20/06/2025
জীবন কখনোই থেমে থাকে না,
একদিন হঠাৎ দেখা যায়—
মেঘের আড়ালে জমে থাকা রোদটা ঠিক ঠিক বেরিয়ে আসে।
পাতা ঝরলেও গাছ জানে,
নতুন কুঁড়ি ঠিক ফুটবে একদিন।
ঘর যদি ফাঁকা লাগে,
তবুও কোথাও না কোথাও একটুখানি আলো ঠিক জ্বলে থাকে।
মানুষ চলে যায়, দিন বদলায়,
তবু হৃদয়ে বেঁচে থাকে কিছু হাসি, কিছু ছুঁয়ে যাওয়া মুহূর্ত।
চোখের কোণে জল থাকলেও,
ঠোঁটের কোণে এক চিলতে হাসির জায়গা থাকতেই পারে।
কারণ—
জীবন সবসময় ফিরে আসতে চায়,
নতুন সকাল হয়ে, নতুন গল্প হয়ে।
তাই থেমো না,
কারণ জীবনের সৌন্দর্য লুকিয়ে থাকে ঠিক সেই মোড়ে,
যেখানে তুমি হাল ছেড়ে দিতে চাও!
__ তিশা__