Sara's Mom Kitchen & vlog

Sara's Mom Kitchen & vlog Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sara's Mom Kitchen & vlog, Digital creator, Kushtia.

"Exploring flavors every day! 🍽️ সহজ রেসিপি, দারুণ ফুড ফটোগ্রাফি আর দৈনন্দিন কুকিং ভ্লগে মজার এক জার্নি—ঘরে বসেই রেসিপি এক্সপ্লোর করুন। ":

🍽️ Food Explorer | 📷 Food Photography | 📹 Daily Vlogs | 📝 Easy & Tasty Recipes

05/08/2025

পীর হচ্ছে বড়লোকের। বড়লোক মানুষ টাকা দিয়ে বাড়িতে পীর আনে ঘরের মধ্যে কাও কে যেতে না দিয়ে নিজের মানুষ গুলো নেই কারন বড়লোক মানুষের সমস্যা বেশি। তার সয় সম্পত্তি আর তার সন্তানের সমস্যা ইত্যাদি কতো কিছু বলতে হবে।বললাম না দুনিয়া টা হলো হিজ হুজু। বড়লোক মানুষ দের জন্য পীর থাক, আমাদের জন্য আল্লাহ তায়ালা যথেষ্ট। বড়লোক মানুষ দের সমস্যা দুর হলে হবে।

With Zannat Bristi – I'm on a streak! I've made it onto their weekly engagement list 4 weeks in a row. 🎉
05/08/2025

With Zannat Bristi – I'm on a streak! I've made it onto their weekly engagement list 4 weeks in a row. 🎉

কার কার দেখে মুখে পানি আসছে ❤️ ゚viralfbreelsfypシ゚viral        ゚
03/08/2025

কার কার দেখে মুখে পানি আসছে ❤️
゚viralfbreelsfypシ゚viral ゚

03/08/2025

তুমি চলে গেছো অনেক দূরে, অথচ মনে হয় তুমি এখনো আছো আমার ঠিক পাশে।
তোমার কণ্ঠটা আজও কানে বাজে, "খেয়েছো তো?" — সেই মায়াভরা কণ্ঠটা এখন আর কেউ বলে না।

মা, তোমার হাতের ছোঁয়া, তোমার আঁচলের গন্ধ,
সবকিছুই মনের কোণে জমে থাকা একেকটা স্মৃতি।
তুমি চলে যাওয়ার পর বুঝেছি, পৃথিবীর সব ভালোবাসা মায়ের ভালোবাসার সামনে হার মানে।

মাঝে মাঝে চুপচাপ বসে থাকি,
তোমার ছবির দিকে তাকিয়ে চোখের জল লুকাতে চেষ্টা করি।
তুমি ছাড়া এই দুনিয়া বড়ো ফাঁকা, বড়ো নিঃশব্দ।
তুমি ছিলে আমার আশ্রয়, শান্তি, নিরাপত্তা, এখন আমি শুধু একা...

যেদিন শেষবারের মতো তোমার মুখটা দেখেছিলাম,
মনে হয়েছিল আকাশ ভেঙে পড়েছে বুকের ওপর।
তুমি ছাড়া ঈদ, জন্মদিন, কোনো দিনই আর উৎসব মনে হয় না।
তুমি ছিলে বলেই সবকিছু এত আপন লাগতো।
আজ সব কিছুই পর হয়ে গেছে।

"মা, তুমি চলে গেছো, কিন্তু তোমার ভালোবাসা আমার হৃদয়ে চিরকাল থেকে যাবে...
একদিন না একদিন আবার দেখা হবে,
সেইদিন আর কখনো তোমাকে হারাতে দেবো না..."লিখতে লিখতে যেনো চোখের পানি অঝরে ঝরছে।এতো কস্ট😭😭😭

02/08/2025

এই দুনিয়াটা সত্যিই অদ্ভুত এক জায়গা!

মানুষ নিজের সন্তানদের জন্য যত খরচই করুক, যত আদর-যত্নই করুক, সেটাকে সবাই স্বাভাবিকভাবে নেয়। তখন কেউ কোনো কথা বলে না, কেউ রাগ করে না, কেউ হিংসা করে না। কিন্তু ঠিক একই কাজ যদি আরেকজন তার সন্তানের জন্য করে, তখন কিছু মানুষের ভেতরের হিংসা, রাগ আর বিচারক সত্তা জেগে ওঠে। তারা প্রশ্ন করে, টিকা দেয়, তিরস্কার করে—কেন, কী দরকার, এত খরচ কিসের!

এই সমাজে যেন “আমারটা ঠিক, তোমারটা ভুল” একটা অলিখিত নিয়ম।
নিজের সুখ সবাই চায়, কিন্তু অন্যের সুখ দেখলে সহ্য হয় না।
নিজের সন্তানের জন্য উৎসব করলে সেটা ভালোবাসা, কিন্তু অন্য কেউ তার সন্তানের জন্য কিছু করলেই সেটা দেখানো বা অপচয় হয়ে যায়।

দুনিয়াটা যেন “হিজ হিজ, হুজ হুজ”-এর খেলা।
কেউ কারো ভালো সহ্য করতে পারে না, কেউ কারো ভালো কাজকে ভালোভাবে নিতে পারে না।
সবাই চায় অন্যের জীবনটা তার মতো চলুক।
যদি আলাদা কিছু হয়, ব্যতিক্রম কিছু হয়, তাহলেই সমালোচনা শুরু।

এই সমাজে ভালো থেকেও চুপ করে থাকতে হয়, কারণ কথা বললেই কেউ না কেউ তাতে রাগ করবে।
নিজের মতো চলতে গেলেই কেউ না কেউ প্রশ্ন তুলবে—কেন তুমি আলাদা?

কিন্তু দিনশেষে, সত্য একটাই—
যে যার সন্তানকে ভালোবাসে, যত্ন নেয়, ভালো কিছু দিতে চায়, সেটা তার অধিকার। কারো অনুমতির দরকার নেই।
এই দুনিয়া যেমনই হোক, নিজের ভালোটা বুঝে চলাই সবচেয়ে জরুরি।

_এক আকাশ শূণ্যতার মাঝে তুমি পূর্ণতার ছায়া! হাজারো মানুষের ভিড়ে তুমি এক অদ্ভুত মায়া! 🌸
01/08/2025

_এক আকাশ শূণ্যতার মাঝে তুমি পূর্ণতার ছায়া! হাজারো মানুষের ভিড়ে তুমি এক অদ্ভুত মায়া! 🌸

31/07/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Md. Ali Hossain

আলহামদুলিল্লাহ ❤️❤️ধন্যবাদ Md. Ali Hossain
31/07/2025

আলহামদুলিল্লাহ ❤️❤️
ধন্যবাদ Md. Ali Hossain

Address

Kushtia

Alerts

Be the first to know and let us send you an email when Sara's Mom Kitchen & vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sara's Mom Kitchen & vlog:

Share