Tisha

Tisha Unfortunately life doesn’t wait for you to be okay. Get up, pray and keep going.

22/10/2025

When the old song suddenly hits your heart again. 🖤

06/10/2025

খাবা??

এপ্রিলের বসন্ত থেকে অক্টোবরের শরৎ…...কখনও কখনও জীবনের কিছু যাত্রা শুরু হয় বসন্তের মতো সবুজ, রঙিন, নতুন। মনে হয় এই যাত্রা...
04/10/2025

এপ্রিলের বসন্ত থেকে অক্টোবরের শরৎ…...
কখনও কখনও জীবনের কিছু যাত্রা শুরু হয় বসন্তের মতো সবুজ, রঙিন, নতুন। মনে হয় এই যাত্রার শেষ নেই। কিন্তু সময়ের নিজস্ব নিয়ম আছে। ধীরে ধীরে শরৎ আসে, পাতা ঝরে, আর আমরা বুঝি, সব যাত্রা চিরকাল থাকে না।

02/10/2025

মানুষ 😄

কোথায় জানি না কি ছিল যে কোথায়সীমানা পেরিয়ে সব মিশে যেতে চায়.....
18/09/2025

কোথায় জানি না কি ছিল যে কোথায়
সীমানা পেরিয়ে সব মিশে যেতে চায়.....

নদী শুধু জল নয়, সে সময়ের সাক্ষী।ঢেউয়ের সাথে ভেসে যায় দুঃখ, কষ্ট আর অভিমান।প্রকৃতি যেন বারবার শেখায়—যত ঝড়ই আসুক, বয়ে চলাই...
06/09/2025

নদী শুধু জল নয়, সে সময়ের সাক্ষী।
ঢেউয়ের সাথে ভেসে যায় দুঃখ, কষ্ট আর অভিমান।
প্রকৃতি যেন বারবার শেখায়—
যত ঝড়ই আসুক, বয়ে চলাই জীবন।

কুষ্টিয়া পদ্মা গড়াই মোহনা.

হারিয়ে যাক কালো মেঘ, থাক শুধু নীল 🪽
18/08/2025

হারিয়ে যাক কালো মেঘ, থাক শুধু নীল 🪽

শ্রোতা যদি সত্যি না হয়, নীরবতাই সবচেয়ে বড় উত্তর....
17/08/2025

শ্রোতা যদি সত্যি না হয়, নীরবতাই সবচেয়ে বড় উত্তর....

16/08/2025

জীবন 😎

       🖤🖤
15/08/2025


🖤🖤

12/08/2025

বেঁচে থাকা.....

মৃত্যু আসে নীরব অতিথি হয়ে,
দরজা ঠেলে ঢুকে পড়ে সহজেই।
এক নিঃশ্বাসে নিভে যায় আলো,
সব কোলাহল মিলিয়ে যায় শূন্যে।
কিন্তু বেঁচে থাকা...!!
এ এক দীর্ঘ যাত্রা, কাঁটার পথে হাঁটা।
প্রতিদিন যুদ্ধ, প্রতিদিন ক্ষত,
তবু ভোরের আলো ধরার চেষ্টা।
মরে যাওয়া সহজ,
বেঁচে থাকা কঠিন!
কারণ জীবন চায় সাহস,
আর সাহসী হওয়া মানে প্রতিদিন আবার জন্ম নেওয়া.....

20/06/2025

জীবন কখনোই থেমে থাকে না,
একদিন হঠাৎ দেখা যায়—
মেঘের আড়ালে জমে থাকা রোদটা ঠিক ঠিক বেরিয়ে আসে।
পাতা ঝরলেও গাছ জানে,
নতুন কুঁড়ি ঠিক ফুটবে একদিন।

ঘর যদি ফাঁকা লাগে,
তবুও কোথাও না কোথাও একটুখানি আলো ঠিক জ্বলে থাকে।
মানুষ চলে যায়, দিন বদলায়,
তবু হৃদয়ে বেঁচে থাকে কিছু হাসি, কিছু ছুঁয়ে যাওয়া মুহূর্ত।

চোখের কোণে জল থাকলেও,
ঠোঁটের কোণে এক চিলতে হাসির জায়গা থাকতেই পারে।
কারণ—
জীবন সবসময় ফিরে আসতে চায়,
নতুন সকাল হয়ে, নতুন গল্প হয়ে।

তাই থেমো না,
কারণ জীবনের সৌন্দর্য লুকিয়ে থাকে ঠিক সেই মোড়ে,
যেখানে তুমি হাল ছেড়ে দিতে চাও!

__ তিশা__

Address

Kushtia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tisha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share