আলোর আহবান

আলোর আহবান সত্যের সন্ধানে প্রতিদিন শুরু হোক নতুন পথ চলা হাশি আড্ডা বিনোদন নিউজ নিয়ে থাকবে আপনাদের পাশে গ্রাম বাংলা টিভি।

11/03/2025
আলমডাঙ্গায় সংঘবদ্ধ ডাকাত দলের হামলার শিকার হয়েছিলেন দুই ব্যবসায়ী। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কুলপালা এলাকায় পান বরজের ব...
02/03/2025

আলমডাঙ্গায় সংঘবদ্ধ ডাকাত দলের হামলার শিকার হয়েছিলেন দুই ব্যবসায়ী। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কুলপালা এলাকায় পান বরজের বাঁশের শলী বিক্রি করে ফেরার পথে ব্যবসায়ী সোহেল রানা (২৫) ও জাহিদুল ইসলামের (২৬) ওপর হামলা চালিয়ে নগদ প্রায় এক লাখ টাকা ও একটি স্মার্টফোন লুট করে ডাকাতেরা। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার রাতে জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানা গেছে, ঝিনাইদহের আমতলা বাজার থেকে পান বরজের বাঁশের শলী বিক্রি করে ফেরার পথে রাত ২টার দিকে আলমডাঙ্গার কুলপালা এলাকায় পৌঁছান সোহেল রানা ও জাহিদুল ইসলাম। এসময় ৮-১০ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল রাস্তার পাশে থাকা বাঁশের বেঞ্চ ও শলীর আটি ফেলে তাদের গতিরোধ করে। পরে সশস্ত্র ডাকাত দল ধারালো রামদা, চাইনিজ কুড়াল, হাসুয়া ও লোহার রড দিয়ে তাদের মারধর করে। এসময় তাদের কাছ থেকে শলী বিক্রির নগদ ৪২ হাজার ও ৬০ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়া হয়। পাশাপাশি লুট করা হয় একটি রিয়েলমি স্মার্টফোন।

এ ঘটনায় গতকাল আলমডাঙ্গা থানায় ডাকাতি মামলায় ৩৯৫/৩৯৭ ধারায় মামলা দায়ের করা হয়। যার নং-০১, তারিখ: ০১/০৩/২০২৫। মামলার পর চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম সেবা’র নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাসের তত্ত্বাবধানে আলমডাঙ্গা থানা ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে। এসময় ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার হন। গ্রেপ্তারকৃতরা হলেন- আলমডাঙ্গার কুলপালা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জাহিদ আলী (৩৫) ও গোপীনগর গ্রামের বজলুর রহমানের ছেলে মিলন হোসেন (৩৪)।

বিজ্ঞপ্তিতে আওও জানানো হয়, গ্রেপ্তারের সময় তাদের নিকট থেকে ডাকাতির ঘটনায় ব্যবহৃত ১টি লোহার রড ও ১টি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুজনকে আদালতে গতকালই আদালতে প্রেরণ করে পুলিশ। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া ডাকাত দলের বাকি সদস্যদের গ্রেপ্তার ও লুট হওয়া টাকা ও মোবাইল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

02/03/2025

-আস্তাগফিরুল্লাহ্-হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি,🖤

01/03/2025

আল্লাহতালা সবাইকে যেন সেহরি করার তৌফিক দান করেন
আমিন।

01/03/2025

আবু হুরায়রা (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি ঈমানসহ পুণ্যের আশায় রমজানের রোজা পালন করে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। (বুখারি, হাদিস : ৩৮)✔️✅🤩

আলহামদুলিল্লাহ! রমজানের চাঁদ দেখা গেছে। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস আমাদের কাছে এসেছে। দোয়া করি আল্লাহ আমাদের এই রমজান মাসের উসিলায় পাপ মুক্ত করে দেন। আমিন।✔️

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সবগুলো রোজা রাখার তৌফিক দান করুক আমীন ✅

01/03/2025

সত্যের সন্ধানে প্রতিদিন শুরু হোক নতুন পথ চলা হাশি আড্ডা বিনোদন নিউজ নিয়ে থাকবে আপনাদের পাশে গ্রাম বাংলা টিভি।

https://youtu.be/lgQxTG665t0?si=rqMtO3paF-vjddcu
15/01/2025

https://youtu.be/lgQxTG665t0?si=rqMtO3paF-vjddcu

কণ্ঠ চেহারা হুবহু আজহারী ।। Atiar Rahman New Waz 2024 ।। মাওলানা আতিয়ার রহমান এর ওয়াজ ২০২৪Lecturer: Atiar RahmanBangla Waz:Waz Recorded by Sws Bangla Wazমা...

Address

Chuadanga
Kushtia
AHKR00##

Alerts

Be the first to know and let us send you an email when আলোর আহবান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share