Mr. Rony

Mr. Rony মায়াবতী আমি তো হারিয়ে যাবো স্মৃতি ময় কালো আঁধারে তুমি না হয় ভালো থেকো অন্যের শহরে..!

13/07/2025

তুমি একজন নিখুঁত খু*নী!

এমন ভাবে আঘাত করলা যার শব্দ কেও শোনেনি। এমন মারাত্মক ভাবে আমাকে মা*রলা যা কেও দেখেও নি। অথচ ভিতরে ছিন্ন ভিন্ন হয়ে প*চন ধরে গেছে আমার, যা কেও দেখারও না। দেখবে কিভাবে? মানুষ তো উপরের ক্ষত দেখে বিবেচনা করে কতটুকু আঘাত পেলো কতটা কষ্ট পেলো। ভিতরের খবর কয়জনে রাখে? দুনিয়ার মানুষ চোখে দেখাতে বিশ্বাসী, জানো? ফাঁ*শি দেওয়ার পর সবাই আপসোস করে, আর ফাশ দেওয়ার আগে মানুষ টা কতটা যন্ত্রণা সহ্য করে মরলো অথচ সেটা কেও দেখেনা। আমি ও তোমার জন্য প্রতিনিয়ত মরি, মরে গেলেই মরন হয় না বুঝছো? তোমার আঘাত গুলো আমাকে তিলে তিলে মারে প্রতিদিন

06/07/2025

“ যেখানে গুরুত্ব নেই, ভালোবাসা শুধু অভিনয়"

04/07/2025

জীবনের লড়াইটা একাই করতে হয়, জ্ঞান দিবে অনেকেই কিন্তু আল্লাহ ছাড়া সঙ্গ দিবে না কেউ

30/06/2025

"বিবাহিত জীবন অনেক সময় আমাদের নিজের অনুভূতিগুলো চাপিয়ে রাখার জায়গা হয়ে দাঁড়ায়।

অনেকেই বাইরে থেকে দেখেন সুখী, সুন্দর জীবনের ছবি, কিন্তু কখনো জানেন না, বাস্তবে ভেতরটা কতটা জটিল। এমন অনেক মুহূর্ত থাকে যখন আমরা একা বা অসহায় অনুভব করি, কিন্তু কারও কাছে কিছু বলার সুযোগ পাই না। জীবনের চাপ, সম্পর্কের মধ্যে অস্থিরতা, কিংবা নিজের স্বপ্নগুলো হারিয়ে যেতে থাকে। কিন্তু, আপনি জানেন কি? আপনি একা নন। আমরা সবাই কিছু না কিছু লড়াইয়ের মধ্যে আছি।

কখনো হয়তো আমাদের মনের ব্যথা গুলো শব্দে প্রকাশ করতে কঠিন হয়ে যায়। কিন্তু তবুও আমি বলবো আগে নিজেকে ভালোবাসতে শিখুন, নিজের কষ্টগুলোকে বুঝেতে শিখুন এবং সেই অনুযায়ী প্রশান্তির জায়গা গুলোকে খুজে বেড় করুন। কারণ আপনি মূল্যবান, তাই নিজেকে মূল্য দিতে শিখুন আপনি শক্তিশালী তাই দূর্বল জায়গাগুলোকে কাটিয়ে উঠতে শিখুন। জীবনের প্রতিটি মূহুর্তকে হ্যাপিনেসে ভরে তুলুন

29/06/2025

রং ভরা জীবন জং ধরে শেষ...!!

এক পাশে শুরু অন্য পাশে শেষ, এটাই পুরুষ মানুষ

26/06/2025

এমন কোনো উপায় কি সত্যিই নেই, যেনো তোমাকে আবার ফেরানো যায়- ভাঙ্গা হৃদয় মন্দিরে, যে মন্দিরের একমাত্র আরাধ্য তুমি। সবেরই উপায় আছে, তবে কি সেই উপায়?

এই হৃদয় মন্দির তো তোমারই, চাইলেই ফিরতে পারো! তবে ফিরো না কেনো? দরজা জানলা গুলো ধীরে ক্ষীণ হয়ে আসছে - তবে কি তখন ফিরবে যখন দরজা মরিচীকা চিরতরে বন্ধ হবে?

নাহয় নাই বা ফিরলে আমার হয়ে, তবুও তো ফিরতে পারো মাঝে সাজে! একটু পিছে ফিরে এক থেমে যাওয়া স্রোত দেখতে

25/06/2025

কখনো কী ছুঁয়ে দেখতে চেয়েছো, হাসির আড়ালের কান্না? রোজ কথা জমে জমে গলায় কথা আঁটকে থাকার যন্ত্রণা! তোমাকে না বলা কথা, তুমি উপলব্ধি করেছো কখনো? মুখে বলেও তো তোমাকে বোঝাতে পারিনি। কত করে, কতদিন তোমার নাম ধরে ডেকেছি, তুমি তো সাড়া দাওনি

25/06/2025

কখনো কী জানতে চেয়েছো, আমার মন কেমন আজ? চাওনি তো। তুমি তো মনেই থাকো, আন্দাজ করোনি তবে? আন্দাজে বুঝে যাবে কি করে? মনে থাকা মানুষগুলো মনের খবর রাখে না!

24/06/2025

ভাগ্য হয়তো আমাকে শখ পূরণের সুযোগ দেয়নি, কিন্তু দিয়েছে এমন কিছু স্মৃতি, যা চাইলেও ভোলা যায় না। আর দিয়েছে এমন কিছু কষ্ট, যা হয়তো আজীবন বয়ে বেড়াতে হবে...!!

"তুমি ছিলে, এখনো আছো কিন্তু তুমি নেই... তবুও, আমার হৃদয়ে তুমি চিরকাল থাকবে❤️‍🩹

22/06/2025

জীবন তখনই সুন্দর হয়, যখন পাশে এমন কেউ থাকে, যে সমস্ত পরিস্থিতি বোঝার ক্ষমতা রাখে। 🖤🥹

21/06/2025

পুরুষ মানুষ চরিত্রহীন হলে সমস্যা নেই😜, কিন্তু অভাবি হলে সমস্যা

20/06/2025

তুমি ছিলে আমার শেষ আঘাত, এরপর আর কিছুই আমাকে স্পর্শ করতে পারেনি। প্রিয় জিনিসগুলো জীবন থেকে সরিয়ে রাখতে শিখেছি আমি। মাঝরাতের দুঃস্বপ্নের মতো এসেছিলে, কিন্তু দিনের আলোয় তোমাকে বহন করা ছিল বড় কঠিন। শেষবার সৃষ্টিকর্তার কাছে তোমাকে নয়, আমি শুধু ধৈর্য চেয়েছি।

Address

Kushtia
7000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr. Rony posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr. Rony:

Share