Sadia Sazzad Bonnye

Sadia Sazzad Bonnye Digital creator

05/08/2025

#৫আগস্ট২০২৪
ভিডিও করতে করতে হঠাৎ একটা লোক এসে বলে, এই দেখেন মুজিবরের হৃদপিণ্ড নিয়ে আসছি।

শহরের দু'পাশে জ্বলছিলো আগুন।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে নাকি বোমা হামলা হবে বাংলাদেশের কোনো হাসপাতাল বা রেস্টুরেন্টে। এটা কী ষড়যন্ত্র নাকি ষড়যন্ত্র তত...
21/07/2025

আগামী কয়েক সপ্তাহের মধ্যে নাকি বোমা হামলা হবে বাংলাদেশের কোনো হাসপাতাল বা রেস্টুরেন্টে।
এটা কী ষড়যন্ত্র নাকি ষড়যন্ত্র তত্ত্ব ছড়াচ্ছে কেউ!

21/07/2025

Allah help them!
Milestone school plane crush.

20/07/2025

বিচ্ছেদে আমি নাহয় গোটা দশেক কবিতা লিখবো।
তুই ও লিখবি কতক গল্প কিংবা গান।
কি হবে তাতে?
নাহয় পাবি শ কয়েক লাইক কমেন্ট,
শেয়ার হবে পাবলিক সেন্টিমেন্ট।
কি হবে ওতে?

ভীষণ খারাপ বাদলা হাওয়ায় উড়ছে যখন মন,
কি করবি তখন?
সঙ্গে করে তোর আজীবনের স্বাধীনতা
নাহয় তখন পেতে পারিস চায়ের কাপে নিঃসঙ্গতা।
ওই তো তুই চাইতি ভীষণ!

বৃষ্টি মুখর দিনগুলোতে কাকভেজা যে ফিরবি ঘরে।
কার আঁচলে মুছবি মাথা, কার কপালে ছোঁয়াবি উষ্ণতা?

কঠিন জ্বরে কাঁপছিস খুব,
আমি তখন যোজন যোজন দূরে।
কে দেবে রে জলপট্টি বেঁধে?
দেয় বা যদি কেউ, সারবে তোর অসুখ?
জ্বর যে তোর অাকণ্ঠ মাদকতা।
ঠিক তখনি কাঁপা ঠোঁটে কে ঢালবে উষ্ণতা?
আমি ছাড়া সেই ওষুধের
খবর কে জানে বল?

বুঝবি এই বাহুডোরে আর হবেনা থাকা।
সব যোগাযোগ বন্ধ করে থাকবি কেমন একা?

ভোরেরবেলা আদরমাখা ঘুম ভাঙাবে কে?
দেখবি আমি নেই, শূন্য ঘর।
কেমন করে সইবি?
পারবি একা একটা সকাল?
পারবি একা শেষ বিকেল?
পারবি?

শুন্য পকেট সাথে করে বাউণ্ডুলে ঘুরিস যে খুব।
কে দেয় রে তোর সিগারেটের বিল, হুম?

অমানিশার গভীর রাতে আমার মাঝে মিশে যেতে চাইবেনা মন তোর?
কেমন করে পাবি চুলের গন্ধে লেগে থাকা ঘোর?
কেমন করে কাটাবি আমায় ছাড়া একটা রাত,
পারবি একা, একটা রাত?
পারবি একা, তপ্ত দুপুর ?

পারিস যদি ফিরিয়ে দিস চুলের গন্ধ,
পারিস যদি ডাকটিকিটে লিখিস ছন্দ।
পারিস যদি শুষে নিস শূন্য বুকের ক্ষরণ,
কেমন করে থাকবি একা বুঝবো তখন।

থাকতে পারবি আমায় ছাড়া?
থাকিস তবে।

'অ-অভিমানী'
~ বহ্নি।
২৫/০৫/২০১৯।

19/07/2025

সবচেয়ে কটু গন্ধের ফল খেতে কেমন?
Don't try it at home! 👻🚫

15/07/2025

আজকে কুয়ালালামপুর টু ঢাকা ফ্লাইটের ট্রাকিং করছিলাম। কক্সবাজারের কাছাকাছি মিয়ানমারের পাহাড়ি এলাকায় এসে হঠাৎ করে ফ্লাইটটি হাওয়া হয়ে যায়। অ্যাপের সমস্যা বা নেট কাজ করছে না ভেবে বারবার সব রিফ্রেশ দিয়েও দেখি আশেপাশে কোথাও নেই।
আমার প্রচন্ড বিমানভীতি আছে। শেষবার হায়দ্রাবাদের বিমান দূর্ঘটনার পরে বিমানযাত্রার কথা শুনলেই গলা শুকিয়ে আসে।
এরপর প্রায় বিশ মিনিট কোনোভাবেই ট্রেস করতে না পেয়ে মনের মধ্যে খারাপ চিন্তা এসেছে। আচমকাই ভেঙে পড়েছি, কান্নাকাটি আর প্যানিক করা শুরু করেছি। সাথে সাথে ভাই কে বললাম দেখ তো খুঁজে। ও পাওয়ার পর শান্ত হইছি। কারণ ওই ফ্লাইটে আমার হাসব্যান্ড ছিলো। ও যখন নেমেছে তখন মনে হয়েছে পৃথিবীতে মানুষের কত রকম চাওয়া থাকে। কিন্তু সবচেয়ে বড় নেয়ামত এই পৃথিবীতে আল্লাহ পাক দিয়ে রেখেছেন।
গভীরভাবে চিন্তা করলে দেখা যায় আমরা সবাই ই বর্তমানের তুলনায় অতীতেই বেশি ভালো সময় কাটাই। কিন্তু সেটা তাৎক্ষণিক অনুধাবন করতে পারি না। সর্বদাই বর্তমান নিয়ে শোকরিয়া না করে সৃষ্টিকর্তার কাছে অভিযোগ অনুযোগ করতে থাকি। অথচ বেঁচে থাকাই পরম পাওয়া। একটা মানুষ হারালে এই জগতে আর মেলে না।

এমন একটা বয়স হচ্ছেকাঁদছি বলে কার কী বা আসছে?না ঘুমিয়ে জাগছি কেন সারারাত, করবে না যে মিষ্টি শাসন।জিদ করে যে জিতবো, ইচ্ছে ...
13/07/2025

এমন একটা বয়স হচ্ছে
কাঁদছি বলে কার কী বা আসছে?
না ঘুমিয়ে জাগছি কেন সারারাত, করবে না যে মিষ্টি শাসন।
জিদ করে যে জিতবো, ইচ্ছে করে হারছে না যে, কোনো সুভাষণ।
কাঁদছি বলে কারো যে নেই আমাতে মন কেমন।
এমন একটা বয়স নিয়ে যাচ্ছে দিন।
খাইনি বলে অনেক বায়না মেনে বলবে না তেমন।
মন খারাপের একলা বিকেল, ভেবে হবে না কারো মন উচাটন।
হারিয়ে গেলে অতল দেশে, পাগল হয়ে খুঁজবে না দেশ ভীন।
জানবে শেষদান, তবুও জাগবে না ফিরিয়ে নেওয়ার টান।
এমন একটা বয়স নিয়ে যাচ্ছে দিন।
খুন হয়েছি খবর জেনেও কেউ হবে না উৎকণ্ঠায় নিদ্রাহীন।

'ত্রিশের তরে'
~ সাদিয়া সাজ্জাদ বহ্নি।

to me!

12/07/2025

দুর্বল রাষ্ট্রব্যবস্থার রাজনীতিতে ব্লেমিং গেইম খুবই ইফেক্টিভ। ইন্টারনেটের যুগে এটা বাতাসের আগে ছড়ায়। তারা এর মাধ্যমে খুব সহজেই বিরোধীদের বিপক্ষে ন্যারেটিভ তৈরি করে নেয়।

বাংলাদেশের মানুষের রাজনৈতিক দূরদর্শিতার ভীষণ অভাব রয়েছে। এদেরকে যেটা দেখানো হয় এরা কেবল সেটাই দেখে, যেটা শুনতে বলা হয় শুধু ওটাই শোনে, ওটাই বলে। এরা পোষা পাখির মতো হুঁশ জ্ঞান হারিয়ে তোতাপাখির বুলি আওড়াতে থাকে। আর ওই পাখি যার নিয়ন্ত্রণে থাকে গোটা রাজনীতি তার পক্ষে থাকে। মিডিয়া, প্রশাসন সব সেদিকেই ছোটে।

উদাহরণ হিসেবে যদি গতকাল রাতের কথা বলি, সেখানে বুয়েটে অশালীন শ্লোগান দিয়েছে তারেক রহমানকে নিয়ে। কোথাকার কোন পাতি নেতা যাকে তারেক রহমান চেনার কথাই না। তার জন্য এমনভাবে ব্লেমিং করা হলো যেন শেখ হাসিনার খু নের মার্ডারের মতো। দুইদিন আগে ওই প্রতিবেদন নিয়ে কোনো হইচই দেখিনি। যদি সত্যিই তরুণ নেতারা জুলাই ধারণ করতো তাহলে এটা নিয়ে অনেক বড় ন্যারেটিভ তৈরি করতো। গত এক বছরে কয়বার তারা সরকারকে চাপ দিয়েছে হাসিনাকে ফেরত আনাতে?

এগুলো নিয়ে ইস্যু তারা করবে না। কারণ তাদের এখানে কোনো লাভ নেই। আম্লিগের কোনো ভাত নাই মাঠে। ল্যাংড়ার সাথে তারা এখন দৌড় প্রতিযোগিতা করবে না৷
করবে বিএনপির সাথে। বিএনপিকে হঠাতে পারলে খুব সহজেই নিজেদের আসন পাকাপোক্ত হবে।

অবশ্যই এই হত্যা অত্যন্ত বর্বরোচিত, এর দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। তার আগে একটা আলাপ জরুরি। এই লোকগুলোর রাজনৈতিক অবস্থান শতভাগ নিশ্চিত করা। কিন্তু তা না করেই শুরু হলো আন্দোলন। এটা স্পষ্ট রাজনৈতিক ফয়দা হাসিলের আন্দোলন। যত পারো দোষ দাও বিএনপিকে। হ্যা, দেশে কোনো সরকার নেই, প্রশাসন নেই। তাদের কাছে ভুলেও বিচারের কথা বোলো না, বলো বিএনপিকে।

গত কয়েকদিন অনেক গুলো খুনের ঘটনা ঘটেছে। কিন্তু মিডিয়া ট্রায়ালের জন্য বেছে নেওয়া হলো বিএনপির নামযুক্ত এই ঘটনাকে।

ঘটনার শিরোনাম এমন হওয়ার কথা ছিলো, "আধিপত্যকে কেন্দ্র করে যুবদলের এক কর্মীকে হত্যা।"
অথচ পুরো ঘটনা হয়ে গেলো, "যুবদলের কর্মী দ্বারা ব্যবসায়ী খুন।" ব্যাস, বিএনপির ভিত নড়বড়ে হয়ে গেলো।

বেগম জিয়ার কথা আগেও দলের নেতাগুলো শোনেনি, এখন তারেক রহমানের কথাও শুনছে না। এটা দৃশ্যমান সংকট। বিএনপি বাংলাদেশের সবগুলো দলের চেয়ে রাজনৈতিক কৌশলে পিছিয়ে আছে। তাদের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় না করলে নতুন যুগের নতুন রাজনীতিতে তাল না মেলাতে পেরে হারিয়ে যাবে। মানুষ এখন রাজনীতির পাঠ পড়ে, আর উনারা মাঠ দখলের রাজনীতিতেই পড়ে আছেন। টাকা ছাড়া রাজনীতির যুগ চলে আসবে সামনে। তাই চান্দাবাজ ধান্দাবাজ দিয়ে দল ভরে মাঠ দখলের প্রস্তুতি নেওয়া হবে নিজের পেছনে বাঁশ নেওয়া। গতকাল নিশ্চয়ই তারা বুঝতে পেরেছে ভালোভাবে। জনপ্রিয়তা থাকলে ক্ষমতা তাকে টানে, জনবিচ্ছিন্ন থাকলে সে ক্ষমতাকে টানে।

তারেক রহমান একবার অন্তত প্রধানমন্ত্রী হোন। উনার বর্তমান চিন্তাধারা অনেক আলাদা গতানুগতিক ধারার রাজনীতি থেকে। তাঁকে সুযোগ দেওয়ার জন্য বিএনপিকে কঠোর হতে হবে দলের কর্মী বাছাইয়ে।

11/07/2025

আমি একবার নিজের চোখে খু/ ন দেখেছিলাম। সময়টা ২০০৯ সাল, যে মাসে ঘড়ির কাঁটা এক ঘন্টা আগানো হয়েছিলো সেই মাসেরই কোনো একদিন। দুপুর একটার দিকে আব্বুকে খেতে দিচ্ছিলাম। আব্বু কেবল একগাল খাবার মুখে তুলেছেন। হঠাৎই গগণ বিদারী চিৎকার! অমন চিৎকার আমি আমার জীবনে শুনিনি। চিৎকারটা খুবই কাছে, এমন যে আমাদের বারান্দায় কেউ চিৎকার করছে। দৌঁড়ে বাইরে গেলাম। হঠাৎ চোখ পড়লো পাশের বাড়ির খোলা সবুজ আঙিনা রক্তে লাল হয়ে যাচ্ছে। আব্বুকে বলতেই আব্বু বেরোলেন না। তিনি রাজনীতি করা মানুষ। তার উপর আওয়ামী লীগ সদ্য ক্ষমতায় এসেছে। বিরোধী দলের নেতা তাই তাঁর সবসময়ই ঝুঁকিতে থাকতে হয়।

কাঁপা কাঁপা পা নিয়ে এক ছুটে ছাদে। মিনিট সাতেক ওভাবেই ঠায় দাঁড়িয়ে ছিলাম। চার পাঁচটা ছেলে বয়স সতেরো কী আঠারো হবে, সদ্য ছাত্রলীগ হয়েছে। রাম দা, চা পাতি দিয়ে ক্রমাগত আঘাত করে যাচ্ছে একজন মধ্যবয়েসী লোককে। টিয়া রঙের টিশার্টে রক্ত ফিনকি দিয়ে দিয়ে বেরোচ্ছিলো। একবার উঠে দৌড়ে পাশের বাড়ি গিয়ে উঠেছিলেন তারপর ওরা লোকটাকে টেনে হিঁচড়ে বের করে আনে ঠিক একই জায়গায়। মনের আশ মিটিয়ে মারতে থাকে। মানুষ কোনো মানুষকে এভাবে কু পাতে পারে আমার ধারণাও ছিলো না। বিশ্বজিৎকেও এতটা হিংস্রভাবে মা রা হয়নি।
এরপর রক্তমাখা অস্ত্র নিয়ে প্রকাশ্যে ওরা চলে যায়। এ ঘটনার কোনো নিউজও দেখিনি, আপডেটও পাইনি আর।
সেই ঘটনার পরে অনেকদিন আমি রাতে ওই চিৎকার শুনে ধড়ফড় করে জেগে উঠতাম। কিন্তু সব ছাপিয়ে গেছে আজকে যুবদলের এই নারকীয় খু নের ঘটনা। আমার নিজের চোখে দেখা ঘটনার চেয়েও ভয়ানক ট্রমা দিচ্ছে আমাকে।
গত ঈদে সাকিব খানের বরবাদ নামক জঘন্য সিনেমা দেখে আমি একদলা থু থু ফেলেছিলাম। বরকে বলেছিলাম শ্লায় পরিচালক কী মগের মুল্লুক পেয়েছে, দেশে কোনো আইন নাই নাকি। মানুষকে কচুকাটা করছে, ধর্ষণ, অপহরণ যা ইচ্ছে করছে। কোনো বিচার নাই। আবার সেই নাকি হিরো।

এখন মিলাতে পারছি, সিনেমা রাস্তাঘাটে শুরু হয়েছে অনেক আগে। মব দিয়ে নতুন করে বিচারহীনতা শুরু হয়েছিলো, সেটা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পার্থক্য একটাই, আগে কেউ কিচ্ছু বলতে পারতো না। এখন পারে। শিরদাঁড়া শক্ত করে রাজনীতি করতে হবে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, হবেই।
আর হ্যাঁ, জাতি হিসেবে আপনি আমি অত্যন্ত নিকৃষ্ট। নিজেরাই নিজেদের বাঁশ দেই।

10/07/2025

একরাশ আন্ধার আমারে গিলে খায়।
আমি নিভে যেতে থাকি
একটু একটু করে ক্ষয়ে যাওয়া চাঁদের মত।

হাজার রাতের নিস্তব্ধতা
আমায় গলা টিপে মারে।
আমি মিশে যেতে থাকি
পচে গলে যাওয়া লাশের মত।

প্রতারক প্রেমিক আমার নেশায় ডুবে থাকে।
আমি শেষ হতে থাকি
প্রেমিকের জ্বলন্ত সিগারেটের মত।

পুরুষ আমায় নিকোটিনের মত গিলে খায়।
তারপর ধোঁয়ায় ভরে দেয় পৃথিবীর ফুসফুস।
তারপর জন্মান্ধ বিবেকে কেউ কিছু দেখে না।.....কৃষ্ণপক্ষ......
-বহ্নি

They write poetry of apology on your tomb, forgetting it was their hands that carved your grave.- You stabbed me.- I sai...
09/07/2025

They write poetry of apology on your tomb, forgetting it was their hands that carved your grave.

- You stabbed me.
- I said sorry, didn’t I?

04/08/2024

সন্দেহ :
গতরাতে গুজব ছড়িয়ে আন্দোলন স্তিমিত করতে চেয়েছে। এরপর গোপন আঁতাত হয়েছে একদল গুন্ডা ছাত্রদের আক্রমণ করবে। সেনাবাহিনী তাদেরকে থামিয়ে দিয়ে নায়ক হবে। ছাত্ররা পুরোপুরি যখন বিশ্বাস করতে শুরু করবে। তখন হয়তোবা বিশাল একটা গণহত্যা হবে লোকচক্ষুর আড়ালে।

সরকারি মদদপুষ্ট সেনাবাহিনী কীভাবে হঠাৎ করে শান্তিপূর্ণ আচরণ করছে এটা বুঝতে হবে। তবে সেনাবাহিনীর ভিতরে অফিসারদের মধ্যে কনফিউশান তৈরি হয়েছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে।
আগে সেনাপ্রধানকে সরাতে হবে নয়তো খারাপ অনেক কিছুই ঘটবে। সেনাবাহিনীর সাথে আঁতাত করলে পস্তাতে হবে।
ভারতীয় বাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করার আগে সতর্ক হোন। দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে চলে যেতে দেবো না। স্বৈরশাসকদের চরিত্র এমনই।

Address

Kushtia

Alerts

Be the first to know and let us send you an email when Sadia Sazzad Bonnye posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sadia Sazzad Bonnye:

Share