আমাদের কুষ্টিয়া

আমাদের কুষ্টিয়া কুষ্টিয়ার সব খবর সবার আগে পেতে আমাদের কুষ্টিয়ার সংগেই থাকুন

02/06/2025
কুষ্টিয়া সহ সারাদেশে অপরাধ দমনে সেনাবাহিনী কে সহযোগিতা করুন। আপনার এলাকার  নম্বর মোবাইলে সেভ করে রাখুন। খুলনা বিভাগের সে...
01/06/2025

কুষ্টিয়া সহ সারাদেশে অপরাধ দমনে সেনাবাহিনী কে সহযোগিতা করুন। আপনার এলাকার নম্বর মোবাইলে সেভ করে রাখুন। খুলনা বিভাগের সেনাবাহিনী ক্যাম্প এর যোগাযোগের নাম্বার।

খুলনা বিভাগ
১। বাগেরহাট- ০১৭৬৯০৭২৫১৪, ০১৭৬৯০৭২৫৩৬।
২। কুষ্টিয়া- ০১৭৬৯৫৫২৩৬২, ০১৭৬৯৫৫২৩৬৬।
৩। চুয়াডাঙ্গা- ০১৭৬৯৫৫২৩৮০, ০১৭৬৯৫৫২৩৮২।
৪। মেহেরপুর- ০১৭৬৯৫৫২৩৯৮, ০২৪৭৯৯২১১৫৩।
৫। নড়াইল- ০১৭৬৯৫৫২৪৫৬, ০১৭৬৯৫৫২৪৫৭।
৬। মাগুরা- ০১৭৬৯৫৫৪৫০৫,০১৭৬৯৫৫৪৫০৬।
৭। ঝিনাইদহ- ০১৭৬৯৫৫২১৫৮, ০১৭৬৯৫৫২১৭২।
৮। যশোর- ০১৭৬৯৫৫২৬১০, ০১৭৬৯০০৯২৪৫।
৯। খুলনা- ০১৭৬৯৫৫২৬১৬, ০১৭৬৯৫৫২৬১৮।
১০। সাতক্ষীরা- ০১৭৬৯৫৫২৫৩৬, ০১৭৬৯৫৫২৫৪৮।

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে কুষ্টিয়া শহরের যে বাসা থেকে আটক করা হয়েছে, সেটি দেড় মাস আগে ভাড়া নেন পেছনের বাড়ির এক দম্পত...
29/05/2025

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে কুষ্টিয়া শহরের যে বাসা থেকে আটক করা হয়েছে, সেটি দেড় মাস আগে ভাড়া নেন পেছনের বাড়ির এক দম্পতি। তাঁরা অনলাইনে পোশাক কেনাবেচার কথা বলে বাসাটি ভাড়া নিয়েছিলেন।

প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন ওই বাড়ির মেসে থাকা কয়েকজন ছাত্র। তবে তাঁরা নাম প্রকাশ করতে চাননি।

মেসের বাসিন্দা এক ছাত্র বলেন, মালিকের কাছ থেকে পুরো বাড়িটি তাঁরা ভাড়া নিয়েছেন। একজন ব্যবস্থাপনার দায়িত্বে আছেন। দেড় মাস আগে পেছনের বাড়ির বাসিন্দা হেলাল উদ্দিন ও তাঁর স্ত্রী মিনারা খাতুন (হীরা) আসেন। তাঁরা নিচতলার ফ্ল্যাট ভাড়া চান। তাঁরা বলেন, এখানে অনলাইনে পোশাক কেনাবেচার জন্য পোশাক রাখা হবে এবং তাঁদের কিছু লোকজন থাকবেন। মাসিক ছয় হাজার টাকা ভাড়ায় ফ্ল্যাটটি ভাড়া দেন ছাত্ররা। এরপর হেলাল উদ্দিন এই ভবনের সামনে একটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেন। ক্যামেরার সংযোগ পেছনে তাঁর নিজের বাড়িতে নিয়ে যান।

ওই ছাত্র আরও বলেন, ভাড়া নেওয়ার কয়েক দিন পর এই বাসায় এক ব্যক্তি আসেন। তিনি দেখতে যুবক গোছের। খুব কম সময় বাসা থেকে বের হতেন। তবে তাঁর সঙ্গে কখনো মেসে থাকা ছাত্রদের কথা হতো না। তাঁর নাম–পরিচয় কেউ জানতেন না। ২০ থেকে ২৫ দিন আগে এক নারীকে নিচতলার এই ফ্ল্যাটে দেখতে পান ছাত্ররা। ওই নারী কিছুদিন এখানে অবস্থান করেন বলে ছাত্ররা জানান।

ছাত্ররা জানান, ১০-১২ দিন ধরে এই ভবনের সামনে একটি লাল রঙের প্রাইভেট কার এসে দাঁড়াত। বেশ কিছু লোকের যাতায়াত তাঁরা লক্ষ করতেন। তবে কারও সঙ্গে ছাত্রদের কোনো কথা হতো না। নিচতলার যে ফ্ল্যাট থেকে সুব্রত বাইনকে আটক করা হয়েছে ওই ফ্ল্যাটের ভেতরে গত দেড় মাসে কোনো রকম খাবার রান্না হয়নি। সব খাবার বাইরে থেকে আনা হতো।

মেসে থাকা আরেক ছাত্র প্রথম আলোকে বলেন, তিনি পাঁচ-ছয় দিন আগে আসরের নামাজ পড়তে বের হওয়ার সময় দেখেন নিচতলার ওই ফ্ল্যাটের দরজা খোলা এবং সেখানে দাড়িওয়ালা এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। ওই ব্যক্তি ছাত্রকে দেখে দ্রুত ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেন। আজকে যাঁকে আটক করা হয়েছে, তিনি সেদিনের ওই ব্যক্তি বলে নিশ্চিত করেছেন ছাত্ররা।

সুব্রত বাইনকে যে ফ্ল্যাট থেকে আটক করা হয়েছে, ঠিক সেই ভবনের পেছনেই মিনারা খাতুন ও হেলাল উদ্দিনের বাড়ি। মিনারা একটি পোশাকের দোকানের মালিক। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর স্বামীর মাধ্যমে এই ব্যক্তিরা এখানে বাসা ভাড়া নিয়েছিলেন। যাঁরা আটক হয়েছেন, তাঁদের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন। ভীতসন্ত্রস্ত কণ্ঠে জানান, এই ঘটনায় তাঁরা ফেঁসে গেছেন।

মিনারা খাতুন বলেন, তাঁর স্বামী হেলাল উদ্দিন ১৭ থেকে ১৮ বছর দুবাই ছিলেন। গত বছরের শেষে বা চলতি বছরের প্রথম দিকে তিনি দেশে ফেরেন। তাঁর স্বামী জমি কেনাবেচা ও ফ্ল্যাট বিক্রির ব্যবসা করেন বলে দাবি করেন। দেড় মাস আগে তাঁর স্বামী তাঁকে জানান, কয়েকজন ব্যক্তি এখানে থাকবে, মিনারা যেন সামনের ভবনের নিচতলাটা ভাড়া নেন। এরপর মেসের ছাত্রদের সঙ্গে কথা বলে ফ্ল্যাটটি ভাড়া নেন তাঁরা। এরপর ওই ব্যক্তিরা এই নিচতলাতে থাকতে শুরু করেন।

মিনারা খাতুন প্রথম আলোর কাছে দাবি করেন, এই ব্যক্তিদের সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই, কোনো আত্মীয়তার সম্পর্কও নেই, এমনকি তাঁদের আগে কখনো দেখেননি। স্বামী হেলাল উদ্দিন কোথায় জানতে চাইলে মিনারা খাতুন বলেন, তাঁর স্বামী গত রাতে বাইরে গেছেন। এখন কোথায় আছেন, জানেন না।

Source: Prothom Alo

#আমাদেরকুষ্টিয়া

ঔষধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন: ডাক্তার ফিস ও ডায়াগনস্টিক টেস্টের মূল্য কমানোর দাবি সম্মিলিত পেশাজীবী ...
11/05/2025

ঔষধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন: ডাক্তার ফিস ও ডায়াগনস্টিক টেস্টের মূল্য কমানোর দাবি সম্মিলিত পেশাজীবী পরিষদের

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া তারিখ: ১১ মে ২০২৫

ঔষধের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় চরম দুর্ভোগের প্রেক্ষিতে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী মানববন্ধন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয় আজ দুপুর ১২টায় কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র পৌর চত্বর এলাকায়।

মানববন্ধনে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন পেশার প্রতিনিধিরা, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মীসহ সুশীল সমাজের নানা স্তরের মানুষ। তারা বলেন, “ঔষধের দাম দিন দিন যেভাবে বেড়ে চলেছে, তাতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসা নেওয়াই দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এর সঙ্গে ডাক্তার ফিস ও ডায়াগনস্টিক টেস্টের অতিরিক্ত খরচ সাধারণ মানুষের পক্ষে বহন করা অসম্ভব।”

মূল দাবি: সম্মিলিত পেশাজীবী পরিষদ তাদের বক্তব্যে কয়েকটি মূল দাবি উত্থাপন করে ১. ঔষধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে সরকারের কঠোর পদক্ষেপ। ২. বেসরকারি ডাক্তার ফিসের সর্বোচ্চ সীমা নির্ধারণ। ৩. ডায়াগনস্টিক সেন্টারগুলোর টেস্টমূল্য নির্ধারিত হারে নির্ধারণ ও তদারকি। ৪. সাধারণ রোগীদের জন্য সরকারি ভর্তুকি বা বিশেষ স্বাস্থ্য কার্ড চালু।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, “স্বাস্থ্য অধিকার একটি মৌলিক অধিকার। এই অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যায় না। অথচ আজকে চিকিৎসা একটি ব্যয়বহুল ব্যবসায় রূপ নিয়েছে। এটা আমাদের জন্য লজ্জার।”

পেশাজীবী পরিষদের আহ্বান:পরিষদের নেতারা সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, যদি দাবি মানা না হয়, তাহলে আগামীতে জেলা ও জাতীয় পর্যায়ে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

কুষ্টিয়ার সাধারণ মানুষ আশা করছেন, এই দাবি দ্রুত বাস্তবায়ন হবে এবং তারা কিছুটা হলেও স্বস্তি ফিরে পাবেন স্বাস্থ্যসেবায়।

ওষুধ কোম্পানির প্রভাবে চিকিৎসা ব্যবস্থায় বিশৃঙ্খলা: কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালে জনভোগান্তির অভিযোগকুষ্টিয়া ২৫০ শয্যা...
08/05/2025

ওষুধ কোম্পানির প্রভাবে চিকিৎসা ব্যবস্থায় বিশৃঙ্খলা: কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালে জনভোগান্তির অভিযোগ

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালকে কেন্দ্র করে সম্প্রতি একাধিক অভিযোগ উঠেছে যে, হাসপাতালের চিকিৎসা কার্যক্রমে ওষুধ কোম্পানির রিপ্রেজেনটেটিভদের ( MR-হোসেন ইমাম ) অস্বাভাবিক হস্তক্ষেপ জনসাধারণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালে চিকিৎসকদের অধিকাংশ সময় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে কাটে। ফলে সঠিক সময়ে চিকিৎসা পাওয়া যাচ্ছে না। অনেক ক্ষেত্রে চিকিৎসকরা নির্দিষ্ট কোম্পানির ওষুধ প্রেসক্রাইব করছেন, যেগুলো অতিরিক্ত দামি বা স্থানীয় ফার্মেসিগুলোতে সহজলভ্য নয়। এতে রোগীদের চিকিৎসা ব্যয় যেমন বাড়ছে, তেমনি মানসম্পন্ন ওষুধপ্রাপ্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

একজন রোগীর স্বজন, শহরের হাউজিং এলাকার বাসিন্দা রুবিনা আক্তার বলেন, “ডাক্তারের কাছে যাওয়ার পর দেখি তার পাশে ওষুধ কোম্পানির লোক বসে। আমাদের অপেক্ষা করতে হয়। পরে ডাক্তার এমন ওষুধ দেন যা নির্দিষ্ট কোম্পানির, অথচ বাজারে কম পাওয়া যায়।”

আরেকজন রোগী জানিয়েছেন, “একটা সস্তা জেনেরিক ওষুধ থাকার পরও কিছু ডাক্তার এমন কোম্পানির ওষুধ দিচ্ছেন যেটা অনেক দামি। মনে হয় যেন কোম্পানির চাপেই এসব লেখা হচ্ছে।”

হাসপাতালের একাধিক স্বাস্থ্যকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “রিপ্রেজেনটেটিভরা প্রায়শই ওয়ার্ড, চিকিৎসকদের কক্ষ ও এমনকি রোগী দেখার সময়ও উপস্থিত থাকেন। এতে চিকিৎসকদেরও চাপের মধ্যে পড়তে হয়। আবার কেউ কেউ এতে সুবিধাও পান।”

এ বিষয়ে কুষ্টিয়া জেলা ঔষধ প্রতিনিধি সমিতির একজন সদস্য বলেন, “আমরা চিকিৎসকদের নতুন ওষুধ সম্পর্কে তথ্য দিয়ে থাকি। কিন্তু রোগীদের চিকিৎসা ব্যাঘাত ঘটানো বা দামি ওষুধ লেখানো আমাদের উদ্দেশ্য নয়। এটা চিকিৎসকের সিদ্ধান্ত।”

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাসির উদ্দিন বলেন, “রিপ্রেজেনটেটিভদের নিয়ন্ত্রণে একটি অভ্যন্তরীণ নীতিমালা চালু আছে। তারপরও কেউ যদি অতিরিক্ত প্রভাব ফেলেন বা রোগী সেবায় ব্যাঘাত ঘটান, সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

জনস্বার্থে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিশেষজ্ঞরা সুস্পষ্ট সরকারি নীতিমালার প্রয়োজনীয়তার কথা বলছেন। তারা মনে করছেন, ওষুধ কোম্পানি ও চিকিৎসকদের মধ্যে পেশাদার সম্পর্ক থাকলেও, সেটি যেন রোগীদের সেবার উপর প্রভাব না ফেলে তা নিশ্চিত করতে হবে।

কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালে রোগী সেবার মান ও স্বচ্ছতা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তা শুধু একটি প্রতিষ্ঠানের নয় বরং দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার প্রতিচ্ছবি। যথাযথ তদারকি ও নীতিমালা ছাড়া এমন অভিযোগ ভবিষ্যতে আরও বাড়তে পারে—এমন আশঙ্কাই করছেন স্বাস্থ্যসেবার সাথে সংশ্লিষ্টরা।

নেতা বদলায়, দল বদলায়—কিন্তু লুটপাটের ধরন বদলায় না।নাম জনসেবা, বাস্তবে সম্পদসেবা!দলীয় স্বার্থে প্রকল্প, আত্মীয়-স্বজনে ঠি...
15/04/2025

নেতা বদলায়, দল বদলায়—
কিন্তু লুটপাটের ধরন বদলায় না।
নাম জনসেবা, বাস্তবে সম্পদসেবা!
দলীয় স্বার্থে প্রকল্প, আত্মীয়-স্বজনে ঠিকাদারি,
আর জনগণের ভাগ্যে পড়ে খালি প্রতিশ্রুতি!

যত বড় লুট, তত বড় ভাষণ।
যত বেশি চুরি, তত বেশি দেশপ্রেমের অভিনয়!

জনগণ ভোট দেয়, আশা করে পরিবর্তন।
আর নেতারা সুযোগ পায়,
নিজেদের ভাগ্য বদলানোর।

#রাজনীতি #জনগণ #লুটপাট #ভোট #সচেতনতা

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
29/03/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামীকাল রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ এক বৈঠকের পর দেশটির সুপ্রিমকোর...
29/03/2025

সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামীকাল রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
আজ এক বৈঠকের পর দেশটির সুপ্রিমকোর্ট এ ঘোষণা দিয়েছেন।
খবর খালিজ টাইমসের

১০/১৫ হাজার টাকা দিয়ে যাদের সংসার চলে তাদের কেউ একজনকে যদি জিজ্ঞাসা করেন, লাস্ট কবে খাসির মাংস খেয়েছেন? সে উত্তর দিবে ...
12/11/2024

১০/১৫ হাজার টাকা দিয়ে
যাদের সংসার চলে
তাদের কেউ একজনকে যদি জিজ্ঞাসা করেন, লাস্ট কবে খাসির মাংস খেয়েছেন?

সে উত্তর দিবে সেই ঈদের সময়।

এরপর জিজ্ঞাসা করেন, আপনার এলাকায় ফলের দোকান কোন দিকে?

সে আমতা আমতা করবে। কারণ ফলের দোকানে যাওয়ার রাস্তাটা সে ভুলে গেছে অনেক আগেই। সারা বছরে কিছু আম- কাঁঠাল ছাড়া আর কোন ফল তাদের কপালে জোটে না। লিচুর দোকানের পাশ দিয়ে তারা মাথা নিচু করে হেঁটে যায়।

আপেল- কমলা- আঙুরের ঘ্রাণ তারা অনেক আগেই ভুলে গেছে।

মাছে- ভাতে বাঙালী ইলিশ মাছ এখন স্বপ্নেও দেখে না। রুই- কাতলাও এখন দিবাস্বপ্নের মত। শিং মাছ এখন সারাজীবনে একবার কেনা হয়। হ্যা, তারাও মাছ খায়। ঘাস টাইপের তেলাপিয়া আর পাঙ্গাস মাছও এখন বিলাসিতা।

দাম এত কেন? এইটা জিজ্ঞাসা করবেন?

সেই উপায় নাই। দোকানদারদের রেডিমেড উত্তর আছে। তারা বলবে, বেতন বাড়ছে, বেতন ডাবল হইছে। অথচ বেতন বাড়ছে মাত্র ৪% মানুষের। সরকারি চাকরিজীবীদের বেতন যেদিন ডাবল করা হল তার আগের সপ্তাহে খাসির মাংস ছিল ৬৫০ টাকা। বেতন ডাবলের ঘোষণার পর হল ৭০০। আর এখন কিনতে গেলে লাগে ৮০০ টাকা।

ব্রয়লার মুরগি, তেলাপিয়া- পাঙ্গাসের ছোট ছোট পিসও এখন সাধ্যের বাইরে..
তারা বলে দেশ দুই দিন পর মালায়েশিয়া হবে, তারপর সিংগাপুর- দুবাই হবে। অথচ এভাবে চলতে থাকলে, আমাদের চোখের সামনেই দেশটা একদিন সোমালিয়া হয়ে যাবে

চালের দাম আমার সাধ্যের মধ্যে এনে দেন। সপ্তাহে একদিন অন্তত ভাল- মন্দ খাওয়ার ব্যবস্থা করে দেন, ফলের দোকানে যাওয়ার রাস্তাটায় আমাকে একটু এগিয়ে দেন...

ভরসা অটোমেটিক চলে আসবে। কোন ফ্রেম- পোস্টার লাগবে না।

দুঃখিত,
৫০/৬০ টাকা কেজি মোটা চালের ভাত খেয়ে ভরসাটা ঠিকমত আসে না।

দয়া করে কেউ রাজনৈতিক গন্ধ খুজবেন না।

✍️ সংগৃহীত

দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরার সহজ পন্থা। মিশরে অভ্যুত্থানের পর যুবকরা ও মসজিদ কর্তপক্ষ জায়গা জায়গায় নিত্যপ্রয়োজনীয় ...
30/10/2024

দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরার সহজ পন্থা।
মিশরে অভ্যুত্থানের পর যুবকরা ও মসজিদ কর্তপক্ষ জায়গা জায়গায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ও শাক সবজির স্টল বসিয়ে ছিল । তারা উৎপাদন স্থল থেকে সবকিছু কিনে এনে বিনা লাভে বিক্রি করত । ফলে অটোমেটিক সব কিছুর দাম কমে যায় ।
আমরাও এই উদ্যোগ নিতে পারি।
সেনাবাহিনি ও বি জি বিও এই উদ্যোগ গ্ৰহন করতে পারে ।
দেখবেন অটোমেটিক বাজার কন্ট্রোল হয়েগেছে।

23/10/2024

আপনার চারপাশে থাকা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের পুলিশ/সেবাবাহিনীর হাতে তুলে দিন।
আইনের চোখে এরা সবাই অপরাধী।

Address

Kushtia
7001

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের কুষ্টিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share