07/02/2024
(On Page SEO)
দেখুন, আপনার ওয়েবসাইটের প্রান হলো “কন্টেন্ট”। তাই আপনার কন্টেন্টকে এমনভাবে অপটিমাইজ করতে হবে। যেন সার্চ ইঞ্জিন গুলোর TOP Position এ থাকে।
কারন যতোক্ষণ না আপনার কন্টেন্ট Google এর টপ পজিশনে না আসবে। ততোদিন আপনি কাঙ্খিত ভিজিটর পাবেন না।
[Note: মনে রাখবেন, যদি On Page SEO ঠিকমতো না করেন। তাহলে অফ পেজ এসইও কোনো কাজে আসবে না]
এমন অনেকেই আছেন, যারা ব্লগিং সেক্টরে নতুন। তারা না জেনেই শুধু কন্টেন্ট পাবলিশ করতেই থাকে। একটা সময়ে সে দেখে,পর্যাপ্ত কন্টেন্ট দেয়ার পরও তার ওয়েবসাইটে আশানুরূপ ভিজিটর পাচ্ছে না।
আপনি বলতে পারবেন, এর কারন কি? এর প্রধান কারন হলো, সেই ব্লগার On Page SEOএর কোনো টেকনিক ফলো না করে।
শুধু কন্টেন্ট পাবলিশ করেই গেছেন। যার কারনে সেই নতুন ব্লগার, তেমন ভিজিটর পাননি।
তো কন্টেন্ট কে অপটিমাইজ করতে হলে, আপনাকে কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। যেমন,
কিওয়ার্ড (Keyword Optimization)
টাইটেল (Title Optimization)
ইমেজ (Image Optimization)
ডেসস্ক্রিপশন (Description Optimize)
পার্মালিংক (Optimize Permalink)
ইন্টারন্যাল লিংকিং কি? (Internal Linking)
লোডিং স্পিড অপটিমাইজেশন
ওয়েবসাইট ডিজাইন