়ে দেশ চলেনা।

অফটপিকএই ব্যাপার গুলা আমার একদম জানা নেই। কাজেই এটা কতোটুকু সত্যি কারো জানা থাকলে বলবেন।হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রীর মে...
12/08/2024

অফটপিক
এই ব্যাপার গুলা আমার একদম জানা নেই। কাজেই এটা কতোটুকু সত্যি কারো জানা থাকলে বলবেন।

হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রীর মেজো মেয়ে শীলা আসিফ নজরুলের ৩য় বউ এবং আসিফ নজরুল শীলার ২য় স্বামী!

এরপরেও আপনারা যারা রোমান্টিসিজম করছেন, পোস্ট দিচ্ছেন আসিফ নজরুলের মতো পুরুষ বিয়ে করা উচিত তাদের জন্য এই পোস্ট!!

আসিফ নজরুলের প্রথম স্ত্রী ছিলো তার ছাত্রী অদিতি!তার বই পড়ে ওই ছাত্রী প্রেমে পড়েছিল। তারপর ছাত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়েন তিনি। অবশ্য বিয়ে করেছিলেন ছাত্রীকে কিন্তু সেই সংসার বেশীদিন টিকেনি।

তারপর ২০০৪ সালো অভিনেত্রী রোকেয়া প্রাচীকে ২য় বিয়ে করেন। সেই ঘরে ১টি কন্যা সন্তান আছে। নাম রিমঝিম। এর মাঝে শীলার সাথে প্রায় ১০-১২ বছর ধরে তার প্রেমের গুঞ্জন শুনা যেত তখন শীলাও বিবাহিত। খুব ধুমধাম করে শীলা তার বন্ধু অপুকে বিয়ে করেছিলো। সেই ঘরে শীলার একটি ৪ বছর ও একটি ২ বছরের কন্যা সন্তান ছিলো।

কিন্তু সব গুন্জনের অবসান ঘটিয়ে আসিফ নজরুল ২০১৩ সালে রোকেয়াকে ডিভোর্স দিয়ে তার চেয়ে ১৮ বছরের ছোট শীলাকে বিয়ে করে। কাজি অফিসের ছবি ভাইরাল হওয়ার পর, সবাইকে বিয়ের খবর জানিয়েছে ২ মাস পর। তখন আর মানুষের বুঝতে বাকি রইলোনা সেই পরকীয়ার গুঞ্জন যে সত্যিই ছিলো।

এই বিয়েতে শীলার পরিবারের কেউ খুশি ছিলোনা, পরকীয়া করে বাবার বয়সী আসিফ নজরুলকে বিয়ে করায়। রোকেয়া প্রাচী এই ধোকা মেনে নিতে না পেরে ভেঙে পড়েছিলেন! আসিফ ও শীলার ঘরে বর্তমানে একটি কন্যা সন্তান আছে!

Address

Kushtia

Telephone

+8801881772296

Website

Alerts

Be the first to know and let us send you an email when ShowRov Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ShowRov Vai:

Share