Family Agro

Family Agro কৃষক 💝

08/08/2025

-পেঁপে খান সুস্থ থাকুন।

আসুন, আবার দেশি গরু লালন-পালন শুরু করি! অনেকেই মনে করেন দেশি গরু ১–২ লিটারের বেশি দুধ দিতে পারে না।কিন্তু বাস্তব সত্য হল...
08/08/2025

আসুন, আবার দেশি গরু লালন-পালন শুরু করি!

অনেকেই মনে করেন দেশি গরু ১–২ লিটারের বেশি দুধ দিতে পারে না।
কিন্তু বাস্তব সত্য হলো —
একদম খাঁটি দেশি গরুও সঠিক পরিচর্যায় প্রতিদিন ৩ থেকে ৫ লিটার পর্যন্ত দুধ দিতে পারে।

যদি ফিরে যাই ৮০’র দশকে — তখন এই দেশি গরু দিয়েই হাল চাষ হতো, আবার সংসারের দুধের চাহিদাও পূরণ হতো।
সেই সময়ে গরুর খাবার বলতে ছিল চাল ধোয়া পানি, এক মস্তি ধানের কুড়া, আর খামারের পাশে জন্মানো সবুজ ঘাস।
ভুষি চিনতো না, ফিড চিনতো না — তবুও গরুগুলো ছিল শক্ত, স্বাস্থ্যবান এবং দীর্ঘজীবী।

আজ আমরা ফিড আর বিদেশি জাতের পেছনে ছুটে যাচ্ছি, আর হারিয়ে ফেলছি আমাদের দেশি গরু।
অথচ দেশি গরুর দুধ ঘন, ফ্যাট বেশি, ঘি-দই-ছানা তৈরির জন্য একদম উপযুক্ত।

একটা দেশি গরুর প্রতিদিনের ৩ লিটার খাঁটি দুধ যদি পরিবারের চাহিদা মেটায়, তাহলে কেন ভেজাল খুঁজতে যাবো বাজারে?

এই ছবিটি তারই প্রমাণ — এক খাঁটি দেশি গাভী আর তার সদ্য জন্ম নেয়া বাছুর।
মাটির গন্ধে জন্মানো এক প্রাণ — আমাদের ঐতিহ্যের চিহ্ন।

আসুন, অন্তত এক–দুইটি করে দেশি গরু প্রতিটি বাড়িতে বা খামারে লালন করি।
এতে যেমন দুধের চাহিদা পূরণ হবে, তেমনি হারিয়ে যাওয়া জাতটিকেও ফিরিয়ে আনা যাবে।

শেয়ার করুন পোস্টটি — ছড়িয়ে দিন সচেতনতা।
আসুন, দেশি জাতকে ভালোবাসি।

#দেশি_গরু #দেশি_গরুর_দুধ #দেশি_জাত_বাঁচাও #গ্রামীণ_খামার #খাঁটি_দুধ #টেকসই_খামার #প্রাকৃতিক_খাদ্য #গ্রামের_গর্ব #গরু_পালন

08/08/2025

বড় ধরনের বিপদ এর হাত থেকে রক্ষা পেলাম।

08/08/2025

-যে কোনো কাজ মন থেকে করলে সেটা ভালোভাবে করা যায়।

#কোয়েলপাখি #কৃষি #কৃষক

07/08/2025

-পরিশ্রম সাফল্যের মূল চাবিকাঠি ‼️





#কৃষি


#কৃষক

07/08/2025

-আমরা দানাদার খাদ্যে তৈরী করি কি কি দিয়ে!!





#কৃষি

#কৃষক

06/08/2025

-চার টা গরুর ১ বেলার খাবার।

#কৃষক
#কৃষি





-ধানের জমিতে পানি দেওয়ার সময়।
06/08/2025

-ধানের জমিতে পানি দেওয়ার সময়।






06/08/2025

-রিজিকের মালিক আল্লাহ 🤲।





06/08/2025

মাশাআল্লাহ 🤲





05/08/2025

- এক দিনের যায়গায় পাঁচ দিন যাবেন✅





Address

Kushtia Khulna

7052

Telephone

+8801315512186

Website

Alerts

Be the first to know and let us send you an email when Family Agro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Family Agro:

  • Want your business to be the top-listed Media Company?

Share