10/03/2023
একজন না দুইজন না।
২৬ হাজার নারী এবার প্রাইমারিতে নিয়োগ পেতে যাচ্ছে।
কথিত মহীয়সী বেগম রোকেয়া আজ ঘরে ঘরে।
আপনাদের কাছে এগুলা স্বাভাবিক প্রাণবন্ত মনে হতে পারে।
সামান্য স্যালারী আর পেনশনের লোভ যাদের ঘরে আটকে রাখতে পারেনি। দা-জ্জালের আগমনে যখন এক ফোটা পানিও পাওয়া যাবে না। তখন তারা ঘরে বসে তাহাজ্জুদ পড়বে, তাই না??
আপনারা ভাবছেন নারীরা ঘর থেকে বের হয়েছে স্বাভাবিক কিছু ??
এ-ই ২৬ হাজার নারীর বদলে পুরুষ যদি চাকরিটা পেতো---
**২৬ হাজার মেয়ের বিয়ে হত।
**২৬ হাজার পরিবারের দায়িত্ব কাধে নিত।
**এ-ই ২৬ হাজার রোকায়েরা কিন্তু কোনো বেকারের দায়িত্ব নিবে না।
এখানে দেখবেন হাজার হাজার হিজাবী যুক্তির মারপ্যাঁচ দিয়ে হযরত খাদীজা হয়ে যাবে৷
আমি আপনাদের একটা নসীহত করবো।
ভুলেও চাকরিজীবী মেয়ে বিয়ে করবেন না, সে যতোই ধার্মিক হোক।
নারীরা স্বামীর আনুগত্যের বিপরীতে চাকরির আনুগত্য টা মানে বেশি। সংসারের উপযোগী মেয়ে অন্তত চাকুরিজীবী মেয়েরা নয়।
তারা সাংসারিক হবে এটা রেয়ার,একদমই রেয়ার।তবে কিন্তু তারাও বিয়ে করবে সংসার করবে, যে সংসার টা হবে কলহে পরিপূর্ণ।
সারাদিনে ডিপার্টমেন্টের ৩-৪ টা ক্লাস করে তারপর ২ টা টিউশনি করে নিজের শরীরকে টানতে যেখানে নাজেহাল হতে হয়,,সেখানে যারা চাকুরি সামলিয়ে নিজের সংসার সামলানোর কাহিনী শোনায় তারা মিথ্যা আশা দেখানো ছাড়া কিছুই বলে না,,একে অপর কে সময় দিতে না পারায় শুরু হয় কলহ,সন্তানদেরও আর মানুষ হয়ে উঠা হয় না।
শৃঙ্খল ভেঙে যে নারীরা বেরিয়ে গেছে।তাদের থেকে শান্তি আশা করা বোকামি ছাড়া আর কিছুই না।
আল্লাহ হেদায়েত দান করুক সঠিক বুঝার তৌফিক দান করুক আমিন।
( যদি কারো ভাল না লাগে, ইগনোর করবেন। দয়াকরে তর্ক করতে আসবেন না ।)