
13/05/2025
জীবন💔💔
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাম্য নিহত হয়েছেন। ছাত্রদলের একাধিক সূত্র বিষয়টি আমাকে নিশ্চিত করেছেন।
জানা যায়, রাতে মোটরসাইকেল চালিয়ে ঢাবি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান মুক্ত মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন সাম্য। এময় অন্য একটি বাইকের সাথে ধাক্কা লাগলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায় সাম্যকে ধারাল অ/স্ত্র দিয়ে ডান রানের রানে আঘাত করে পালিয়ে যায়।
তার দেহ এখন ঢামেকের ইমার্জেন্সি বিভাগের করিডোরে রয়েছে। এ ঘটনায় একজনকে পুলিশ গ্রেফতার করেছে।
© from tulon vai
゚viralシfypシ゚viralシalシ ゚viral