Affan Nayeem BBS

Affan Nayeem BBS যাই থাক বা না থাক - আলহামদুলিল্লাহ - আফসোস নাই । এই পেইজে পলিটেকনিক নোটিশ শেয়ার করা হয়।
এই পেইজটি পলিটেকনিক স্টুডেন্টের জন্য।

20/08/2025

Big shout out to my newest top fans! আয়েশা সিদ্দিকা, Sul Tan, Ataur Rahman Shakib, Md Yousuf Ali Bappy, Bulbul Rahman, Sohag Chandro Ray, عَزِيزُ الْحَكِيمُ

‎💔 আজকের বাস্তবতা 💔‎‎এখনকার যুগে রক্তের টানের থেকেও টাকার টান বেশি মূল্যবান হয়ে গেছে।‎পরিবার হোক কিংবা বন্ধু-বান্ধব— সম...
19/08/2025

‎💔 আজকের বাস্তবতা 💔

‎এখনকার যুগে রক্তের টানের থেকেও টাকার টান বেশি মূল্যবান হয়ে গেছে।
‎পরিবার হোক কিংবা বন্ধু-বান্ধব— সম্পর্কের মানদণ্ড আজ টাকা।
‎যার কাছে টাকা আছে, তাকে সবাই আপন করে নিচ্ছে।
‎আর যার হাতে টাকা নেই, তার যেন কোনও মূল্যই নেই!

‎মানুষ আজ টাকা দেখে পরিচয় দিচ্ছে, টাকা দেখে সম্পর্ক করছে।
‎ভালোবাসা, আত্মীয়তা, বন্ধুত্ব— সবকিছুই যেন টাকার পাল্লায় ওজন করা হচ্ছে।
‎কিন্তু ভুলে যেও না—
‎টাকা কখনও ভালোবাসা কিনতে পারে না,
‎টাকা কখনও প্রকৃত সম্পর্ক তৈরি করতে পারে না।

‎একদিন টাকা শেষ হয়ে যাবে, কিন্তু তখন যদি চারপাশে আপনজন না থাকে,
‎তাহলে সেই টাকাও কোনো কাজে আসবে না।

‎👉 আসল সম্পর্ক গড়ো হৃদয়ের টানে, টাকার টানে নয়।
‎কারণ প্রকৃত সম্পদ টাকা নয়— প্রকৃত সম্পর্ক আর ভালোবাসা। ❤️

প্রতিনিয়ত আমরা মানুষ ব্যস্ত থাকি শুধু নতুন নতুন ট্রেন্ডিং টপিক আর ভাইরাল বিষয়গুলো নিয়ে। কিন্তু সেই অসহায় মানবতার মান...
18/08/2025

প্রতিনিয়ত আমরা মানুষ ব্যস্ত থাকি শুধু নতুন নতুন ট্রেন্ডিং টপিক আর ভাইরাল বিষয়গুলো নিয়ে। কিন্তু সেই অসহায় মানবতার মানুষগুলোর কথা আমাদের মনে পড়ে কেবল তখনই, যখন তাদের ওপর কোনো বিপদ নেমে আসে—যখন শত শত, হাজার হাজার প্রাণ ঝরে যায়।

‎কষ্টের বিষয় হলো, আমরা তখন শুধু মুখের কথায় সমবেদনা জানাই, কিন্তু বাস্তবে তাদের পাশে দাঁড়াতে খুব কমই এগিয়ে যাই।

‎এটাই আমাদের বাংলাদেশি মুসলমানদের সবচেয়ে বড় দুর্বলতা—আমরা দুঃখে কষ্টে কাঁদি, পোস্ট দেই, শেয়ার করি, কিন্তু বাস্তব সহায়তায় পিছিয়ে পড়ি। অথচ ইসলাম তো আমাদের শিখিয়েছে শুধু কথা নয়, কাজে প্রমাণ করার জন্য।

আজ তুমি যতই অন্যের উপর জুলুম করো, যতই জোরে চিৎকার করো আর মিথ্যা জনপ্রিয়তার পিছনে দৌড়াও না কেন—মনে রেখো, খুব শিগগিরই সে...
17/08/2025

আজ তুমি যতই অন্যের উপর জুলুম করো, যতই জোরে চিৎকার করো আর মিথ্যা জনপ্রিয়তার পিছনে দৌড়াও না কেন—মনে রেখো, খুব শিগগিরই সেই মুখকে সাদা কাফনের আড়ালে ঢেকে দেওয়া হবে। তখন আর চিৎকার করার সুযোগ থাকবে না, আর মানুষ তোমার প্রশংসা নয়, শুধু কান্না শুনাবে। কবরের অন্ধকারে নামার পর কেউ তোমার ক্ষমতা, টাকাপয়সা বা বড়াই মনে রাখবে না—শুধু তোমার জুলুম আর অন্যায়গুলোই আগুন হয়ে সামনে দাঁড়াবে। তাই সাবধান হও! মৃত্যুর পর কাফনের নীরবতা তোমার জোরালো কণ্ঠকে চিরতরে থামিয়ে দেবে।

একটু ভেবে দেখিও--‎‎1. "যখন তুমি কোনো মেয়ের দিকে খারাপ উদ্দেশ্যে হাত বাড়াও, তখন মনে রেখো, পৃথিবীর কোথাও না কোথাও হয়তো ...
17/08/2025

একটু ভেবে দেখিও--

‎1. "যখন তুমি কোনো মেয়ের দিকে খারাপ উদ্দেশ্যে হাত বাড়াও, তখন মনে রেখো, পৃথিবীর কোথাও না কোথাও হয়তো তোমার মা বা বোনও রাস্তায় হাঁটছে। তুমি যদি অন্য কারো মা-বোনের সম্মান নষ্ট করো, তবে কে তোমার মা-বোনকে নিরাপদ রাখবে?"


‎2. "একজন মেয়েকে ধর্ষণ করা মানে শুধু তার শরীরকে নয়, তার আত্মাকে, তার ভবিষ্যৎকে, তার স্বপ্নকে হত্যা করা। আর তুমি কি তোমার মা-বোনের স্বপ্নকে এভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারবে?"


‎3. "তুমি যখন কোনো নারীকে অপমান করো, তখন ভেবে দেখো, যদি সেই নারী তোমার জন্মদাত্রী হতো? তুমি কি তোমার নিজের মায়ের দিকে একই চোখে তাকাতে পারতে?"


‎4. "ধর্ষক শুধু একজন মেয়েকেই নষ্ট করে না, সে একটি পুরো প্রজন্মকে কলঙ্কিত করে। কারণ সেই মেয়ের সন্তান, পরিবার, সমাজ সবাই এই ক্ষত বহন করে। তুমি কি তোমার কারণে এক প্রজন্মকে অভিশপ্ত করতে চাও?"


‎5. "তুমি যদি সত্যিই পুরুষ হও, তবে নারীর শরীর লাঞ্ছিত করার মধ্যে নয়, বরং তাকে সুরক্ষা দেওয়ার মধ্যেই তোমার শক্তি প্রমাণ করো। নইলে তুমি পুরুষ নও, তুমি কেবল এক কাপুরুষ।"


‎6. "তোমার মা তোমাকে কষ্ট করে মানুষ করেছে। যদি আজ তুমি অন্য কারো মেয়েকে নষ্ট করো, তবে তুমি তোমার মায়ের লজ্জার কারণ হবে। তুমি কি তোমার মাকে লজ্জিত করতে চাও?"

16/08/2025

দায়িত্বটা কি দেওয়া হয়েছে
আর আমরা আটকে গেছি কোথায়
😔😔

16/08/2025
‎⚠️ মৃত্যুর আগে ইসলামি সতর্কবার্তা ⚠️‎‎📌 ১. জীবন একটি পরীক্ষা‎আল্লাহ বলেন:‎“প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে ...
16/08/2025

‎⚠️ মৃত্যুর আগে ইসলামি সতর্কবার্তা ⚠️

‎📌 ১. জীবন একটি পরীক্ষা
‎আল্লাহ বলেন:
‎“প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।”
‎(সূরা আনকাবুত 29:57)

‎👉 তাই মৃত্যুর আগে আমলকে ঠিক না করলে কবর ও আখিরাত হবে কঠিন।


‎---

‎📌 ২. মৃত্যু হঠাৎ চলে আসবে
‎রাসূল ﷺ বলেছেন:
‎“কেয়ামতের লক্ষণগুলোর মধ্যে একটি হলো—সময় দ্রুত কেটে যাবে, বছর মাসের মতো, মাস সপ্তাহের মতো, আর সপ্তাহ দিনের মতো মনে হবে।”
‎(তিরমিজি)

‎👉 দেরি না করে এখনই আমল শুরু করো।


‎---

‎📌 ৩. আখিরাতে প্রশ্ন হবে
‎রাসূল ﷺ বলেছেন:
‎“আদম সন্তানের পা কেয়ামতের দিন সরবে না, যতক্ষণ না তাকে পাঁচটি বিষয়ে প্রশ্ন করা হবে:
‎জীবন, যৌবন, সম্পদ, ব্যয়, জ্ঞান।”
‎(তিরমিজি)

‎👉 এখনো সময় আছে—কোন উত্তর দিবে তা ভেবে দেখো।


‎---

‎📌 ৪. দুনিয়া ধোঁকা
‎আল্লাহ বলেন:
‎“দুনিয়ার জীবন কেবল খেলা ও আমোদ-প্রমোদ, আর আখিরাতই হলো প্রকৃত জীবন—যদি তারা জানতো।”
‎(সূরা আনকাবুত 29:64)

‎👉 দুনিয়ার মোহে বিভ্রান্ত হয়ো না, মৃত্যুর আগে আখিরাতের জন্য প্রস্তুতি নাও।


‎---

‎📌 ৫. সুযোগ শেষ হওয়ার আগেই কাজে লাগাও
‎রাসূল ﷺ বলেছেন:
‎“পাঁচটি জিনিসকে পাঁচটির আগে মূল্যায়ন কর:
‎বার্ধক্যের আগে যৌবন, অসুস্থতার আগে সুস্থতা, দারিদ্র্যের আগে সম্পদ, ব্যস্ততার আগে অবসর, আর মৃত্যুর আগে জীবন।”
‎(হাকিম)

‎👉 এখনো বেঁচে আছো—এটাই তোমার সবচেয়ে বড় সুযোগ।

Hmm 😔
16/08/2025

Hmm 😔

"রাত একটা ফি-ত-না!"রাতে মানুষ একা হয়, মন দুর্বল হয়, অনেক নিষিদ্ধ কাজ সহজ হয়ে যায়, গুনাহ করার পরিবেশ বেশি তৈরি হয়। সোশ্যা...
15/08/2025

"রাত একটা ফি-ত-না!"

রাতে মানুষ একা হয়, মন দুর্বল হয়, অনেক নিষিদ্ধ কাজ সহজ হয়ে যায়, গুনাহ করার পরিবেশ বেশি তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায়, চ্যাটে, ভিডিও কনটেন্টে, এমনকি নিজের চিন্তা-ভাবনাতেও রাত ফি-ত-না-র দরজা খুলে দেয়।

নি-ফাক, শয়_তানি কু-মন্ত্রণা ও কু-প্রবৃত্তির শক্তি বাড়ে রাতে। রাতের নীরবতা আর একাকিত্ব মানুষকে এমন সব পথে নিয়ে যেতে পারে, যেখান থেকে ফেরত আসা কঠিন।

বেশিরভাগ হা-রাম সম্পর্ক, চ্যাট, ভিডিও দেখা, গি-বত — রাতেই হয়।

রাসুলুল্লাহ ﷺ বলেছেন, "ফি-ত_নার সময় রাতে ঘুমিয়ে থাকা, দিনের ইবাদতের চেয়ে উত্তম।" (আবু দাউদ, হাদীস : ৪৩১১)

রাতের নিঃশব্দতা অনেক সময় গুনাহকে সহজ করে দেয়, কারণ মানুষ ভাবে— কেউ দেখছে না।

অথচ আল্লাহ!

জমসেদ মজুমদারের একটা কথা ভাল লাগে- "হে যুবক ! যদি তুমি শিউর থাকো যে আল্লাহ তোমাকে দেখছেনা, তবে যা খুশি তা করো, সমস্যা নেই!"

~ শাহ মুহাম্মদ তন্ময়!

সবচেয়ে বেশি মানুষ ইসলামের প্রতি ঈমান হারায় অজ্ঞতা ও গাফিলতির কারণে — অর্থাৎ কোরআন-সুন্নাহ সঠিকভাবে না জানা, দুনিয়ার ম...
15/08/2025

সবচেয়ে বেশি মানুষ ইসলামের প্রতি ঈমান হারায় অজ্ঞতা ও গাফিলতির কারণে — অর্থাৎ কোরআন-সুন্নাহ সঠিকভাবে না জানা, দুনিয়ার মোহে ডুবে আল্লাহকে ভুলে যাওয়া, ভুল সঙ্গের প্রভাব ও শয়তানের প্ররোচনায় ধীরে ধীরে হৃদয়ে ঈমান দুর্বল হয়ে যাওয়া।

Address

NS Road
Kushtia

Telephone

+8801957000732

Website

Alerts

Be the first to know and let us send you an email when Affan Nayeem BBS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Affan Nayeem BBS:

Share