Ali English Zone

Ali English Zone The page is for sharing my knowledge of English Grammar, Free-hand writing, speaking etc.

28/01/2024

Alhamdulillah.
BEd (Bachelor of Education)
Done✅

** যৌবনের চেহারাটা মানুষ পছন্দ করে।আর যৌবন কালের ইবাদত স্বয়ং আল্লাহ তায়ালা পছন্দ করেন। সুবহানাল্লাহ!“জুম্মা মোবারক”
06/10/2023

** যৌবনের চেহারাটা মানুষ পছন্দ করে।

আর যৌবন কালের ইবাদত স্বয়ং আল্লাহ তায়ালা পছন্দ করেন। সুবহানাল্লাহ!

“জুম্মা মোবারক”

বিপদে পরে টাকা চেয়েছেন কারো কাছে, সাথে সাথেই ব্যবস্থা করে দিয়েছে। তারমানে এই নয় যে আপনার জন্য অলস টাকা নিয়ে সে বসে ছিলো।...
16/09/2023

বিপদে পরে টাকা চেয়েছেন কারো কাছে, সাথে সাথেই ব্যবস্থা করে দিয়েছে। তারমানে এই নয় যে আপনার জন্য অলস টাকা নিয়ে সে বসে ছিলো।

কেউ আপনার খাবারের বিল আগে দিয়ে দিয়েছে, এর মানে এই নয় যে তার কাছে টাকার পাহাড় আছে।

লোকাল বাসে আপনার ভাড়াটা পরিচিত কেউ দিয়ে দিয়েছে, মানে এই নয় যে তার মানিব্যাগ ভর্তি টাকা আছে। তার টাকার পাহাড় নেই কিন্তু পাহাড়ের চেয়েও উঁচু একটা মন আছে।

কেউ আপনাকে বিনয়ের সাথে 'সরি' বলেছে মানে এই নয় যে সব দোষ তার। কিছু দোষ হয়তো আপনারও ছিল অথবা তার আসলে কোনো দোষই ছিল না, শুধু অহেতুক ঝগড়া করে সম্পর্কটা নষ্ট করতে চায়নি বলেই সে সরিটা নিজেই বলে দিয়েছে। এটা তার দুর্বলতা নয়, এটা তার বিনয়।

কেউ আপনার সব কথা মেনে নিয়েছে মানে এই নয় যে, আপনি সবসময় যৌক্তিক কথা বলেন। বরং আপনাকে সে প্রচন্ড ভালোবাসে অথবা সন্মান করে বলেই আপনার যৌক্তিক অযৌক্তিক সব কথাই সে মেনে নেয়।

যাতে আপনি এতটুকু কষ্ট না পান। কারণ আপনার কষ্ট আপনাকে যতটা না কষ্ট দেয় তার চেয়ে আপনার কষ্ট তার বুকে আঘাত করে বেশি৷ এটাই ভালোবাসা।

সব কথার জবাব সবাই মুখে দেয় না। কেউ কেউ সময়ের হাতে ছেড়ে দেয়। কেউ একটু হেসেই চলে যায়। তার হাসির মানে এই নয় যে আপনার কথা তার ভালো লেগেছে।

মনে রাখবেন- Silence is the best answer of all stupid question & smile is the best reaction in all critical situation.

যার সম্পর্কে আপনি খুব মিথ্যা বাজে কথা বলেছেন তিনি সেসব শুনেও প্রতিবাদ না করে চলে গেছে মানে এই নয় যে, সে আসলেই তাই যা আপনি তার সম্পর্কে বলেছেন। বরং ব্যক্তিটার তার নিজের প্রতি সম্মানটা অনেক বেশি যার কারণে কারো নোংরা কথার জবাব দিয়ে তিনি তর্কে জড়াতে চায়নি।

কেউ আপনাকে ক্ষমা করে দিয়েছে মানে এই নয় যে আপনি খুব ছোট ভুল করেছেন বা কোনো অপরাধই করেননি। বরং এমনও হতে পারে তিনি বিচারটা মহান আল্লাহর হাতেই তুলে দিয়েছেন।

প্রতিশোধ না নেওয়াটাই কখনো কখনো বড় প্রতিশোধ হয়ে যায়।

-সংগৃহীত

জনাব ,দুদিনের দুনিয়ার জন্য তো আপনার অনেক প্রস্তুতি ।কাজের চাপে নামাজের সময়টুকু পান না। স্বামী স্ত্রী দুজনেই চাকরির পিছ...
04/09/2023

জনাব ,
দুদিনের দুনিয়ার জন্য তো আপনার অনেক প্রস্তুতি ।কাজের চাপে নামাজের সময়টুকু পান না। স্বামী স্ত্রী দুজনেই চাকরির পিছে ছুটছেন। তো অনন্তকালের জীবনের জন্য কি করছেন??

28/07/2023

আলহামদুলিল্লাহ।
রত্না : গোল্ডেন এ প্লাস
রুপন্তী : গোল্ডেন এ প্লাস
অর্পা :গোল্ডেন এ প্লাস
জান্নাত :এ প্লাস
পিদিম : এ প্লাস
অন্তর : এ প্লাস
নাঈম : এ প্লাস।

Address

Jagalba Sonapatil
Kushtia
7000

Telephone

+8801911133151

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ali English Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ali English Zone:

Share