Peart

Peart Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Peart, Kushtia.

Peart Soft is a one of the leading IT companies of Bangladesh which provides Secure, Scalable, On-Demand Application System and Data Access Solutions with the slogan of “Different Innovation and Excellence” .

🚀 Build Stunning Apps with Flutter!Looking to create beautiful, high-performance apps for Android, iOS, web, and desktop...
09/07/2025

🚀 Build Stunning Apps with Flutter!
Looking to create beautiful, high-performance apps for Android, iOS, web, and desktop — all from a single codebase?
✨ Flutter is the answer!

✅ Fast development with Hot Reload
✅ Modern UI with rich widgets
✅ Backed by Google
✅ Great for startups, portfolios, and pro projects

🚀 Real-World Apps Built with Flutter:
✅Google Ads
✅Alibaba
✅BMW App
✅Reflectly
✅eBay Motors

Start your app journey today with Flutter + Dart! 💻📱


Global Software Engineer Community

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) বাংলাদেশের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং রিসার্চ সেন্টার “এনসিকিউসি” চালু করেছে।ড. মাহদি রহ...
02/07/2025

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) বাংলাদেশের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং রিসার্চ সেন্টার “এনসিকিউসি” চালু করেছে।

ড. মাহদি রহমানকে প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একজন নিবেদিতপ্রাণ গবেষক ও শিক্ষাবিদ হিসেবে ড. রহমান বর্তমানে এনএসইউ-এর ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের সহযোগী অধ্যাপক, এসইপিএস-এর রিসার্চ চেয়ার এবং এনএসইউ অপটিক্স ল্যাবের প্রধান গবেষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Car service website landing page UI UX design Peart
17/06/2025

Car service website landing page UI UX design

Peart

‎🔴 **সতর্কতা! সস্তায় অ্যাপ/ওয়েবসাইট বানাতে গিয়ে ঠকবেন না! **আজকাল অনেকেই ফেসবুকে বিজ্ঞাপন দেয়—“মাত্র ২০০০/৩০০০ টাকায...
16/06/2025

‎🔴 **সতর্কতা! সস্তায় অ্যাপ/ওয়েবসাইট বানাতে গিয়ে ঠকবেন না! **আজকাল অনেকেই ফেসবুকে বিজ্ঞাপন দেয়—“মাত্র ২০০০/৩০০০ টাকায় অ্যাপ বা ওয়েবসাইট বানান!” শুনতে ভালো লাগলেও বাস্তবতা একেবারেই ভিন্ন। বেশিরভাগ ক্ষেত্রে এরা আপনাকে অন্যের তৈরি করা স্ক্রিপ্ট কপি-পেস্ট করে দেয়, যার ভেতরে না থাকে নিরাপত্তা, না থাকে আপনার চাহিদা অনুযায়ী কোনো কাস্টম ফিচার। এমনকি অনেক স্ক্রিপ্টে থেকে যায় ম্যালওয়্যার বা ব্যাকডোর, যা দিয়ে আপনার ব্যবসার গুরুত্বপূর্ণ ডেটা চুরি হতে পারে। শুধু তাই নয়, ভবিষ্যতে কোনো সমস্যা হলে তারা আর সাপোর্ট দেয় না, কেটে পড়ে। একটা ইউনিক ব্র্যান্ড গড়তে হলে আপনার প্রজেক্টের জন্য প্রফেশনাল কাস্টম ডেভেলপমেন্ট দরকার। ✅ peartsoft–তে আমরা বানাই একদম আপনার প্রয়োজন অনুযায়ী অ্যাপ ও ওয়েবসাইট — ⚙️ Blockchain-secured 🚀 Fast & Scalable 🔐 High-level Security 📱 Modern UI/UX Design 🛠️ Custom Feature Integration আমরা শুধু কাজ ডেলিভার করি না — আপনাকে দেই দীর্ঘমেয়াদি সাপোর্ট, ব্র্যান্ড ফোকাসড ডিজাইন, এবং বিজনেস গ্রোথের প্রযুক্তিগত দিকনির্দেশনা। আপনি যদি আপনার ব্যবসাকে সিরিয়াসলি নেন, তাহলে প্রযুক্তিগত দিক থেকেও সিরিয়াস হতে হবে। 📌 এখনই ইনবক্স করুন Peartsoft–তে — এবং আপনার স্বপ্নের প্রজেক্ট শুরু হোক সঠিক টিম দিয়ে, সঠিক পথে।

WhatsApp: +8801810423007

একদিন হঠাৎ করে আপনি একখানা প্রোগ্রামিং প্রবলেম খুললেন—"Find How Many Ways To Select K Students From N, Such That Their I...
15/06/2025

একদিন হঠাৎ করে আপনি একখানা প্রোগ্রামিং প্রবলেম খুললেন—
"Find How Many Ways To Select K Students From N, Such That Their ID XOR Is Zero."
আপনি চেয়ে আছেন প্রশ্নটার দিকে… প্রশ্নটাও চেয়ে আছে আপনার দিকে।
একসময় আপনার চোখে পানি এসে গCPWarrioecause You’re Sad,
But Because Your Brain Just Overheated Trying To Brute-Force Everything 😵‍💫
📢 সেই মুহূর্তে আপনি যদি জানতেন ডিসক্রিট ম্যাথমেটিকস,
তাহলে সমস্যা সমাধানে লাগতো একটা গ্লাস ঠান্ডা শরবত আর একটা ছোট্ট এলগোরিদম।
🎩 ডিসক্রিট ম্যাথ – প্রোগ্রামারদের জাদুর বাক্স..!
যে জিনিসগুলো ডিসক্রিট ম্যাথ শেখায়, সেগুলো আপনাকে শুধু "অভিজ্ঞ" বানায় না, বানায় একেবারে "অস্ত্রধারী যোদ্ধা..!" 🛡️⚔️
চলুন দেখি কোন কোন ম্যাজিক আপনি শিখে নিতে পারেন:
🧮 ১. Permutation & Combination –
"কতভাবে..?" – এই প্রশ্নটাই তো প্রোগ্রামিংয়ের ৫০% সমস্যা।
কতভাবে টিম বানানো যায়..?
কয়টা সাবসেট হয়..?
কয়টা ফাংশন বানানো যাবে..?
ডিসক্রিট ম্যাথ বলে—"নাও ভাই, nCr খাও, n..! লাগাও" 🍽️
🧠 ২. লজিক ও প্রুফ –
যখন আপনার কোড দেখে মানুষ ভাবে আপনি জাদুকর..!
তখন আসলে আপনি হচ্ছেন লজিকের রাজা।
If, And, Not, Implies—এই গুলা দিয়ে কন্ডিশন এমন সাজাবেন, কেউ বুঝতেই পারবে না কোথায় ফাঁদ বসানো আছে 😎
🌉 ৩. গ্রাফ থিওরি –
আপনার সামনে ১০টা শহর, হাজারটা রাস্তা। কোথায় যাবেন..?
গুগল ম্যাপ ব্যবহার করার সময়ও ব্যাকএন্ডে ডিসক্রিট ম্যাথ কাজ করে।
DFS, BFS, Dijkstra – এই গুলোই তো আপনার কোডিংয়ের গুগল ম্যাপ।
💡 ৪. বিট মাস্কিং ও সেট থিওরি –
আপনার মনে কি কখনো প্রশ্ন এসেছে,
"একটা অ্যারে থেকে কতভাবে সাবসেট বানানো যায়..?"
উত্তর: 2ⁿ
কিন্তু, আপনি যদি সেট থিওরি না জানেন, আপনার মাথা ঘুরবে 360°।
আর বিট মাস্ক..?
বুঝলে মজা, না বুঝলে এটা মনে হবে এলিয়েন কোড। 🛸
(চিন্তা নাই, একটু ডিসক্রিট ম্যাথ বুঝলেই ফান মনে হবে..!)
🔢 ৫. মডুলার ম্যাথ ও প্রাইম নাম্বার গেম –
প্রোগ্রামিং মানেই তো মড 10^9 + 7।
কিন্তু, এই mod আসলে কিসের জন্য লাগে..?
Fermat, Euler, GCD–সবই ডিসক্রিট ফ্যামিলির লোকজন।
তাদের চিনলে টাইমলিমিট একেবারে হাতের মুঠোয়..!
🎓 ডিসক্রিট ম্যাথ শেখার পর আপনার কী কী SuperPower হবে..?
✔️ কম সময়ে Efficient Code লিখতে পারবেন
✔️ বড় প্রবলেমকে ছোট ছোট চিন্তায় ভাঙতে পারবেন
✔️ Graph, Tree, DP সব কিছুতে ইন্টুইশন পাবেন
✔️ কনটেস্টে নিজেকে Confident মনে হবে
📚 শিখবেন কোথা থেকে..?
Kenneth Rosen – সব গুরুর গুরু
CP-Algorithms.com – বাস্তব উদাহরণ
MIT OCW PDF – একেবারে ফ্রি
YouTube: William Fiset, Gaurav Sen – চোখধাঁধানো ব্যাখ্যা

Peart

5 Design Principles ⏺️Follow Peart ✨ — use for more creative design tutorials & tips.                    🎨
15/06/2025

5 Design Principles ⏺️

Follow Peart ✨ — use for more creative design tutorials & tips.

🎨

রিসেন্টলি একটি রাজনৈতিক দলের প্রজেক্টে কাজ করছি। তাদের উদ্দেশ্য অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে ডোনেশন সংগ্রহ করা। পাশাপাশি,...
14/06/2025

রিসেন্টলি একটি রাজনৈতিক দলের প্রজেক্টে কাজ করছি। তাদের উদ্দেশ্য অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে ডোনেশন সংগ্রহ করা। পাশাপাশি, টিশার্ট, ক্যাপসহ বিভিন্ন প্রোডাক্ট বিক্রির মাধ্যমেও ফান্ডিং করা হবে।

সম্প্রতি NCP তাদের ক্রাউডফান্ডিং সিস্টেম চালু করেছে, যা সত্যিই প্রশংসনীয়। বিশ্বের অনেক দেশেই রাজনৈতিক দলগুলো এমন ট্রেডিশনাল ও ট্রান্সপারেন্ট ফান্ডিং মডেল অনুসরণ করে।

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোও যদি পুরনো ঘরোয়া পদ্ধতি-যেমন চাঁদাবাজি, লুটপাট, দখলদারি-থেকে বেরিয়ে এসে এমন আধুনিক, স্বচ্ছ পদ্ধতিতে ফান্ডিং শুরু করে, তাহলে তা নিঃসন্দেহে তাদের প্রতি জনসাধারণের আস্থা ও জনপ্রিয়তা আরও বাড়াবে।

🔴 আপনি কি অনলাইন বিজনেস গ্রো করতে চাচ্ছেন, কিন্তু কোনোভাবেই সল্যুশন খুঁজে পাচ্ছেন না?❌ কাস্টমার নেই... সেলস নেই... বিজনে...
14/06/2025

🔴 আপনি কি অনলাইন বিজনেস গ্রো করতে চাচ্ছেন, কিন্তু কোনোভাবেই সল্যুশন খুঁজে পাচ্ছেন না?
❌ কাস্টমার নেই... সেলস নেই... বিজনেস বন্ধের পথে?
🌀 আপনার বিজনেস যদি এই গোলকধাঁধার মধ্যে পড়ে থাকে, তাহলে আপনার দরকার একটি প্রফেশনাল ই-কমার্স ওয়েবসাইট!
💥 আজকের প্রতিযোগিতামূলক মার্কেটে একটি ওয়েবসাইট হতে পারে আপনার বিজনেসের গেম চেঞ্জার।
💼 একটি প্রফেশনাল ওয়েবসাইট করতে পারে ১০ জন এমপ্লয়ির সমান কাজ!
📉 এখনকার সময়ে ওয়েবসাইট ছাড়া বিজনেস মানেই — পিছিয়ে পড়া।
😟 কিন্তু সমস্যা একটাই...
"ভালো মানের ওয়েবসাইট বানাতে অনেক খরচ — ছোট বিজনেসের পক্ষে এটা কি সম্ভব?"
✅ সম্ভব!
🟢 কারণ, আমরা নিয়ে এসেছি বাজেট ফ্রেন্ডলি ই-কমার্স ওয়েবসাইট প্যাকেজ, বিশেষভাবে ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য!
🔧 এই প্যাকেজে আপনি যা যা পাচ্ছেন:
✅ ফাস্ট লোডিং ই-কমার্স ওয়েবসাইট
✅ ড্রপশিপিং ও ডিজিটাল প্রোডাক্ট ওয়েবসাইট
✅ হোটেল, রেস্তোরেন্ট, স্কুল, রিয়েল-ইস্টেট ওয়েবসাইট
✅ মাল্টি-ভেন্ডর ওয়েবসাইট সিস্টেম
🎯 অতিরিক্ত সুবিধাসমূহ:
💸 বাজেট-ফ্রেন্ডলি প্যাকেজ
🎨 সম্পূর্ণ কাস্টোমাইজড ডিজাইন
🛠️ ফ্রি লাইফটাইম টেকনিকাল সাপোর্ট
🎯 তাহলে আর দেরি কেন?
📩 অ্যাভেলেবল অফার নিতে এখনই ইনবক্স করুন এবং শুরু করুন আপনার অনলাইন বিজনেস জার্নি!
ইমেইল :[email protected]
ফোন : +8801842103007

Peart

🟢আপনার ব্যবসা কি অনলাইনে বড় হতে পারছে না?কাস্টমার কম, অর্ডার বন্ধ, আর দিনশেষে লাভের জায়গায় শুধুই হতাশা?সমস্যার মূলে থাকত...
12/06/2025

🟢আপনার ব্যবসা কি অনলাইনে বড় হতে পারছে না?

কাস্টমার কম, অর্ডার বন্ধ, আর দিনশেষে লাভের জায়গায় শুধুই হতাশা?
সমস্যার মূলে থাকতে পারে একটি শক্তিশালী অনলাইন উপস্থিতির অভাব।

🟩একটি স্মার্ট ওয়েবসাইটই হতে পারে আপনার ব্যবসার আপনার ব্যবসা কি অনলাইনে বড় হতে পারছে না?

কাস্টমার কম, অর্ডার বন্ধ, আর দিনশেষে লাভের জায়গায় শুধুই হতাশা?
সমস্যার মূলে থাকতে পারে একটি শক্তিশালী অনলাইন উপস্থিতির অভাব।

🟢একটি স্মার্ট ওয়েবসাইটই হতে পারে আপনার ব্যবসার টার্নিং পয়েন্ট!

বর্তমান সময়ে, ব্যবসার জন্য শুধু ফেসবুক পেইজ বা ইনস্টাগ্রাম প্রোফাইল যথেষ্ট নয়।
🟢You need a professional website that builds customer trust, enhances brand value, and helps generate sales 24/7.

🟢আমাদের অফার:
ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিশেষভাবে তৈরি ই-কমার্স ওয়েবসাইট প্যাকেজ, যেখানে আপনি পাচ্ছেন:

🔹 মোবাইল ও ডেস্কটপ ফ্রেন্ডলি ডিজাইন
🔹 দ্রুত লোডিং স্পিড
🔹 প্রোডাক্ট ক্যাটালগ, কার্ট, পেমেন্ট সিস্টেম
🔹 মাল্টিভেন্ডর ও ড্রপশিপিং সাপোর্ট
🔹 হোটেল, স্কুল, রিয়েল এস্টেট, রেস্টুরেন্ট সল্যুশন
🔹 SEO অপ্টিমাইজড কনটেন্ট
🔹 ২৪/৭ টেকনিকাল সাপোর্ট

🟢কেন আমাদের বেছে নেবেন?
✔️ বাজেটের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি
✔️ সম্পূর্ণ কাস্টমাইজড ডিজাইন
✔️ আজকের ট্রেন্ড অনুযায়ী ফিচার
✔️ কোনো লুকানো খরচ নেই

🟠যোগাযোগ করুন এখনই:
E-mail : [email protected]
Phone Number : +8801842103007

🚀 At Peart Soft, we build powerful cross-platform software!Whether you're a startup or an enterprise, we turn your tech ...
12/06/2025

🚀 At Peart Soft, we build powerful cross-platform software!

Whether you're a startup or an enterprise, we turn your tech ideas into reality — fast, efficient, and scalable. 💻📱

💡 You can take us with you to execute your tech ideas — anywhere, anytime.

✅ Cross-platform solutions
✅ Agile development
✅ Scalable architecture
✅ Reliable support

Let’s build the future together. 🌐


 # এমটিভি প্যাটার্ন পরিচিতিএম,টি,ভি (MTV) এর পূর্নরূপ হল মডেল, টেমপ্লেট, ভিউ (Model, Template, View)। এটা একটা ডেভলপমেন্...
12/06/2025

# এমটিভি প্যাটার্ন পরিচিতি

এম,টি,ভি (MTV) এর পূর্নরূপ হল মডেল, টেমপ্লেট, ভিউ (Model, Template, View)। এটা একটা ডেভলপমেন্ট ডিজাইন প্যাটার্ন। প্রোজেক্ট যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, অনেক অনেক কোড লেখা হয়, তখন সেগুলো মেইনটেন করতে ডেভেলপারের হিমশিম খেতে হয়। এছাড়াও একটা প্রোজেক্টে অনেক ধরনের টিম কাজ করে, ফ্রন্টএন্ড, ব্যাকএন্ড, ডাটাবেইজ ইত্যাদি ক্ষেত্রে আলাদা আলাদা টিম কাজ করে, তো একটা প্রোজেক্টে এত টিম বা ডেভেলপার কাজ করলে তাদের মধ্যে বিভিন্ন কনফিউশন তৈরি হয়! কার কোড কেমন হবে, একজনের কোডের কারনে অন্যের কোডে কোন সমস্যা হবে কিনা ইত্যাদি বিষয় নিয়ে সমস্যা তৈরি হয়।

এধরনের সমস্যার সমাধান হল এই ডেভলপমেন্ট ডিজাইন প্যাটার্ন! এটা প্রোজেক্টকে সুন্দর ভাবে অর্গানাইজ করে রাখে, তাই প্রোজেক্ট বড় হলেও সেটা মেইনটেন করতে সমস্যা হয়না। এবং কোডগুলোও বিভিন্ন ভাগে বিভক্ত থাকে, তাই একেক টিম/ডেভেলপার কোডের একেকটা পার্ট নিয়ে নিশ্চিন্তে কাজ করতে পারে, অন্যের কোডের কোন ধরনের সমস্যা করা ছাড়াই! একারনেই প্রায় সকল ধরনের সফটওয়ার বা ওয়েবএপ ডিজাইন প্যাটার্ন ফলো করেই তৈরি করা হয়!

বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট ডিজাইন প্যাটার্ন রয়েছে, জ্যাঙ্গো ওয়েবফ্রেমওয়ার্ক যে ডিজাইন ফলো করে সেটার নাম হল এমটিভি প্যাটার্ন, অর্থাৎ মডেল, টেমপ্লেট, ভিউ প্যাটার্ন! নাম শুনেই বোঝা যাচ্ছে, এই প্যাটার্নের মূল পার্ট তিনটিঃ

১) মডেল (Model), আপনার প্রোজেক্ট অবশ্যই ডাটাবেইজ ব্যবহার করবে এবং আপনার সাইটের সব কনটেন্ট ডাটাবেইজে সেভ থাকবে। ডাটাবেইজের ডিজাইন, ডাটাবেইজের সঙ্গে আপনার সকল ধরনের যোগাযোগ, ডাটা বেইজের সকল অপারেশন গুলো মডেল হিসেবে লেখা হয়! অর্থাৎ আপনার সরাসরি ডাটাবেইজ ব্যবহার করার দরকার হবেনা, বরং মডেল ব্যবহার করেই ডাটাবেইজের কাজগুলো করতে হবে। মডেল ডাটাবেইজের উপর একটা লেয়ার হিসেবে থাকে, আপনি একটা ডাটা মডেল তৈরি করে সেটা যেকোন ডাটাবেইজের জন্য ব্যবহার করতে পারবেন। মডেল এর এই ব্যবহার খুবই সহজ করে দেয় জ্যাঙ্গোর ওআরএম! এ নিয়ে আমরা পরে আরো বিস্তারিত জানব।

২) টেমপ্লেট (Template), ফ্রন্টএন্ড এর কোডগুলো, যা ইউজার বা ভিউয়ার এর সামনে প্রদর্শিত হবে সে সকল কোড এই ট্যামপ্লেট পার্টে থাকবে। সাধারনত এইচটিএমএল, সিএসএস বা অন্যান্য স্ট্যাটিক ফাইলগুলোই ট্যামপ্লেট এর মাধ্যমে প্রদর্শিত হয়।

৩) ভিউ (View), অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, ক্লায়েন্ট বা ইউজার কোন ইউআরএল এ রিকুয়েস্ট করলে তাকে কোন জিনিস দেখানো হবে বা দেখানো হবেনা সেটা ঠিক করা ভিউ এর কাজ। ভিউ ক্লায়েন্টের রিকুয়েস্ট পর্যবেক্ষন করে মডেল থেকে প্রয়োজন অনুযায়ী ডাটা নিয়ে সেটা ট্যামপ্লেট এর মাধ্যমে সাজিয়ে ইউজারের কাছে পাঠিয়ে দেয়া। অর্থাৎ ক্লায়েন্ট, মডেল ও টেমপ্লেট এর মধ্যকার যোগাযোগ এবং ক্লায়েন্টকে তার আকাঙ্ক্ষিত বস্তু ঠিকমত প্রদর্শন করার ব্যবস্থা করা হল ভিউ এর দায়িত্ব!

🚀Want to become a Data Scientist but don’t know where to start?🤔This roadmap will guide you — step by step 👇✨✅ Here’s wh...
12/06/2025

🚀Want to become a Data Scientist but don’t know where to start?🤔
This roadmap will guide you — step by step 👇✨

✅ Here’s what every data science journey includes

1️⃣ Programming ⬇️
🔸Python, R, SQL + Pandas, NumPy, Scikit-learn

2️⃣ Mathematics ⬇️
🔸Stats, probability, linear algebra, calculus

3️⃣ Machine Learning ⬇️
🔸Supervised, unsupervised, trees, networks

4️⃣ Data Cleaning ⬇️
🔸Tidy, transform, and prepare raw data

5️⃣ Data Visualization ⬇️
🔸Matplotlib, Seaborn, Tableau, Power BI

6️⃣ Big Data ⬇️
🔸Learn Hadoop, Spark, cloud (AWS, GCP)

7️⃣ Databases ⬇️
🔸SQL + NoSQL (PostgreSQL, MongoDB)

8️⃣ Problem Solving ⬇️
🔸Make data-driven decisions

9️⃣ Soft Skills ⬇️
🔸Communicate insights clearly to teams

🔟 Continuous Learning ⬇️
🔸Stay current, always build

📚 Want to learn these skills from industry leaders?

Peart

Address

Kushtia

Alerts

Be the first to know and let us send you an email when Peart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Peart:

Share