02/08/2025
এই দুনিয়াটা সত্যিই অদ্ভুত এক জায়গা!
মানুষ নিজের সন্তানদের জন্য যত খরচই করুক, যত আদর-যত্নই করুক, সেটাকে সবাই স্বাভাবিকভাবে নেয়। তখন কেউ কোনো কথা বলে না, কেউ রাগ করে না, কেউ হিংসা করে না। কিন্তু ঠিক একই কাজ যদি আরেকজন তার সন্তানের জন্য করে, তখন কিছু মানুষের ভেতরের হিংসা, রাগ আর বিচারক সত্তা জেগে ওঠে। তারা প্রশ্ন করে, টিকা দেয়, তিরস্কার করে—কেন, কী দরকার, এত খরচ কিসের!
এই সমাজে যেন “আমারটা ঠিক, তোমারটা ভুল” একটা অলিখিত নিয়ম।
নিজের সুখ সবাই চায়, কিন্তু অন্যের সুখ দেখলে সহ্য হয় না।
নিজের সন্তানের জন্য উৎসব করলে সেটা ভালোবাসা, কিন্তু অন্য কেউ তার সন্তানের জন্য কিছু করলেই সেটা দেখানো বা অপচয় হয়ে যায়।
দুনিয়াটা যেন “হিজ হিজ, হুজ হুজ”-এর খেলা।
কেউ কারো ভালো সহ্য করতে পারে না, কেউ কারো ভালো কাজকে ভালোভাবে নিতে পারে না।
সবাই চায় অন্যের জীবনটা তার মতো চলুক।
যদি আলাদা কিছু হয়, ব্যতিক্রম কিছু হয়, তাহলেই সমালোচনা শুরু।
এই সমাজে ভালো থেকেও চুপ করে থাকতে হয়, কারণ কথা বললেই কেউ না কেউ তাতে রাগ করবে।
নিজের মতো চলতে গেলেই কেউ না কেউ প্রশ্ন তুলবে—কেন তুমি আলাদা?
কিন্তু দিনশেষে, সত্য একটাই—
যে যার সন্তানকে ভালোবাসে, যত্ন নেয়, ভালো কিছু দিতে চায়, সেটা তার অধিকার। কারো অনুমতির দরকার নেই।
এই দুনিয়া যেমনই হোক, নিজের ভালোটা বুঝে চলাই সবচেয়ে জরুরি।