05/06/2025
🌙✨ ঈদুল আযহার প্রস্তুতি - আমাদের ঈদগা ময়দান পরিষ্কার-পরিচ্ছন্নতার দৃশ্য 🚒💧
আসছে পবিত্র ঈদুল আযহা, ত্যাগের মহান উৎসব। এই ঈদের নামাজ আদায়ের জন্য আমাদের এলাকার চাঁদ গ্রাম ঈদগা ময়দান যেন থাকে পরিষ্কার, পরিচ্ছন্ন ও মনোরম – সেই লক্ষ্যেই আজ এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
🧼 অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় ফায়ার সার্ভিস টিমকে, যারা তাঁদের পানি ছিটানোর বিশেষ মেশিন ব্যবহার করে ঈদগা ময়দানটি অত্যন্ত সুন্দরভাবে ধুয়ে দিয়েছেন। এই উদ্যোগ আমাদের ঈদের প্রস্তুতিকে করেছে আরও পরিপূর্ণ ও শুভ্র।
🎥 এই ভিডিওটিতে দেখতে পাবেন তাঁদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টা – চলুন আমরা সবাই এমন ভালো কাজের প্রশংসা করি এবং অনুপ্রাণিত হই।
🌟 আসুন, ঈদের আনন্দ ভাগাভাগি করি পরিচ্ছন্নতা, ত্যাগ ও ভালোবাসার মাধ্যমে।
#ঈদুলআযহা #কোরবানিরঈদ #পরিচ্ছন্নতা #ফায়ারসার্ভিস